Masti Unlimited

Masti Unlimited ঘুমের পাশাপাশি, ঘুরতে অনেক ভালোবাসি

😥😥
02/08/2025

😥😥

  😥😥
01/08/2025


😥😥

😜😜
01/08/2025

😜😜

31/07/2025
ম"রে গেলে ভুলে যেও, করে দিও ক্ষ'মা তোমার অ'ভাবে ধ্বং'স হচ্ছি, অথচ তুমি কিছুই জানো না !😅❤️‍🩹
31/07/2025

ম"রে গেলে ভুলে যেও, করে দিও ক্ষ'মা তোমার অ'ভাবে ধ্বং'স হচ্ছি, অথচ তুমি কিছুই জানো না !😅❤️‍🩹

তাই নাকি?🤣🤣🤣
30/07/2025

তাই নাকি?
🤣🤣🤣

"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের ব...
30/07/2025

"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। অগাদ বিত্বসম্পদ উপার্জন করেছেন।নিজের বাবা মা ভাই বোন কাউকে প্রশ্রয় দেন নি।

শুধুই স্ত্রী আর শ্বশুর বাড়ি তার কাছে প্রিয় ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি।না আছে তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। সব কেড়েছেন তার প্রিয়তমা স্ত্রী। আজ পরিবার-পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। ভেবেছিলাম হয়তো হারায়ে গেছে। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে।

কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানায়ে দিলো তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোন কলেজে পড়ে। মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো, এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য।

এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের হদিস খুজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে।

যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে।

জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর নির্মম। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ নিরঞ্জন।


তথ্যসূএ : বাংলা মিডিয়া

I've just reached 3K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗...
29/07/2025

I've just reached 3K followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

কেমন লাগছে বন্ধুরা সবাই কমেন্টে জানান,,,,❤️‍🩹
28/07/2025

কেমন লাগছে বন্ধুরা সবাই কমেন্টে জানান,,,,❤️‍🩹

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তিটা চলে আসে। তবে নারীদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। একজন নারী মানসিক শান্তি...
28/07/2025

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তিটা চলে আসে। তবে নারীদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। একজন নারী মানসিক শান্তি পেলে তবেই শারীরিক চাহিদা দেখায়।নারী এবং পুরুষের চাহিদার মধ্যে পার্থক্য আছে।
পুরুষের সমস্ত ডিপ্রেশন এবং ক্লান্তি দূর হয় সঙ্গীর সাথে Physical Attachment এ থাকলে। আপনি যখন আপনার পুরুষ সঙ্গীকে খুশি করতে চাইবেন, তবে অবশ্যই তার সাথে শারীরিক Attachment হতে হবে এমনকি তা পুরোপুরি মন থেকেই।

পুরুষের তুলনায় নারীদের এই একটা কারণেই সবচেয়ে বেশি মুড সুইং হয়। নারী এবং পুরুষ দুই ভিন্ন মেরুর জিনিস। এখানে বুঝতে হবে, আপনার সঙ্গী ঠিক কিসে নিজেকে Satisfy মনে করে। সঙ্গীর চাহিদা অনুযায়ী যদি তা পূরণ করতে পারেন, তবেই আপনি একজন ভালো সঙ্গী। এখানে কেউ কারো চাহিদা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

তবে নারীরা Physical Attachment এর চাইতে Mentally Attachment এ বেশি গুরুত্ব দেয়। আপনার নারী সঙ্গীর যদি মন ভালো থাকে, তবেই কেবল সে শারীরিক Attachment এ আগ্রহ দেখাবে। তবে মানসিক অবস্থা যদি ভালো না থাকে, তবে সে কোনোকিছুর প্রতিই আগ্রহ দেখাবে না।

নারীরা সবসময় তার মনকে গুরুত্ব দেয়।
মন যদি সায় না দেয়, তবে তার ধারেকাছেও যাওয়া যায় না। আপনি যখন আপনার নারী সঙ্গীর মনের প্রতি বেশি খেয়াল রাখবেন, সে তখন আপনাআপনিই আপনার ডাকে সাড়া দিবে।

