22/09/2025
আজ সন্ধ্যায় একটা জরি দোকানে (যেখানে বরণডালা, কৃত্রিম ফুল, আবির ইত্যাদি পাওয়া যায়) আমি আর রুমমেট কেনাকাটা করছিলাম। তখন ৫-৬ জন ছেলে আসে, তারপর আমাদের দেখে তাদের ভেতর থেকে একজন যুবক আমাদের কে উদ্দেশ্য করে বলে, "এখানে পলিথিনরা আছে, অন্য কোথাও চল"...তার ২ মিনিট পর তারা আবার আসে, তখন দোকানদার জিজ্ঞেস করে " কি লাগবে"?...তারা বলে প্রতিমার জন্য কিছু জিনিস লাগবে..
আমি যতটুকু জানি.. মহালয়ার মাধ্যমে দেবী পক্ষের সূচনা হয়..দুর্গা পুজার মাধ্যমে নারী শক্তির জয় দেখানো হয়।
এখন আমার প্রশ্ন হলো.. যারা রক্ত -মাংসের নারীকে সম্মান করতে পারে না..তাদের দেবী দুর্গার প্রতি দেখানো ভক্তি- শ্রদ্ধা ; পূজা - অর্চনা কতটা গ্রহণযোগ্য??