JDC - Jahan Digital Center

JDC - Jahan Digital Center JDC Department Store & Grocery Store Page helping the online Shopping Experience We are provide Digital Service.

04/04/2025

তোমার কাজকে ভালবাস কিন্তু তোমার কোম্পানিকে ভালবাসো না। কারন তুমি হয়ত জান না কখন কোম্পানিটি তোমাকে ভালবাসবে না।

বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন ।
02/04/2025

বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন ।

⭐ স্টার মাত্র ০৩ টাকায় ✅আমাদের কাছ থেকে  স্টার নেন,      প্রতি পিস মাত্র ০৩ টাকা করে,✅ সর্বনিম্ন 01 টা স্টার নিতে পারবেন...
29/03/2025

⭐ স্টার মাত্র ০৩ টাকায়
✅আমাদের কাছ থেকে স্টার নেন,
প্রতি পিস মাত্র ০৩ টাকা করে,
✅ সর্বনিম্ন 01 টা স্টার নিতে পারবেন,
*******Star লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন *********
✅ WhatsApp : 01717341695
www.jdc.com.bd or https://digitalproduct.jdc.com.bd/

29/03/2025

স্টার কিনতে যোগাযোগ করুন

29/03/2025

আপনি কি ফেজবুক স্টার কিনতে চান?

25/03/2025

10 No Chanchra ইউনিয়ন পরিষদের অধীনে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ চক্রের ভিডব্লিউবি ( ভালনারেবল উইমেন বেনিফিট) এর আবেদন সম্ভাব্য ০৬ এপ্রিল ২০২৫ হতে শুরু হতে যাচ্ছে।
VWB আবেদনকারীর শর্ত::::

* বয়স: ২০-৫০ বছর
* NID Card বাধ্যতামূলক
* শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম নারী।
* ভূমিহীন অথবা ১৫ শতাংশের কম ভূমি আছে এমন নারীরা অগ্রাধিকার পাবে।
* অস্বচ্ছল, অসহায়, বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যাক্তা নারীরা ও পরিবারে প্রতিবন্ধী সদস্য আছে এমন নারীরা অগ্রাধিকার পাবে।
* পরিবারে ১৫-১৮ বছর বয়সী স্কুল- কলেজগামী কণ্যা সন্তান রয়েছে এমন নারীরা অগ্রাধিকার পাবে।
* ২০২১-২০২২ ও ২০২৩-২০২৪ চক্রের উপকারভোগীরা আবেদন করতে পারবেন না।
* নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে (www.dwavwb.gov.bd/icvgd/login লিংক, mygov.gov.bd, vwb apps) আবেদন করতে হবে। কারণ ওটিপি এর মাধ্যমে আবেদন নিশ্চিত করতে হবে।
* ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তার নিকট থেকে আবেদন করা যাবে।
* একজন আবেদনকারী একাধিক সরকারি সাহায্য পাবেন না। সে বা তার পরিবার যেকোন একটি সুযোগ পাবেন। অন্য কোন সরকারি দপ্তর থেকে ভাতা পাচ্ছেন এমন কেউ বা তার পরিবারের সদস্য আবেদন করতে পারবে না।
* অনলাইনে আবেদন করার সময়সীমা ০৬ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।

বিস্তারিত জানার জন্য ইউনিয়ন পরিষদে বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অথবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

বি. দ্র. : নির্বাচিত উপকারভোগীগণ বিনামূল্যে এবং বিনা শর্তে ভিডব্লিউবি কার্ড পাবেন। আপনার নিকট অতিরিক্ত কোন প্রকার অর্থ দাবী করিলে সাথে সাথে ইউনিয়ন পরিষদকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো

★ মাত্র ৬০ টাকায় ১ মাস । ৩০০ চ্যানেল । ★ আমরা  দিচ্ছে স্বল্প খরচে আপনার ব্যবহৃত ইন্টারনেটের মাধ্যমে দেশে বা বিদেশে যে কো...
15/04/2024

★ মাত্র ৬০ টাকায় ১ মাস । ৩০০ চ্যানেল ।
★ আমরা দিচ্ছে স্বল্প খরচে আপনার ব্যবহৃত ইন্টারনেটের মাধ্যমে দেশে বা বিদেশে যে কোন জায়গা থেকে পৃথিবীর সকল লাইভ টেলিভিশন এবং মুভি সিরিজ দেখার সুবিধা।
★ আমাদের রয়েছে ৯ টি আলাদা আলাদা আই/পি/টিভি সার্ভিস।
★ একাধিক প্যাকেজের ট্রায়াল নেওয়ার সুবিধা
★ দেরি না করে আপনি আপনার পছন্দের প্যাকেজটি এখনই সংগ্রহ করুন।
Features:
✔️ বাফারলেস লাইভ চ্যানেল।
✔️ বাংলাদেশী ইউজারদের জন্য CDN কানেক্টেড সার্ভার।
✔️ মুভি/সিরিজ ( রেগুলার আপডেট )
✔️ টিভি রিমোটে ১ ক্লিকেই চ্যানেল চেঞ্জের সুবিধা।
✔️ ১/৩/৬/১২ মাসের প্যাকেজ এভেইলেবল।

07/04/2024

সবাইকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মোবারক।

Send a message to learn more

Address

Shop No/02, Bagarhat Bazar, Rudrapur
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when JDC - Jahan Digital Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JDC - Jahan Digital Center:

Share