পুরুষ এবং নারীর চাহিদার এই পার্থক্যের কারণেই দাম্পত্য জীবনে কেউ কাউকে বুঝতে চায় না সহজে। আর পুরুষ সঙ্গীর ক্লান্তি, হতাশা দূর করতে পারলে, সে অবশ্যই আপনার প্রতি দুর্বলতা দেখাবে। পরস্পর যদি পরস্পরের শরীর এবং মনের যত্ন নেয়, তবেই পরস্পরের চাহিদা পূরণ হয়। চাহিদা অপূর্ণ রেখে একে-অপরকে দোষারোপ করে, শুধুমাত্র দায়ে পড়ে সংসার করার কোনো মানে নেই
চাইলেই - একজন নারী একজন পুরুষকে বহু রকম ভাবে তৈরি করতে পারে।

একজন নারী চাইলেই - একজন পুরুষকে সম্মানের দিক থেকে অনেক উঁচুতে উঠাতে পারে। আবার অসম্মানের একদম নিম্ন মানের জায়গাতেও নামিয়ে এনে দাঁড় করাতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে অনেক আর্থিক এবং সম্পদশালী করে গড়ে তুলতে পারে। আবার সেই নারীই একজন পুরুষকে ভিক্ষুক হিসেবে কিংবা সমাজের একদম গরীব পুরুষ হিসেবে পরিণত করতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে মা-বাবা ভাই-বোন ছাড়া করে সে একাই রাজত্ব বহণ করতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষের, মা-বাবা ভাই-বোন এর সাথে মিলেমিশে নিজেকে প্রকৃত সুন্দরী নারী হিসেবে তৈরি করতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে পরিবার ছাড়া, ঘর ছাড়া, সমাজ ছাড়া, দেশ ছাড়া করতে- বাধ্য করতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে একটা সুন্দর ঘর, একটা সুন্দর পরিবার এবং সুন্দর একটা সমাজ তৈরি করে- সুন্দর একটা বন্ধনে আবদ্ধ করে দিতে পারে!

একজন নারী চাইলেই - শত রকমের খারাপ একজন পুরুষকে ভালো করে গড়ে তুলতে পারে। আবার চাইলেই সে নারী একজন ভালো পুরুষকে নষ্ট করে সমাজ থেকে উৎখাত করে দিতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে মৃত্যুর রাস্তায় পৌঁছে দিতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে! শুধু কেবল রব এর হুকুমের মৃত্যু ছাড়া।

একজন নারী চাইলেই - একজন পুরুষকে বস্ত্রহীন পাগল - উম্মাদ বানিয়ে রাস্তায় ছুড়ে ফেলে দিতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে রাস্তা থেকে তুলে এনে নিজের যত্ন আর ভালোবাসা দিয়ে স্বাভাবিক সেন্সে ফিরিয়ে আনতে পারে এবং মানসিক ভাবেও সুস্থ করে তুলতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে দিয়ে গোটা পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন করাতে পারে। আবার চাইলেই সে নারী - পুরো পৃথিবীটা আলোয় আলোকিত করে বদলে দিতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষকে জাহান্নামের বাসিন্দা বানাতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষকে জান্নাতের পথ খুঁজে দিতে পারে!

একজন নারী চাইলেই - একজন পুরুষের সমস্যা কারণ হতে পারে। আবার চাইলেই সে নারী - একজন পুরুষের সকল সমস্যার সমাধান হতে পারে।

একজন নারী চাইলেই - একজন পুরুষের সুখ হতে পারে। আবার চাইলেই সে নারী একজন পুরুষের দুঃখ হয়ে - আজীবন পুরুষের জীবননাশ করতে পারে! ইত্যাদি ইত্যাদি

একজন নারীর -

শিক্ষা, চিন্তা- চেতনা, শক্তি- ক্ষমতা, ভালোবাসার মায়া - মমতা এবং সভ্যতা অনেক প্রখর হয়।

তাই

নারী চাইলেই - অনেক কিছু করতে পারে!

