MD. SAYED HASAN

MD. SAYED HASAN Md. Sayed Hasan. Sayed� Hasan �

From Jessore.
আল্লাহুম্মাগফিরলী"
অর্থ: আল্লাহ আমাকে মাফ করো।
"ওয়ারহামনি"
অর্থ: আল্লাহ আমাকে রহম করো।
"ওয়া-আফিনি"
অর্থ: আমাকে নিরাপত্তা দান করো।
"ওয়ার-জুকনি"
অর্থ: আমাকে রিষিক দান করো।

06/07/2025

🧠 সন্তানকে সীমাবদ্ধতা নয়, সম্ভাবনার পাঠ দিন
আপনার সন্তানের সামনে প্রতিনিয়ত অভাবের গল্প তুলে ধরবেন না।
অভাব শেখালে সে ছোট স্বপ্ন দেখতে শেখে।
তার মনটাকে বড় করতে শেখান, তার কল্পনার ডানায় পাখা লাগান।
জীবনকে যেন সে দেখে সম্ভাবনার এক উন্মুক্ত আকাশ হিসেবে।

🎁 জন্মদিনে শুধু খেলনা নয়, দিন এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গার-এর মতো দিগন্তজয়ী লেখকের বই।
বলুন, কীভাবে এরদোয়ান নিজের শূন্য থেকে পথ গড়েছে,
কীভাবে বাইডেন দুঃখের গভীর থেকে উঠে এসেছেন নেতৃত্বের শীর্ষে।
শোনান, “মানুষ তার স্বপ্নের সমান বড় হয়”—এই বাক্য যেন তার হৃদয়ে গেঁথে যায়।

📚 পড়াশোনার উদ্দেশ্য কেবল চাকরি নয়,
চিন্তার স্বাধীনতা, আত্মমর্যাদা ও সৃজনশীলতা অর্জন।
পিএইচডি করেও যার চিন্তা বন্দী, সে উন্নত নয়—আটকে আছে।
তাকে শেখান, সম্মানের সঙ্গে যেকোনো পেশা করা গর্বের।

🌍 তাকে বলুন—এই দেশই পৃথিবীর শেষ সীমা নয়।
বিশ্বে আছে সুইজারল্যান্ডের ইন্টারলাকেন,
কাশ্মীরের সকাল, কিউবার সঙ্গীত, টোকিওর প্রযুক্তি,
আর আফ্রিকার অসাধারণ ইতিহাস।
বইয়ের মাধ্যমে তাকে সেই বিশ্বে ভ্রমণ করান।

❌ তাকে কখনো বলবেন না, “আমাদের সামর্থ্য নেই”।
বলুন, “আমরা যা আছি, তার থেকেও বড় কিছু হতে পারি।”
অভাব অর্থে টাকা কম থাকা নয়—
অভাব হলো মন ছোট রাখা।
অভাবী মানসিকতা কিছু সৃষ্টি করতে পারে না।
ধুঁকে ধুঁকে টিকে থাকাকে জীবন বলা যায় না।

👥 যারা আপনার সন্তানের স্বপ্নকে খাটো করে,
তাদের কথায় কান না দিতে শিখান।
কারণ তারা নিজেরাই ব্যর্থতা ও হতাশার কারাগারে বন্দী।

🔑 শেষ কথা:
আপনার সন্তানকে শেখান বড়ো স্বপ্ন দেখতে, সাহস নিয়ে হাঁটতে, আর নিজের চিন্তাকে কখনো গরিব না করতে।
এই মানসিকতা-ই তার সবচেয়ে বড় সম্পদ হবে।🫥

06/07/2025

#আশুরা #ঢাকা #বাংলাদেশ

দার্জিলিং ভ্রমণ: মেঘ, পাহাড় আর স্মৃতির গল্প২০২২ সালের ১ জুলাই, এক দারুণ রোমাঞ্চের যাত্রা শুরু হয়। আমরা রওনা দিই দার্জি...
01/07/2025

দার্জিলিং ভ্রমণ: মেঘ, পাহাড় আর স্মৃতির গল্প

২০২২ সালের ১ জুলাই, এক দারুণ রোমাঞ্চের যাত্রা শুরু হয়। আমরা রওনা দিই দার্জিলিং-এর উদ্দেশ্যে—বাংলার ছায়াময়, সবুজে মোড়া এক পাহাড়ি স্বর্গ। ভ্রমণের আগেই আমাদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে, আর বাস্তবে সে অনুভূতি ছাড়িয়ে যায় কল্পনাকেও।

পাহাড়ি আঁকাবাঁকা পথ, জানালার পাশে ছুটে চলা মেঘ, আর গা ছমছমে ঠাণ্ডা হাওয়া—সবকিছু এক অন্যরকম অনুভব এনে দেয়। শহরের কোলাহল ছেড়ে, প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এই সুযোগ যেন এক আত্মার বিশুদ্ধি।

আমরা ঘুরে দেখেছি টাইগার হিলের সূর্যোদয়—যেখানে কাঞ্চনজঙ্ঘার চূড়া সোনালি রঙে ঝলমল করছিল। চা-বাগানের সবুজ গালিচা, কেব্‌ল কারে ভেসে থাকা দার্জিলিং শহর, হিমালয়ান জু-এর নিরবতা, আর বাতাসিয়া লুপে ঘূর্ণায়মান ট্রেন—সব কিছুই যেন এক জীবন্ত কল্পকাহিনি।

ভ্রমণে সবচেয়ে রোমাঞ্চকর ছিল ঘন কুয়াশার মধ্যে পাহাড়ি পথে হাঁটা আর উঁচু পাহাড়ের ধারে দাঁড়িয়ে নিচে তাকানোর সেই শিহরণ!

এই দার্জিলিং ট্রিপ আমাদের শুধু প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়নি, বরং পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মূল্যও নতুনভাবে শিখিয়েছে। স্মার্ট ছবি, হাসি, শেয়ারড মোমেন্ট—সবই এখন আমাদের মেমোরি গ্যালারির হাইলাইট।

আরও অ্যাডভেঞ্চারের খোঁজে, হয়তো সামনে সিকিম, লাচুং কিংবা কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প—তবে দার্জিলিং থাকবে হৃদয়ের এক প্রিয় কোণে, চিরদিনের মতো।

"যারা মহান আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখেতাদের কান্না হয় চুপচাপকিন্তু বিজয় হয় রাজকীয়ইনশাআল্লাহ "
26/06/2025

"যারা মহান আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে
তাদের কান্না হয় চুপচাপ
কিন্তু বিজয় হয় রাজকীয়
ইনশাআল্লাহ "

24/06/2025

Address

Jessore
Jessore

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801718802718

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD. SAYED HASAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD. SAYED HASAN:

Share