
04/12/2024
আচ্ছা এমন কাউকে দেখেছেন যে প্রেমের সময় প্রচুর গালাগালি দিতো পার্টনার কে, মুখে যা আসে তা বলতো, ছোট ছোট বিষয় কে ইস্যু বানিয়ে দিনের পর দিন কথা বন্ধ করে রাখতো কিংবা মেন্টালী টর্চার করতো এমন কোন ছেলে বিয়ের পর সভ্য হয়ে গেছে মানে পরিবর্তন হয়ে গেছে?
বিশ্বাস করুন, এই ধরনের ছেলেরা পরিবর্তন হয় না বরং আপনার জীবন খুব বাজে ভাবে পরিবর্তন করে দিতে পারে। যারা কথায় কথায় স্ল্যাং বলে, পার্টনারকে অসম্মান করে তারা বিয়ের পর আরও বেশী ভয়ানক হয়ে যায়। যেই স্ল্যাং আপনাকে বলছে সেই স্ল্যাং একদিন আপনার পরিবার নিয়ে বলবে।
বিশ্বাস হয় না তাই তো! কারণ আপনার মনে হয় আপনার ভালবাসা দিয়ে তাকে পরিবর্তন করে ফেলবেন আর বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আশেপাশে খবর নিয়ে দেখুন, এমন স্বভাবের কতো জন ঠিক হয়েছে! বরং বিয়ের পরে এদের অত্যাচার আরও বেড়েছে এমন কথাই শুনবেন।
রাগ উঠলে হুশ থাকে না আবার রাগ কমে গেলে ভালবাসার শেষ থাকে না ,
(বিদ্র: চারপাশের কিছু ঘটনা থেকে লেখা এবং প্রতিনিয়ত সমাজে এগুলা ঘটছে। সবাই এক না তাই সবার জন্য প্রযোজ্য না। যেহেতু আমরা আলাদা আলাদা মানুষ তাই চিন্তা ভাবনা কিংবা মতামত ভিন্ন হবে। তাই মতামতের ভিন্নতা হলে ব্যক্তিগত আক্রমণ না করার অনুরোধ থাকবে)