DIPA VLOG

DIPA VLOG content creator

শুভ রাত্রি
29/07/2025

শুভ রাত্রি

শুভ সকাল everyone.
28/07/2025

শুভ সকাল everyone.

আমার ছোট্ট তুবা ❤️সন্তান যাদের আছে তারা বোঝে না সন্তান না থাকার কি কষ্ট। আল্লাহ যাদের সন্তান দিয়ে আবার নিয়ে নেয় তাদের...
24/07/2025

আমার ছোট্ট তুবা ❤️সন্তান যাদের আছে তারা বোঝে না সন্তান না থাকার কি কষ্ট। আল্লাহ যাদের সন্তান দিয়ে আবার নিয়ে নেয় তাদের আবার কি কষ্ট। আল্লাহ ছাড়া সান্তনা দেয়ার কেউ নেই। মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার পর থেকে নিজের সন্তানকে কোথায় রাখলে নিরাপদ থাকবে সেটাই ভাবছি। এত অসুস্থতার মধ্যেও চোখের সামনে শুধু ভাসছে ওইসব বাচ্চাগুলার চিত্র। ওইটুকু বাচ্চাগুলো ওরা তো নিষ্পাপ আল্লাহ যেন জান্নাতের পাখি বানিয়ে দেয়।

অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত। এত জ্বর আর সহ্য হচ্ছে না 😭😭
23/07/2025

অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নেয়ামত। এত জ্বর আর সহ্য হচ্ছে না 😭😭

সময় ছিল ২০১৬। বেশ কয়েক বছর কেটে গেছে তুমি আমাদের ছেড়ে চলে গেছো। জানিনা কে কে তোমাকে মনে করে কিন্তু আমি তোমাকে আজও ভুল...
22/07/2025

সময় ছিল ২০১৬। বেশ কয়েক বছর কেটে গেছে তুমি আমাদের ছেড়ে চলে গেছো। জানিনা কে কে তোমাকে মনে করে কিন্তু আমি তোমাকে আজও ভুলতে পারিনি দাদি। সবকিছু চোখের সামনে স্পষ্ট ভাষে।দিনে শত ব্যস্ততার মাঝে তোমাকে মনে না করলেও কোন রাতে তোমার জন্য দোয়া করতে মিস হয় না। তুমি যে আমার খুব আহ্লাদের জায়গা ছিলে যেটা আমি তুমি থাকতে বুঝিনি। আমি কারো কাছে তোমাকে নিয়ে গল্প করি না কিন্তু আমার যখন খুব মন খারাপ হয় কল্পনায় তোমার সাথে কত কথা বলি জানি এটা আমার পাগলামি ছাড়া কিছুই না। আমি যখন অসুস্থ হই তোমার কথা খুব মনে হয় জানো দাদি,এখনো আমার ওষুধ খেতে কষ্ট হয় কিন্তু কেউ আর তোমার মত এক হাতে পানির গ্লাস আর এক হাতে মিষ্টি জাতীয় কিছু নিয়ে দাঁড়িয়ে থাকে না। আমি যে এখন বড় হয়ে গেছি আর তুমিও তো নেই। ওই মুহূর্তে তোমার কথা খুব মনে পড়ে। আজ আর বলতে কোন দ্বিধা নেই তুমি লুকিয়ে লুকিয়ে কত যে টাকা দিয়েছো আমাকে স্কুলে যাওয়ার সময় কুলফি মালাই খাওয়ার জন্য। আর প্রকাশ্য তো দিয়েছোই।আমাকে সাজুগুজুর জিনিস কিনে দিতে।
তুমি থাকতে কত গল্প করতাম তোমার সাথে। আমি খুব চাপা স্বভাবের তোমার মত বিশ্বস্ত কাউকে আর জীবনে পাইনি সবাই ঠকায়, ভুল বুঝে। তোমাকে কত জ্বালিয়েছি তুমি তো কখনো আমার উপর রাগ করো না তোমার সাথে ঝগড়াও করেছি তুমি তো কথা না বলে কখনো থাকোনি। স্কুল থেকে ফেরার পর আমি দেখেছি বাড়ির পিছনে তুমি আমার জন্য অপেক্ষা করছো বাবা-মার পরে তোমার মত কেউ আমাকে খুব ভালোবাসে নি এমনও হতে পারে তাদের থেকেও হয়তো তুমি আমাকে বেশি ভালবাসতে।
আমি বিয়েটা দেখে যাওয়ার তোমার খুব ইচ্ছে ছিল কিন্তু আল্লাহ তোমার সেই ইচ্ছা পূরণ করলে না।
হারিয়ে গেছে সোনালী ছেলেবেলা, হারিয়ে গেছো তুমি আর কোনদিন সেদিন গুলো ফিরে পাবো না জানি কিন্তু তুমি আমার প্রার্থনাতে সব সময় জল জল কর। তোমাকে কখনোই বলা হয়নি আমি তোমাকে এখনো খুব ভালোবাসি দাদি।তুমি চলে যাওয়ার পরে যেন বেশি ভালোবাসি।
আরশে আজিমের মালিকের কাছে সব সময় প্রার্থনা করি তোমাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন তোমার সাথে আমার যেন আবার দেখা করিয়ে দেন। আপনজনদের ছাড়া যে দুনিয়াতে থাকা খুব কঠিন।

