18/06/2025
🌸 সকালের বরকতময় শুরু 🌸
হাদিস:
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন —
"যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে আল্লাহর হেফাজতে থাকে।"
📚 – মুসলিম: 657
দোয়া:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ هَذَا الْيَوْمِ، فَتْحَهُ وَنَصْرَهُ وَنُورَهُ وَبَرَكَتَهُ وَهُدَاهُ
উচ্চারণ:
“আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হাযাল ইয়াওমি, ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহু”
অর্থ:
হে আল্লাহ! আমি তোমার কাছে এই দিনের উত্তম অংশ, বিজয়, আলো, বরকত ও হেদায়াত চাই।
🕊️ নতুন দিন, নতুন সুযোগ। চলুন সুন্দরভাবে শুরু করি।
🤍 সকালের সময়টা হোক বরকতময়, আমিন।