31/10/2025
আমাদের ছেলে সন্তানদের অনুভূতি দিয়ে বড় করা দরকার।
,
মা অসুস্থ হলে একদিন বাসায় রান্না না হওয়াই স্বাভাবিক সে এটা বুঝে বড় হোক,
মায়ের হাত কেটে গেলে, পুড়ে গেলে অনেক যন্ত্রণা করে, কষ্ট হয় সে এটা অনুভব করে বড় হোক,
মায়ের অশান্তি, যন্ত্রণাগুলো কোন নিত্য ব্যাপার নয় এটা সে বুঝে বড় হোক,
মায়েরও কোন একদিন ছুটি প্রয়োজন, সংসারের কাজ করতে করতে সে হাঁপিয়ে যায়, এটা নরমাল মনে করুক,
মা রান্না, পরিষ্কার আর হুকুম পালনের মেশিন নয়- এই বিশ্বাস নিয়ে সে বেড়ে উঠুক।
,
ছেলেরা যখন মায়ের অসুখ, কষ্ট সবকিছু মূল্যহীন দেখে, যতো কষ্ট হোক মা কাজ- রান্না করতেই থাকে দেখে বড় হয়, তখন মায়ের জীবন তো মায়ায় কেটে যায় কিন্তু স্ত্রী- কন্যাসন্তানের সব কষ্ট আদিখ্যেতা মনে হয়, বাড়াবাড়ি হয়ে যায়।
,
সব সময় ঘুরেফিরে আসে 'আমার মাকে কতো দেখেছি হাত কেটে রক্ত পড়েছে, পোড়া হাতে লবন ঢ'লে দিয়ে কাজ করেছে কিংবা আমার মা এর চেয়ে কতো বেশি অশান্তি সহ্য করে সংসার করেছে। '
,
তাই, খুব বড় কিছু নয় বরং আপনি ছেলে সন্তানের কাছে আপনার কষ্টটা প্রকাশ করুন, কষ্ট হলে যে কষ্টই হয় এটা সে জানুক; আপনার কষ্ট বড় কোন ব্যাপার না, কষ্ট করে সব কাজ করতে হয়, এমনটাই মেয়েদের জীবন- সে এটা না জানুক।
,
Don't normalize pain, please.