25/03/2025
10 No Chanchra ইউনিয়ন পরিষদের অধীনে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ চক্রের ভিডব্লিউবি ( ভালনারেবল উইমেন বেনিফিট) এর আবেদন সম্ভাব্য ০৬ এপ্রিল ২০২৫ হতে শুরু হতে যাচ্ছে।
VWB আবেদনকারীর শর্ত::::
* বয়স: ২০-৫০ বছর
* NID Card বাধ্যতামূলক
* শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও কর্মক্ষম নারী।
* ভূমিহীন অথবা ১৫ শতাংশের কম ভূমি আছে এমন নারীরা অগ্রাধিকার পাবে।
* অস্বচ্ছল, অসহায়, বিধবা, তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যাক্তা নারীরা ও পরিবারে প্রতিবন্ধী সদস্য আছে এমন নারীরা অগ্রাধিকার পাবে।
* পরিবারে ১৫-১৮ বছর বয়সী স্কুল- কলেজগামী কণ্যা সন্তান রয়েছে এমন নারীরা অগ্রাধিকার পাবে।
* ২০২১-২০২২ ও ২০২৩-২০২৪ চক্রের উপকারভোগীরা আবেদন করতে পারবেন না।
* নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে অনলাইনে (www.dwavwb.gov.bd/icvgd/login লিংক, mygov.gov.bd, vwb apps) আবেদন করতে হবে। কারণ ওটিপি এর মাধ্যমে আবেদন নিশ্চিত করতে হবে।
* ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তার নিকট থেকে আবেদন করা যাবে।
* একজন আবেদনকারী একাধিক সরকারি সাহায্য পাবেন না। সে বা তার পরিবার যেকোন একটি সুযোগ পাবেন। অন্য কোন সরকারি দপ্তর থেকে ভাতা পাচ্ছেন এমন কেউ বা তার পরিবারের সদস্য আবেদন করতে পারবে না।
* অনলাইনে আবেদন করার সময়সীমা ০৬ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।
বিস্তারিত জানার জন্য ইউনিয়ন পরিষদে বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অথবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।
বি. দ্র. : নির্বাচিত উপকারভোগীগণ বিনামূল্যে এবং বিনা শর্তে ভিডব্লিউবি কার্ড পাবেন। আপনার নিকট অতিরিক্ত কোন প্রকার অর্থ দাবী করিলে সাথে সাথে ইউনিয়ন পরিষদকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো