
23/07/2025
JOB vs FREELANCING
২০১৭ থেকে ফ্রিল্যান্সিং করার পর, চাকরি ভালো নাকি ফ্রিল্যান্সিং, তা বোঝার উদ্দেশ্যে ২০২২ সালে একটি চাকরিতে জয়েন হয়েছিলাম। বাসার সবাই খুব খুশি হয়েছিল ছেলে ভালো জায়গায় চাকরি করে। অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। মাস শেষে নিশ্চিত বেতন তাই কোথায় কত খরচ করবো না কি করবো সবকিছুর হিসাব থাকতো, নিয়মিত রুটিন, আর এক্সট্রা একটা সামাজিক মর্যাদাও বটে। আর অন্যদিকে ফ্রিল্যান্সিং? সত্যি বলতে দুই জগতের পার্থক্যটা অনেক গভীর। বিস্তারিত বলা যাক:
---
৯–৫ চাকরির একটা বড় সুবিধা হলো নিরাপত্তা। মাসের শেষে টাকা ঠিকঠাক চলে আসে, অফিসে গেলে কাজ থাকবে এবং মাস শেষে বেতন থাকবে, এই নিশ্চয়তা মানুষকে মানসিকভাবে স্বস্তি দেয়। আরেকটা বিষয় হলো, নিয়মিত রুটিন থাকায় জীবনটা কিছুটা গোছানো থাকে। সকালে উঠে অফিস, দুপুরে বিরতি, বিকেলে বাসা ফেরা, একটা ধারাবাহিকতা আছে। অনেকে এটাকে জীবনযাত্রার ভারসাম্য বলেই মানেন।
---
কিন্তু এই চাকরির পেছনে কিছু সীমাবদ্ধতাও আছে। একজনকে প্রতিদিন নির্দিষ্ট জায়গায় যেতে হয়, সিনিয়রদের অধীনে থাকতে হয়, অনেক সময় নিজের ইচ্ছেমতো কাজের সিস্টেম বা সময় ঠিক করা যায় না। ছুটির জন্য অনুমতি নিতে হয়, আর সৃজনশীলতার কিছুটা বাঁধা-ধরা রূপ থেকেই যায়। আমি ভালো পজিশনে থাকায় এসব সমস্যা পোহায়নি তবে আমার জুনিয়র অন্যদের অবস্থা খারাপ হতে দেখেছি এসব পেরা নিয়ে। অনেকজনকেই দেখেছি চাকরি করছে কেবল ইনকাম করতে হবে তাই, নাহলে ২মিনিটও থাকতোনা ।
অন্যদিকে, ফ্রিল্যান্সিং যেন একধরনের স্বাধীনতা। নিজের ঘরেই অফিস, নিজের সময়ে কাজ, নিজের পছন্দের স্কিলের প্রজেক্ট। ইচ্ছেমতো কাজ নেয়া যায়, ইচ্ছেমতো বিশ্রাম। তবে, এখানে নিরাপত্তা বলতে কিছু নেই। আজ কাজ আছে, কাল নাও থাকতে পারে। মাস শেষে টাকা আসবেই, এই নিশ্চয়তা নেই। আবার নিজেই নিজের বস হওয়ায়, অনেকে সময় ব্যবস্থাপনা ঠিক রাখতে পারে না। অনেকে ধুমাইয়া ঘুমায় ।
-----------------------
সুতরাং, ফ্রিল্যান্সিং বনাম চাকরি, এর উত্তর একরকম নয়। কেউ নিরাপত্তা চায়, কেউ স্বাধীনতা। কেউ রুটিন ভালোবাসে, কেউ নিজের নিয়মে চলতে চায়। তবে একটাই সত্য - দুইটাই পরিশ্রম চায়, কিন্তু দুটোর স্বাদ একেবারেই আলাদা।
বর্তমানে আমি নিজের ফ্রিল্যান্সিং এজেন্সি পরিচালনা করছি, আমি ভালোই আছি, আমার এজেন্সিতে যারা জব করছে তারাও ভালো আছে। তাই এই দুটোর মধ্যে তুলনা বোধয় করা উচিত না, ভালো করে সেট করতে পারলে জব হোক বা ফ্রিল্যান্সিং - দুটাতেই মজা আছে। আবার উল্টাপাল্টা কোম্পানিতে জব করা কিংবা পর্যাপ্ত স্কিল ছাড়া ফ্রিল্যান্সিং করতে যাওয়া, দুটোতেই সাজা আছে। দিনশেষে ফ্রিল্যান্সিং ভালো নাকি জব ভালো এটা না ভেবে, কোনটা নিজের জন্যে ভালো ঐটা ভাবতে হবে