
28/11/2024
শাশুড়ি হওয়ার সহজ উপায়।
১। ছেলের বিয়ে দেবেন না। বিয়ে করতে দিন। পাত্রপাত্রী পছন্দ করতেও পারেন৷ কিন্তু বিয়েটা পাত্রপাত্রীকেই করতে দিন। ওরা ভোট দিয়ে দেশের সরকার নির্বাচন করতে পারেন কাজেই নিজেদের জীবনসঙ্গীও নির্বাচন করতে পারবেন।
২। ছেলের বৌ এর মা হয়ে উঠতে যাবেন না সেক্ষেত্রে ছেলের বৌ আপনার ছেলের বোন/দিদি হয়ে যেতে পারে। ছেলের বৌ এর শাশুড়ি হয়ে উঠুন। ঐ সম্পর্কটা মাতৃত্বর মতো আগলে রাখার নয় বন্ধুর মতো পাশে থাকার। কারণ অ্যাডাল্ট মানুষকে আগলে রাখার দরকার হয় না,তাদের পাশে থাকার দরকার হয়।
৩। ছেলের বৌ কী খেল কী পরলো কটায় বেরোলো এই ধরনের দাড়োয়ানগিরি করার জন্য আপনি এক্সট্রা পয়সা পাবেন না। ওটা ওনাকে নিজের দায়িত্বেই করতে দিন। উনি নিজের বাড়ি ছেড়ে আরেকবাড়িতে এসে ওঠার দম দেখাতে পেরেছেন যখন তখন বাকিটাও পারবেন।
৪। ছেলেকেও এগুলো নিজেকেই করতে দিন। সব জায়গায় সংসার আগলে খবরদারি করতে যাবেন না। নতুন জেনারেশন আসছে তাদের সংসার তারা তাদের মতো করে ঠিক চালিয়ে নেবে। ভুল করলে ভুল থেকে শিখে নেবে। শিখিয়ে পড়িয়ে মানুষ করার দায়িত্ব আপনার ফুরিয়েছে।
৫। ছেলের বৌ ছেলের আয়া নয়, ছেলে খেল না কেন, স্নান করলো না কেন এগুলো নিয়ে ছেলের বৌএর কান মাথা খেয়ে নেবেন না। সবাই অ্যাডাল্ট। যে যেটা ভালো বুঝবে ঠিক করবে।
৬। নিজের জীবন বাঁচুন। বাবুটা এরপর কী করবে? বাবুর কী হবে? বাবু কেন বদলে যাচ্ছে এসব নিয়ে একটু কম কান্নাকাটি করুন।
৭। নতুন লোকটি যিনি আপনার বাড়িতে আসছেন তাকেও তার জীবনটা বাঁচতে দিন।গড়ে পিটে নেওয়ার চেষ্টাও করবেন না। উলটো ফল হবে
৮। আপনার কিন্তু বয়সটা বাড়তির দিকেই যাবে কাজেই এখন আপনার এনার্জী আছে বলে এমন কিছু করবেন না যাতে মেয়েটি আপনার প্রতি শুরু থেকেই বিতৃষ্ণ হয়ে থাকে। পরে তাহলে আপনার হেল্প এর দরকার হলে সে মন থেকে সেটা করতে পারবে না। জাস্ট দায়ত্ব পালন করে কাটিয়ে দেবে।
৯। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। সেটা লোকদেখানো সুনুমুনু পুচু পুচু না করলেও চলবে। মানুষ হিসেবে তাকে সম্মান করুন।
১০। বাবু কবে বাবা হবে সেই চিন্তা আপনার নয়। কাজেই ওটা জাস্ট ভুলে যান। ছেলের বিয়ে দিয়েছেন আনন্দ করেছেন ওটাই থাক। তারপরের ডিসিশনটা ছেলে ছেলেরবৌকেই নিতে দিন। আপনাকে মুখ দেখানোর জন্য সাততাড়তাড়ি বাচ্চার জন্ম দিয়ে দিলে তো পরেরদিন বাচ্চাটা দামড়া হয়ে উঠবে না। তারা তাদের বাচ্চা তাদের সুবিধা মতোই নেবে।
নিজে ভালো থাকুন অন্যদের ভালো রাখুন।
#সংগৃহীত (কার লেখা জানলে জানাবেন)