Skills Tips By Ummy

Skills Tips By Ummy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Skills Tips By Ummy, Jessore.
(23)

"Skills Tips by Ummy" – নারীদের জন্য আয়ের নতুন দিগন্ত! এখানে শিখুন কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহজেই নিজের আয় বাড়াতে পারেন। সহজ পদ্ধতি, প্র্যাকটিক্যাল টিপস, এবং কার্যকরী কৌশল নিয়ে আমরা আছি আপনার পাশে।
যোগাযোগ ☎️+8801792478962

এটাই একজন প্রকৃত শিক্ষকের পরিচয়।মাইলস্টোন স্কুলের এক শিক্ষক ২০ জন শিশুর জীবন রক্ষা করতে গিয়ে নিজেই ৮০% দ*গ্ধ হয়েছেন। নিজ...
21/07/2025

এটাই একজন প্রকৃত শিক্ষকের পরিচয়।
মাইলস্টোন স্কুলের এক শিক্ষক ২০ জন শিশুর জীবন রক্ষা করতে গিয়ে নিজেই ৮০% দ*গ্ধ হয়েছেন। নিজের প্রা-ণের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের রক্ষা করেছেন তিনি।

একজন শিক্ষক কেবল পেশাদার নন — তিনি একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক।
নিজের কথা না ভেবে শিক্ষার্থীদের মঙ্গলের জন্য প্রাণ উৎসর্গ করতেও তিনি পিছপা হন না।

শ্রদ্ধা ও কৃতজ্ঞতা এমন সব শিক্ষকদের প্রতি, যাঁরা সত্যিকার অর্থেই সমাজের আলোকবর্তিকা। 🙏

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০+ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ যারা এই মুহুর্তে  র/ক্ত দিতে প্রস্তুত। শুধু নাম্বারে কল করলেই পাবেন। আল...
21/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০+ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ যারা এই মুহুর্তে র/ক্ত দিতে প্রস্তুত। শুধু নাম্বারে কল করলেই পাবেন।

আল্লাহ সবার সহায় হোক।🥲আমিন

🎯 আজ শুরু হলো সেই ক্লাস – যেটা অনেকের জীবন বদলে দেবে!Face*book Monet*ization কোর্স | Skills Tips by Ummy❌ আপনি যদি এখনো ...
20/07/2025

🎯 আজ শুরু হলো সেই ক্লাস – যেটা অনেকের জীবন বদলে দেবে!
Face*book Monet*ization কোর্স | Skills Tips by Ummy

❌ আপনি যদি এখনো ভর্তি না হয়ে থাকেন,
তাহলে বলতেই হচ্ছে — আপনি অনেক কিছু মিস করছেন!

🌟 আজ যারা ক্লাসে আছেন, তারা শিখছেন —
👉 কিভাবে ৩০ সেকেন্ডের কনটেন্ট দিয়েই লক্ষ মানুষের কাছে পৌঁছানো যায়
👉 কোন ভুলে ফেইসবুক ইনকাম বন্ধ হয়ে যায়
👉 কোন ফরমুলায় ভিডিও ভাইরাল হয়
👉 আর কিভাবে ঘরে বসে আয় শুরু করা যায় — নিজের মোবাইল দিয়েই!

💔 আর আপনি হয়তো এখনো শুধু ভাবছেন…
“আমার তো পেইজই নেই…”
“আমি তো কিছু জানি না…”
“আমি কি পারবো?”
এই ভয়েই পিছিয়ে আছেন।

📢 কিন্তু মনে রাখুন —
যারা আজ শুরু করলো, তারাই আগামীকাল সফলতার গল্প লিখবে।
আর যারা দেরি করে, তারা কেবল গল্প শুনেই কষ্ট পায়।

🔥 এখনো সময় আছে!
✅ আজই ভর্তি হয়ে নিন
✅ লাইভ ক্লাস রেকর্ডিং পাবেন
✅ সাপোর্ট থাকবে ২৪/৭

👇 ☎️+8801792478962
Skills Tips by Ummy – যেখানে শেখা মানে বদলে যাওয়া!










