Roksana Nishi

Roksana Nishi Alhamdulillah For Everything ❤️🥰

31/10/2025

আমাদের ছেলে সন্তানদের অনুভূতি দিয়ে বড় করা দরকার।
,
মা অসুস্থ হলে একদিন বাসায় রান্না না হওয়াই স্বাভাবিক সে এটা বুঝে বড় হোক,
মায়ের হাত কেটে গেলে, পুড়ে গেলে অনেক যন্ত্রণা করে, কষ্ট হয় সে এটা অনুভব করে বড় হোক,
মায়ের অশান্তি, যন্ত্রণাগুলো কোন নিত্য ব্যাপার নয় এটা সে বুঝে বড় হোক,
মায়েরও কোন একদিন ছুটি প্রয়োজন, সংসারের কাজ করতে করতে সে হাঁপিয়ে যায়, এটা নরমাল মনে করুক,
মা রান্না, পরিষ্কার আর হুকুম পালনের মেশিন নয়- এই বিশ্বাস নিয়ে সে বেড়ে উঠুক।
,
ছেলেরা যখন মায়ের অসুখ, কষ্ট সবকিছু মূল্যহীন দেখে, যতো কষ্ট হোক মা কাজ- রান্না করতেই থাকে দেখে বড় হয়, তখন মায়ের জীবন তো মায়ায় কেটে যায় কিন্তু স্ত্রী- কন্যাসন্তানের সব কষ্ট আদিখ্যেতা মনে হয়, বাড়াবাড়ি হয়ে যায়।
,
সব সময় ঘুরেফিরে আসে 'আমার মাকে কতো দেখেছি হাত কেটে রক্ত পড়েছে, পোড়া হাতে লবন ঢ'লে দিয়ে কাজ করেছে কিংবা আমার মা এর চেয়ে কতো বেশি অশান্তি সহ্য করে সংসার করেছে। '
,
তাই, খুব বড় কিছু নয় বরং আপনি ছেলে সন্তানের কাছে আপনার কষ্টটা প্রকাশ করুন, কষ্ট হলে যে কষ্টই হয় এটা সে জানুক; আপনার কষ্ট বড় কোন ব্যাপার না, কষ্ট করে সব কাজ করতে হয়, এমনটাই মেয়েদের জীবন- সে এটা না জানুক।
,
Don't normalize pain, please.

25/10/2025

আপনি দেখছেন আমার শিশু জেদ করছে,
আমি দেখছি ওর ব্যক্তিত্ব গড়ে উঠছে।

আপনি দেখছেন আমার শিশু ছোটাছুটি করে দুষ্টুমি করছে,
আমি দেখছি তার motor skills, body awareness develop করছে।

আপনি দেখছেন আমার শিশু অকারণে কাঁদছে,
আমি দেখছি সে নিজের ইমোশন রেগুলেট করছে।

আপনি দেখছেন আমার শিশু অকারণে প্রশ্ন করছে,
আমি দেখছি তার ভেতর জানার আগ্রহ, কৌতুহল জন্মাচ্ছে।

আপনি দেখছেন আমার শিশু যেখানে সেখানে আঁকাআঁকি করছে,
আমি দেখছি তার সৃজনশীলতার প্রকাশ ঘটছে।

আপনি দেখছেন আমার শিশু বড়দের পছন্দকে গুরুত্ব দিচ্ছে না,
আমি দেখছি সে নিজের পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিতে শিখছে।

আপনি দেখছেন আমার শিশু যে কাজ পারে না তা করতে চাইছে,
আমি দেখছি সে সাবলম্বী হতে চাইছে।

আপনি দেখছেন আমার শিশু পেট ভরে কিছু খায় না।
আমি দেখছি ওর ক্ষিধে পেলে ও খায়।

আপনি দেখছেন আমার শিশু প্লেটের খাবার শেষ করেনি।
আমি দেখছি ও ওর প্রয়োজনমতো খেয়েছে।

আপনি দেখছেন শিশু রেগে দরজা বন্ধ করে দিয়েছে বা উঠে চলে গেছে বা মুখ ঘুরিয়ে নিয়েছে,
আমি দেখছি সে নিজেকে রেগুলেট করতে স্পেইস চাইছে।

