Rumi's kitchen & Vlog

Rumi's kitchen & Vlog আসসালামু আলাইকুম।
আমি সাফওয়ানের আম্মু(রুমি আক্তার)প্রতিদিনের রান্নাবান্না এবং আমি আর আমার ছেলের খুনসুটি গুলো এই পেইজে শেয়ার করে থাকি❤️😍

সামান্য বাচ্চা একটু অসুস্থ হলে মায়ের মন মানে না🥲🥲 কি থেকে কি করব বেঁহুশ হয়ে যাই আমরা ।আর সেই আদরের কলিজার বাচ্চা যদি আ...
22/07/2025

সামান্য বাচ্চা একটু অসুস্থ হলে মায়ের মন মানে না🥲🥲 কি থেকে কি করব বেঁহুশ হয়ে যাই আমরা ।আর সেই আদরের কলিজার বাচ্চা যদি আ*গু*নে পুড়ে কষ্ট পেয়ে তিল তিল করে মারা যায় 😭😭এই কষ্ট কিভাবে সহ্য করব⁉️
আল্লাহ সব মায়েদের ধৈর্য্য দিন।আল্লাহ আপনি একমাত্র মালিক ।আপনি যা করেন ভালোর জন্যই করেন এই বলে সান্তনা দেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই আল্লাহ😭😭

উত্তরা দিয়াবাড়ি স্কুল,কলেজের ছাত্র-ছাত্রী সবাইকে আল্লাহ আপনি রহম করুন😭😭আমিন। কারো বাবা-মা যেন কষ্ট না পায়।😭😭
21/07/2025

উত্তরা দিয়াবাড়ি স্কুল,কলেজের ছাত্র-ছাত্রী সবাইকে আল্লাহ আপনি রহম করুন😭😭আমিন। কারো বাবা-মা যেন কষ্ট না পায়।😭😭

এই সিজনে সবার জ্বর হচ্ছে😭😭 আপনার বেবি সুস্থ আছে তো⁉️
20/07/2025

এই সিজনে সবার জ্বর হচ্ছে😭😭 আপনার বেবি সুস্থ আছে তো⁉️

❌আমরাই বড় হয়ে বলি আমার জন্য কি করছ⁉️একা হাতে সংসার বাচ্চা সামলানো কত কষ্ট তা শুধু একজন মাই বুঝতে পারে। আর নতুন মা হলে ...
20/07/2025

❌আমরাই বড় হয়ে বলি আমার জন্য কি করছ⁉️

একা হাতে সংসার বাচ্চা সামলানো কত কষ্ট তা শুধু একজন মাই বুঝতে পারে। আর নতুন মা হলে তো কোন কথাই নেই 😭😭।দুপুরের খাবার এখন বিকেল ৫টার পর খেতে বসছি সব কাজ সামলাই বাবুকে ঘুম পারাই তারপর খাবার টা একটু ডেকোরেশন করে খেতে বসছি ওমনি আমার মহারাজা ঘুম থেকে উঠে গেছে🤣🤣এবার ওকে কোলে নিতে হবে নাহলে কান্না করেই যাবে😅😅তারপর ঐভাত খেতে খেতে ৬ টা বাজছে😄😭
আসলে একটা বাচ্চা মানুষ করা কত কষ্ট তা এখন বুঝি।
মায়েরা আমাদের কত কষ্ট করে মানুষ করছে♥️♥️কিন্তু আমরাই বড় হয়ে মায়েদের বলি কি এমন করছ আমার জন্য সব মায়েরাই সন্তান পালন করে এটা তোমাদের দায়িত্ব 🙄🙄

বৃষ্টি ভেজা সন্ধ্যা।আমার কাছে সবচেয়ে বেস্ট পিজ্জা।পিজ্জা লাভাররা কই🙄🙄🙄
16/07/2025

বৃষ্টি ভেজা সন্ধ্যা।আমার কাছে সবচেয়ে বেস্ট পিজ্জা।
পিজ্জা লাভাররা কই🙄🙄🙄

বাচ্চা যখন ঘুমের মধ্যে হঠাৎ করে কান্না করে ওঠে 😭😭তখন মনে হয় দুনিয়ার সব কাজ রেখে ওকে কোলে নেই 😍অনেক কষ্ট লাগে কান্না দে...
15/07/2025

বাচ্চা যখন ঘুমের মধ্যে হঠাৎ করে কান্না করে ওঠে 😭😭

তখন মনে হয় দুনিয়ার সব কাজ রেখে ওকে কোলে নেই 😍
অনেক কষ্ট লাগে কান্না দেখে 😭 যতক্ষণ মা সামনে না আসবে ততক্ষণ কান্না করবেই 🙄 তারপর কোলে নিয়ে আদর করে একটু ফিডিং করাই আবার ঘুমিয়ে পড়ে।
কার কার সাথে এমন হয় আপুরা🙄🙄

🚫 ডিম:- ডিমে থাকা কোলিন এবং কোলেস্টেরল বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিমের মধ্যে থাকা ভিটামিন এ ...
14/07/2025

🚫 ডিম:- ডিমে থাকা কোলিন এবং কোলেস্টেরল বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিমের মধ্যে থাকা ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি উন্নত করে।
ডিম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

