Mufti khobir bin munawar

Mufti khobir bin munawar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mufti khobir bin munawar, Digital creator, Jessore.

ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ آمَنُوا وَتَوَاصَوا بَالصَّبْرِ وَتَوَاصَوا بِالْمَرْحَمَةِ- أُولَئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ
আল্লাহ তাআলা দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন।
(পেজটি দাওয়াতের উদ্দেশ্যে)
ইম, whatsapp,নাম্বার, 01752102623

24/09/2025

বেশি করে শেয়ার চাই।

🌟✨ আলহামদুলিল্লাহ ✨🌟আজ আমার প্রিয় ভাই Piash Mahmud এর ফেসবুক প্রোফাইলে ৫ লক্ষ (৫০০K) ফলোয়ার পূর্ণ হয়েছে! 🎉💐এটা শুধু এ...
22/09/2025

🌟✨ আলহামদুলিল্লাহ ✨🌟
আজ আমার প্রিয় ভাই Piash Mahmud এর ফেসবুক প্রোফাইলে ৫ লক্ষ (৫০০K) ফলোয়ার পূর্ণ হয়েছে! 🎉💐

এটা শুধু একটি সংখ্যা নয়, বরং মানুষের ভালোবাসা, দোয়া এবং আস্থার প্রতিফলন। ❤️
আল্লাহ তাঁর দ্বীনি ও সামাজিক কাজকে আরও বরকতময় করুন এবং সামনে আরও বড় মাইলফলক অতিক্রম করার তাওফিক দিন। 🤲🌸

➡️ সামনে ইনশাআল্লাহ ১০ লক্ষ (১ মিলিয়ন) ফলোয়ার খুব দ্রুত পূর্ণ হবে এই কামনাই করছি। 🚀🌍

সবাই আমার বন্ধুর জন্য দোয়া করবেন। 🤍

20/09/2025
“মুখে মিষ্টি কথা, অন্তরে বিষ” এ বিষয়ে কুরআন ও হাদীসে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। অর্থাৎ মানুষ মুখে খুব সুন্দর কথা বললেও ...
17/09/2025

“মুখে মিষ্টি কথা, অন্তরে বিষ”
এ বিষয়ে কুরআন ও হাদীসে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। অর্থাৎ মানুষ মুখে খুব সুন্দর কথা বললেও অন্তরে কপটতা, শত্রুতা বা খারাপ উদ্দেশ্য লুকিয়ে রাখতে পারে। আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এ ব্যাপারে সতর্ক করেছেন। নিচে দলিলসহ তুলে ধরছি:

📖 কুরআনের দলিল

১. সূরা আল-বাকারাহ (২:৮-৯):
وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ • يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ

বাংলা অর্থ:
“মানুষের মধ্যে কেউ কেউ বলে, আমরা আল্লাহ ও পরকালে ঈমান এনেছি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহকে ও ঈমানদারদের ধোঁকা দেয়, কিন্তু তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, তা তারা বুঝতে পারে না।”

➡️ এখানে বলা হয়েছে, তারা মুখে ঈমানের মিষ্টি কথা বলে কিন্তু অন্তরে ভণ্ডামি লালন করে।

২. সূরা মুহাম্মাদ (৪৭:৩০):
وَلَوْ نَشَاءُ لَأَرَيْنَاكَهُمْ فَلَعَرَفْتَهُم بِسِيمَاهُمْ ۚ وَلَتَعْرِفَنَّهُمْ فِي لَحْنِ الْقَوْلِ

বাংলা অর্থ:
“আমি চাইলে অবশ্যই তাদের তোমাকে দেখিয়ে দিতাম, ফলে তুমি তাদের চিহ্ন দ্বারা চিনতে পারতে। তবে তুমি অবশ্যই তাদের কথার ঢঙ দ্বারা চিনতে পারবে।”

➡️ এখানে মুনাফিকদের কথা বলা হচ্ছে—তাদের অন্তর ভিন্ন আর মুখের কথা ভিন্ন।

📖 হাদীসের দলিল

১. সহীহ বুখারী ও মুসলিম:
رسول الله ﷺ বলেছেন—
"آية المنافق ثلاث: إذا حدّث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان."

বাংলা অর্থ:
“মুনাফিকের তিনটি লক্ষণ আছে: যখন কথা বলে মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং যখন আমানত রাখা হয়, খিয়ানত করে।”

➡️ মিষ্টি কথা বললেও অন্তরে বিষ থাকে, কাজ ভিন্ন হয়।

২. আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত (সহীহ মুসলিম):
رسول الله ﷺ বলেছেন—
"إن شر الناس ذو الوجهين، الذي يأتي هؤلاء بوجه، وهؤلاء بوجه."

বাংলা অর্থ:
“মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি, যে দুই-মুখো—এদের কাছে এক রকম আচরণ করে আর অন্যদের কাছে অন্য রকম।”

➡️ অর্থাৎ মুখে মিষ্টি কথা বললেও অন্তরে ও আচরণে ভিন্ন কিছু লুকিয়ে রাখে।

📌 সারসংক্ষেপ

কুরআন মুনাফিকদের বর্ণনায় বলেছে তারা মুখে ঈমানের কথা বলে কিন্তু অন্তরে কুফর লুকিয়ে রাখে।

রাসূল ﷺ মুনাফিকদের বৈশিষ্ট্য বলেছেন—তারা কথায় মিষ্টি, কিন্তু অন্তরে ধোঁকা ও খিয়ানত রাখে।

দ্বিমুখী আচরণ ইসলামে কঠোরভাবে নিন্দিত।

15/09/2025

মুফতী আঃ মালেক সাহেব হাফিজাহুল্লাহ।
খতিব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম।

14/09/2025
Unveiling History: The 4,500-Year-Old Tunic at the Egyptian Museum"😱🥰😭😊      Treasures
14/09/2025

Unveiling History: The 4,500-Year-Old Tunic at the Egyptian Museum"😱🥰😭😊



Treasures

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti khobir bin munawar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share