15/06/2025
বাবার কথা... 🌾
আমি আমাদের চার ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় — আমরা তিন বোন, এক ভাই। ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল... বাবার জন্য কিছু করব।
কিন্তু আজ, এতদিন পরও সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল।
আমার বাবা একজন কৃষক। সূর্যের আলো উঠার আগেই মাঠে যান, ঘামে ভিজে ফিরে আসেন সূর্য ডুবার পর। কখনো কোনো অভিযোগ নেই, শুধু কষ্ট আছে — আর আমাদের জন্য তার নিঃস্বার্থ ভালোবাসা।
তিনি নিজে ভালো কিছু না পেলেও আমাদের চার ভাইবোনকে ভালো রাখতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন।
আজ এই বাবা দিবসে দাঁড়িয়ে কেবল একটা কষ্টই বুকে বাজে — আমি আমার বাবার জন্য কিছুই করতে পারিনি।
অনেকে বলে, এখন ছেলে-মেয়ে সমান, কিন্তু সত্যি বলতে, কিছু কিছু জায়গায় সেই চেষ্টাও ব্যর্থ হয়ে যায়… আর আমি জানি না, ভবিষ্যতে পারব কি না। তবে এটুকু জানি, বাবার প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা আমার প্রতিটি নিঃশ্বাসে গাঁথা।
আমার জীবনের সবচেয়ে বড় আফসোস — আমার বাবার মুখে সেই তৃপ্তির হাসি কখনো এনে দিতে পারিনি।
বাবা, আপনি আমাদের জন্য যা করেছেন, সেটা কোনো কিছু দিয়েই শোধ করা সম্ভব নয়। আপনি ছিলেন, আছেন, থাকবেন — আমাদের মাথার ওপর ছায়ার মতো।
শুভ বাবা দিবস।
#বাবার_কষ্ট #বাবার_ভালোবাসা #আমার_বাবা_আমার_গর্ব