Aman's Islamic Journey

Aman's Islamic Journey “প্রতিদিন একটু একটু করে রবের দিকে ফিরে যাওয়ার চেষ্টা।
আলো, শিক্ষা ও হৃদয়ের পরিবর্তনের পথে — এই আমার ইসলামিক জার্নি।”🙂🌸
(1)

🌙 Aman's Islamic Journey 🌙
ইসলামের আলোয় আলোকিত হোক প্রতিটি পদক্ষেপ...

আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি পাবেন— 📖 হৃদয়ছোঁয়া কুরআন তেলাওয়াত
🎵 মন ছুঁয়ে যাওয়া গজল
🕋 ইসলামিক জীবন যাপন নিয়ে শিক্ষণীয় আলোচনা
🕌 বাস্তব জীবনে ইসলাম চর্চার সহজ ও সুন্দর উপায়
🌍 ভ্রমণের পথে কুরআনের বার্তা ও ইসলামের সৌন্দর্য তুলে ধরা মুহূর্ত

ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করবো প্রতিটি কনটেন্টে আপনাকে নরম, শান্ত ও কল্যাণময় জীবনের

পথে উদ্বুদ্ধ করতে।

✅ আমাদের সঙ্গেই থাকুন,
✅ ইসলামিক ভিডিওগুলো শেয়ার করুন,
✅ দাওয়াহর পথে হোক আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাকে উপকারে দেয়।

📌 "Aman's Islamic Journey" – চলুন, জীবন বদলানোর পথে একসাথে হাঁটি আল্লাহর সন্তুষ্টির জন্য।

18/07/2025

আজ হঠাৎ সকালে ঘুম ভাঙলো খুবই কাছের বন্ধু Foysal Sheikh একটা ভিডিও কলে...
রিসিভ করেই দেখি — স্ক্রিনে ভেসে উঠেছে প্রিয় নবীজীর রওজা মুবারক ﷺ।
চোখ ভিজে গেল, মন বলে উঠলো — "হে আল্লাহ! আমাকেও একবার নিয়ে যাও সেই পবিত্র নগরীতে..."
একবার, শুধু একবার… মদিনার মাটিতে সিজদা দিতে চাই।
আমার জন্য সবাই দোয়া কোরো ভাই ও বোনেরা — যেন দেখা হয় নবীজীর রওজার সামনে।
শুধু একবার… আমিন বলো আমার জন্য 🤲
🕊️ ফয়সাল ভাইকে আল্লাহ জাযাকাল্লাহ খায়ের দিক এমন এক কলের জন্য, আর আমাদের সবাইকে দান করুন নবীজীর দেশে যাওয়ার তাওফিক। আমিন। 🌸🖤🤲

09/07/2025

"লাইলাতুল কদর, হাজার মাসের চেয়েও উত্তম — শান্তি ও রহমতের রাত। 🌙📖"

07/07/2025

"যখন জীবন অন্ধকার মনে হয়, মনে রেখো — 'তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি, তিনি তোমার প্রতি অসন্তুষ্ট নন।' (সূরা আদ-দুহা)"

06/07/2025

🌞 "যার আত্মা পবিত্র, সেই সফল!" — সূরা আশ-শামস 🌿
আল্লাহ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার তাওফিক দিন।

05/07/2025

"কুরআনের তাজ – আয়াতুল কুরসী 🕋 হৃদয়কে শান্ত করে, আত্মাকে সুরক্ষায় রাখে…"

শান্তি🌺🌊
06/05/2025

শান্তি🌺🌊

শীতকালে ফিনল্যান্ডের প্রকৃতি💙
30/11/2024

শীতকালে ফিনল্যান্ডের প্রকৃতি💙

কালো বালি, আইসল্যান্ড 🇮🇸
30/11/2024

কালো বালি, আইসল্যান্ড 🇮🇸

নব্বই দশকে ফিরে যেতে চান? রাজশাহী গেলে এমন একটা গ্রাম পাবেন৷ সেখানে বিদ্যুৎ নেই৷ রাতে হারিকেন জ্বালাতে হয়। রাস্তায় কোন র...
04/11/2024

নব্বই দশকে ফিরে যেতে চান? রাজশাহী গেলে এমন একটা গ্রাম পাবেন৷ সেখানে বিদ্যুৎ নেই৷ রাতে হারিকেন জ্বালাতে হয়।

রাস্তায় কোন রিক্সা অটো নেই। গরু অথবা মহিষের গাড়িতে যাতায়াত করতে পারবেন৷ মোবাইলের নেটওয়ার্ক ও থাকবে না।

তাই পুরোটা সময় প্রকৃতির সাথেই উপভোগ করতে পারবেন৷ রাতে গেরস্তের মাটির দোচালা ঘরে থাকতে পারবেন।

সকালে কালাই রুটি আর ধনেপাতা ভর্তা দিয়ে নাস্তা পাবেন৷ গোয়ালে আপনার সামনেই নিজহাতে গরুর দুধ দোহন করে আপনাকে গ্লাসে পান করতে দিবে৷

যান্ত্রিকতার জীবনকে দু চারদিনের জন্য ছুটি দিয়ে ঘুরে আসতে পারেন সেখান থেকে। রাজশাহী শহর গিয়ে ট্রলারে পদ্মানদী পার হয়ে চলে যাবেন একদম ভারতঘেষা ঐ গ্রামে৷ গ্রামটির নাম চরখিদিরপুর৷

গ্ৰাম টা এতোই সুন্দর যে দেখলেই মন ভরে যায়,

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হল বাংলাদেশে আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, জাপান...
02/11/2024

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হল বাংলাদেশে আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, জাপান, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে। দেশি ও বিদেশি পণ্যসামগ্রী প্রদর্শন, রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি-বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্পপণ্য ও ভোগ্যপণ্য উত্পাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, নকশা, প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করতে পারেন, অন্যদিকে পারস্পরিক সংযোগ স্থাপনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ লাভ করে। এ মেলা প্রতিবছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Aman's Islamic Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share