FX-Polash Mohammad

FX-Polash Mohammad মানুষ কর্মের মাধ্যমেই ঈশ্বর, স্বর্গ ও যাবতীয় কল্যাণ পেতে পারে এবং মুক্তির পথ অনুসন্ধান
করতে পারে।

🌺❤এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ে করলে একজন মানুষের কি হারায়, আর কিই বা তার লাভ?স্ত্রী মুচকি হেসে বলল, একজন প...
06/08/2025

🌺❤এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ে করলে একজন মানুষের কি হারায়, আর কিই বা তার লাভ?

স্ত্রী মুচকি হেসে বলল, একজন পুরুষ বিয়ের পর তার একাকিত্ব, ছোট ছোট সিদ্ধান্ত নেবার স্বাধীনতা আর চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায়। বিনিময়ে সে তার জীবনে একজন সঙ্গী পায়, তার সন্তানের মা পায়, এবং এমন একটি ঘর পায় যা তাকে স্থিরতা দেয়।

স্বামী কিছুটা অবাক হয়ে বলল, এটুকুই? সে সুখ পায় না?

হাসিমাখা মুখে স্ত্রী উত্তর দিল, সুখ আমাদের নিজেদের কাছেই থাকে! যদি বিয়ে মানে আমরা সুখ-দুঃখ ভাগ করে নেওয়া বুঝি, তাহলে আমরা সুখী হব। আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট হওয়া হিসেবে দেখি, তখন আমরা অসুখী হব।

স্বামী একটু চিন্তা করে জিজ্ঞেস করল, তুমি আমাকে বেশি ভালোবাসো, না তোমার সন্তানদের?

স্ত্রী দ্বিধা ছাড়াই উত্তর দিল, অবশ্যই বাচ্চাদের।

স্বামী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল, কেন?

স্ত্রী জবাব দিল, কারণ তারা আমার অংশ, তারা আমার রক্ত এবং আমার আত্মা।

স্বামী মৃদু হেসে বলল, আর আমি?

স্ত্রী বললো, তুমি আমার এই যাত্রার সঙ্গী, কখনো তুমি আমাকে আনন্দ দাও, আর কখনো কষ্ট!

এই সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবছে, আসলেই কি দাম্পত্য সম্পর্ক ত্যাগের ওপর গড়া? এবং এই ত্যাগ কি সবসময় পুরস্কৃত হয়?

বাস্তবতা হলো সংসারে নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না। যদিও একটি পরিবার তাকে ঘিরেই আবর্তিত হয়। সে নীরবে জীবনের সব বোঝা বহন করে আর দিনশেষে ক্লান্ত শ্রান্ত মুখে হাসি ধরে রাখে। এবং যখনই পরিবারে কোনো সমস্যা হয়, সবাই তার দিকেই অভিযোগের আঙুল তোলে।

বাচ্চা আঘাত পেলে বলে মা তার দায়িত্ব পালন করে না। বাচ্চা কারো সাথে খারাপ ব্যবহার করলে বলে মা তাকে সঠিক শিক্ষা দেয়নি। স্বামী অসুস্থ হলে বলে স্ত্রী তার দিকে খেয়াল রাখে না।

কিন্তু সত্যিটা হল একজন নারী একটি মহান ভূমিকা পালন করে। সে আসলে একটি বিদ্যালয়, কিংবা তার চেয়েও বেশি কিছু! সে সেই ডাক্তার যে ক্ষত সারিয়ে ফেলে, সে সেই নার্স যে রাত জেগে যত্ন নেয়, সে সেই শিক্ষক যে মূল্যবোধ সৃষ্টি করে। সে এমনই এক লাইব্রেরি যেখানে আছে জীবনের জ্ঞান, সেই জ্ঞান হৃদয় দিয়ে স্পন্দিত হয়!

প্রত্যেক নারীকে আমার আন্তরিক অভিবাদন যারা নিষ্ঠার সাথে তাদের সংসারের দায়িত্ব পালন করেন, যারা অন্যদের জন্য নিজের আরাম আয়েশ সুখ শান্তি বিসর্জন দেন, যারা শত চ্যালেঞ্জ সত্ত্বেও তার চারপাশের মানুষগুলোর মুখে হাসি ফোটান।

মানুষ যখন একটা ভুল করে, তখন যদি সে তার ভুল বুঝতে না পারে,তাহলে দ্বিতীয় ভুল তার কাছে সহজ হয়ে যায়।দ্বিতীয় ভুলে যখন সে নিজে...
02/08/2025

মানুষ যখন একটা ভুল করে, তখন যদি সে তার ভুল বুঝতে না পারে,তাহলে দ্বিতীয় ভুল তার কাছে সহজ হয়ে যায়।দ্বিতীয় ভুলে যখন সে নিজেকে সংশোধন করতে না পারে তখন সে কন্টিনিয়াসলি ভুল করতে করতে অন্ধকারে হারিয়ে।