19/07/2025

শেষ ক্লাস
তবে জার্নি টা শেষ কি ⁉️






18/07/2025

🤲 আল্লাহর রহমতে আমি স্বপ্ন বিক্রি করি না —
আমি স্বপ্ন পূরণে সাহায্য করি!

আজ আমার শতশত স্টুডেন্ট:
✅ কেউ নিজের পড়ার খরচ চালাচ্ছে
✅ কেউ সংসারের দায়িত্ব নিয়েছে
✅ কেউ প্রতি মাসে লাখ টাকা আয় করছে

তাহলে আপনি পারবেন না কেন?

📘 এই কোর্সে আপনি যা শিখবেন:

🔐 ফেসবুক সেটআপ ও সিকিউরিটি

আইডি ও পেইজ সিকিউরিটি সেটিংস

পেইজ প্রফেশনালভাবে খুলতে জানা

আইডি ও পেইজ ইস্যু সমাধানের সহজ উপায়

এডমিন চেইঞ্জ ও সুরক্ষিত ম্যানেজমেন্ট

অনেকেই জানে না—পেইজেও সিকিউরিটি থাকে, না জানায় হারায় কষ্টের পেইজ!

🎬 কনটেন্ট তৈরি ও ভাইরাল হ্যাকস

ভাইরাল কনটেন্ট তৈরির কৌশল

ভিউ, ফলোয়ার ও রিচ বাড়ানোর গাইডলাইন

নিজের Face Value তৈরি করার উপায়

চেহারা বা কণ্ঠ ছাড়াও ইনকামের পদ্ধতি

স্ক্রিপ্ট রাইটিং ও ভিডিও এডিটিং (মোবাইলেই)

কপিরাইট ফ্রি ছবি, ভিডিও, অডিও ব্যবহার

সুরা, ওয়াজ বা মিউজিককে কপিরাইট ফ্রি করার নিয়ম

💸 মনিটাইজেশন স্ট্র্যাটেজি

মনিটাইজেশন পাওয়ার ১০০% গোপন টিপস

ফেসবুক ইনকামের পুরো মডেল

কীভাবে কাজ করলে আয় নিশ্চিত হবে

আরও ১০০+ গুরুত্বপূর্ণ কাজ যা জানলে
আপনার কনটেন্ট তৈরি হবে সহজ, সৃজনশীল ও সফল

🟢 এই কোর্সটি আপনার জন্য যদি আপনি:

পড়াশোনা বা চাকরির পাশাপাশি ইনকাম করতে চান

নিজের ভিডিও/কনটেন্ট বানিয়ে আয় করতে চান

নিজের স্কিল দিয়ে ঘরে বসে ইনকাম শুরু করতে চান

অনেক দিন ধরে চেষ্টা করেও মনিটাইজেশন পাননি

🎯 এটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট।
👉 শুরু করুন আজ থেকেই — আপনার স্বপ্ন পূরণের পথে!

📩 কোর্সে ভর্তি হতে ইনবক্স করুন এখনই।

☎️01792-478962

🎯 ফেসবুকে কন্টেন্ট বানান, ঘরে বসেই ইনকাম করুন!🧕‍আপনার স্ক্রল করা টাইম এখন হতে পারে ইনকামের সময়!🔥 Skills Tips by Ummy নিয়...
18/07/2025

🎯 ফেসবুকে কন্টেন্ট বানান, ঘরে বসেই ইনকাম করুন!
🧕‍আপনার স্ক্রল করা টাইম এখন হতে পারে ইনকামের সময়!

