বাংলাদেশ জাতীয়তাবাদি আপত্তি দল

  • Home
  • Bangladesh
  • Jessore
  • বাংলাদেশ জাতীয়তাবাদি আপত্তি দল

বাংলাদেশ জাতীয়তাবাদি আপত্তি দল চু..কে সরালে সাংবিধানিক সংকট দেখা দিবে.. । ব্লা ব্লা ব্লা

06/08/2025

কন্ঠে আবার লাগা জোর
শাহ"বা'গীদের ক'বর খোড়

06/08/2025

বি এন পি যেহেতু আপত্তি করছে তাহলে সাকা চৌধুরীর ছবি জামায়াত নেতাদের সাথে আর প্রদর্শন জামায়াত ও শিবিরের উচিৎ না।

06/08/2025

সময় এখন শাহিবাগি বামরামদের মুখ শেলাই
করার। কথা বললেই বাড়ি যেন মিস না হয়!!!

06/08/2025

জামায়াতের বিরুদ্ধে কথা বললেই পাওয়া যায় বিরাট অর্থ। জনগন এখন বুঝে একমাত্র ভারতীয় দালাল ছাড়া ভারতীয় রাও মানে না যে জামায়াত দোষী।

এবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অফিস ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যা করেছে ব...
30/07/2025

এবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অফিস ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের একজন দোকানমালিককে পিটিয়ে হত্যা করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার (৩০ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ ১২ জন জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে। অভিযুক্তরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।

এদিকে নিহত জাহাঙ্গীরের ছেলে রাসেলের ভাষ্যমতে, সকালে ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার (৭০) ও তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০) এবং বেনু হাজির ছেলে আলম (৪৫), সাদ্দামসহ (৩৫) ৬-৭ জন তার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্টের পর বিএনপির পার্টি অফিস করার জন্য জাহাঙ্গীরের কাছ থেকে অফিসটি ভাড়া নেন তোতা মেম্বার। অফিসটি স্থানীয়দের কাছে বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অফিস হিসেবে পরিচিত ছিল।

আজ সকালে পার্টি অফিসের বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে ‌‘বিএনপির অফিসের জন্য কীসের ভাড়া দেবো’ বলেন তোতা মেম্বার। এসময় কথা-কাটাকাটির একপর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন। এসময় জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে গেলে অভিযুক্তদের কয়েকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘সেখানে কয়েকটি দোকান মিলে একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে তিনি দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ এ বিষয়ে জানতে মাহমুদুর রহমান সুমনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

অনেক বড় দল এটা স্বাভাবিক
30/07/2025

অনেক বড় দল এটা স্বাভাবিক

30/07/2025
১। জামায়াত নেতা রুহুল আমিন বলেন, "ওই জমি আমাদের। দীর্ঘদিন ধরে তাঁরা (দোকানি) জমি দখল করে রেখেছেন। জমি ফেরত চাইলে তাঁরা দ...
29/07/2025

১। জামায়াত নেতা রুহুল আমিন বলেন, "ওই জমি আমাদের। দীর্ঘদিন ধরে তাঁরা (দোকানি) জমি দখল করে রেখেছেন। জমি ফেরত চাইলে তাঁরা দোকান ছাড়ছেন না।"
২। বিএনপি কর্মী হায়দার আলী বলেন, "উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও জোয়াড়ী ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মালেকের নেতৃত্ব ঘটনাটি সমাধান করার জন্য একটি কমিটি করা হয়। সেখানে উভয় পক্ষই জামানত বাবদ ১৫ হাজার করে টাকা জমা দেয়। কিন্তু তাঁরা (দোকানিরা) তা মানেন না।"

নিজের জমি, নিজের দোকান অবৈধ ভাবে যারা দখল করে রেখেছে তাদের থেকে উদ্ধার করতে যাওয়ার নাম চাঁদাবাজি?!
বি এন পি এর নেতাকেও ধন্যবাদ

29/07/2025

রাউজান বি এন পি ২ গ্রুপ চটর পটর

29/07/2025

ডাকসু নির্বাচন ০৯ সেপ্টেম্বর

28/07/2025

Address

Jhenaidah
Jessore
7300

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয়তাবাদি আপত্তি দল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share