Highlights BD

24/07/2025

শুভ সকাল বন্ধুরা।
🌹🌺❤️

❤️🌺🌹চমৎকার একটা প্রস্তাব। BD
18/07/2025

❤️🌺🌹চমৎকার একটা প্রস্তাব।
BD

🔘 জীবনের সবকিছুই আপেক্ষিক__কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে।কেউ ভ...
18/07/2025

🔘 জীবনের সবকিছুই আপেক্ষিক__

কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে।কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে।

কেউ সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে!
কেউ আবার তার ভালবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে।

কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে।

কেউ প্রিয়জন এর কাছ থেকে সোনা বা হিরের চুড়ি পেয়ে খুশি নয়,

কেউ প্রিয়জন এর কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচালঙ্কা কচলিয়ে গোগ্ৰাসে পান্তা গিলছে।

কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, আর মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! ঈশ্বর চাইলে, ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে।

নানান রঙের মানুষ,
বিভোর নানা স্বপ্নে,
জীবন এঁকে বেড়ায়
সাদাকালো আলাপনে !!

আসলে এটাই বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক।

কারো সব থেকেও "সুখ" জিনিসটাই নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে!

কেউ দুইবেলা খাওয়ার জন্য সারাদিন হাটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাটে।

জীবন যেখানে যেমন!

(লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত )



( জীবন তালুকদার )

🌺❤️১৮ জুলাই ১জিবি ফ্রি ইন্টারনেট পেতে যাচ্ছেন সকল সিমের গ্রাহকরা। মেয়াদ ৫দিন। *ফ্রি ইন্টারনেট পেতে ডায়াল করুনঃ ১. গ্রামী...
18/07/2025

🌺❤️১৮ জুলাই ১জিবি ফ্রি ইন্টারনেট পেতে যাচ্ছেন সকল সিমের গ্রাহকরা। মেয়াদ ৫দিন।

*ফ্রি ইন্টারনেট পেতে ডায়াল করুনঃ
১. গ্রামীনফোন- *121*1807 #
২. রবি/এয়ারটেল- *4*1807 #
৩. বাংলালিংক- *121*1807 #
৪. টেলিটক- *111*1807 #

লাগা ফ্রি নেট❤️🌺

🌺🌹মানুষ অন্যায়, ভুল পথে তখনই হাঁটে।যখন সে ধরেই নেই আমিই সঠিক।
18/07/2025

🌺🌹মানুষ অন্যায়, ভুল পথে তখনই হাঁটে।
যখন সে ধরেই নেই আমিই সঠিক।

প্রায় ১০K ফলোয়ার হতে যাচ্ছে, অথচ কনটেন্ট মনিটাইজেশন পাই নাই, কি করা যায় কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।Highl...
17/07/2025

প্রায় ১০K ফলোয়ার হতে যাচ্ছে, অথচ কনটেন্ট মনিটাইজেশন পাই নাই, কি করা যায় কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।

Highlights BD BoldTransformatio

কলেজ ফ্রেন্ড তার সাথে দেখা হলো  দশ বছর পর।ঠিক এভাবেই বেঁচে থাকুক আমাদের “বন্ধুত্বটা”। বন্ধুত্বের বন্ধন যেন অটুট থাকে, জী...
17/07/2025

কলেজ ফ্রেন্ড তার সাথে দেখা হলো দশ বছর পর।

ঠিক এভাবেই বেঁচে থাকুক আমাদের “বন্ধুত্বটা”। বন্ধুত্বের বন্ধন যেন অটুট থাকে, জীবনের প্রতিটি মুহূর্তে বন্ধুদের পাশে পাই!

Highlights BD

🌹🌺পেজে কাজ করার মজা হলো,পরিচিত মানুষের কাছে সহজে ভিডিও যায় না।সঠিক না কি?
14/07/2025

🌹🌺পেজে কাজ করার মজা হলো,
পরিচিত মানুষের কাছে সহজে ভিডিও যায় না।
সঠিক না কি?

সাব্বাশ! অভিনন্দন।
13/07/2025

সাব্বাশ! অভিনন্দন।

শুভ দুপুর🌺আমার পেজের সাথে জড়িয়ে থাকা সকল পরিবার ভালো থাকুক।
13/07/2025

শুভ দুপুর🌺

আমার পেজের সাথে জড়িয়ে থাকা সকল পরিবার ভালো থাকুক।

Address

Jessore
7460

Website

Alerts

Be the first to know and let us send you an email when FX-Polash Mohammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share