পৃথিবীর সবচে ক্ষমতাবান মানুষ হয়েও নেপোলিয়ন বোনাপার্ট তীব্র ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফেরত পান নাই। ‎‎বরং পেয়েছিলেন ...
27/07/2025

পৃথিবীর সবচে ক্ষমতাবান মানুষ হয়েও নেপোলিয়ন বোনাপার্ট তীব্র ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ফেরত পান নাই।

‎বরং পেয়েছিলেন অবহেলা আর নির্লিপ্ত প্রতারণা।
‎নেপোলিয়ান যে মেয়েকে পৃথিবীর পুরো সাম্রাজ্য দিয়ে দিতে চেয়েছিলো, সেই মেয়ে নেপোলিয়ানের জন্য বড় একটা চিঠিও লিখেনি। নেপোলিয়ান এই মেয়ের জন্য বড় বড় চিঠি লিখতো। এমনকি যুদ্ধের সময় ছবি রেখে দিতো পকেটে। সময়ে অসময়ে চুমু খাইতো সেই ছবিতে।
‎এতো ক্ষমতাধর একজন মানুষ, অথচ বৌ এর কাছে গিয়ে অসহায়ের মতো বলতো, আরেকটু বড় চিঠি লিখতে, যাতে এতো দ্রুত শেষ হয়ে না যায়।

‎বাট জোসেফাইন বোনাপার্ট কোনদিনও সেই বড় চিঠি লেখেনি। অথচ এরে বিয়ে করার জন্য নেপোলিয়ন পরিবারের বিরুদ্ধে গ। হ্যান্ডসাম একজন মানুষ হয়ে বয়সে বড়, বিধবা এবং দুই বাচ্চার মাকে সে বিয়ে করেছিলো, পাগলের মতো ভালোবেসেছিলো। অথচ নেপোলিয়ন মিশরে থাকা অবস্থায় সেই জোসেফাইন নেপোলিয়নের সাথে চিট করে বসে। সেনাপতির সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে।
‎ফারেনহাইট ৪৫১ বইতে একটা লাইন ছিলো এমন, It was a pleasure to burn.

‎যদিও ভিন্ন কনটেক্সট, তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা মাথায় আসতে বাধ্য। এই পৃথিবীতে ভালোবাসার যে বড় আনন্দ কিছু নাই, ভালোবাসার থেকে কষ্টেরও সম্ভবত কিছু নাই। ভালোবাসার সবচেয়ে বড় ব্লাইন্ড স্পট হলো, আপনি কাকে ভালোবাসবেন বা বাসবেন না, সেইটা আপনার হাতে। কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা বাসবে না, ঐটা আপনার হাতে থাকবে না।

‎ভালোবাসাই এই পৃথিবীর এমন এক ব্যবসা, যেখানে আপনার সকল ইমোশনাল ইনভেস্টমেন্ট বিফলে যাবে জেনেও আপনি ওখানে ঢালতেই থাকবেন, ঢালতেই থাকবেন।
‎ভালোবাসাই পৃথিবীর একমাত্র খেলা, যে খেলাতে নিশ্চিত হার জেনেও মাঠ থেকে উঠতে ইচ্ছা করে না। বরং নির্লজ্জের মতো আরেকটু খেলে যেতে ইচ্ছা করে।
‎আফ্রিকান একটা প্রোভার্ব বলছিল , ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক, যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না।
(সংগৃহীত)

26/07/2025

‎কি ভাবছো? এই যে রাগ করে কল মেসেজ বা টেক্সট করছো না ,ওপাশের মানুষটা তোমায় খুব মিস করছে?

‎তুমি একটা টেক্সট করলে সে হুমড়ি খেয়ে পড়বে রিপ্লাই দেওয়ার জন্য?
‎কিংবা সে ফোনটা হাতে নিয়ে বসে আছে,তোমার নাম্বার থেকে কলটা যাওয়ার সাথে সাথে রিসিভ করে হ্যালো বলবে?