কিছু শিশুর ডিমে অ্যালার্জি হতে পারে😭তাই নতুন করে ডিম খাওয়ানো শুরু করলে, অল্প পরিমাণে শুরু করা দরকার। কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
ডিম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কারণ ভালোভাবে সেদ্ধ না করা ডিম থেকে সালমোনেলা ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী, ৬ মাস বয়স থেকে শিশুদের ডিম খাওয়ানো যেতে পারে।
সাধারণত, ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের প্রতিদিন ১টি ডিম খাওয়ানো নিরাপদ।
যদি শিশুর কোনো অ্যালার্জি বা স্বাস্থ্য সমস্যা না থাকে, তাহলে সপ্তাহে ৫-৬ দিন ডিম দেওয়া যেতে পারে।
ফার্মের মুরগির ডিম এবং দেশি মুরগির ডিম উভয়ই শিশুদের জন্য উপযুক্ত, তবে দেশি মুরগির ডিম সাধারণত প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়, তাই এটি বেশি স্বাস্থ্যকর হতে পারে।

🚫 মুরগির মাংস:- বাচ্চাদের জন্য মুরগির মাংস পুষ্টিকর খাবারের মধ্যে একটি খাবার।এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটাম...
09/07/2025

🚫 মুরগির মাংস:- বাচ্চাদের জন্য মুরগির মাংস পুষ্টিকর খাবারের মধ্যে একটি খাবার।এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন যা শিশুদের বৃদ্ধি বিকাশে সহায়ক। বিশেষ করে, মুরগিতে থাকা প্রোটিন পেশি গঠনে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
মুরগির মাংসে ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন, জিঙ্ক ও খনিজ পদার্থ থাকে।
সাধারণভাবে, মুরগির মাংস অন্যান্য মাংসের তুলনায় সহজে হজম হয়, যা শিশুদের জন্য একটি ভাল বিকল্প।

মুরগির মাংসে কম ক্যালোরি থাকায় শিশুদের অতিরিক্ত ওজন কমায় এবং সুস্থ ওজন বজায় রাখতে সাহায্য করে।

💯মুরগির মাংস বাচ্চাদের হৃদ রোগের ঝুঁকি কমায়💯

08/07/2025

আমি একমাত্র ব্যক্তি🙄 যে আমার প্রোফাইলে এখনো আম,কাঁঠালের ছবি দেই নেই😭
(আমার মত কি আর কেউ আছে)🤔

🚫কলা:-সহজে হজম হয়, শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।শিশুরা সারাদিন খেলাধুলা করে এবং তাদের প্রচুর শক্তির প্রয়োজন হয়...
05/07/2025

🚫কলা:-সহজে হজম হয়, শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
শিশুরা সারাদিন খেলাধুলা করে এবং তাদের প্রচুর শক্তির প্রয়োজন হয়। কলা দ্রুত শক্তি সরবরাহ করতে পারে।
কলায় থাকা ভিটামিন সি, ভিটামিন এ এবং অন্যান্য পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
কলায় থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে এবং শিশুদের হাড়ের বিকাশে সাহায্য করে।
কলায় থাকা আয়রন হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।

🚫ড্রাগন:-ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজম হতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ড্রাগন ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

বয়স ১২ মাস ।মুরগি, পোলাও,ডিম♥️♥️কিন্তু খেয়েছে শুধু আলুটা 🤣🤣আর কিছু খায় নেই😭😭
04/07/2025

বয়স ১২ মাস ।মুরগি, পোলাও,ডিম♥️♥️
কিন্তু খেয়েছে শুধু আলুটা 🤣🤣আর কিছু খায় নেই😭😭

১২ মাসের ছেলে নামাজের জন্য ডাকে?? ♥️♥️জি ডাকে।। আমার ছেলে সকালে আমাকে ডেকেছে মাম্মাম মাম্মাম♥️(মাশাআল্লাহ) আসলে সকালে আম...
03/07/2025

১২ মাসের ছেলে নামাজের জন্য ডাকে?? ♥️♥️

জি ডাকে।। আমার ছেলে সকালে আমাকে ডেকেছে মাম্মাম মাম্মাম♥️(মাশাআল্লাহ) আসলে সকালে আমি নামাজের জন্য এলার্ম দিয়েছিলাম কিন্তু শরীরটা ভালো লাগছিল না তাই এলার্ম কেটে আবার শুয়ে পড়েছি।কিছুক্ষণ পর দেখি আমার ছেলে আমাকে ডাকছে(মাম্মাম)আর হাসছে আমার দিকে তাকিয়ে আমিতো পুরো অবাক হয়ে গেলাম।সত্যি কথা বলতে আমার ছেলে এত ভোরবেলা উঠে না ও ৮টার দিকে ঘুম থেকে উঠে।আলহামদুলিল্লাহ দেখে ভালোই লেগেছে আমার ছেলে আমাকে নামাজের জন্য ডেকে দিল।সবাই আমার রাজপুত্রের জন্য দোয়া করবেন।

মাশাআল্লাহ♥️♥️
আল্লাহুম্মা বারিক লাহু

Address

Beanpole
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rumi's kitchen & Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share