Mst Hena Khatun 2.0

Mst Hena Khatun 2.0 I am freelancer

30/06/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

🚨 চাকরি যাচ্ছে, প্রযুক্তি আসছে! 🤖৪র্থ শিল্প বিপ্লবের যুগে AI ও Robotic কাজ সহজ করছে অনেক পেশা বিলুপ্ত হচ্ছে এবং মানুষ কর...
24/06/2025

🚨 চাকরি যাচ্ছে, প্রযুক্তি আসছে! 🤖
৪র্থ শিল্প বিপ্লবের যুগে AI ও Robotic কাজ সহজ করছে অনেক পেশা বিলুপ্ত হচ্ছে এবং মানুষ কর্ম হারাচ্ছে।

⚠️ বাস্তবতা হচ্ছে—যারা ডিজিটালি দক্ষ হতে পারছে না, তারা পিছিয়ে পড়ছে।
✅ টিকে থাকতে হলে ডিগ্রির পাশাপাশি লাগবে প্রযুক্তি স্কিল:
🔹 AI Tools
🔹 ডিজিটাল মার্কেটিং
🔹 কোডিং
🔹 কনটেন্ট ক্রিয়েশন
📌 এখনই সময় স্কিল ডেভেলপ করার।
প্রযুক্তিকে ভয় নয়—দক্ষতা দিয়ে শক্তিতে পরিণত করুন।

#চতুর্থ_শিল্প_বিপ্লব #ভবিষ্যতেরচাকরি
#৪র্থশিল্পবিপ্লব #ডিজিটালমার্কেটিং #ফ্রিল্যান্সিং #ভবিষ্যতেরজন্যপ্রস্তুতি

বাজান😍😍
24/06/2025

বাজান😍😍

24/06/2025

🌟 ফ্রিল্যান্সিং নয়, এটা হচ্ছে নিজের একটা মুক্তির গল্প… 🌟সকালে ঘুম থেকে উঠে চিন্তা করা লাগে — “আজ বস কী বলবে?”বাসে ঠেলাঠে...
23/06/2025

🌟 ফ্রিল্যান্সিং নয়, এটা হচ্ছে নিজের একটা মুক্তির গল্প… 🌟

সকালে ঘুম থেকে উঠে চিন্তা করা লাগে — “আজ বস কী বলবে?”
বাসে ঠেলাঠেলি করে অফিসে যাওয়া, রাত করে ফেরা, ক্লান্তি নিয়ে ঘুম…
আর এভাবেই কেটে যায় আমাদের সবচেয়ে দামী জিনিস — সময়।

কিন্তু চিন্তা করুন তো —
👉 যদি আপনার সময়ের নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকত?
👉 যদি টাকাটা আপনার পরিশ্রম অনুযায়ী আসত, কারও অনুমতির প্রয়োজন না হতো?
👉 যদি ঘরে বসে, পরিবারকে সময় দিয়েও আপনি আয় করতে পারতেন দেশের বাইরের মার্কেট থেকে?

এই কথাগুলো স্বপ্ন না — এটাই ফ্রিল্যান্সিং।

💻 আপনি যদি পারেন স্কিল শিখতে —
তবে আপনার সামনে খুলে যাবে এক নতুন জগত।
একটা মোবাইল, ল্যাপটপ, ইন্টারনেট আর ইচ্ছাশক্তি — এতটুকুই দরকার।

🔸 কেউ কাজ করে কারণ ‘বাঁচতে’ হয়
🔸 কেউ কাজ করে কারণ ‘স্বপ্ন’ দেখতে চায়
তুমি কোনটা হতে চাও?

এই জুন মাসে সিদ্ধান্ত নাও —
নিজের জন্য, নিজের পরিবার, নিজের স্বাধীনতার জন্য।

📘গ্রাফিক ডিজাইন
→ ডিজিটাল মার্কেটিং
→ প্রফেশনাল স্পোকেন ইংলিশ
→ ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করার লাইভ গাইডলাইন

🕊️ আপনি যদি সত্যি চাও বদলাতে চান— আমি পাশে আছি।

সঠিক গাইডলাইন পেতে কমেন্ট করুন অথবা ইনবক্স করুন— একটা নতুন যাত্রা শুরু হোক আজ থেকেই।

আপনার সময় শুরু এখন। আর অপেক্ষা নয়।

ছবিতে আমার সব থেকে প্রিয় শিক্ষক মেহেদী হাসান শুভ স্যার।

#ঘরে_বসে_স্বাধীনতা

📱 মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার ৬টি উপায়:1. 🧠 প্রোডাক্টিভিটি অ্যাপসMicrosoft Office, Google Docs, Trello, Asana, বা Not...
22/06/2025

📱 মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার ৬টি উপায়:
1. 🧠 প্রোডাক্টিভিটি অ্যাপস
Microsoft Office, Google Docs, Trello, Asana, বা Notion ব্যবহার করে প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখুন। শিখে অনলাইন মার্কেটপ্লেসে ক্লায়েন্টদের কাজ করে ইনকাম করুন।

2. ✍️ কন্টেন্ট রাইটিং
শুধু একটি Text Editor অ্যাপ থাকলেই কন্টেন্ট রাইটিং করা যায়।
✅ প্রয়োজনীয় অ্যাপস:
Google Docs
WPS Office
MS Word
Notepad

এই কাজটি মোবাইল দিয়েই সহজে করা যায়।

3. 🌐 ওয়েব ডিজাইন (বেসিক)
HTML ও CSS শিখে মোবাইল দিয়েই ওয়েব ডিজাইনের বেসিক কাজ শিখে শুরু করতে পারেন।

প্রফেশনাল কাজের জন্য পিসি প্রয়োজন হতে পারে।

4. 🧑‍💻 ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (VA)
ইমেইল ম্যানেজমেন্ট, ডেটা এন্ট্রি বা শিডিউলিং-এর মতো কাজ মোবাইল দিয়েই করা যায়। Fiverr বা Upwork-এ এমন অনেক VA কাজ পাওয়া যায়।

5. 📣 সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
বিভিন্ন কোম্পানির Facebook, Instagram পেজ ম্যানেজ করা, মেসেজের রিপ্লাই দেওয়া ইত্যাদি কাজ মোবাইল দিয়েই সম্ভব।

6. 🎨 গ্রাফিক্স ডিজাইন
Logo, banner, PNG, ইত্যাদি মোবাইল দিয়েই তৈরি করা যায়।
✅ প্রয়োজনীয় অ্যাপস:

Canva
PixLab
PicsArt
Adobe Photoshop Touch

✅ অতিরিক্ত দরকারি তথ্য:
🔧 ফ্রিল্যান্সারদের দরকারি অ্যাপস:
পেমেন্ট: PayPal, Venmo, মোবাইল ব্যাংকিং

পোর্টফোলিও তৈরি: Canva, Wix, Google Sites

🧘 কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে:
নির্দিষ্ট কাজের সময় ঠিক করুন

ওয়ার্কস্পেস তৈরি করুন

অবসর সময়ে নোটিফিকেশন বন্ধ রাখুন

হ্যাঁ! শুধু মোবাইল দিয়েই ফ্রিল্যান্সিং সম্ভব — দরকার শুধু সঠিক স্কিল, অ্যাপস আর ধৈর্য। 💪






22/06/2025

Meeting Time ❤️

নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে নাএই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।কেউ এসে আপনাকে টেনে তুলবে না,...
21/06/2025

নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না
এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।
কেউ এসে আপনাকে টেনে তুলবে না, যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান।
জীবনের লড়াই আপনাকেই লড়তে হবে, একদম একা।

১. কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না
আপনার বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন।
তবে আপনি জীবনে কতদূর যাবেন, কত বড় হবেন— সেটা একান্তই আপনার দায়িত্ব।
কেউই বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে।
আপনাকেই নিজের সুযোগ তৈরি করতে হবে।

