
16/07/2025
রাতের নিস্তব্ধতা যেন হৃদয়ের সাথে কথা বলে।
চাঁদের নরম আলোয় ঘুমিয়ে পড়ুক সকল ক্লান্তি,
সপনে ভরে উঠুক মন, শান্তিতে কাটুক রজনী।
দিনের সব ব্যস্ততা রেখে,
এবার চোখ দু’টো বন্ধ করে বলি —
শুভ রাত্রি। 🌌