12/01/2025
ভাই-বোন হলো খুব মিষ্টি সম্পর্ক।এই ছোট বয়সে কত খুনসুটি, মারামারি,আদর, ভালোবাসা কত কিছুই ঘটে থাকে।একসাথে পুকুরে লাফালাফি,, মাছ ধরা,,খেলাধুলা,,স্কুলে যাওয়া,, অন্যের গাছের ফল চুরি করে খাওয়া কত শত স্মৃতি থাকে এই ছোট বয়সের। সময় বাড়ার সাথে সাথে সবার বয়সও বাড়তে থাকে। তারপরও কিছুটা খুনসুটি থেকেই যায়। বয়স বৃদ্ধির সাথে সবাই যার যার কর্মে যোগ দেয়।এক সময় সবাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।ভাইয়ের বাড়িতে আসে নতুন বউ।সেই বউটাও কোন এক বাড়ির আদরের মেয়ে,, ভাইয়ের খুনসুটি করা বোন,,বাবার রাজকন্যা,, মায়ের সোনামনি,,সবার কত আপন।সবাইকে পর করে অচেনা অজানা বাড়ি, অচেনা মানুষ তাদের সাথে বসবাস করতে হয়। তাদেরকে আপন করে নিতে হয়।তারপরও একদল মানুষ এসে বলবে মেয়ে মানুষ ভালো না। ঠিক এইভাবে সব মেয়েদের পরকে আপন করে নিয়ে ভালো থাকতে হয়।বোনটাও অন্যের বাড়ি গিয়ে নতুন আপনজন পাই,,স্বপ্নের রাজকুমার পায়,দেবর ভাশুর -ভাই,,ননদ-বোন,,শশুর শাশুড়ী -মা বাবা,,সব পাই,,আর নিজে হয় কাজের বেটি।ভাই কত সহজে রক্তের সম্পর্ক,,ছোট বেলার খুনসুটি,, পরী বোন টাকে ভুলে যায়,, বছরের পর বছর চলে গেলেও খোঁজ নেয় না,,,কিন্তু বোনটা ভাইটাকে খুব মিস করে,,ভাই কর্মে ব্যস্ত,,সংসার,বাচ্চা শশুর বাড়ি এগুলো সময় দিতে গিয়ে বোনের জন্য বছরে ৫ মিনিট সময় বের করতে পারে না। বোন ভাইয়ের বাড়ি গেলে ভাই কিন্তু যথেষ্ট আপ্যায়ন করে।তবু বোনের জন্য ৫ মিনিট সময় বের করতে পারে না। আর যখন জায়গা জমি বিষয় ভাগাভাগি চলে তখন বোন হয় ভাইদের চিরশত্রু। এই হলো আজকাল কার ভাই বোন দের ভালোবাসা,,,।
সবশেষে একটা কথা বলতে চাই সব ভাই বোন কে এক পাল্লায় মাপবেন না,,সবাই এক না।অনেক ভালো ভাই বোন আছে সমাজে এখনও।
সকল ভাই-বোনদের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা।
পৃথিবীর সকল ভাই তার পরী বোনটাকে সারাজীবন ভালবাসা দিয়ে দুঃখ গুলোকে ভুলিয়ে দিক।
সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।
আল্লাহ হাফেজ।