‎যদি তুমি এগুলো ভেবে থাকো তবে ভুল ভাবছো।ওপাশের মানুষগুলো কখনো তোমাদের মিস করে না! তোমার টেক্সটের রিপ্লে দেওয়ার জন্য হুমড়ি খেয়েও পড়ে না! কিংবা তোমার কলের জন্য ফোন হাতে নিয়ে অপেক্ষাও করে না!

‎বিশ্বাস হচ্ছে না'তো? মনে মনে ভাবছো মেয়াদ উর্তীর্ণ গঞ্জিকা সেবন করে এইসব লিখছে?

‎না ভাই! গঞ্জিকা সেবন করে এসব লিখছি না।এটাই বাস্তবতা।
‎যদি বিশ্বাস না হয় তবে একটা টেক্সট করে দেখো!

‎ঘন্টার পর ঘন্টা চলে যাবে তোমার মেসেজ সীন হবে না।সীন হলেও রিপ্লাই আসবেনা।কখনো কখনো ঘন্টা কয়েক অপেক্ষার পর যে রিপ্লাই আসবে,সেটা দেখার চেয়ে না দেখা তোমার জন্য ভালো হবে!

‎যে উল্লাস উদ্দীপনা নিয়ে তুমি টেক্সটা করেছিলে মুহুর্তেই সেই উদ্দীপনায় কালবৈশাখি ঝড় নামবে।

‎কল দেও একবার! রিং হতে হতে কলটা কেটে যাবে।কখনো কখনো মধুর কন্ঠে শুনবে,"আপনার কলটি এই মুহুর্তে ওয়েটিং এ আছে....." সেই মধুর কন্ঠ আর তোমার কাছে মধুর
‎লাগবে না।

‎তুমি আশা করবে ওপাশের মানুষটা কল ব্যাক করে তোমাকে এক্সকিউজ শুনাবে ওমুক কল দিছিলো,রাগ করো না ! বা বিজি ছিলাম ফোন ধরতে পারিনি।

‎কিন্তু না! ওপাশের মানুষটা ধমক দিয়ে বলবে অযথা ডিস্টার্ব করছো কেন? আর কখনো ফোন দিয়ে বিরক্ত করবা না।

‎কি ব্যাপার অবাক হচ্ছেন? ভাবছেন, আমার দু'বছরের ভালোবাসা,আমার তিন,আমার পাচঁ,আমার সাত!
‎এতোদিনের ভালোবাসার মানুষটা এমন কিভাবে করতে পারে?

‎পারে ভাই! মানুষ সব পারে।তুমি যার জন্য চোখের পানি ফেলছো,সে তোমার চোখের পানিতে সুইমিং বানিয়ে আরেকজন কে নিয়ে সাঁতার কাটবে।এই সবই মানুষের দ্বারা পসিবল।

‎মানুষ তো উপকারীর ঘাড়েও লাথি মারতে পারে।আর তোমার এই আবেগের ভালোবাসা তার কাছে ঢেড়ুয়া শাক!

‎এখনো সময় আছে,নিজের চোখের জলে সুইমিং বানিয়ে অন্য কাউকে সাঁতার কাটতে দিও না।এই নোনাজল কে নদী বানিয়ে সাগর ছুয়ে দেও।

‎চোখের পানির দাম অনেক।একে সস্তা করো না।মনে রাখবে, "চোখের পানিকে সস্তা করা মানে নিজেকে সস্তা করা।"

‎আর তুমি সস্তা কোনো বস্তু নও। তোমার মুল্য ও পাশের মানুষরা না দিতে পারুক, গোটা পৃথিবী দিবে।

‎নিজেকে বিকশিত করো।আর এই ভুল ভাবনা গুলো ঝেড়ে ফেলো।
‎এগিয়ে চলো গুটি গুটি পায়ে।একদিন এই পৃথিবীটা তোমাদেরই হবে
‎ছিলে না তুমি

Address

Jashore Khulna
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masti Unlimited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share