🔥 Skills Tips by Ummy নিয়ে এসেছে "Content Monetization কোর্স" — যেখানে আপনি শিখবেন:

✅ কীভাবে ফেসবুকে কন্টেন্ট বানাতে হয়
✅ কীভাবে পেইজ গ্রো করতে হয়
✅ ইনগেজমেন্ট বাড়ানোর কৌশল
✅ মনিটাইজেশন অন করার সকল নিয়ম
✅ রিল ও ভিডিও থেকে ডলার ইনকাম!

🌟 এই কোর্সটি উপযুক্ত: ✔️ যাদের নিজস্ব কন্টেন্ট আছে বা বানাতে চান
✔️ যারা হোমমেকার, স্টুডেন্ট বা পার্ট-টাইম ইনকাম চান
✔️ যারা নিজের পরিচয় গড়তে চান অনলাইন জগতে

📢 বোনাস:
🎁 ইউটিউব মনিটাইজেশন কোর্স ভর্তি চলছে — একসাথে দুইটা স্কিল শিখে ইনকাম নিশ্চিত করুন!

📞 ইনবক্স করুন ☎️+8801792478962
📌 Seats Limited

👉 আজই শুরু করুন আপনার ডিজিটাল ক্যারিয়ার!

আপনি মনিটাইজেশন না পেলেও এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন যারা নিয়মিত ভালো কনটেন্ট দিচ্ছে, তাদের নাম ফেসবুকের অ্যালগ...
18/07/2025

আপনি মনিটাইজেশন না পেলেও এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন যারা নিয়মিত ভালো কনটেন্ট দিচ্ছে, তাদের নাম ফেসবুকের অ্যালগরিদমে ঢুকছে। আর এই ফেজে কাজ করে গেলে পরবর্তী মনিটাইজেশন রাউন্ডে আপনার নাম আসার সুযোগ অনেক বেড়ে যাবে।

🔍 মনিটাইজেশন না পাওয়ার ৫টি সাধারণ কারণ:

১. পেইজ বা প্রোফাইল নতুন বা কম অ্যাক্টিভ
২. কনটেন্ট নিয়মিত নয় বা ভিডিও টাইম কম
৩. কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন
৪. অরিজিনাল কনটেন্ট কম
৫. Watch time / Engagement কম

✅ আপনি এখন যা করতে পারেন:

১. নিয়মিত কনটেন্ট দিন: দিনে ১টা হলেও ভিডিও দিন, Reels বা বড় ভিডিও— যেটা আপনার জন্য সহজ।
২. "Originality" এখন সবচেয়ে বড় চাবিকাঠি।
৩. মনিটাইজেশন এলিজিবিলিটি চেক করুন:
👉 ফেসবুকে Creator Studio বা Professional Dashboard-এ গিয়ে
👉 “Monetization eligibility” সেকশন চেক করুন
👉 কোন কোন শর্ত পূরণ করেন, কোনগুলো বাকি— দেখে নিন

৪. Violation থাকলে Appeal দিন




কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন ⁉️স্টুডেন্ট আপুদের জন্য অনেক শুভকামনা রইল। গাইড লাইন মেনে কাজ করলে সফলতা আসবেই। যারা এখন পান...
17/07/2025

কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন ⁉️

স্টুডেন্ট আপুদের জন্য অনেক শুভকামনা রইল। গাইড লাইন মেনে কাজ করলে সফলতা আসবেই।

যারা এখন পাননি তারা হতা* শ হবেন না দ্রুত
আপনারা ও পাবেন ✌️✌️💯




🔺 Attention plz 📢আমি যদি বিজনেস শুরু করি কি কিনতে চান ⁉️
15/07/2025

🔺 Attention plz 📢

আমি যদি বিজনেস শুরু করি
কি কিনতে চান ⁉️


খুদা লাগলে না খেয়ে থাকা যায় ⁉️মুমিন বেবি আসার পরে থেকে প্রচুর ওয়েট বেরে যায়। অনেক বার ডায়েট, জিম, ইয়োগা করে কিছুটা ওয়েট ...
15/07/2025

