15/10/2025
দুআর ভেতর বইয়ের শিক্ষা কাজে লাগা শুরু হয়েছে মাশাআল্লাহ।😍
আদব সিরিজ বই পড়ে শোনানো হয়েছে, ঘুমোনোর আগে ছোটো বাবুরা অজু করে ঘুমায়। কোনোকিছু শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয়; সেও এখন ঘুমানোর আগে অজু করতে দৌড় দেয়। কিছু শুরু করতে গেলে বিসমিল্লাহ বলে।😍
রাত হলে যখন তার মা বলে, চলো আমরা ঘুমাই। বিছানায় ওঠো।
সাথে সাথে বলে ওঠে, না, আগে অজু করতে হবে না? তারপর ঘুম।
বলেই দৌড়ে ওয়াশরুমে চলে যায় অজু করতে।
এডমিন
দুআর বাবা