২. পৃথিবী কঠিন, আপনি যদি দুর্বল থাকেন তো শেষ
জীবন কারও জন্য থেমে থাকবে না।
আপনি ব্যর্থ হলে, খুব বেশি মানুষ এক মিনিটও সময় দেবে না আপনার জন্য।
এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে মজবুত হতে হবে — মানসিকভাবে, মানসিকতায়, সিদ্ধান্তে।

নাহলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে, একটুও দয়া করবে না।

৩. কষ্ট হবে, কিন্তু কেউ দেখবে না
হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন, একা লড়াই করছেন, কাঁদছেন —
কিন্তু কেউ তা দেখবে না।
মানুষ শুধু ফলাফল (result) দেখতে চায়,
আপনার পরিশ্রম (process) নয়।

তাই নীরবে লড়াই করুন, জেতার পর সবাই দেখবেই।

৪. বারবার ক্ষমা চাইলে পিছিয়ে পড়বেন
যদি আপনি সবসময় অজুহাত দেন—
যে, “সময় পাইনি”, “পরিস্থিতি খারাপ ছিল”, “ভাগ্য সহায় ছিল না”—
তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না।

Victim mindset মানে নিজেকে সবসময় দুর্ভাগা ভাবা — এটা আপনাকে কেবল পিছিয়ে দেবে, কিছুই দেবে না।

৫. আপনিই আপনার একমাত্র ভরসা
কেউ এসে আপনাকে ধাক্কা দিয়ে বলবে না: “উঠে দাঁড়াও!”
কেউ এসে আপনাকে অনুপ্রাণিত করবে না, যদি না আপনি নিজে চেষ্টার আগুন জ্বালান।

আজ আপনি যেখানে আছেন, ১০ বছর পরও সেখানেই থাকবেন — যদি আজই বদলানো শুরু না করেন।

শেষ কথা:
এখনো ভাবছেন, কেউ এসে আপনাকে বাঁচাবে?
না, কেউ আসবে না।
আপনাকেই নিজেকে বাঁচাতে হবে।
নিজের ভিতরের আগুন জ্বালান — কারণ একমাত্র আপনিই পারেন নিজেকে বদলাতে।

With Mst Atika Akter – I just got recognised as one of their top fans! 🎉
19/06/2025

With Mst Atika Akter – I just got recognised as one of their top fans! 🎉

জীবনের প্রতিটা সংগ্রামই একেকটা সম্ভাবনার দরজা। জীবন কখনোই সোজাসাপ্টা পথে চলে না। উত্থান-পতন, সুখ-দুঃখ, ব্যর্থতা আর সাফল্...
19/06/2025

জীবনের প্রতিটা সংগ্রামই একেকটা সম্ভাবনার দরজা। জীবন কখনোই সোজাসাপ্টা পথে চলে না। উত্থান-পতন, সুখ-দুঃখ, ব্যর্থতা আর সাফল্য—এই সব মিলিয়েই জীবন। অনেক সময় মনে হয়, সবকিছু থমকে গেছে। চারদিকে শুধু অন্ধকার, কোনো আলো নেই। কিন্তু ঠিক এই সময়েই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নিজের ওপর বিশ্বাস রাখা।

একটা কথা সবসময় মনে রাখা দরকার—আপনার গল্প এখনো শেষ হয়নি। আপনি হয়তো এখন যেখানে আছেন, সেটা আপনার কাঙ্ক্ষিত গন্তব্য নয়। কিন্তু এটাও ঠিক, আপনি থেমে থাকেননি। আপনি এখনো চলছেন, লড়ছেন, স্বপ্ন দেখছেন। আর যে স্বপ্ন দেখে, সে কখনোই হেরে যায় না।

