Ayesha Afrin

Ayesha Afrin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ayesha Afrin, Digital creator, Jessore.

Jessore is the best
যশোরের মেয়ে

জীবনে অর্থের মূল্য আছে,
কিন্তু অর্থই সব নয়।🍁

আমি সেই বই যা তুমি সর্বদা খুলো কিন্তু
তুমি এখনো পর্যন্ত গল্পটি পড়োনি,, 💔❤️‍🔥

প্রতিবার রাগ, ঝগরা, অভিমান শেষে আমার তোমাকেই চাই, 🥀🌹🥀(N)

শাশুড়ি হওয়ার সহজ উপায়।১। ছেলের বিয়ে দেবেন না। বিয়ে করতে দিন। পাত্রপাত্রী পছন্দ করতেও পারেন৷ কিন্তু বিয়েটা পাত্রপাত্রীকেই...
28/11/2024

শাশুড়ি হওয়ার সহজ উপায়।
১। ছেলের বিয়ে দেবেন না। বিয়ে করতে দিন। পাত্রপাত্রী পছন্দ করতেও পারেন৷ কিন্তু বিয়েটা পাত্রপাত্রীকেই করতে দিন। ওরা ভোট দিয়ে দেশের সরকার নির্বাচন করতে পারেন কাজেই নিজেদের জীবনসঙ্গীও নির্বাচন করতে পারবেন।
২। ছেলের বৌ এর মা হয়ে উঠতে যাবেন না সেক্ষেত্রে ছেলের বৌ আপনার ছেলের বোন/দিদি হয়ে যেতে পারে। ছেলের বৌ এর শাশুড়ি হয়ে উঠুন। ঐ সম্পর্কটা মাতৃত্বর মতো আগলে রাখার নয় বন্ধুর মতো পাশে থাকার। কারণ অ্যাডাল্ট মানুষকে আগলে রাখার দরকার হয় না,তাদের পাশে থাকার দরকার হয়।
৩। ছেলের বৌ কী খেল কী পরলো কটায় বেরোলো এই ধরনের দাড়োয়ানগিরি করার জন্য আপনি এক্সট্রা পয়সা পাবেন না। ওটা ওনাকে নিজের দায়িত্বেই করতে দিন। উনি নিজের বাড়ি ছেড়ে আরেকবাড়িতে এসে ওঠার দম দেখাতে পেরেছেন যখন তখন বাকিটাও পারবেন।
৪। ছেলেকেও এগুলো নিজেকেই করতে দিন। সব জায়গায় সংসার আগলে খবরদারি করতে যাবেন না। নতুন জেনারেশন আসছে তাদের সংসার তারা তাদের মতো করে ঠিক চালিয়ে নেবে। ভুল করলে ভুল থেকে শিখে নেবে। শিখিয়ে পড়িয়ে মানুষ করার দায়িত্ব আপনার ফুরিয়েছে।
৫। ছেলের বৌ ছেলের আয়া নয়, ছেলে খেল না কেন, স্নান করলো না কেন এগুলো নিয়ে ছেলের বৌএর কান মাথা খেয়ে নেবেন না। সবাই অ্যাডাল্ট। যে যেটা ভালো বুঝবে ঠিক করবে।
৬। নিজের জীবন বাঁচুন। বাবুটা এরপর কী করবে? বাবুর কী হবে? বাবু কেন বদলে যাচ্ছে এসব নিয়ে একটু কম কান্নাকাটি করুন।
৭। নতুন লোকটি যিনি আপনার বাড়িতে আসছেন তাকেও তার জীবনটা বাঁচতে দিন।গড়ে পিটে নেওয়ার চেষ্টাও করবেন না। উলটো ফল হবে
৮। আপনার কিন্তু বয়সটা বাড়তির দিকেই যাবে কাজেই এখন আপনার এনার্জী আছে বলে এমন কিছু করবেন না যাতে মেয়েটি আপনার প্রতি শুরু থেকেই বিতৃষ্ণ হয়ে থাকে। পরে তাহলে আপনার হেল্প এর দরকার হলে সে মন থেকে সেটা করতে পারবে না। জাস্ট দায়ত্ব পালন করে কাটিয়ে দেবে।
৯। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। সেটা লোকদেখানো সুনুমুনু পুচু পুচু না করলেও চলবে। মানুষ হিসেবে তাকে সম্মান করুন।
১০। বাবু কবে বাবা হবে সেই চিন্তা আপনার নয়। কাজেই ওটা জাস্ট ভুলে যান। ছেলের বিয়ে দিয়েছেন আনন্দ করেছেন ওটাই থাক। তারপরের ডিসিশনটা ছেলে ছেলেরবৌকেই নিতে দিন। আপনাকে মুখ দেখানোর জন্য সাততাড়তাড়ি বাচ্চার জন্ম দিয়ে দিলে তো পরেরদিন বাচ্চাটা দামড়া হয়ে উঠবে না। তারা তাদের বাচ্চা তাদের সুবিধা মতোই নেবে।

নিজে ভালো থাকুন অন্যদের ভালো রাখুন।

#সংগৃহীত (কার লেখা জানলে জানাবেন)

মাছগুলো মারা গেলো কেনো?  খেতেও দিয়েছিলাম,  তাও বাঁচাতে পারলাম না😓😓 এমন আলগা পিরিত দেখানো মানুষের অভাব নেই,  এই সমাজে!!
28/10/2024

মাছগুলো মারা গেলো কেনো? খেতেও দিয়েছিলাম, তাও বাঁচাতে পারলাম না😓😓 এমন আলগা পিরিত দেখানো মানুষের অভাব নেই, এই সমাজে!!

❝সময় বদলে গেছে, বদলে গেছে আমিও।কতকিছু হারিয়ে এক ক্লান্ত পথিক হলাম।কত অপেক্ষার ফলাফল শুন্য পেলাম।কত বিশ্বাসের যাতনা অনুভব...
23/10/2024

❝সময় বদলে গেছে, বদলে গেছে আমিও।কতকিছু হারিয়ে এক ক্লান্ত পথিক হলাম।কত অপেক্ষার ফলাফল শুন্য পেলাম।কত বিশ্বাসের যাতনা অনুভব করলাম।কত বন্ধুর বদলে যাওয়া দেখলাম।আরো দেখলাম প্রিয়জনের অপ্রিয় রূপ।বিশ্বাস হারিয়েছি, বন্ধুত্ব হারিয়েছি,প্রিয়জন হারিয়েছি কিন্তু ব্যক্তিত্ব হারায় নি।

আমি নিজেকে ভাঙ্গতে ভাঙ্গতে গড়েছি, একা চলতে শিখেছি।সবকিছু হারিয়ে আমি নিজেকে চিনেছি, আপনজন চিনেছি।আমি আমার ব্যক্তিত্বকে গড়তে পেরেছি। আদৌও আমি কি কিছু হারিয়েছি?না আমি সবকিছুর বিনিময়ে আমায় ভালোবাসতে পেরেছি।❞

প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে, "একটা জন্মদিন, একটা এনিভার্সারি। এই দিনগুলো কখনো ফি...
22/10/2024

প্রাক্তন মুভিতে ছাড়াছাড়ির আগের একটা দৃশ্যে ঋতুপর্ণা প্রসেনজিৎকে বলে, "একটা জন্মদিন, একটা এনিভার্সারি। এই দিনগুলো কখনো ফিরে আসেনা। প্ল্যান করতে হয়। ট্যুর পোস্টপোন করতে হয়। মিটিং ক্যান্সেল করতে হয়। সবকিছু ছেড়েছুড়ে মনটাকে এক জায়গায় নিয়ে আসতে হয়। কখনো দুই ঘন্টা আমার অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে চোখের জল ফেলো, সেদিন আমায় বলতে এসো " Accept me as I am".

