01/05/2025
বৃষ্টি শুধু পানির ফোঁটা নয়, এটা একটা অনুভব। আকাশের কান্না, মাটির হাসি। জানালার কাচে টুপটাপ শব্দে বাজে এক অদ্ভুত সুর, যা মন ছুঁয়ে যায় নিঃশব্দে। বৃষ্টির দিনে সব কিছু যেন ধুয়ে-মুছে নতুন হয় — গাছেরা হয় সবুজ, রাস্তা হয় চকচকে, আর মন? সেটা ভরে ওঠে অজানা ভালো লাগায়। বৃষ্টির দিনে পুরনো গানগুলো যেন নতুন করে বাজে, আর পুরনো স্মৃতিগুলো ফিরে আসে ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি নিয়ে। 🌿🌸