
06/06/2025
অনুভূতি বদলায়!
মানুষকে ভালোবাসার বিনিময়ে তাদের কাছ থেকে অবহেলা, অসম্মান আর দুর্ব্যবহারে অনুভূতি বদলায়! জীবন যখন আঘাতে আঘাতে জর্জরিত হতে থাকে, তখন অনুভূতি বদলায়!
যারা খুব সহজে মানুষকে আপন ভাবে, মানুষকে বিশ্বাস করে, মানুষের কাছ থেকে ভালোবাসা এবং ভালো ব্যবহার আশা করে, তাদের হৃদয় আঘাত পেতে পেতে শোকে পরিণত হয়।
মানুষ শোকে বধির হয়ে গেলে, অনুভূতি নষ্ট হয়ে যায়! তখন চিৎকার করে কান্না করার শক্তিটাও হারিয়ে ফেলে। কারো হুট করে নীরব হয়ে যাওয়ার পিছনে, অজানা কোনো গল্প থাকে। আর সেই গল্পের ব্যাথাগুলোও একান্তই গোপনে তাকে ভোগায়! মানুষ বদলায় তীব্র শোকে।
আবার তীব্র সুখেও অনুভূতি বদলায়।
একজন সুখী মানুষ কখনোই আরেকজন দুখী মানুষের কষ্ট বোঝে না। জীবন গল্পে কে কতটা স্ট্রাগল করে আসে, তা কেবল সেই ভুক্তভোগী মানুষ টাই জানে। তীব্র সুখে অনুভূতি বদলায়, সুখেই মানুষ মানুষকে ভুলে যায়– ভুলে থাকে।
অনুভূতি বদলায়।
কখনো শোকে, আবার কখনো সুখে!
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