FX-Polash Mohammad

FX-Polash Mohammad মানুষ কর্মের মাধ্যমেই ঈশ্বর, স্বর্গ ও যাবতীয় কল্যাণ পেতে পারে এবং মুক্তির পথ অনুসন্ধান
করতে পারে।

একটু অপেক্ষা করেন অদ্ভুত কিছু দেখার জন্য।খরচ-সাশ্রয়ী করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট কোম্পানি।   News  News
03/07/2025

একটু অপেক্ষা করেন অদ্ভুত কিছু দেখার জন্য।

খরচ-সাশ্রয়ী করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট কোম্পানি।


News
News

শুভ সকাল! ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে ভালোবাসার জায়গা ভালোবাসা দিলে ভালোবাসা মিলে সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল...
03/07/2025

শুভ সকাল!

ফেসবুক প্ল্যাটফর্ম হচ্ছে ভালোবাসার জায়গা ভালোবাসা দিলে ভালোবাসা মিলে সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল সবাই ধৈর্য ধরে এগিয়ে যান ইনশাল্লাহ সফলতা আসবে ❤️❤️🌹🌺
Highlights BD

শুভ রাত্রি। আমার কলিজার বন্ধুরা কেমন আছেন আপনারা?দোয়া রইল আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন।Good evening! How are yo...
02/07/2025

শুভ রাত্রি।
আমার কলিজার বন্ধুরা কেমন আছেন আপনারা?

দোয়া রইল আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন।

Good evening!
How are you my dear friends?

I pray that you and your family will be well.

আসিফ সাহেব একজন ভি.ভি.আই.পি তার কাছে লাইসেন্স করা পিস্তল থাকা স্বাভাবিক 🙂।Highlights BD
30/06/2025

আসিফ সাহেব একজন ভি.ভি.আই.পি তার কাছে লাইসেন্স করা পিস্তল থাকা স্বাভাবিক 🙂।
Highlights BD

🌺🌹❤️কেন বেশিরভাগ মানুষ জীবনে ব্যর্থ হয়? চলুন চোখ মেলি বাস্তবতায়।সফলতা অনেকটা পাহাড় চড়ার মতো—উঠতে সময় লাগে, ধৈর্য লাগে, আ...
28/06/2025

🌺🌹❤️কেন বেশিরভাগ মানুষ জীবনে ব্যর্থ হয়? চলুন চোখ মেলি বাস্তবতায়।

সফলতা অনেকটা পাহাড় চড়ার মতো—উঠতে সময় লাগে, ধৈর্য লাগে, আর সবচেয়ে বড় দরকার হলো মন থেকে ভয় কাটিয়ে Action নেওয়া। কিন্তু বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। কেন? নিচে ৭টা বাস্তব কারণ তুলে ধরা হলো, যেগুলো প্রায় সবাই অজান্তেই করে বসে।

১. অতীত নিয়ে বেশি ভাবা (Overthinking the Past)
তুমি হয়তো এক সময় খুব ভালো করছিলে, এখন কেন যেন আর সেই মতো হচ্ছে না। এই ভেবে ভেবে সময় নষ্ট করছো।
📌 যেমন: একজন ছাত্র ছিল, স্কুলে এক্সেলেন্ট। কিন্তু কলেজে গিয়ে পিছিয়ে গেল। কারণ সে অতীতের সাফল্য নিয়ে এত ব্যস্ত ছিল, যে নতুন কিছু শেখার সুযোগগুলো মিস করে ফেলল।

২. নিজের উপর বিশ্বাস না থাকা (Self-Doubt)
তুমি হয়তো কিছু শুরু করেছো, কিন্তু একটা ফল না আসতেই মনে হলো “আমি পারি না।”
📌 একজন ছোট ব্যবসা শুরু করেছিল। প্রথম মাসেই লাভ না হওয়ায় হাল ছেড়ে দিল। কিন্তু বাস্তবতা হলো—সবার শুরুতেই লাভ হয় না। শেখার সময়টাকেই সে ‘ব্যর্থতা’ ভেবে ফেলেছিল।

৩. সবকিছু পারফেক্ট চাই (Perfectionism)
“সঠিক প্ল্যান নেই”, “সব ঠিকঠাক না হলে শুরু করব না”—এই চিন্তাগুলোই সফলতাকে দেরি করিয়ে দেয়।
📌 একজন বন্ধু ছিল, ব্যবসা শুরু করতে চেয়েছিল। কিন্তু পরিকল্পনা শতভাগ না হওয়ায় আর শুরুই করেনি। এখনো সে অপেক্ষায়—সেই পারফেক্ট সময়ের!

