R Asraful

R Asraful I am Asraful Islam an motovlogger, entrepreneur and social media influencer. YT channel - R ASRAFUL
(1)

আমি ভাই কফিলের ছোট মেয়ের জন্যে সান্ডা ধরেছি কিন্তু এদিকে বড় মেয়ে ও আমাকে ভালোবাসে 💔
16/05/2025

আমি ভাই কফিলের ছোট মেয়ের জন্যে সান্ডা ধরেছি
কিন্তু এদিকে বড় মেয়ে ও আমাকে ভালোবাসে 💔

কোথায় যেন পড়ছিলাম যে আপনার যদি পান্তা ভাত কাচামরিচ পেয়াজ দিয়ে খেতে ভাল্লাগে জীবনেও এই কথা কাউরে বলতে যায়েন না।বলবেন বিরি...
02/05/2025

কোথায় যেন পড়ছিলাম যে আপনার যদি পান্তা ভাত কাচামরিচ পেয়াজ দিয়ে খেতে ভাল্লাগে জীবনেও এই কথা কাউরে বলতে যায়েন না।
বলবেন বিরিয়ানি ভালো লাগে, তাইলে ডাল ভাত পাওয়ার সম্ভাবনা আছে।
আর কেউ যদি জানে পান্তা ভাত দিয়েই আপনারে খুশি রাখা যায় সে আপনারে আর গণায় ই ধরবেনা। ভাববেও না এই মানুষের চাহিদা কম, এই সম্মান টুকু করি।
কোন দিন যদি মুখ ফুটে পান্তা পাচ্ছেন না বলে বলেন কেন পাচ্ছিনা তাতেই অপর পাশের পিত্তি জ্বলে যাবে। আরেহ কেন বললো এই কথা? এত কমপ্লেইন ,এত বিরক্তিকর আচরণ।

যত লো মেন্টেনেন্স হবেন, তত কম্প্রোমাইজ করা লাগবে, আর এপ্রিশিয়েশন ও থাকবে না কোন।
কোন দিন নিজের ভাল্লাগার কিছু চাইলেই বি ষ হয়ে যাবেন।

So never let anyone feel that you are low maintenance, create the tension so atleast the other person should have the mentality to give efforts for you.

সূর্যের চারিদিকে গ্রহ যেভাবে ঘুরছে তারচেয়ে দ্রুত আমার জীবন ঘুরছে! সবকিছুই আমার উল্টো দিকে যাচ্ছে। কাছের মানুষগুলো আঙ্গুল...
28/04/2025

সূর্যের চারিদিকে গ্রহ যেভাবে ঘুরছে তারচেয়ে দ্রুত আমার জীবন ঘুরছে! সবকিছুই আমার উল্টো দিকে যাচ্ছে। কাছের মানুষগুলো আঙ্গুল গুনে গুনে দুরত্ব বাড়িয়ে নিচ্ছে। আমার মতো অগোছালো মানুষের তাদের আটকানোর কোন ক্ষ'মতা নেই, হারিয়ে যাচ্ছে যাক সবাই।

ব্যাপারটা হচ্ছে, আপনি যখন একা থাকতে চাইবেন, তখন মানুষ আপনার প্রতি আগ্রহ দেখাবে। তবে আপনার যখন কারো প্রতি আগ্রহ জন্মাবে, ...
26/04/2025

ব্যাপারটা হচ্ছে, আপনি যখন একা থাকতে চাইবেন, তখন মানুষ আপনার প্রতি আগ্রহ দেখাবে। তবে আপনার যখন কারো প্রতি আগ্রহ জন্মাবে, ঠিক তখন আপনি একা হয়ে যাবেন-একদম একা! 🌸

একদিন সব হবে, সব পাবো,সব ঠিক হয়ে যাবে, এই কথাটা যেই বয়সে আমরা ভাবতে থাকি,ঠিক এই বয়সে আমাদের ফুরফুরে মন আর সুন্দর একটা জী...
25/04/2025