22/07/2025

আজ থেকে কোন রিক্সাওয়ালা কেএকটি টাকাও বেশি ভাড়া দিব না।

ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস -সব কিছুর পেছনে এখন খুজি স্বার্থের ছায়া।হয়তো আমি বদলায়নি, কিন্তু অভিজ্ঞতা আমাকে দিয়েছে।
21/07/2025

ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস -সব কিছুর পেছনে এখন খুজি স্বার্থের ছায়া।হয়তো আমি বদলায়নি, কিন্তু অভিজ্ঞতা আমাকে দিয়েছে।

শুভ সকাল বন্ধুরা
19/07/2025

শুভ সকাল বন্ধুরা

চুল দেখে মনে হচ্ছে তাহার চুল কোথায় এডিট করে বসানো কিন্তু না চুল বেঁধে না রাখলে তাহার মাথার এই অবস্থা দেখায় 🥰🥰🥰🥰
18/07/2025

চুল দেখে মনে হচ্ছে তাহার চুল কোথায় এডিট করে বসানো কিন্তু না চুল বেঁধে না রাখলে তাহার মাথার এই অবস্থা দেখায় 🥰🥰🥰🥰

একটা মেয়েকে জিজ্ঞেস করে দেখো বাবা কি? ❤️উত্তর দেয়ার আগেই কান্না করে দেবে। ❤️একজন মেয়ের জীবনে সর্বপ্রথম পুরুষ তার বাবা...
16/07/2025

একটা মেয়েকে জিজ্ঞেস করে দেখো বাবা কি? ❤️
উত্তর দেয়ার আগেই কান্না করে দেবে। ❤️
একজন মেয়ের জীবনে সর্বপ্রথম পুরুষ তার বাবা। মেয়েরা তার বাবাকে একটু বেশি ভালোবাসে। ❤️
প্রত্যেক পুরুষের একটি করে মেয়ে থাকা দরকার কারণ ❤️বাবাকে মেয়েদের থেকে বেশি কেউ ভালবাসতে পারে না। ❤️

আপন পর বুঝিনা যে আমার সন্তানকে অবহেলা করবে, অপছন্দ করবে আমার কাছে তার দুইটাকার ও মূল্য নাই। হ্যাঁ এটাই আমি।
15/07/2025

আপন পর বুঝিনা যে আমার সন্তানকে অবহেলা করবে, অপছন্দ করবে আমার কাছে তার দুইটাকার ও মূল্য নাই। হ্যাঁ এটাই আমি।

শুভ সকাল। কেমন আছেন সবাই?
14/07/2025

শুভ সকাল। কেমন আছেন সবাই?

Address


Telephone

+8801924190204

Website

Alerts

Be the first to know and let us send you an email when DIPA VLOG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DIPA VLOG:

  • Want your business to be the top-listed Media Company?

Share