SiNu

SiNu আসসালামু আলাইকুম

আচ্ছা এমন কাউকে দেখেছেন যে প্রেমের সময় প্রচুর গালাগালি দিতো পার্টনার কে, মুখে যা আসে তা বলতো, ছোট ছোট বিষয় কে ইস্যু বানি...
04/12/2024

আচ্ছা এমন কাউকে দেখেছেন যে প্রেমের সময় প্রচুর গালাগালি দিতো পার্টনার কে, মুখে যা আসে তা বলতো, ছোট ছোট বিষয় কে ইস্যু বানিয়ে দিনের পর দিন কথা বন্ধ করে রাখতো কিংবা মেন্টালী টর্চার করতো এমন কোন ছেলে বিয়ের পর সভ্য হয়ে গেছে মানে পরিবর্তন হয়ে গেছে?

বিশ্বাস করুন, এই ধরনের ছেলেরা পরিবর্তন হয় না বরং আপনার জীবন খুব বাজে ভাবে পরিবর্তন করে দিতে পারে। যারা কথায় কথায় স্ল্যাং বলে, পার্টনারকে অসম্মান করে তারা বিয়ের পর আরও বেশী ভয়ানক হয়ে যায়। যেই স্ল্যাং আপনাকে বলছে সেই স্ল্যাং একদিন আপনার পরিবার নিয়ে বলবে।

বিশ্বাস হয় না তাই তো! কারণ আপনার মনে হয় আপনার ভালবাসা দিয়ে তাকে পরিবর্তন করে ফেলবেন আর বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আশেপাশে খবর নিয়ে দেখুন, এমন স্বভাবের কতো জন ঠিক হয়েছে! বরং বিয়ের পরে এদের অত্যাচার আরও বেড়েছে এমন কথাই শুনবেন।

রাগ উঠলে হুশ থাকে না আবার রাগ কমে গেলে ভালবাসার শেষ থাকে না ,

(বিদ্র: চারপাশের কিছু ঘটনা থেকে লেখা এবং প্রতিনিয়ত সমাজে এগুলা ঘটছে। সবাই এক না তাই সবার জন্য প্রযোজ্য না। যেহেতু আমরা আলাদা আলাদা মানুষ তাই চিন্তা ভাবনা কিংবা মতামত ভিন্ন হবে। তাই মতামতের ভিন্নতা হলে ব্যক্তিগত আক্রমণ না করার অনুরোধ থাকবে)

একই রেসিপি আপনি দশ জনকে রান্না করতে দিলে দেখবেন সেইম ইনগ্রিডিয়েন্টস থাকার পরেও এক জনের সাথে অন্য জনের টার স্বাদের পার্থক...
02/12/2024

একই রেসিপি আপনি দশ জনকে রান্না করতে দিলে দেখবেন সেইম ইনগ্রিডিয়েন্টস থাকার পরেও এক জনের সাথে অন্য জনের টার স্বাদের পার্থক্য হচ্ছে। কারোর টা তে হয়তো নুন কম কিংবা ঝাল বেশী আবার কারোর টা একদম পারফেক্ট। যে পারফেক্ট হয় সেই জিতে যায়। প্রতিযোগী হাজার জন হলেও লক্ষ্যে পৌঁছায় দু তিন জন। অনেক সময় ভালো রাধুনি হলেও ভাগ্য সহায় হয় না।

আচ্ছা, এই আবোল তাবোল উদাহরণ কেন দিচ্ছি তাই তো!

সংসার জীবন টাও এমন। সংসার সবারই থাকে কিন্তু সেটা মেইনটেইন করার মতো বুদ্ধি , ধৈর্য্য এবং টেকনিক সবার সেইম থাকে না বলেই কেউ সংসার জীবনে সাকসেস ফুল হয় আবার কেউ হয় না। সেই সাথে ভাগ্যও অনেক বড় একটা ফ্যাক্ট।

তাই সবাইকে আমরা এক ভাবে বিচার না করি। জীবনের যে যে ক্ষেত্রে যারা উইনার তাদের কে এপ্রিশিয়েট করতে শিখি। আর যাদের ক্ষেত্রে ভাগ্য সহায় হয় নি , তাদের কে সহমর্মিতা জানাতে না ভুলি। তাহলেই সব ব্যালেন্সে থাকবে।

মতামতের ভিন্নতা থাকতে পারে যেহেতু আমরা আলাদা আলাদা মানুষকিন্তু আপনার মতামত ভিন্ন হলেও আমি সেটাকে সম্মান জানাই।

ইফেক্টটা কিন্তু সুন্দর 🤣🤣
30/09/2024

ইফেক্টটা কিন্তু সুন্দর 🤣🤣

আসসালামু আলাইকুম❤️ শুভ সকাল 🍁
27/08/2024

আসসালামু আলাইকুম❤️
শুভ সকাল 🍁

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when SiNu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share