বাংলাদেশ জাতীয়তাবাদি আপত্তি দল

  • Home
  • Bangladesh
  • Jessore
  • বাংলাদেশ জাতীয়তাবাদি আপত্তি দল

বাংলাদেশ জাতীয়তাবাদি আপত্তি দল চু..কে সরালে সাংবিধানিক সংকট দেখা দিবে.. । ব্লা ব্লা ব্লা

নামটা কিন্তু সেই হইছে BNP Bangladesh Negetive Party
30/10/2025

নামটা কিন্তু সেই হইছে
BNP Bangladesh Negetive Party

30/10/2025
বি এন পি চামচা গুলো লোভের বশবর্তী না হলে আজ দেশ টা অন্য রকম হতো।
02/10/2025

বি এন পি চামচা গুলো লোভের বশবর্তী না হলে আজ দেশ টা অন্য রকম হতো।

30/09/2025

ভোলার চরফ্যাসনে জামায়াতের ৪৫ নেতা কর্মী বিএনপিতে যোগদানের ভিত্তিহীন খবরের নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার আমীর ও সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ জাকির হুসাইন ও মোঃ হারুনুর রশীদ এক বিবৃতিতে বলেন, আজ ৩০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পেলাম জামায়াতের ৪৫ নেতা কর্মী বিএনপিতে যোগদান করেছে। খবরটি সম্পূর্ণই মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা উক্ত খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রকৃত ঘটনা আজ থেকে এক বছরের উর্ধে ২০২৪ খৃঃ সালের ৫ জুলাই মোঃ ওমর ফারুক, পিতা মৃত মোঃ তোফাজ্জল হোসেনকে অর্থ কেলেঙ্কারি, সংগঠনের ফান্ডে উদ্বৃত্ত অর্থ জমা না দেয়া ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

উক্ত বহিষ্কৃত মোঃ ওমর ফারুকসহ কারো সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন ধরনের সম্পর্ক নেই। যারা এ ধরনের ভুল তথ্য প্রচার করেছেন, তারা হলুদ সাংবাদিকতার কাজ করেছেন।

সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে সঠিক সংবাদ প্রচার করা উচিত ছিল। ভবিষ্যতে এ ধরনের ভুল তথ্য প্রচার না করার অনুরোধ করছি।

পি আর (PR) বা সংখ্যানুপাতিক পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ এবং BNP কেন এতো ভয় পাচ্ছে এতে:- ১. নমিনেশন বানিজ্য বন্ধ। ২. মোট ৩০০ ...
18/09/2025

পি আর (PR) বা সংখ্যানুপাতিক পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ এবং BNP কেন এতো ভয় পাচ্ছে এতে:-

১. নমিনেশন বানিজ্য বন্ধ।
২. মোট ৩০০ আসন হলে, ১০০% ভোটে ৩০০ আসন।
৩. ১% ৩ আসন, ২% ৬ আসন, ৩% ৯ আসন, এই হিসেবে একটি দল যত % ভোট পাবে, সেই হিসাবেই সংখ্যানুপাতিকে আসন পাবে।
৪. পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক নির্বাচনে প্রতিটি দল এবং ভোটারের ভোটের মূল্যায়ন হবে।
৫. প্রতিটা দল আগেই পার্থী তালিকা দিবে নির্বাচন কমিশন কে!
৬. ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হওয়ার সুযোগ নাই।
কেউই ২০০ আসন পাওয়ার সম্ভাবনা নাই, সকল দল ও সকল মতের মানুষ সংসদে থাকবে।
৭. বর্তমান পদ্ধতিতে সারাদেশে আসন পাইলেন ১৫১+ কিন্তু ভোটার পার্সেন্টে মাত্র ৩৫%-৪০%, তাতেই আপনি হয়ে গেলেন সরকার, যেখানে অধিকাংশ অথবা বেশি অর্ধেক মানুষই আপনাকে চায় না!
কি মজা তাইনা?

অথচ পি আর পদ্ধতিতে এককভাবে সরকারই গঠন করতে পারবে না এই পার্সেন্ট ভোটে।

এই পদ্ধতিতে হলে চোর বাটপার ও সন্ত্রাসীরা রাজনীতির সুযোগ পাবে না, উপযুক্ত পাত্র হিসেবে দলই সিদ্ধান্ত নিবে, যেকোনো দায় দলই নিবে।

বিএনপির আগের মতো জনপ্রিয়তাই নেই এবং এর নিয়ন্ত্রণে এখন অন্তত কনফার্ম ভারতের কাছে
১৭ বছর গর্তে পালিয়ে থাকা এসব চাদাবাজদের একটা সফল আন্দোলনের নজির না থাকা এবং মাত্র ৩০% সমর্থন থাকলেও স্বপ্ন দেখে ক্ষমতায় যাওয়ার কারণ ওদের ধারণা ৩০% নয় ৬০% সমর্থন আছে

09/09/2025

ডাকসুতে ছাত্রদলের কুলাংগার গুলো জামায়াতে ইসলামী কে সন্ত্রাসী বলছে, এসব কু.. দেরকে অবশ্যই আইনের আওতায় এনে তার কথার সত্যতা প্রমান করতে হবে যদি না পারে আজীবন নিশিদ্ধ সহ শাস্তি নিশ্চিত করতে হবে।

02/09/2025

গ্রামে গ্রেপ্তার এর নামে বানিজ্য করা আওয়ামী নেতা গুলো বীরদর্পে ঘুরে বেড়াই, যেন বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছে। ভাবটা এমন ... ছিড়ে নিও...
তাদের কিছু করার ক্ষমতা কারো নাই।

01/09/2025

এলাকার গাজাখোর যখন ফতোয়া দেয় তখন তাকে যারা সাপোর্ট করে তারাও গাজা...

পর'কীয়া ধ্বং"স নি'শ্চিত। তবুও মানুষ কেন করে এই জগৎ জুড়ে। প্রেম যখন দ্বিতীয়বার ডানা মেলে, তখন পুরোনো সম্পর্কের বাঁধন ছিঁ...
01/09/2025

পর'কীয়া ধ্বং"স নি'শ্চিত।
তবুও মানুষ কেন করে এই জগৎ জুড়ে।
প্রেম যখন দ্বিতীয়বার ডানা মেলে, তখন পুরোনো সম্পর্কের বাঁধন ছিঁড়ে যায়। পর'কীয়া মানে শুধুই একটা নতুন মানুষ নয়, এটা আসলে দুটো অ"সমাপ্ত মনের অস'মাপ্ত স্বপ্ন। যার বাস্তবতা ভয়াবহ দুনিয়া ও আখিরাতে।

29/08/2025

আজ যে হামলা নূর এর উপর হলো তাতে প্রশাসন সব থেকে বেয়াহি দায়ী যার জন্য বড় রাজনৈতিক দল গূলো দায় এড়াতে পারেনা। অবিলম্বে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে নিশিদ্ধ করা হোক

Address

Jhenaidah
Jessore
7300

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয়তাবাদি আপত্তি দল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share