আপনি দেখছেন আমার শিশু চিৎকার করছে,
আমি দেখছি সে তার আবেগ প্রকাশ করার উপায় খুঁজছে।

আপনি দেখছেন আমার শিশু গায়ে, মুখে খাবার মাখছে।
আমি দেখছি সে খাবারের সাথে পরিচিত হচ্ছে, খাবার চিনতে শিখছে।

আপনি দেখছেন আমার শিশু অপরিচিত মানুষের সামনে লজ্জা পাচ্ছে।
আমি দেখছি সে নতুন পরিবেশে, নতুন মানুষের সাথে পরিচিত হতে সময় নিচ্ছে।

আপনি দেখছেন আমার শিশু বাইরে চুপচাপ কিন্তু বাসায় এসে জ্বালাচ্ছে।
আমি দেখছি সে বাসায় তার বাবা মায়ের কাছে তার অনুভূতি প্রকাশ করতে নিরাপদ বোধ করছে।

আপনি দেখছেন আমার শিশু জিনিস ছুঁড়ে ফেলছে।
আমি দেখছি সে তার শক্তি নিয়ন্ত্রণের এবং অনুভূতি প্রকাশের উপায় খুঁজছে।

আপনি দেখছেন আমার শিশু গায়ে হাত তুলছে।
আমি দেখছি সে তার বড় অনুভূতি প্রকাশ করার উপায় খুঁজছে।

আপনি দেখছেন দুষ্ট শিশু, আমি দেখছি সুস্থ শিশু।
We are not same bro.

Fariha Rashid
Parenting page: The Cycle Breaker Mom

22/10/2025

কথা একবার মুখ থেকে বের হলে, তা আর ফিরে আসে না।

কেউ শুনে ভুলে যায়, কিন্তু কারো মনে গভীর ভাবে গেথে যায়, হয়তো দীর্ঘদিন, চিরদিন।

অনেকে ভাবতে পারে শুধু ২ টা কথাই বলেছিলাম এটা মনে রাখার কথা না,

কিন্তু সেই অল্প কথাই কারও ভেতরে হয়তো গভীর ক্ষত তৈরি করেছে, দিনের পর দিন, রাতের পর রাত।

আপনি কখনো জানবেন না, কার ভিতরে কতটা আক্ষেপ জমে আছে, অথবা সে ভেঙে পড়ার কতটা কাছে রয়েছে।

তাই রাগের মাথায়, অভিমান থেকে, কষ্ট পেয়ে, যখনই কিছু বলতে যাবেন, ইনস্ট্যান্ট একবার চিন্তা করে নিবেন, যে আপনার এই কথাটা তার মনে কতটা কষ্ট দিতে পারে।

একটা বাক্য কারও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে, আবার একটিই বাক্য তাকে নিঃশেষ করে দিতে পারে।

তাই আপনার দৈনিন্দিন জীবন এ আপনার বলা কথাগুলো যেন কাউকে কষ্ট না দেয়, এটা মাথায় রাখবেন।

ভালো সম্পর্ক, ভালো ব্যবহারই দীর্ঘকাল পর্যন্ত মানুষ মনে রাখে।

অনুভূতি বদলায়!মানুষকে ভালোবাসার বিনিময়ে তাদের কাছ থেকে অবহেলা, অসম্মান আর দুর্ব্যবহারে অনুভূতি বদলায়! জীবন যখন আঘাতে আঘা...
06/06/2025

অনুভূতি বদলায়!
মানুষকে ভালোবাসার বিনিময়ে তাদের কাছ থেকে অবহেলা, অসম্মান আর দুর্ব্যবহারে অনুভূতি বদলায়! জীবন যখন আঘাতে আঘাতে জর্জরিত হতে থাকে, তখন অনুভূতি বদলায়!