প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তুলুন। অন্যের সাফল্যে হতাশ না হয়ে অনুপ্রাণিত হোন। মনে রাখবেন, একটা ফুল ফোটার জন্য সময় লাগে, আর প্রতিটা ফুলের ফোটার সময়ও আলাদা। আপনি আপনার সময়েই ফোটবেন।

জীবনের ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের ভিত্তি গড়ে তোলে। তাই আজ যদি একটু ক'ষ্ট হয়, তাহলে মনে রাখবেন, এই ক'ষ্টই একদিন আপনার গল্পকে অনুপ্রেরণার রূপ দেবে।
নিজেকে ছোট ভাববেন না। আপনি যা করছেন, তার চেয়েও অনেক বড় কিছু আপনি করতে পারেন—শুধু একটু ধৈর্য, আত্মবিশ্বাস আর নিয়মিত প্রচেষ্টা দরকার। আজ যে আপনি, কাল তার চেয়ে আরও ভালো আপনি হবেন—এটাই হোক আপনার লক্ষ্য।

সবশেষে বলবো বন্ধুরা, জীবনযু*দ্ধে নাটক এখনো শেষ হয়নি। চরিত্রটা এখনো নিজের পরিণতির অপেক্ষায়। ভুল হতে পারে, ক্লান্তি আসতে পারে, কিন্তু যতক্ষণ না শেষ দৃশ্যটা বাজে—আমি মঞ্চ ছাড়বো না!
- সংগৃহীত
#জীবন_চক্র

19/06/2025

What is SEO?
অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হল, সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশন এর মাধ্যমে আপনার ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় আনার জন্য একটা প্রযুক্তিগত কৌশল।

SEO এর প্রকারভেদ SEO সাধারণত 3 ধরনের।
1- On-page SEO
2- Off-page SEO
3- Technical SEO
অন পেজ এসইও কি (What is On-Page SEO)
অন পেজ এসইও হচ্ছে একটি ওয়েবসাইটের ভেতরের কাজ। অর্থাৎ ওয়েবসাইট এর ভেতরে যে কাজগুলো করলে সার্চ ইঞ্জিন সার্চ রেজাল্টের উপরে নিয়ে আসে তাকে অন পেজ এসইও বলে। অন পেজ এসইও মূলত Website এর যেকোনো একটি নির্দিষ্ট Page কে Optimize করা হয় ৷ এখানে Best Keyword গুলো Page এর Content এর মধ্যে ব্যবহার করা হয় ৷
অফ পেজ এসইও কি (What is Off-Page SEO)

অফ পেজ এসইও মানে হলো, নিজের ওয়েবসাইটকে এমন কিছু টেকনিক ব্যবহার করে “সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজেশন” করা, যেখানে সোজা ভাবে ওয়েবসাইটের ভেতরে কাজ করতে হয়না। মানে, এই মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য, আপনার সম্পূর্ণ ভাবে ওয়েবসাইটের বাইরে গিয়ে কিছু এসইও টেকনিক (seo technique) ব্যবহার করতে হবে।
এই কৌশল টা বব্যহার করা হয় মূলত কোন একটি Site বা page এর সাথে আরেক Site বা Page সম্পকের মান উন্নত করতে ৷

টেকনিক্যাল এসইও কি (What is Technical SEO)

টেকনিক্যাল এসইও হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যা একটি ওয়েবসাইটকে অরগানিক র‌্যাঙ্কিং(Organic Ranking) পাওয়ার জন্য আধুনিক অনুসন্ধান ইঞ্জিনগুলির প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণ করে।

আপনি যদি ডিজিটাল মার্কেটার হিসাবে আপনার ক্যারিয়ার গড়তে চান, তাহলেও আপনার জন্যে এসইও শেখাটা খুব জরুরী। কারণ এসইও শেখা ছাড়া আপনি কোনভাবেই ক্লায়েন্টদেরকে ডিজিটাল মার্কেটিং সেবা সঠিকভাবে দিতে পারবেন না।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Mst Hena Khatun 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share