17/09/2025
“মুখে মিষ্টি কথা, অন্তরে বিষ”
এ বিষয়ে কুরআন ও হাদীসে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। অর্থাৎ মানুষ মুখে খুব সুন্দর কথা বললেও অন্তরে কপটতা, শত্রুতা বা খারাপ উদ্দেশ্য লুকিয়ে রাখতে পারে। আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এ ব্যাপারে সতর্ক করেছেন। নিচে দলিলসহ তুলে ধরছি:
📖 কুরআনের দলিল
১. সূরা আল-বাকারাহ (২:৮-৯):
وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ • يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ
বাংলা অর্থ:
“মানুষের মধ্যে কেউ কেউ বলে, আমরা আল্লাহ ও পরকালে ঈমান এনেছি, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহকে ও ঈমানদারদের ধোঁকা দেয়, কিন্তু তারা নিজেদেরকেই ধোঁকা দেয়, তা তারা বুঝতে পারে না।”
➡️ এখানে বলা হয়েছে, তারা মুখে ঈমানের মিষ্টি কথা বলে কিন্তু অন্তরে ভণ্ডামি লালন করে।
২. সূরা মুহাম্মাদ (৪৭:৩০):
وَلَوْ نَشَاءُ لَأَرَيْنَاكَهُمْ فَلَعَرَفْتَهُم بِسِيمَاهُمْ ۚ وَلَتَعْرِفَنَّهُمْ فِي لَحْنِ الْقَوْلِ
বাংলা অর্থ:
“আমি চাইলে অবশ্যই তাদের তোমাকে দেখিয়ে দিতাম, ফলে তুমি তাদের চিহ্ন দ্বারা চিনতে পারতে। তবে তুমি অবশ্যই তাদের কথার ঢঙ দ্বারা চিনতে পারবে।”
➡️ এখানে মুনাফিকদের কথা বলা হচ্ছে—তাদের অন্তর ভিন্ন আর মুখের কথা ভিন্ন।
📖 হাদীসের দলিল
১. সহীহ বুখারী ও মুসলিম:
رسول الله ﷺ বলেছেন—
"آية المنافق ثلاث: إذا حدّث كذب، وإذا وعد أخلف، وإذا اؤتمن خان."
বাংলা অর্থ:
“মুনাফিকের তিনটি লক্ষণ আছে: যখন কথা বলে মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং যখন আমানত রাখা হয়, খিয়ানত করে।”
➡️ মিষ্টি কথা বললেও অন্তরে বিষ থাকে, কাজ ভিন্ন হয়।
২. আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত (সহীহ মুসলিম):
رسول الله ﷺ বলেছেন—
"إن شر الناس ذو الوجهين، الذي يأتي هؤلاء بوجه، وهؤلاء بوجه."
বাংলা অর্থ:
“মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি, যে দুই-মুখো—এদের কাছে এক রকম আচরণ করে আর অন্যদের কাছে অন্য রকম।”
➡️ অর্থাৎ মুখে মিষ্টি কথা বললেও অন্তরে ও আচরণে ভিন্ন কিছু লুকিয়ে রাখে।
📌 সারসংক্ষেপ
কুরআন মুনাফিকদের বর্ণনায় বলেছে তারা মুখে ঈমানের কথা বলে কিন্তু অন্তরে কুফর লুকিয়ে রাখে।
রাসূল ﷺ মুনাফিকদের বৈশিষ্ট্য বলেছেন—তারা কথায় মিষ্টি, কিন্তু অন্তরে ধোঁকা ও খিয়ানত রাখে।
দ্বিমুখী আচরণ ইসলামে কঠোরভাবে নিন্দিত।