যারা খুব সহজে মানুষকে আপন ভাবে, মানুষকে বিশ্বাস করে, মানুষের কাছ থেকে ভালোবাসা এবং ভালো ব্যবহার আশা করে, তাদের হৃদয় আঘাত পেতে পেতে শোকে পরিণত হয়।

মানুষ শোকে বধির হয়ে গেলে, অনুভূতি নষ্ট হয়ে যায়! তখন চিৎকার করে কান্না করার শক্তিটাও হারিয়ে ফেলে। কারো হুট করে নীরব হয়ে যাওয়ার পিছনে, অজানা কোনো গল্প থাকে। আর সেই গল্পের ব্যাথাগুলোও একান্তই গোপনে তাকে ভোগায়! মানুষ বদলায় তীব্র শোকে।

আবার তীব্র সুখেও অনুভূতি বদলায়।
একজন সুখী মানুষ কখনোই আরেকজন দুখী মানুষের কষ্ট বোঝে না। জীবন গল্পে কে কতটা স্ট্রাগল করে আসে, তা কেবল সেই ভুক্তভোগী মানুষ টাই জানে। তীব্র সুখে অনুভূতি বদলায়, সুখেই মানুষ মানুষকে ভুলে যায়– ভুলে থাকে।

অনুভূতি বদলায়।
কখনো শোকে, আবার কখনো সুখে!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

কথা সামান্য নয়, কথার উপর ভিত্তি করেই, মানুষ আকাশ দেখে.!😓💔
27/05/2025

কথা সামান্য নয়, কথার উপর ভিত্তি করেই, মানুষ আকাশ দেখে.!😓💔

22/05/2025

-আমি বলবো! যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও।
-তারপর!
-তারপর আমার গরীব বর সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবে আর আমার কোনো অনুশোচনা থাকবে না। 😊

🎬 অপুর সংসার - Apur Sangsar

যাকে হারিয়ে ফেলার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা ছিল না, কোনো ভয় ছিল না, ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না; তাকেও তু...
18/04/2025

যাকে হারিয়ে ফেলার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা ছিল না, কোনো ভয় ছিল না, ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না; তাকেও তুমি হারিয়ে ফেলবে কোনো এক গোধুলিতে। এরপর দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ একা হয়ে। মাথার উপর দিয়ে কত্ত পাখি উড়ে যাবে ঘরে ফেরার আনন্দে। সবার কী তাড়া! শুধু তোমারই কোনো তাড়া থাকবে না। এক্কেবারে নিস্তেজ হয়ে দাঁড়িয়ে থাকবে মাথাটাকে নিচু করে।

তুমি হয়তো বুঝবে সেদিন এতটা আপন হয়েও মানুষ কীভাবে পর হয়ে যেতে পারে, কীভাবে মুহূর্তেই পাল্টে যেতে পারে যাবতীয় সব কথা রাখা-রাখির শর্ত, কীভাবে ভালোবাসা ভরসা ঘৃণায় রূপ নিতে পারে, কীভাবেই বা অপরিচিত পরিচিত আবার অপরিচিত এই চক্রটা ঘুরতে পারে। তুমি সবটা বুঝবে সেদিন, সঅঅবটা....

এবং প্রমাণও পাবে, "মানুষ মূলত একা। বেঁচে থেকেও লাশের মতো একা, কবরের মতো নিস্তব্ধতা তার চারপাশ জুড়ে!

মা যখন জাত তুলে কথা বলে... 🤭😃
30/03/2025

মা যখন জাত তুলে কথা বলে... 🤭😃

কিছু সময় আসে যখন, নিজেকেই নিজের কাছে বিরক্ত লাগে, নানান রকমের চিন্তা মাথায় এসে ভীড় করে।বারবার মনে হয়, এমন তো হওয়ার কথা ছ...
22/03/2025

কিছু সময় আসে যখন, নিজেকেই নিজের কাছে বিরক্ত লাগে, নানান রকমের চিন্তা মাথায় এসে ভীড় করে।বারবার মনে হয়, এমন তো হওয়ার কথা ছিল না! আমি তো এমন কিছু চাইনি! এমন লাইফ তো আশা করিনি!

এই সব চিন্তা আমাদের আরো হতাশায় ফেলে দেয়। আমরা ভেবে পাইনা আমাদের আসলে কি হবে? কি করা উচিত সেটাও ভেবে পাইনা! এই ফিলিংস টা খুব বাজে, এই সময় টাও খুব বাজে🖤🖤🥹🥹

゚viralシfypシ゚

বকুলের মালা শুকাবেরেখে দেবো তার সুরভী🌸🥰
20/03/2025

বকুলের মালা শুকাবে
রেখে দেবো তার সুরভী🌸🥰

Address

Jessore
7420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roksana Nishi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share