একদিন সব হবে, সব পাবো,সব ঠিক হয়ে যাবে, এই কথাটা যেই বয়সে আমরা ভাবতে থাকি,
ঠিক এই বয়সে আমাদের ফুরফুরে মন আর সুন্দর একটা জীবন নিয়ে বেঁচে থাকার কথা,

অথচ বিষাদগ্রস্ত আর কিছু মন খারাপি নিয়ে আমাদের রোজ বাঁচতে হয়, রোজ বাঁচতে হয়!💔

সব কিছু ছেড়ে আবার পালাতে চাই, বাঁচতে চাই।কোনো এক উত্তাল সমুদ্র কিংবা পাহাড় কোনায়,যেখানে থাকবে বিশাল সমুদ্রের গর্জন কিংবা...
24/04/2025

সব কিছু ছেড়ে আবার পালাতে চাই, বাঁচতে চাই।কোনো এক উত্তাল সমুদ্র কিংবা পাহাড় কোনায়,যেখানে থাকবে বিশাল সমুদ্রের গর্জন কিংবা ঝিঁঝি পোকার আনাগোনা। 🖤

একদিন আরো বয়স বাড়বেএকদিন কর্মব্যস্ততায় জীবন ভরে উঠবেতখন হাজার চাইলেও তোদের সাথে  এভাবে একদিন কাটাতে পারবো নাTake every c...
22/04/2025

একদিন আরো বয়স বাড়বে
একদিন কর্মব্যস্ততায় জীবন ভরে উঠবে
তখন হাজার চাইলেও তোদের সাথে এভাবে একদিন কাটাতে পারবো না

Take every chances to live life to the fullest
Because in the end we only regret the chances we didn't take

প্রসঙ্গ যখন ভ্রমণ করা তখন আমাদের দুই চাকাই সেরা ❤️
16/04/2025

প্রসঙ্গ যখন ভ্রমণ করা তখন আমাদের দুই চাকাই সেরা ❤️

01/02/2025

জীবনে কারো ভালোবাসা পাইনি,
তাই ভালোবাসা দিবসের অপেক্ষাও করছি না।

31/01/2025

চাচা বাড়ি-ঘর এতো সাজানো কেন আর সারজিস ভাই কোথায়??🌚

একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ব্যাস, এই কথায় একটি পক্ষ চরম ক্ষুব্ধ, হতাশ, নারাজএকজন লিখেছেন, তিনি তো কোন দ...
04/01/2025

একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ব্যাস, এই কথায় একটি পক্ষ চরম ক্ষুব্ধ, হতাশ, নারাজ

একজন লিখেছেন, তিনি তো কোন দলের নাম বলেনি তবু আপনারা কেন এত রাগ, অভিমান দেখাচ্ছেন?

চালাক কর্মীর জবাব: আমাদের কি বোকা ভাবছেন? নাম না বল্লেও পাব্লিক কি জানে না কোন দল লুটেপুটে খাওয়ার জন্য মরিয়া!

-ভাই আমাকে একটা পদ দিবেন- আপনি যা বলবেন তাই শুনবো !.  প্লিজ ভাই !..নেতা বললেন যা বলবো তাই শুনবি তো.?..-জি ভাই তাই শুনবো ...
30/12/2024

-ভাই আমাকে একটা পদ দিবেন- আপনি যা বলবেন তাই শুনবো !. প্লিজ ভাই !..

নেতা বললেন যা বলবো তাই শুনবি তো.?..
-জি ভাই তাই শুনবো |.

তাহলে প্রতিদিন সকাল ৬ টায় আমাকে ফোন দিবি
কি পারবি.?..

-হ্যাঁ ভাই পারবো |.

রুমে এসে রুস্তম চিন্তায় পড়ে গেলো। সারা জীবনের একটাই ব্যর্থতা তাহলো সকালে ঘুম থেকে ওঠা ...

