ভার্সিটি থেকে বলছি

  • Home
  • ভার্সিটি থেকে বলছি

ভার্সিটি থেকে বলছি আপনাদের ব্যস্ত জীবনে ক্ষুদ্র বিনোদন দেওয়ার প্রয়াসই আমাদের লক্ষ্য❤️
(1)

ডয়সে ভেলের  হিসাবে ২ লক্ষ কোটি ইউরোতে ১৯ লক্ষ কোটি টাকা। ওরে ম্যাথ পড়াইছিলো কে!
18/07/2025

ডয়সে ভেলের হিসাবে ২ লক্ষ কোটি ইউরোতে ১৯ লক্ষ কোটি টাকা। ওরে ম্যাথ পড়াইছিলো কে!

অভিবাসন, ডিজিটাল নিয়ন্ত্রণ, বিদেশি প্রতিযোগিতা এবং রাশিয়ার আগ্রাসনসহ একাধিক চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতেই এই ব্যয় বৃদ্ধি বলে জানানো হয়েছে।

এছাড়াও বিশ্বের আরো নানা খবর জানুন মন্তব্যে থাকা লিংকে👇🏽

17/07/2025

Just Imagine,
শেখ হাসিনার বাড়ি যদি ব্রাহ্মণবাড়িয়া হতো !!🤐

Perfect One.
17/07/2025

Perfect One.

17/07/2025

শেখ হাসিনা ভারতে না পালিয়ে গোপালগঞ্জ চলে গেলেই পারতো। 🤔

13/07/2025

একজন খুনি আরেকজনকে প্রকাশ্যে খুন করছে এটা হলো দেশের আইন শৃঙ্খলার দুর্বলতা। সেই খুনিকে আরেকজন যদি খুন করে তাহলে সেটাও দেশের আইন শৃঙ্খলার দুর্বলতা। কিন্তু আমরা সেটাতে বলি আলহামদুলিল্লাহ। এই মগজ নিয়ে নাকি আমাদের দেশের মেধাবীরা দেশ শাষন করবে, তাদের ভোটাধিকার লাগবে। তাতের কাছে একেকজন চেতনা বেচে রাজনীতি করে পিছন লাল করে দিবে আর সে সবাই টেস্ট করে বেড়াবে। রিলস এ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেন দেশপ্রেম জেগে যাবে।

12/07/2025

৯০% খারাপ বিএনপির জন্য আপনি ১০% ভালো বিএনপির ঘাড়ে দোষ চাপাতে পারেন না।

11/07/2025

জুলাই আন্দোলনের সময় তো জীবন দিতে পারছিলেন। এখন চোখের সামনে অন্যায় হলে সেই একতা কাজ করছে না কেন? ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে ভিডিও আপলোড না করলে মনুষ্যত্ব জাগ্রত হচ্ছে না?

কার কি প্রয়োজন? 🙄
11/07/2025

কার কি প্রয়োজন? 🙄

❗ নৃশংসতা দেখেও চুপ কেন? ❗মিটফোর্ড হাসপাতালের গেটে এক ভাঙ্গারী ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যেভাবে পিটিয়ে হত্যা করা ...
11/07/2025

❗ নৃশংসতা দেখেও চুপ কেন? ❗

মিটফোর্ড হাসপাতালের গেটে এক ভাঙ্গারী ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যেভাবে পিটিয়ে হত্যা করা হলো, মাথা থেঁতলে দেওয়া হলো — সেটা শুধু একটি হত্যাকাণ্ড নয়, সেটা ছিল মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। লাশের উপর নৃত্য করাও দেখিয়েছে, এই বর্বরদের হৃদয়ে কোনও মানবতা নেই।

হ্যাঁ, এই কাজ করেছে বিএনপির যুবদল। অথচ যারা বিএনপিকে সমর্থন করে, তারা আজ চুপ! আপনারা কিসের রাজনীতি করেন? কাদের জন্য সমর্থন করেন? অন্যায় দেখেও যদি মুখ না খোলেন, তাহলে জেনে রাখুন — আপনি আর মানুষ নন, আপনি নির্লজ্জ, নির্দয়, আত্মমর্যাদা বিসর্জন দেওয়া এক দলদাস!

১.যারা অন্যায়ের পক্ষে চুপ থাকেন, তারা অপরাধীদের চেয়েও বড় অপরাধী। ২.রাজনীতি নয়, আগে মানুষ হোন।
৩- দল আগে নয়, ন্যায় আগে — এই নীতিটা যদি না মানেন, তাহলে আপনার ভিতরে মনুষ্যত্ব বলে কিছু নেই।

অন্যায়কে অন্যায় বলতে শিখুন, নইলে আপনি নিজেও একদিন অন্যায়ের শিকার হবেন আর কেউ আপনার পাশে দাঁড়াবে না।

সাহেদ আহমেদ

পৃথিবীব্যাপী ১০০০ এর বেশি বিমানে Starlink Install করা হয়েছে। আকাশে বসেই দ্রুতগতির ওয়াইফাই সেবা পাচ্ছেন যাত্রীরা। পৃথিবী ...
11/07/2025

পৃথিবীব্যাপী ১০০০ এর বেশি বিমানে Starlink Install করা হয়েছে। আকাশে বসেই দ্রুতগতির ওয়াইফাই সেবা পাচ্ছেন যাত্রীরা।

পৃথিবী কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আর আমাদের দেশের আমলাদের দূর্নীতি প্রমান হলে বদলি করা হয়, অন্য স্থানে গিয়ে হয়তো হাজী হয়ে যাবে।

11/07/2025

IELTS পরীক্ষাতে সবচাইতে বড় ভয় হলো এটার অত্যাধিক ফিস। IELTS এর ফিস ২৮,০০০ না হিয়ে যদি ২০০ টাকা হতো, তাহলে বাঙালীরা ৮ এর নিচে পেলে দেশের বাইরেই যেত না।

ভারতের বিমান দুর্ঘটনায় US তদন্তকারী দল জানিয়েছেন, এই দুর্ঘটনার সময় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং এর GE ইঞ্জিনে সম্পূর্ণ ঠিক ...
11/07/2025

ভারতের বিমান দুর্ঘটনায় US তদন্তকারী দল জানিয়েছেন, এই দুর্ঘটনার সময় বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এবং এর GE ইঞ্জিনে সম্পূর্ণ ঠিক ছিলো। ভুলটা ছিলো এর পাইলটের। ককপিটে থাকা মানুষ ভুল করে "fuel switch" অফ করে দেন। এটা ছিলো আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই।

সুত্রঃ Wall Street Journal

Address


Telephone

+8801729888667

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভার্সিটি থেকে বলছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভার্সিটি থেকে বলছি:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share