
21/07/2025
মাইলস্টোনের স্টুডেন্টদের জন্য দোয়া করুন। উত্তরার আশেপাশের হাসপাতালগুলোতে খোঁজ নিন, প্রচুর রক্ত লাগতে পারে।
একটা অনুরোধ সবার জন্য, এই করুন দুর্ঘটনাকে কেন্দ্র করে, কেউ কোনো প্রকার বীভৎস ছবি কোথাও পোস্ট করবেন না।
এ ধরনের ছবি পোস্ট করে আসলে কি কোন ফায়দা আছে?
এর চেয়ে ভালো হয়, ওই এলাকার আশেপাশের অঞ্চলে থাকা মানুষ যারা এই বিষয়টা সম্পর্কে এখনো অবগত নয় তাদেরকে জানান এবং রক্তদানে সবাইকে উদ্ভূত করুন, কেননা অনেক অনেক রক্ত প্রয়োজন ।
দয়া করে লাইক কমেন্ট এর জন্য কোন প্রকার বীভৎস /পুড়ে যাওয়া, ঝলসে যাওয়া ছবি পোস্ট করবেন না, এটা আমার বিনীত অনুরোধ!
কারণ আপনার এই ধরনের পোস্ট অনেকের রাতে ঘুম হারাম করে দিতে পারে।
দয়া করে আমার কথাগুলা নেগেটিভলি না নিয়ে একটু বোঝার চেষ্টা করুন, দুর্ঘটনা কবলিত সকলের জন্য এবং অত্র এলাকার সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। 🤲
আল্লাহ সবাইকে হেফাজত করুক আমিন 😢!