
07/09/2025
📸⚽ইনজুরিতে মাঠের খেলা বন্ধ, কিন্তু বেলিংহ্যামের লাইফস্টাইলের ম্যাচ চলছে ফুল ফর্মে!
বল কিক নয়, এখন কিক দিচ্ছেন ইয়টের রোদ–হাওয়ায় প্রেমে ❤️🔥
ইনজুরি তাকে দূরে রেখেছে মাঠ থেকে, কিন্তু থামাতে পারেনি লাইফস্টাইলকে। সমুদ্রের মাঝখানে বিলাসবহুল ইয়টে প্রেমিকার সঙ্গে রোদ–হাওয়া মেখে কাটাচ্ছেন একেবারে ফিল্মি মুহূর্ত।
স্টাইলিশ শার্টে, সানগ্লাসে ও ছুটির মুডে দেখা তাকে দেখা গেলো,আর পাশে রয়েছেন গ্ল্যামারাস সঙ্গী—দু’জনে মিলে সমুদ্রতীরে যেন জ্বালিয়ে দিলেন নতুন আলো!
ফ্যানরা মজা করে বলছে—
👉 “ডিফেন্ডারদের পাশ কাটিয়ে মাঠে যেমন গোল দেন, তেমনই এখানে সরাসরি হৃদয় কাবু!”
👉 “বেলিংহ্যামের কামব্যাক হবে শুধু মাঠে নয়, প্রেমের হেডলাইনে আরও জোরে!”
কথাটা ঠিকই—মাঠে ফেরা দেরি হতে পারে, কিন্তু প্রেমের ম্যাচে বেলিংহ্যাম অন ফায়ার! 🔥
ছবিগুলো দেখে মনে হচ্ছে—
ফুটবল এখন সাইড ডিশ, মেইন কোর্স হচ্ছে প্রেমের রান্না! 🍲💘