মাঝে মাঝে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা প্রিয় মানুষগুলোর কাছে একটু সময় আর যত্ন চাই, একটুখানি আদরে আবদারে প্রশ্রয় চাই। বিশেষ দিনগুলোতে বিশেষ কিছু মুহূর্ত পেতে চাই। হয়ত সবার জীবনে সেরকম মানুষ থাকে না। আর থাকলেও সেটা তারা বুঝতে পারে না বা কখনো বুঝার প্রয়োজনীয়তাও মনে করে না।

অবহেলা কিংবা অনাগ্রহে বুকের ভিতর আস্ত একটা নদী শুকিয়ে গেলেও তা কেউ টেরই পায় না। যা আমরা কখনো পরিবার থেকে পাই না পরবর্তীতে আমাদের জীবনে আসা প্রিয় মানুষদের কাছ থেকে সেটা পাওয়ার প্রবল প্রত্যাশা আমাদের থাকে। সেখানেও প্রত্যাশার মৃত্যু মানিয়ে নেওয়ার নিধারুণ অভিনয়। মুহূর্তরা কেটে যায়, জীবন ঠিকই চলে।
তবুও প্রিয় মানুষগুলো যত্ন নিলে, আগ্রহ থাকলে সেই মুহূর্তগুলো প্রজাপতি হতে পারত, একটা আকাশ হতে পারত, রংধনু হতে পারত, ফুল হতে পারত, ক্যানভাসের খুব প্রিয় কোন ছবি হতে পারত। হতে পারত জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত। অথচ সবশেষে মুহূর্তরা বাঁচে অপেক্ষায়, অবহেলায়, অনাগ্রহে।

অবহেলায় মানুষ ভিতর থেকে ম*রে যায়, অভিমান জমতে জমতে একদিন পাহাড় হয়। একসময় মানুষ প্রত্যাশা করা ছেড়ে দেয়। অভিমান- অভিযোগ করা বন্ধ করে চুপ হয়ে যায়। ইচ্ছেদের উড়িয়ে দেয় আকাশে। কেবল দীর্ঘস্বাসে হঠাৎ হঠাৎ মনে হয় জীবন কিংবা মুহূর্তগুলো আসলেই অন্যরকম হতে পারত!

__ বড় হয়ে উঠায় যেন সমস্ত কষ্টের কারণ। 🙂অগাধ আত্মসম্মান বোধের দেয়ালে জমা হতে থাকে ভারি ভারি সব আর্তনাত😔বড় হওয়ার সাথে সাথে...
20/10/2024

__ বড় হয়ে উঠায় যেন সমস্ত কষ্টের কারণ। 🙂
অগাধ আত্মসম্মান বোধের দেয়ালে জমা হতে থাকে ভারি ভারি সব আর্তনাত😔

বড় হওয়ার সাথে সাথে এমন আরো অনেক অপারগতায় আটকে যাওয়াই যেন আহারে, জীবন।😄💔

♥️স্ত্রী’র মন ভালো রাখার উপায়ঃ😢★আপনার স্ত্রীর যদি ঘন ঘন মুড সুইং হয়,তবে তাকে পর্যাপ্ত সময় দিন।যতই ব্যস্ত থাকুন না কেন,তা...
19/10/2024

♥️স্ত্রী’র মন ভালো রাখার উপায়ঃ😢

★আপনার স্ত্রীর যদি ঘন ঘন মুড সুইং হয়,তবে তাকে পর্যাপ্ত সময় দিন।যতই ব্যস্ত থাকুন না কেন,তার মন বুঝার চেষ্টা করুন।আপনার সামান্য একটু আন্তরিকতা তার মন ভালো করে দেয়ার জন্য যথেষ্ট!♥️

★সারাদিন বাসায় বসে থাকতে থাকতে তার হয়তো একঘেয়েমি লাগতে পারে!তাই অন্তত ছুটির দিনগুলোতে এমন কোথাও তাকে নিয়ে ঘুরতে যান,যেখানে দু'জন একান্ত সময় কাটাতে পারবেন।কেননা প্রিয়জনের সাথে সময় কাটালে মানুষের বিষন্নতা দূর হয়ে যায়💜!

★দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী’র;মাঝে মাঝে রাগ-অভিমান হওয়াটাই স্বাভাবিক।তবে স্ত্রী অভিমান করলে,বাসায় ফেরার পথে তার জন্য একটি গোলাপ আর কিছু চকলেট সাথে নিয়ে যেতে পারেন। গোলাপ আর চকলেট দেখে অন্তত সে আর রাগ করে থাকতে পারবে না!♥️

★স্ত্রী যদি রোমান্টিকতা পছন্দ করেন,তবে তার সাথে খুনসুটি দুষ্টুমি করুন, রান্নার সময় চুপিচুপি পেছন থেকে জড়িয়ে ধরে তাকে বিরক্ত করুন। সে উপভোগ করবে!♥️

★জোছনা রাতে দুজন চাঁদ দেখতে পারেন,সেই সাথে তার সাথে সুখ-দুঃখের মিষ্টি মিষ্টি গল্প করলেও কিন্তু মন্দ হবে না।তার যতই মন খারাপ থাক,আপনার এমন রোমান্টিকতায় সে মুগ্ধ হয়ে যাবে!💜

★স্ত্রী অসুস্থ থাকলে অন্তত ওষুধ খাওয়ানোর দায়িত্বটা নিজেই বহন করুন।কেননা অসুস্থ থাকলে কোনো কিছু ভালো লাগে না,ওষুধ খাওয়ার কথা ভুলে যাওয়ারই সম্ভাবনা থাকে।তাই নিয়ম করে আপনিই সে ক'টা দিন তাকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিন কিংবা পাশে থাকলে নিজেই খাওয়ান!🎋

★😢তার বিশেষ দিনগুলোতে(পিরিয়ড+প্রেগনেন্সি+শারীরিক অসুস্থতায়)তাকে পর্যাপ্ত সময় দিন।শত ব্যস্ততার পরেও তার ঘন ঘন খোঁজ নিন।তার খেঁয়াল রাখুন।তার সাথে অন্তত এই সময়গুলোতে বাজে ব্যবহার করবেন না।আপনাকে এই সময়গুলোতে হতে হবে সহনশীল!তাকে বুঝতে হবে,তাকেও বুঝাতে হবে।আন্তরিকতার সাথে তার সাথে মিশতে হবে!তার ঠিক কি করলে মন ভালো হবে,সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।😢

😢মনে রাখবেন,
আপনার শত ব্যস্ততার মাঝেও স্ত্রীর জন্য সময়,যত্ন আর ভালোবাসাই পারে তার মন ভালো রাখতে।যা কখনোই স্ত্রীকে টাকার পাহাড়ে শুইয়ে রাখলেও পারবেন না।দাম্পত্য জীবনে টাকার চাইতে বেশি জরুরি দুজনের বোঝাপড়া,আন্তরিকতা আর পরস্পরের ইতিবাচক মনোভাব।😢

😢জীবন সঙ্গীর পিছনে শুধু টাকা ব্যয় করার চেয়ে সময় ব্যয় করাটা বেশি জরুরি। কেননা টাকা দিয়ে কেবল সৌখিন চাহিদা পূরণ করা যায়,তবে মনে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে দাম্পত্য জীবন পার করা যায় না
সংগৃহীত।।

16/10/2024
-আমাকে যদি প্রশ্ন করা হয়,কোন পুরুষ সবচেয়ে সুন্দর!তাহলে আমি নিসন্দেহে বলে দিবো,ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম,যে এ...
16/10/2024

-আমাকে যদি প্রশ্ন করা হয়,কোন পুরুষ সবচেয়ে সুন্দর!
তাহলে আমি নিসন্দেহে বলে দিবো,ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম,যে এক নারীতে আসক্ত।
যে পুরুষ তার প্রিয় মানুষ টির জন্য সমস্ত নারী কে উপেক্ষা করে চলে।
তার প্রিয় মানুষ কষ্ট পাবে বলে সে তার সমস্ত খারাপ অভ্যাস গুলো পরি ত্যাগ করে।
এবং রাগের মাথায়ও একজন নারীকে সম্মান দিয়ে কথা বলে।
প্রতিটা নারীর জীবনে এমন একজন যত্নশীল পুরুষ আসুক, যে তার সবটুকু দিয়ে আগলে রাখবে,সম্পর্ক হবে হালাল এবং উদ্দেশ্য হবে জান্নাত। ❤️😇🥀
Collected

