Roksana Nishi

Roksana Nishi Alhamdulillah For Everything ❤️🥰

অনুভূতি বদলায়!মানুষকে ভালোবাসার বিনিময়ে তাদের কাছ থেকে অবহেলা, অসম্মান আর দুর্ব্যবহারে অনুভূতি বদলায়! জীবন যখন আঘাতে আঘা...
06/06/2025

অনুভূতি বদলায়!
মানুষকে ভালোবাসার বিনিময়ে তাদের কাছ থেকে অবহেলা, অসম্মান আর দুর্ব্যবহারে অনুভূতি বদলায়! জীবন যখন আঘাতে আঘাতে জর্জরিত হতে থাকে, তখন অনুভূতি বদলায়!

যারা খুব সহজে মানুষকে আপন ভাবে, মানুষকে বিশ্বাস করে, মানুষের কাছ থেকে ভালোবাসা এবং ভালো ব্যবহার আশা করে, তাদের হৃদয় আঘাত পেতে পেতে শোকে পরিণত হয়।

মানুষ শোকে বধির হয়ে গেলে, অনুভূতি নষ্ট হয়ে যায়! তখন চিৎকার করে কান্না করার শক্তিটাও হারিয়ে ফেলে। কারো হুট করে নীরব হয়ে যাওয়ার পিছনে, অজানা কোনো গল্প থাকে। আর সেই গল্পের ব্যাথাগুলোও একান্তই গোপনে তাকে ভোগায়! মানুষ বদলায় তীব্র শোকে।

আবার তীব্র সুখেও অনুভূতি বদলায়।
একজন সুখী মানুষ কখনোই আরেকজন দুখী মানুষের কষ্ট বোঝে না। জীবন গল্পে কে কতটা স্ট্রাগল করে আসে, তা কেবল সেই ভুক্তভোগী মানুষ টাই জানে। তীব্র সুখে অনুভূতি বদলায়, সুখেই মানুষ মানুষকে ভুলে যায়– ভুলে থাকে।

অনুভূতি বদলায়।
কখনো শোকে, আবার কখনো সুখে!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

কথা সামান্য নয়, কথার উপর ভিত্তি করেই, মানুষ আকাশ দেখে.!😓💔
27/05/2025

কথা সামান্য নয়, কথার উপর ভিত্তি করেই, মানুষ আকাশ দেখে.!😓💔

22/05/2025

-আমি বলবো! যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে দাও।
-তারপর!
-তারপর আমার গরীব বর সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসবে আর আমার কোনো অনুশোচনা থাকবে না। 😊

🎬 অপুর সংসার - Apur Sangsar

যাকে হারিয়ে ফেলার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা ছিল না, কোনো ভয় ছিল না, ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না; তাকেও তু...
18/04/2025

যাকে হারিয়ে ফেলার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা ছিল না, কোনো ভয় ছিল না, ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না; তাকেও তুমি হারিয়ে ফেলবে কোনো এক গোধুলিতে। এরপর দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ একা হয়ে। মাথার উপর দিয়ে কত্ত পাখি উড়ে যাবে ঘরে ফেরার আনন্দে। সবার কী তাড়া! শুধু তোমারই কোনো তাড়া থাকবে না। এক্কেবারে নিস্তেজ হয়ে দাঁড়িয়ে থাকবে মাথাটাকে নিচু করে।

তুমি হয়তো বুঝবে সেদিন এতটা আপন হয়েও মানুষ কীভাবে পর হয়ে যেতে পারে, কীভাবে মুহূর্তেই পাল্টে যেতে পারে যাবতীয় সব কথা রাখা-রাখির শর্ত, কীভাবে ভালোবাসা ভরসা ঘৃণায় রূপ নিতে পারে, কীভাবেই বা অপরিচিত পরিচিত আবার অপরিচিত এই চক্রটা ঘুরতে পারে। তুমি সবটা বুঝবে সেদিন, সঅঅবটা....

এবং প্রমাণও পাবে, "মানুষ মূলত একা। বেঁচে থেকেও লাশের মতো একা, কবরের মতো নিস্তব্ধতা তার চারপাশ জুড়ে!

মা যখন জাত তুলে কথা বলে... 🤭😃
30/03/2025

মা যখন জাত তুলে কথা বলে... 🤭😃

কিছু সময় আসে যখন, নিজেকেই নিজের কাছে বিরক্ত লাগে, নানান রকমের চিন্তা মাথায় এসে ভীড় করে।বারবার মনে হয়, এমন তো হওয়ার কথা ছ...
22/03/2025

কিছু সময় আসে যখন, নিজেকেই নিজের কাছে বিরক্ত লাগে, নানান রকমের চিন্তা মাথায় এসে ভীড় করে।বারবার মনে হয়, এমন তো হওয়ার কথা ছিল না! আমি তো এমন কিছু চাইনি! এমন লাইফ তো আশা করিনি!

এই সব চিন্তা আমাদের আরো হতাশায় ফেলে দেয়। আমরা ভেবে পাইনা আমাদের আসলে কি হবে? কি করা উচিত সেটাও ভেবে পাইনা! এই ফিলিংস টা খুব বাজে, এই সময় টাও খুব বাজে🖤🖤🥹🥹

゚viralシfypシ゚

বকুলের মালা শুকাবেরেখে দেবো তার সুরভী🌸🥰
20/03/2025

বকুলের মালা শুকাবে
রেখে দেবো তার সুরভী🌸🥰

With Mr. Mugdha – I just got recognised as one of their top fans! 🎉
12/02/2025

With Mr. Mugdha – I just got recognised as one of their top fans! 🎉

মুচমুচে লেটুস পাতার পাকোড়া 🌿🌿
06/02/2025

মুচমুচে লেটুস পাতার পাকোড়া 🌿🌿

টাকা কোথায় 🤔🤔
05/02/2025

টাকা কোথায় 🤔🤔

আমি বাপের বাড়ি আসার পর যখন জামাই বলে কি করোLe Me:🙃🙂
02/02/2025

আমি বাপের বাড়ি আসার পর যখন জামাই বলে কি করো
Le Me:🙃🙂

কিছু হইলেই রাজুতে আসেন কই, বিয়েতে তো ডাকলেন নাফ্যাক্ট-সার্জিস ভাইয়ার বিয়েএমন স্বাধীনতা ই কী চেয়েছিলাম আমরা🫠   ভাই কাজটা ...
31/01/2025

কিছু হইলেই রাজুতে আসেন
কই, বিয়েতে তো ডাকলেন না

ফ্যাক্ট-সার্জিস ভাইয়ার বিয়ে

এমন স্বাধীনতা ই কী চেয়েছিলাম আমরা🫠

ভাই কাজটা কিন্তু ঠিক করলেন না🙂

Address

Jessore
7420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Roksana Nishi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share