খুদা লাগলে না খেয়ে থাকা যায় ⁉️

মুমিন বেবি আসার পরে থেকে প্রচুর ওয়েট বেরে যায়। অনেক বার ডায়েট, জিম, ইয়োগা করে কিছুটা ওয়েট কুমাই। তবে প্রচুর খুদা লাগে, এলার্জি পাই না, মে*জাজ খিটমিট থাকে ফল সরুপ সব বাদ দিয়ে দেই।

এভাবে আজ ৫ বছর চলছে........
তবে এবার একটা জাদুকরী জিনিস পেয়েছি যা আমার খুদা কুমিয়ে দিয়েছে, খেতেই ইচ্ছে করে না সাথে এনার্জি
পাচ্ছি যার ফলে ইয়োগা/জুম্বা করতে ভালো লাগছে।

যেটা একদম ই হোমমেড🌿🌿🌿🌿

ইনশাআল্লাহ পরবর্তীতে শেয়ার করবো।
আগে কাংখিত জায়গায় পৌছে নেই।



বৃস্টির দিনে চা ময় জীবন 🫰আসুন গল্প করি কমেন্ট আপনার এলাকার পরিস্থিতি কি⁉️
14/07/2025

বৃস্টির দিনে চা ময় জীবন 🫰
আসুন গল্প করি কমেন্ট

আপনার এলাকার পরিস্থিতি কি⁉️

যে যত বড়, সে তত বিনয়ি🌿 Real Greatness Comes with Humilityএই দুনিয়ায় মানুষ বড় হয় – জ্ঞান, অর্থ, নাম, খ্যাতি, ক্ষমতা – অনে...
13/07/2025

যে যত বড়, সে তত বিনয়ি
🌿 Real Greatness Comes with Humility

এই দুনিয়ায় মানুষ বড় হয় – জ্ঞান, অর্থ, নাম, খ্যাতি, ক্ষমতা – অনেক দিক দিয়ে।
কিন্তু সত্যিকার বড় মানুষ কে?

👉 যার ভিতরে অহং*কার নেই
👉 যার কথায় বিনয় ঝরে
👉 যে অন্যকে ছো*ট মনে করে না, বরং তুলে ধরতে জানে

দেখবেন —
🔹 সবচেয়ে জ্ঞানী শিক্ষকও তাঁর ছাত্রদের সম্মান করেন।
🔹 সবচেয়ে সফল উদ্যোক্তা হাসিমুখে কর্মচারীদের পাশে দাঁড়ান।
🔹 সবচেয়ে বড় নেতা সবচেয়ে আগে "ধন্যবাদ", "দয়া করে", "ক্ষমা করবেন" — এই তিনটি শব্দ বলেন।

🌟 কারণ?
বিনয়ি হওয়া দুর্ব*লতা নয় —
এটা সেই আত্মবিশ্বাস যা বলে: “আমার বড় হওয়ার জন্য অন্যকে ছোট করতে হয় না।”

🧠 অহং*কার চিৎকার করে, আর বিনয় মনের গভীরে কথা বলে।
আর মানুষ মনে রাখে সেই মানুষকে, যে তার মনের মধ্যে জায়গা করে নেয়।

তাই মনে রাখুন —
🔸 বড় মানুষ হতে হলে, আগে বড় মন গড়তে হবে।
🔸 আর বড় মন মানেই বিনয়।

আপনার ভিতরের শক্তি তখনই সত্যিকারের আলো ছড়াবে, যখন আপনার পা মাটিতে থাকবে।

🎤 শেষ কথা:
বড় হতে চান?
তাহলে আগে ছোট হতে শিখুন — আচরণে, কথায়, মননে।
কারণ আকাশ যত উঁচুতে ওঠে, মাটি তাকে তত আপন করে রাখে।


Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Skills Tips By Ummy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Skills Tips By Ummy:

Share