11/07/2025
❗ নৃশংসতা দেখেও চুপ কেন? ❗
মিটফোর্ড হাসপাতালের গেটে এক ভাঙ্গারী ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যেভাবে পিটিয়ে হত্যা করা হলো, মাথা থেঁতলে দেওয়া হলো — সেটা শুধু একটি হত্যাকাণ্ড নয়, সেটা ছিল মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। লাশের উপর নৃত্য করাও দেখিয়েছে, এই বর্বরদের হৃদয়ে কোনও মানবতা নেই।
হ্যাঁ, এই কাজ করেছে বিএনপির যুবদল। অথচ যারা বিএনপিকে সমর্থন করে, তারা আজ চুপ! আপনারা কিসের রাজনীতি করেন? কাদের জন্য সমর্থন করেন? অন্যায় দেখেও যদি মুখ না খোলেন, তাহলে জেনে রাখুন — আপনি আর মানুষ নন, আপনি নির্লজ্জ, নির্দয়, আত্মমর্যাদা বিসর্জন দেওয়া এক দলদাস!
১.যারা অন্যায়ের পক্ষে চুপ থাকেন, তারা অপরাধীদের চেয়েও বড় অপরাধী। ২.রাজনীতি নয়, আগে মানুষ হোন।
৩- দল আগে নয়, ন্যায় আগে — এই নীতিটা যদি না মানেন, তাহলে আপনার ভিতরে মনুষ্যত্ব বলে কিছু নেই।
অন্যায়কে অন্যায় বলতে শিখুন, নইলে আপনি নিজেও একদিন অন্যায়ের শিকার হবেন আর কেউ আপনার পাশে দাঁড়াবে না।
সাহেদ আহমেদ