সেই মহান শর্তেই আজ পড়ে গেলাম...?..
পিতা-মাতা কতো বলেছে তাও শুনিনি
অথচ আজ কোন গেঁড়াকলে পড়লাম...?..

যাই হোক রুস্তম গভীর রাতে প্রচুর পানি খেয়ে ঘুমাতে যেত ঠিকই ৬ টার আগে ঘুম ভেঙ্গে গেল লিডার কে ফোন দিলো ভয়ে ভয়ে ফোন রিসিভ হলো না।
কত বার দিলো কাজ হলো না.!..

পরদিন লিডার রুস্তম কে ডাকলেন।
রুস্তম ফোন একবারের বেশি দেওয়া যাবে না ওকে.?..
-জি লিডার আর এমন হবে না।

রুস্তম ঠিকই ৩৯ দিন ধরে ঠিক ৬ টায় ঠিক মতোই ফোন করে গেলো।
এই ৩৯ দিনে সে একবারও লিডার কে ফোন রিসিভ করাতে পারেনি |.

৪০ তম দিনে লিডারের ফোনে আর ফোন আসে নাই -..
৪১ তম দিনেও আসলো না -...
৪২ তম দিনেও আসলো না -....

এদিকে কমিটি ঘোষিত হয়ে গেলো -
কিন্তু, রুস্তমের নাম আসে নি।
চারিদিকে ফুল মিস্টি আনন্দ কতো রকমের মজা মাস্তি
তার ইয়ত্তা নাই |.

১৫ দিন পরে রুস্তম উষ্কখুষ্ক চুল বিবর্ণ চেহারা নিয়ে লিডারের সামনে আসলো। সালাম দিলো।

লিডার:
কি রে রুস্তম তুই তো ফেল করছিস
একদিনের জন্য মিস করলি কেন রে রুস্তম ...!.
রুস্তম আমি দুঃখিত তোকে একটা পদ দিতে পারলাম না - কারন তুই শর্ত ভঙ্গ করেছিস |..

রুস্তমের চোখ দিয়ে অশ্রু ঝরছে।
সবাই অবাক হয়ে আছে।

কি রে রুস্তম কি হইছে তোর..?...

রুস্তম অশ্রুসজল চোখে বললো ভাই আমার মা সেই ৪০তম দিনে পৃথিবী ছেড়ে চলে গেছে।
এই সংবাদ টা আমি ঠিক ৬ টার সময়ই পাই।
এজন্য আমি ফোন করিনি ঐদিন।

আমি পদ চাইতে আসিনি ভাই।
আমার একটা বেদনা শেয়ার করতে এসেছি।
এই যে আমি একজন কর্মী, আমি এক নাগাড়ে ৩৯ দিন একই সময় আপনাকে ফোন দিলাম, কই আপনি তো আমার অনুপস্থিতিতে একবারও ফোন দিলেন না ভাই..?...
একটা খবরও নিলেন না !...

ভাই আমি পদ নিবো না।
আমি শিক্ষা পেয়েছি- যে নেতা তার কর্মীদের ভালো মন্দের খবর নেয় না, তার সাথে রাজনীতি তো দূরের কথা
জান্নাতে ও যাবোনা।

রুস্তম বের হয়ে গেলো ঠিকই, কিন্তু- নেতার পাষাণ হৃদয় কে নাড়িয়ে গেলো কিছুটা.!...

বর্তমান রাজনীতিতে শতকরা ৯৫% নেতারা তার নিজ কর্মীদের খবরই রাখে না, জনগন তো অনেক দুরের কথা!..

নেতার কিছু হলে কর্মী জীবনের সব প্রিয় জিনিসও ত্যাগ করতে পারে, আর -...
কর্মীর কিছু হলে নেতা অন্যকিছু নিয়ে ... ---.. 😔 🤔

Address

Jessore
Jessore

Telephone

+8801400031262

Website

https://t.me/asraful_islam_official

Alerts

Be the first to know and let us send you an email when R Asraful posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R Asraful:

Share

Category