Joyi's Thought

Joyi's Thought অপেক্ষা সবসময় করবো, কোনো আওয়াজ করবো না! প্রতিটা লাইন আপনার জন্য লিখবো কিন্তু আপনার নাম নিবো না.!�

আপনি.!!❤️‍🩹🫰
09/09/2025

আপনি.!!❤️‍🩹🫰

07/09/2025

সর্বক্ষণ আপনার কথা আমার মনে পড়ে। কেনো এতটা ভালোবাসি আপনাকে, জানি না। বলতে পারবেন কী?
কেউ যদি বলে, আমাকে আমার প্রিয় সকল জিনিস এনে দিবে, লক্ষ-লক্ষ, কোটি-কোটি টাকা দেওয়া হবে যদি আপনাকে ছাড়তে পারি! বিশ্বাস করেন, তখনও শুধু একটা কথাই বলবো "আমি আপনাকে ভালোবাসি। আপনাকে আমি ছাড়তে পারবো না।" আপনি আমার জীবনে আসার পর, বাইরের জগতটা বদলে গেছে আমার কাছে। কেনো জানেন? কারণ, আগে মনে হতো, ভালোবাসা শুধু পরিবারেই সীমাবদ্ধ। কিন্তু আপনাকে ভালোবাসার পর আমি বুঝেছি, ঘরের মানুষ ছাড়াও বাইরের কাউকেও নিখুঁতভাবে ভালোবাসা যায়, যত্ন করা যায়। যেটা আপনি আসার আগে আমি কখনোই বিশ্বাস করতাম না। পরিবারের মানুষগুলো যেমন আমার শিকড়, তেমন আপনিও আমার অস্তিত্ব।
পড়তে বসেছি ৩ঘন্টা হলো... কিন্তু কিছুই পড়া হচ্ছে না।

আপনাকে ভুলতে পারবো না এটা আমি জানি তবে আপনাকে মনে পড়লে যে যন্ত্রণাটা হয় এটা আমি কারে বলি..!😅❤️‍🩹
05/09/2025

আপনাকে ভুলতে পারবো না এটা আমি জানি তবে আপনাকে মনে পড়লে যে যন্ত্রণাটা হয় এটা আমি কারে বলি..!😅❤️‍🩹

অনেক দিন হলো আপনার দরদ মাখা ডাক আমার কান অব্দি এসে পৌঁছায় না। একে বারেই ভুলে গেলেন আমায়?
04/09/2025

অনেক দিন হলো আপনার দরদ মাখা ডাক আমার কান অব্দি এসে পৌঁছায় না। একে বারেই ভুলে গেলেন আমায়?

মনে রাখিয়েন- মনে না রাখলেও স্মৃতিতে রাখিয়েন, ভুলে যাইয়েন না:)🙃🤍
30/08/2025

মনে রাখিয়েন- মনে না রাখলেও স্মৃতিতে রাখিয়েন, ভুলে যাইয়েন না:)🙃🤍

হুমায়ূন ফরিদ বলেছেন -যতদিন বোকা হয়ে থাকবেন, ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল, আর সঠিক কে সঠিক বলা শুরু করবে...
29/08/2025

হুমায়ূন ফরিদ বলেছেন -
যতদিন বোকা হয়ে থাকবেন, ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল, আর সঠিক কে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ।💔🥀

😊❤️‍🩹
27/08/2025

😊❤️‍🩹

এই জীবনে যতদিন বাঁচবো আপনাকে ততদিনই শুনতে হবে, পরের জীবনেও যদি আমি জন্ম নিই, আপনাকে খুঁজে বের করে আমি এই লাইনটাই বলবো "আ...
26/08/2025

এই জীবনে যতদিন বাঁচবো আপনাকে ততদিনই শুনতে হবে, পরের জীবনেও যদি আমি জন্ম নিই, আপনাকে খুঁজে বের করে আমি এই লাইনটাই বলবো "আমি আপনাকে পাগলের মতো ভালোবাসি"

আপনি না বুঝলেন আমার নীরবতা আর না বুঝলেন আমার অভিমান। মনের মধ্যে একটা প্রশ্ন জাগে সত্যিই কি আপনি আমাকে কখনো ভালোবেসে ছিলে...
26/08/2025

আপনি না বুঝলেন আমার নীরবতা আর না বুঝলেন আমার অভিমান। মনের মধ্যে একটা প্রশ্ন জাগে সত্যিই কি আপনি আমাকে কখনো ভালোবেসে ছিলেন? মানুষ কি তার ভালোবাসার মানুষটাকে এত সূক্ষ্মভাবে অবহেলা করতে পারে? আপনি অতি যত্ন সহকারে আমাকে ভালোবাসা শিখিয়েছেন, আপনার মায়ায় বেধেছেন কিন্তু আপনি আমাকে ভালবাসেন নি। আপনাকে হারানোর ভয় পেতে পেতে অবশেষে আপনাকে হারিয়েই ফেললাম। আপনাকে আমি ভীষণ ভালোবাসি তাই আপনাকে তো আর অভিশাপ দিতে পারব না, তবে বলবো ভালো থাকুক আমার ভালোবাসা

এ চোখে চোখ রেখে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আমি শুনতে পাই আজও। এখন নিজেকে অভিশাপ দিতে ইচ্ছে হয়। আমার একটা অসুখ হোক, সে...
25/08/2025

এ চোখে চোখ রেখে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা আমি শুনতে পাই আজও। এখন নিজেকে অভিশাপ দিতে ইচ্ছে হয়। আমার একটা অসুখ হোক, সে অসুখে আমার মস্তিষ্ক পুরোপুরি বিলীন হয়ে যাক। আপনার অস্তিত্ব আমার শরীর ও মন জুড়ে কোথাও না থাক.!

