Soha's Voice

Soha's Voice ___মানুষ কখনো মানুষকে খুঁজে না খোঁজে তার দুর্বলতা__😊🍁🍁

Baba amr Ma sha allha ❤️❤️
11/08/2025

Baba amr Ma sha allha ❤️❤️

07/08/2025

মোমবাতিটা জানে না...
যে সুতোর বন্ধনে বুকের মাঝে তাকে আগলে রাখা হয়েছে,
সেই সুতোটাই একদিন
ধীরে ধীরে তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে।
ভালোবাসার নামে বাঁধা সেই টান,
শেষমেশ হয়ে দাঁড়ায় তার নিঃশেষ হওয়ার কারণ।
আলো দিতে গিয়েই নিভে যায় সে—
অবহেলার ছায়ায়, নীরব ভালোবাসায়।

"সবাই শুধু আলো দেখে,
কেউ বোঝে না—এই আলো জ্বালাতে কতটা পুড়তে হয়..."

#নিঃশব্দভালোবাসা #পুড়ে_আলো #মনের_কথা #অন্তরেরছায়া #বাংলালেখা #ভাঙা_শব্দ

07/08/2025

ভালো কাজ মানুষকে প্রশান্তি দেয়...

একটি মুচকি হাসি উপহার দেওয়া,
একজন ক্ষুধার্তকে আহার করানো,
অসহায়ের পাশে নীরবে দাঁড়ানো –
এই ছোট ছোট কাজগুলো হয়তো আপনার কাছে সামান্য,
কিন্তু কারো জীবনে হয়ে ওঠে অসীম আশীর্বাদ।

আজকের এই ব্যস্ত পৃথিবীতে
যেখানে সবাই কেবল নিজেকে নিয়েই ভাবে,
সেখানে একটুখানি নিঃস্বার্থ ভালোবাসা
আপনাকে আলাদা করে তোলে।

আপনার অন্তরটা হালকা করে দেয়,
আর ভেতর থেকে ছড়িয়ে পড়ে প্রশান্তির এক অপার অনুভূতি।

প্রশংসা পাবেন কি না ভাবার আগে,
চেষ্টা করুন — কারো কষ্ট একটু হলেও কমাতে।
কারণ ভালো কাজের পুরস্কার যদি পৃথিবী না-ও দেয়,
আল্লাহ দেখেন, হৃদয় অনুভব করে,
আর সেখান থেকেই জন্ম নেয় প্রকৃত শান্তি।

প্রশান্তির সন্ধান চাইলে,
সবার আগে করুন একটি ভালো কাজ —
কারণ শান্তি টাকা দিয়ে কেনা যায় না,
তবে একটি ভালো ইচ্ছা তা গড়ে তুলতে পারে।

#ভালো_কাজ #প্রশান্তি #মানবতা োঁয়া_লেখা
#সুখের_সন্ধানে ’sVoice

07/08/2025

"ফেলে আসা দীর্ঘশ্বাস কি ভুলা যায়?
মিথ্যা হলেও তুমি একবার বলেছিলে— ভালোবাসি..."

সেই একবারই যেন সমস্ত জীবন জুড়ে রয়ে গেছে।
ভুলে যেতে চাইলেও হৃদয় চুপিচুপি বলে—
"তুমি তো বলেছিলে ভালোবাসি..."
তাই হয়তো আজও কিছু কথা, কিছু স্মৃতি,
অথবা একটা মিথ্যে ভালোবাসাও সত্যের মতো বেঁচে থাকে আমাদের ভেতর।

#ভালোবাসার_মিথ্যে #মনের_ছায়া #ফেলে_আসা_দীর্ঘশ্বাস #বাংলা_লেখা #শব্দে_মন #আবেগী_লেখা #স্মৃতির_ছোঁয়া

16/07/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

15/06/2025

বাবার কথা... 🌾
আমি আমাদের চার ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় — আমরা তিন বোন, এক ভাই। ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল... বাবার জন্য কিছু করব।
কিন্তু আজ, এতদিন পরও সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল।

আমার বাবা একজন কৃষক। সূর্যের আলো উঠার আগেই মাঠে যান, ঘামে ভিজে ফিরে আসেন সূর্য ডুবার পর। কখনো কোনো অভিযোগ নেই, শুধু কষ্ট আছে — আর আমাদের জন্য তার নিঃস্বার্থ ভালোবাসা।
তিনি নিজে ভালো কিছু না পেলেও আমাদের চার ভাইবোনকে ভালো রাখতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন।

আজ এই বাবা দিবসে দাঁড়িয়ে কেবল একটা কষ্টই বুকে বাজে — আমি আমার বাবার জন্য কিছুই করতে পারিনি।
অনেকে বলে, এখন ছেলে-মেয়ে সমান, কিন্তু সত্যি বলতে, কিছু কিছু জায়গায় সেই চেষ্টাও ব্যর্থ হয়ে যায়… আর আমি জানি না, ভবিষ্যতে পারব কি না। তবে এটুকু জানি, বাবার প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা আমার প্রতিটি নিঃশ্বাসে গাঁথা।

আমার জীবনের সবচেয়ে বড় আফসোস — আমার বাবার মুখে সেই তৃপ্তির হাসি কখনো এনে দিতে পারিনি।

বাবা, আপনি আমাদের জন্য যা করেছেন, সেটা কোনো কিছু দিয়েই শোধ করা সম্ভব নয়। আপনি ছিলেন, আছেন, থাকবেন — আমাদের মাথার ওপর ছায়ার মতো।
শুভ বাবা দিবস।

#বাবার_কষ্ট #বাবার_ভালোবাসা #আমার_বাবা_আমার_গর্ব

25/05/2025

সময় দেখা যায় না কিন্তু সময় অনেক কিছু শিখিয়ে দেয় 🥺
শুভরাত্রি

25/05/2025

Good morning

24/05/2025

Good night

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Soha's Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share