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০১৫ অক্টোবর ২০২৪ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে...
15/10/2024

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ২০
১৫ অক্টোবর ২০২৪

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলার মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।

জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না,,,কারণ স্ত্রীর অনেক ভুল,, বেশিরভাগ লোকেই যদি প্রশ্ন করা হয়,, আপনার জীবনের স...
15/10/2024

স্ত্রী কখনো স্বামীর প্রিয় নারী হতে পারে না,,,
কারণ স্ত্রীর অনেক ভুল,, বেশিরভাগ লোকেই যদি প্রশ্ন করা হয়,, আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারী কে??
স্বাভাবিকভাবেই অনেকেই উত্তর দেন,,-"মা" কেউ বলেন -"মেয়ে" কেউবা বলেন -"বোন", কেউবা বলেন -"নানি"!!!!
কারণ সে তাকে কোলে পিঠে মানুষ করেছে। এমন অনেকগুলো সম্পর্কের কথা উঠে আসে।
খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না যে,,,,, তার -"বউ" তার সবচেয়ে প্রিয় নারী।
দিলেও হাতেগোনা খুব অল্প সংখ্যক মানুষ, আসলে বাঙালি পুরুষের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে...!!
লোকে বউ পাগল বলবে!! বউয়ের কাছে ছোট হয়ে যাবে!! অথবা বাকি পুরুষদের সামনে সম্মান কমে যাবে!! এমন একজন মানুষ কি নেই.?? যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছেন তার _"স্ত্রী" অথবা একসাথে জীবনের যুদ্ধটা করবে বলে বাবার বাড়ির অভিজাত্যকে ধরে রেখে 'স্বল্প' বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে.......!
শ্বশুরবাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছে....!!
নাকি নিজের বিছানা,, মায়ের রান্না,, জন্মের পরের বাড়িটা,, সব ফেলে আসা অনেক সহজ!!! যার কারণে বউ কখনোই কারোর প্রিয় নারী হবার যোগ্যতা রাখে না..!!!
যে মেয়েটা সরাসরি স্বামী,, সন্তান,, সংসার,, নিয়ে পড়ে থাকে,, অথচ নিজের দিকে খেয়াল রাখতেও সময় পায় না,,!! সে কখনোই প্রিয় স্ত্রী হতে পারে না.....!
প্রিয় মানুষ হতে পারে না....! হতে পারে না প্রিয় বউ...! হতে পারে না এটাই হলো মেয়েদের জীবন....!
কখনোই কারোর প্রিয় হতে পারে না,, একটা কথা সব সময় মনে রাখবেন,,,,,,,
স্ত্রীদের খুশি করতে বেশি কিছু লাগে না,,,, তারা চায় তাদেরকে মেন্টালি সাপোর্ট করবেন,,, আর সব সময় ভালবাসবেন,,, কোন রকম অবহেলা করবেন না,,,,
তাদের ভালো লাগে এমন কিছু করতে পারেন,,, তারা কষ্ট পাবে এমন কোন কথা বলবেন না,,,, বা এমন কোন কাজ করবেন না,,,
মনে রাখবেন...... এই মানুষটি সারাদিন পরিবারের সবার জন্য পরিশ্রম করে,,,, স্বামীর ভালোবাসায় তারা সেই সারাদিনের ক্লান্তি দূর করে।
একটা মেয়ের সংসার জীবনে স্বামীর সাপোর্ট ছাড়া কিছু করা সম্ভব নয়। বিয়ের পর একটা মেয়ের সবথেকে বড় সার জায়গা হল তার স্বামী।।।
তাই স্ত্রীকে ভালোবাসতে শিখুন এবং অবহেলা অভিযোগ করা থেকে বিরত থাকুন।।।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দিন।। আমিন।।।
( সংগৃহীত)
💞💞💞💞💞💞💞

যশোরের বিখ্যাত জামতলার মিষ্টি 🤤❤️🖤
14/10/2024

যশোরের বিখ্যাত জামতলার মিষ্টি 🤤❤️🖤

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share