08/08/2024
সালটা ছিলো ২০২১||
আমার বড় বনের বিয়ের অনুষ্ঠানে আমার বড় ভাইয়ে ক্লাসমেট সারজিস আলম আমার বাড়িতে আসে। তখন তাকে কেউ চিনতো না আমিও তেমন মুল্যয়ন করি নি। যাইহোক বোনের বিয়েতে সবাই আনন্দ ফুরতি করলাম। বিয়ের কিছুদিন পর ফ্যামিলির সবাই নিলিমা পয়েন্ট যাই, সাথে সানজিদ আলম ও ছিলো। আমারা ধিরে ধিরে অনেক ক্লোস হই,। ঢাকা চলে যাওয়ার আগের দিন আমাকে রান্নাঘরে পিচকুলে ডাক দিলো তার পর অঅঅঅঅনেক কথা বার্তা। হঠাৎ প্রপোজ বাট তখন আমার রিলেশনশিপ এর বয়স ছিলো ১১ মাস পাথরঘাটা Boys কলেজের এক মাউগারফোর লগে। এই জন্য আমি সানজিদ কে রিজেক্ট করে দেই। এখানেই সব শেষ।
হঠাৎ সে পুরো বাংলাদেশে ভাইরাল ক্রাস বয়, তাই ভাবলাম ব্রেকাপ করে ওর সাথে সুযোকটা লই, আজ সকালে ওরে কল দিলাম অনকে ব্যস্ত, হঠাৎ রিসিভ করলো আমি সব কাহিনি বল্লাম!!!!!!!!!!!!!.
সে বল্লো আমি রাজি তবে কিছু সর্থ আছে।
আমি বল্লাম ওকে মানবো।
ও বল্লো- বিয়ের দিন আমার মানিব্যাগ থেকে যে নুডুসের মসলা টা নিছো সেটা যদি এখন ইনক্টে দেখাতে পারো তাহলে আমি তোমাকে ফিরিয়ে নিবো।
আমি- ঔটা আমি নুডুলস এর মসলা বুজেই মানিব্যাগ থোকে মেরে দিয়ে ভাবলাম পেয়ারা খাবো। পরে খুলে দেখি বেলুন তাই পুকুর পারে গিয়ে পেপের ডাডায় জুলাইয় নৌকা বানিয়ে ছেড়ে দিলাম!!
সারজিস- সব ঠিক আছে, তুমি নৌকা উচ্চারণ ক্যান করলে, সম্ভব নয় চলে যাও।
আমি- নৌকাটা পুকুর থেকে ছেড়ে দিলাম নালা দিয়ে বের হয়ে ধান ক্ষেতে চলে গেছে।
সানজিদ- এখন সম্ভবই না- byeeee💔💔
অন্য দিকে ব্রেকাপ দেওয়া Ex এসে আমার বাসা ভাঙচুর করে দিলো মাএ😭
এখন আমি কি করবো' কই যাবো 😭😭😭
বিঃদ্রঃ- কালেক্টেড