৪. ব্যর্থতার ভয় (Fear of Failure)
তুমি ভেবে বসো, যদি ফেল করি? কিন্তু ফেল করলে তো শেখা যায়!
📌 যারা আজ সফল, তাদের ব্যর্থতার গল্পগুলো কেউ শুনতে চায় না। অথচ সেগুলোই ছিল তাদের সাফল্যের পাঠশালা। ভয় পেয়ে চুপ করে বসে থাকলে কিছুই হবে না।

৫. নিরাপদ জায়গায় আটকে থাকা (Comfort Zone)
ভালোই আছো—এই ভেবে নতুন কিছু ট্রাই না করা মানে নিজের ভবিষ্যৎ আটকে রাখা।
📌 একজন পরিচিতজন ছিল, চাকরি ভালো চলছিল। কিন্তু তার স্বপ্ন ছিল ফটোগ্রাফি নিয়ে কিছু করা। সে কখনো সাহস করলো না। কারণ—“এখন সময় না।” কিন্তু কখনই সেই সময় এল না।

৬. অন্যের সাথে তুলনা (Social Comparison)
ইনস্টাগ্রামে সবাই সফল, সবাই ঘুরছে, সবাই দারুণ করছে—এটাই আমরা দেখি। নিজের জীবনকে তখন ফাঁকা মনে হয়।
📌 একজন তরুণ ব্যবসা শুরু করতে চেয়েছিল। কিন্তু অন্যদের ঝকঝকে পোস্ট দেখে সে ভাবতে লাগলো—আমি তো কিছুই না! এই মনোভাবই তাকে পিছিয়ে দিল।

৭. আলসেমি ও পিছিয়ে যাওয়া (Procrastination)
“আগামীকাল করব” এই কথাটা একটা মিথ্যে সান্ত্বনা।
📌 আজ যদি কাজ না করো, কাল কিছুই এগোবে না। যতই ট্যালেন্ট থাকুক, যদি কাজে না লাগাও, তাহলে সফলতার কোনো মানেই হয় না।

🎯 শেষ কথা:
জীবনে এগোতে হলে কাজ করতেই হবে। ভয় থাকবেই, বাধাও আসবে। কিন্তু যদি তুমি এগিয়ে না যাও, তাহলে নিজেকেই হারিয়ে ফেলবে।

তাই আজই শুরু করো—ধীরে হলেও, নিশ্চিত পথে।

ধন্যবাদ।

শুভরাত্রি ❤️🌹🌺যাঁরা আমাকে ফলো দিয়েছে তাদের সবাই কে আমি ফলো ব্যাক দিয়েছি।আসুন সবাই সবাইকে সাপোর্ট করি।
27/06/2025

শুভরাত্রি ❤️🌹🌺
যাঁরা আমাকে ফলো দিয়েছে
তাদের সবাই কে আমি ফলো
ব্যাক দিয়েছি।

আসুন সবাই সবাইকে সাপোর্ট করি।

হে আমার সৃষ্টিকর্তা তুমি সব দেখছো😭গা জা য় ত্রাণ নিতে গিয়ে চার সপ্তাহে নি হ ত ৫৪৯।
27/06/2025

হে আমার সৃষ্টিকর্তা তুমি সব দেখছো😭

গা জা য় ত্রাণ নিতে গিয়ে চার সপ্তাহে নি হ ত ৫৪৯।

ঘটনটা সত্যি হৃদয় বিদারক। 🌺🌹❤️বাবা নেই মা অসুস্থ, মায়ের হার্টঅ্যাটাকে মাকে হাসপাতালে রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারায়...
26/06/2025

ঘটনটা সত্যি হৃদয় বিদারক। 🌺🌹❤️

বাবা নেই মা অসুস্থ, মায়ের হার্টঅ্যাটাকে মাকে হাসপাতালে রেখে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারায় কান্নায় ভেঙে পড়লেন শিক্ষার্থী। কেনই বা ডুকতে দেওয়া হবে না,কেমন নিয়ম!

শুভ সন্ধ্যা🌹🌺 আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করিএক সাথে এগিয়ে যায়।
24/06/2025

শুভ সন্ধ্যা🌹🌺
আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি
এক সাথে এগিয়ে যায়।

শুভ সন্ধ্যা!আমার পেজের সাথে জড়িয়ে থাকা প্রতিটা পরিবারের জন্য রইলো শুভ কামনা🌺❤️🌺
23/06/2025

শুভ সন্ধ্যা!
আমার পেজের সাথে জড়িয়ে থাকা প্রতিটা পরিবারের জন্য রইলো শুভ কামনা🌺❤️🌺

🌹🌸🌺হয়তো চলার পথটা কোন একদিন আরও বড় হয়ে যাবে,কিন্তু সঠিক সময়ে পাবো না।
23/06/2025

🌹🌸🌺হয়তো চলার পথটা কোন একদিন আরও বড় হয়ে যাবে,কিন্তু সঠিক সময়ে পাবো না।

এই পথ বন্ধ হলে সব দেশের অর্থনৈতিক অঞ্চল ভেঙ্গে পড়বে বাংলাদেশ সহ।আসলে সত্যি কি মনে হয় আপনাদের।  World    Bangladesh
23/06/2025

এই পথ বন্ধ হলে সব দেশের অর্থনৈতিক অঞ্চল ভেঙ্গে পড়বে বাংলাদেশ সহ।
আসলে সত্যি কি মনে হয় আপনাদের।
World

Bangladesh

Address

Jessore
7460

Website

Alerts

Be the first to know and let us send you an email when FX-Polash Mohammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share