R CLUB

R CLUB R CLUB ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্নিমার চাঁদ যেন ঝলসানো রুটি।

With Raju Raj – I just got recognised as one of their top fans! 🎉
27/08/2025

With Raju Raj – I just got recognised as one of their top fans! 🎉

‎ বাসায় দিব্যি সংসার করছেন। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য। প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল তাদের, এরপর পরিব...
07/08/2025

‎ বাসায় দিব্যি সংসার করছেন। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য। প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল তাদের, এরপর পরিবারকে না জানিয়ে আবার পুরনো প্রেমে ফেরত গেছেন সোহানা। মানে, “এক্স রিটার্নস ডাইরেক্ট ঢাকা চ্যাপ্টার।
এদিকে গ্রামের মানুষ জন ভেবেছে ভূত তুলে নিয়ে গেছে, কেউ বলেছে নদীর পেট চিরে বের করতে হবে
শেষমেশ দেখা গেল, মেয়ে গা ঢাকা দিয়েছিল প্রেমের আশ্রয়ে।
বিনোদনের দেশ বাংলাদেশ।

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
17/04/2025

Celebrating my 9th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

25/11/2024
25/11/2024
12/08/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

খুব মেধাবী, নৈতিক ও তুখোড় বক্তা ঢাবি ছাত্র ও নতুন স্বাধীনতায় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বায়ক "মিষ্টার সারজিস আলমকে" অন্ত...
10/08/2024

খুব মেধাবী, নৈতিক ও তুখোড় বক্তা ঢাবি ছাত্র ও নতুন স্বাধীনতায় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বায়ক "মিষ্টার সারজিস আলমকে" অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত করার জোর দাবী জানাচ্ছি।

09/08/2024

বর্তমানে কিছু পাতি নেতাদের অবস্থা 😁😁😁😁😁😁

সালটা ছিলো ২০২১||আমার বড় বনের বিয়ের অনুষ্ঠানে আমার বড় ভাইয়ে ক্লাসমেট সারজিস আলম আমার বাড়িতে আসে। তখন তাকে কেউ চিনতো না আ...
08/08/2024

সালটা ছিলো ২০২১||
আমার বড় বনের বিয়ের অনুষ্ঠানে আমার বড় ভাইয়ে ক্লাসমেট সারজিস আলম আমার বাড়িতে আসে। তখন তাকে কেউ চিনতো না আমিও তেমন মুল্যয়ন করি নি। যাইহোক বোনের বিয়েতে সবাই আনন্দ ফুরতি করলাম। বিয়ের কিছুদিন পর ফ্যামিলির সবাই নিলিমা পয়েন্ট যাই, সাথে সানজিদ আলম ও ছিলো। আমারা ধিরে ধিরে অনেক ক্লোস হই,। ঢাকা চলে যাওয়ার আগের দিন আমাকে রান্নাঘরে পিচকুলে ডাক দিলো তার পর অঅঅঅঅনেক কথা বার্তা। হঠাৎ প্রপোজ বাট তখন আমার রিলেশনশিপ এর বয়স ছিলো ১১ মাস পাথরঘাটা Boys কলেজের এক মাউগারফোর লগে। এই জন্য আমি সানজিদ কে রিজেক্ট করে দেই। এখানেই সব শেষ।
হঠাৎ সে পুরো বাংলাদেশে ভাইরাল ক্রাস বয়, তাই ভাবলাম ব্রেকাপ করে ওর সাথে সুযোকটা লই, আজ সকালে ওরে কল দিলাম অনকে ব্যস্ত, হঠাৎ রিসিভ করলো আমি সব কাহিনি বল্লাম!!!!!!!!!!!!!.
সে বল্লো আমি রাজি তবে কিছু সর্থ আছে।
আমি বল্লাম ওকে মানবো।

ও বল্লো- বিয়ের দিন আমার মানিব্যাগ থেকে যে নুডুসের মসলা টা নিছো সেটা যদি এখন ইনক্টে দেখাতে পারো তাহলে আমি তোমাকে ফিরিয়ে নিবো।

আমি- ঔটা আমি নুডুলস এর মসলা বুজেই মানিব্যাগ থোকে মেরে দিয়ে ভাবলাম পেয়ারা খাবো। পরে খুলে দেখি বেলুন তাই পুকুর পারে গিয়ে পেপের ডাডায় জুলাইয় নৌকা বানিয়ে ছেড়ে দিলাম!!

সারজিস- সব ঠিক আছে, তুমি নৌকা উচ্চারণ ক্যান করলে, সম্ভব নয় চলে যাও।

আমি- নৌকাটা পুকুর থেকে ছেড়ে দিলাম নালা দিয়ে বের হয়ে ধান ক্ষেতে চলে গেছে।

সানজিদ- এখন সম্ভবই না- byeeee💔💔

অন্য দিকে ব্রেকাপ দেওয়া Ex এসে আমার বাসা ভাঙচুর করে দিলো মাএ😭

এখন আমি কি করবো' কই যাবো 😭😭😭
বিঃদ্রঃ- কালেক্টেড

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন...
19/03/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!

৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷

তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।

এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও।
:-সংগৃহীত কপি পোস্ট-:

Address

Satkhira/Kalaroa Road
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when R CLUB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R CLUB:

Share