ভার্সিটি থেকে বলছি

ভার্সিটি থেকে বলছি আপনাদের ব্যস্ত জীবনে ক্ষুদ্র বিনোদন দেওয়ার প্রয়াসই আমাদের লক্ষ্য❤️
(1)

12/01/2025

ইন্টারনেট আর সিগারেটের উপর বাড়তি ভ্যাট আরোপের আগে সরকারের চিন্তা করা দরকার ছিলো,

সব স্টুডেন্ট উপদেষ্টা নয়, সবার ইনকাম সোর্স নেই।

10/01/2025

গাজার হাজার হাজার মানুষ মারা গেলো,

কিন্তু আমেরিকার দাবানলে সাধারণ মানুষ মারা যাওয়া নিয়ে খুশি হওয়া, ইসলাম চর্চার কোন কাতারে পড়ে?

🤔🤔
07/01/2025

🤔🤔

31/12/2024

কান ফেটে গেলো।😟

দাম কমলে কেউ প্রচার করে না।🙂🙂
31/12/2024

দাম কমলে কেউ প্রচার করে না।🙂🙂

ভাইটির সেশনে জন্ম নেয়া অনেক শিক্ষার্থী ভাইয়ের সাথে রাজনীতি করবে নিকট অতীতে।
30/12/2024

ভাইটির সেশনে জন্ম নেয়া অনেক শিক্ষার্থী ভাইয়ের সাথে রাজনীতি করবে নিকট অতীতে।

যশোরের মাঠগুলোতে যেভাবে ওয়াইডের দাগ দেয়া হয়। স্থানঃ চৌগাছা, যশোর।
29/12/2024

যশোরের মাঠগুলোতে যেভাবে ওয়াইডের দাগ দেয়া হয়।

স্থানঃ চৌগাছা, যশোর।

সরলমনে ছবিটার দিকে তাকান…! দুই প্রান্তের দুই মাথায় দুইটা রুমে আগুন লাগছে… এমনে এমনেই 🙂
27/12/2024

সরলমনে ছবিটার দিকে তাকান…! দুই প্রান্তের দুই মাথায় দুইটা রুমে আগুন লাগছে… এমনে এমনেই 🙂

নন্দলাল = সমন্বয়ক? 🤔🤔
24/12/2024

নন্দলাল = সমন্বয়ক? 🤔🤔

বিরাট ভুল করে ফেলেছে।
23/12/2024

বিরাট ভুল করে ফেলেছে।

ChatGPT 🙂
23/12/2024

ChatGPT 🙂

16/12/2024

হাসনাত আব্দুল্লাহর নিজের জুতা নেই, তারপরও শাদী করে ফেলেছে। এদিকে প্রাইভেট জব করায়, বিয়ের বাজারে আমার দামই নেই।

15/12/2024

ব্রাহ্মনবাড়িয়ায়, আলোচিত বক্তা তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে ৬ পুলিশ আহত। এসব পুলিশের গাড়ি ভাঙচুর করে সমর্থকরা।

এঘটনায় ভার্সিটি থেকে বলছি পরিবার, পুলিশের উপর তীব্র নিন্দা প্রকাশ করছে। 😒

15/12/2024

মসজিদে আজান দিলে শয়তান যেমন দৌড়ে পালায়, পড়াশোনার কথা শুনলে আমার অবস্থাও তেমনই। 🙂

15/12/2024

পালানোর আগে জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা রেখে যেতে চেয়েছিলেন আসাদ ভাই। কিন্তু বিদ্রোহীরা তাকে সেই সময় দেয় নি।

সোর্সঃ গনববন।

06/12/2024

আমার স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে, ভাইয়া ব্যাংকের MD মানে কি ব্যাংকের মোহাম্মদ? 🙂

05/12/2024

ভারত বাংলাদেশ যুদ্ধ হলে, কোন কারণে এটা "গাজওয়াতুল হিন্দ" এর আওতায় পড়বে? নাকি "গাজওয়াতুল হিন্দ" এর নাম ভাঙিয়ে আমরা ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছি?

আপনার মতামতটা যুক্তিসমেত তুলে ধরুণ। যেসকল বিষয়ে আমাদের অজ্ঞতা আছে আমরা জেনে নিজেদের শুধরায়।

01/12/2024

আপনি ভারতের পতাকা পায়ের নিচে রাখবেন, ভারতীয়রা আমাদের পতাকা পায়ের নিয়ে রাখবে। দিন শেষে বাংলাদেশের পতাকা পায়ের নিচে রাখার কারণ হবেন আপনি। কিন্তু এদেশের মানুষের চোখে আপনি বীর পুরুষ, মহান মুক্তিযোদ্ধা।

আপনি ভগবানকে নিয়ে একটা খারাপ কথা বলবেন, ওরা আল্লাহকে নিয়ে খারাপ কথা বলবে। দিন শেষে দেখে যাবে গালি খাচ্ছে, আল্লাহ আর ভগবান। কিন্তু আপনি আর আমি জিতে গেলাম। দুইজন হয়ে গেলাম দুই ধর্মের প্রতিনিধি।

এমনিতেই বললাম। কোন কারণ নেই, কাউকে কিছু বোঝাতেও চাই নি।

Address

Jessore
7410

Telephone

+8801729888667

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভার্সিটি থেকে বলছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভার্সিটি থেকে বলছি:

Videos

Share