শুনেছি অকাল মৃত্যু নাকী প্রেমিকের জন্য প্রেমিকার সেরা উপহার! যদি কখনো শোনেন, আমি আর নেই? মন খারাপ হবে আপনার? আপনি কী কাঁ...
25/08/2025

শুনেছি অকাল মৃত্যু নাকী প্রেমিকের জন্য প্রেমিকার সেরা উপহার! যদি কখনো শোনেন, আমি আর নেই? মন খারাপ হবে আপনার? আপনি কী কাঁদবেন আমাকে ভেবে? স্মৃতিচারণ করতে গিয়ে ব্যাথিত হৃদয়ে শুধু আমার কথা ভেবে বালিশ ভেজাবেন চোখের জলে?

এই যে আমি এত করে আপনাকে ডাকলাম, আপনি সাড়া দিলেন না। আকুলতা নিয়ে আপনার সঙ্গ চাইলাম, আপনি আসলেন না। হুট করে যদি‌ শোনেন, আমি আর নেই? শেষ দেখা আপনি দেখতে আসবেন তো?

অপুষ্টিতে ভোগা শুকনো, মলিন মুখটা দেখে ভয় পাবেন না? মায়া লাগবে না আপনার? এই যে বেঁচে থাকতে আপনাকে কত করে, কতভাবে বোঝালাম, বুঝলেন না! আপনাকে ছাড়া বেঁচে থাকা যে ভীষণ কষ্টকর!

এভাবে যদি কোনোদিন ফুরিয়ে যাই, আপনি কি সেদিন বুঝবেন আমায়? নাকী সেদিনও আপনার হৃদয় পাথর হয়ে থাকবে? শেষ দেখায় সাদা শার্টটা পরতে ভুলে যাবেন?

আমি না হয় সেদিন নিথর দেহে আপনাকে অপলক তাকিয়ে দেখবো। কিছু বলবো না, কোনো অভিযোগ করবো না, শুধু আপনাকে দেখার ব্যাকুলতায় আমি বিভোর হয়ে ঘুমাবো চিরনিদ্রায়!

শুনলাম, আপনি নাকি আর ফিরবেন না। তবে আমি কিসের খেলায় নিজেকে নামালাম? মানুষ আশায় বাঁচে। আমি কি নিয়ে বাঁচবো, বলেন তো? মন...
23/08/2025

শুনলাম, আপনি নাকি আর ফিরবেন না। তবে আমি কিসের খেলায় নিজেকে নামালাম? মানুষ আশায় বাঁচে। আমি কি নিয়ে বাঁচবো, বলেন তো? মন্দ ভাগ্য নিয়ে আশায় বসে থাকাটাও যে পাপ।

ভালোবাসা বুঝি পাপ? এমন জীবন আর ভালো লাগেনা আমার। অপেক্ষায় আমার ক্লান্ত লাগে ভীষণ! অনিশ্চিত অপেক্ষা আমাকে শেষ করে দিচ্ছে! একটুও কি নিশ্চয়তা পাবো না সুখী হওয়ার?

জীবনের সব অপূর্ণতায় পূর্ণতা বলতে শুধু আপনাকেই বুঝি, সেই আপনি আর আমাকে বুঝলেন কই? বারান্দায় বসে যখন আপনার ছবি বের করে হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকাই, সদ্য জন্ম নেওয়া বাচ্চার মত অসহায় লাগে নিজেকে!

মানুষ তো আশায় বাঁচে, তবে আমি কোন ভরসায় নিজেকে সামলাবো? একটুখানি গুরুত্ব দিলেন না, একবারও এই অধমের কথা ভাবলেন না, ভালবাসলেন না, যত্ন নিলেন না! এত আক্ষেপ নিয়ে, এত অনিশ্চয়তা নিয়ে আমি কী করে ভালো থাকি বলেন তো?

মানুষ আশায় বাঁচে, আর আমি তো আপনাকে নিয়ে বাঁচতে চেয়েছি। সেই আপনিই আর আমায় ভালবাসলেন কই? আপনাকে পেলেই সুখী হব ভেবে, এখন দুঃখ নিয়েই যত হা-হুতাশ! মানুষ আশায় বাঁচে, আর আমি নিরাশায়, হতাশায়! আপনার ফেরার অনিশ্চিত অপেক্ষায়!

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joyi's Thought posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share