09/10/2025
কোরআনের বর্ণনায় স্থান পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য। কোনো ব্যক্তি যদি ঈমানের সঙ্গে প্রকৃতির এই সৌন্দর্য ও বিস্ময়গুলো উপলব্ধি করতে পারেন, তবে তা তাঁর ঈমান বৃদ্ধিতে সহায়ক হবে।
**কোরআনে বৃক্ষ-তরুলতা ও উদ্যানকে মনোরম বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেন বৃষ্টি, অতঃপর আমি তা দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি।’
(সুরা : নামল, আয়াত : ৬০)