যশোরের রুপ জানাতে আমরা তৎপর "যশোর ফ্রেন্ডস ক্লাব - আমরাই যশোরের"

  • Home
  • Bangladesh
  • Jessore
  • যশোরের রুপ জানাতে আমরা তৎপর "যশোর ফ্রেন্ডস ক্লাব - আমরাই যশোরের"

যশোরের রুপ জানাতে আমরা তৎপর "যশোর ফ্রেন্ডস ক্লাব - আমরাই যশোরের" যশোরের রুপ জানতে আমাদের মাঝে আসার জন্?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। চ...
16/04/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। চীনের সহায়তায় নির্মানাধীন এই অত্যাধুনিক স্টেশনটি উপকূলীয় অঞ্চলের বিভিন্ন তথ্য মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে সংগ্রহ ও বিশ্লেষণ করতে সক্ষম হবে, যা কম সময়ে প্রাকৃতিক দুর্যোগের নির্ভরযোগ্য পূর্বাভাস প্রদান এবং সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে।

চবি এবং চীনের জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান 'সেকেন্ড ইন্সটিটিউট অব ওশানোগ্রাফি'-এর যৌথ উদ্যোগের এই প্রকল্পটি বাস্তবায়নে চীন প্রায় ৬০ কোটি টাকার কারিগরি ও যান্ত্রিক সহায়তা প্রদান করছে। আর চবি কর্তৃপক্ষ স্টেশনটির পরিচালনায় প্রয়োজনীয় লোকবল, নিরাপত্তা ব্যবস্থা এবং গবেষকসহ অন্যান্য আনুষঙ্গিক সেবা প্রদান করবে। গত ২৬শে মার্চ বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান অনুষদে নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

বর্তমানে ঘূর্ণিঝড় পূর্বাভাসের জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের এনওএএ, জেটিডব্লিউসি এবং ভারতের আইএমডি এর মতো বিদেশি সংস্থার ওপর নির্ভর করতে হয়, যেখান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পূর্বাভাস দিতে ২০ থেকে ৩০ ঘণ্টা সময় লাগে। চবির গ্রাউন্ড স্টেশনটির মাধ্যমে চীনের এইচওয়াই-১এসআই/ডি ও এফওয়াই-৪বি স্যাটেলাইট ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, বাতাসের গতি এবং মেঘের গতিবিধি বিশ্লেষণ করে ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগেই সতর্কতা দেওয়া সম্ভব হবে।

এই স্টেশনটি কেবল প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়াই নয়, বরং মৎস্যসম্পদ চিহ্নিতকরণএবং তেল-গ্যাস অনুসন্ধানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও অবদান রাখবে। ভবিষ্যতে এই স্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং-এর মতো আধুনিক প্রযুক্তি সংযোজন এবং কক্সবাজারে দ্বিতীয় ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এই স্থাপনাটি অর্থায়নের জন্য আন্তর্জাতিক গবেষণা সংস্থার কাছে হাই রেজোলিউশন ডেটা প্যাকেজ বিক্রি; মৎস্য, জ্বালানি ও শিপিং কোম্পানির জন্য ডেটা সাবস্ক্রিপশন সেবা এবং সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট বাজেট বরাদ্দ করা হয়েছে। এছাড়াও, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং এসএমএস ভিত্তিক ফিশিং অ্যালার্ট সিস্টেমের জন্য সাবস্ক্রিপশন ফি থেকেও আয় করার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের মধ্যেই নির্মাণ ও স্থাপনের কাজ সম্পন্ন করে গ্রাউন্ড স্টেশনের কার্যক্রম শুরু করা যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন আর ভবিষ্যতের কল্পনা নয়—বরং এটি বর্তমান বিশ্বের অন্যতম এক চালিকাশক্তি। আর সেই শক্তিকে নতুনমা...
15/04/2025

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন আর ভবিষ্যতের কল্পনা নয়—বরং এটি বর্তমান বিশ্বের অন্যতম এক চালিকাশক্তি। আর সেই শক্তিকে নতুনমাত্রা দিতে চীন নিয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ। আগামী শরৎকাল থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে এআই শিক্ষা!

শুনতে অবাক লাগলেও,বেইজিং মিউনিসিপাল এডুকেশন কমিশনের ঘোষণা অনুযায়ী, স্কুলগুলোকে বছরে অন্তত ৮ ঘণ্টা এআই শেখাতে হবে। এটি আলাদা একটি বিষয় হিসেবেও পড়ানো যাবে, আবার বিজ্ঞান বা তথ্যপ্রযুক্তি পাঠ্যে একীভূত করেও শেখানো যাবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো—মাত্র ৬ বছর বয়স থেকেই শিশুরা হাতে-কলমে শিখবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি!

এই উদ্যোগের লক্ষ্য এক নতুন "শিক্ষক-শিক্ষার্থী-মেশিন" মডেল গঠন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতাও গুরুত্ব পাবে। কেবল চীন নয়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ইতালিও এআই শিক্ষা নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

মাধ্যমিকে গিয়ে তারা শিখবে কীভাবে এআই ব্যবহার করে পড়াশোনা ও দৈনন্দিন সমস্যা সমাধান করা যায়, আর উচ্চমাধ্যমিকে গড়বে নিজের উদ্ভাবনী সক্ষমতা।

বিশ্বজুড়ে যখন AI নিয়ে দৌড় চলছে, তখন DeepSeek, Alibaba-এর মতো চীনা কোম্পানি রীতিমতো ঝড় তুলেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ AI কোম্পানিগুলো যখন মুনাফা কমছে, তখন চীনা শেয়ারে রেকর্ডমাত্রায় মুনাফা অর্জন।

এই পদক্ষেপ নিঃসন্দেহে চীনকে ভবিষ্যতের প্রযুক্তি-যুদ্ধে এক অপ্রতিরোধ্য প্রতিযোগীতে পরিণত করবে,এবং ছোট হাতেই তৈরি হবে বড় সম্ভাবনার ভুবন!
সংগৃহীত।

সময়ের চাকা ঘুরে এল আরও এক পাক। চৈত্রের শেষ দিবসের আলো নিভল। রাত পেরিয়ে নতুন আলোর সকাল নিয়ে এল পুরাতন বছরের মলিনতা মুছিয়ে...
14/04/2025

সময়ের চাকা ঘুরে এল আরও এক পাক। চৈত্রের শেষ দিবসের আলো নিভল। রাত পেরিয়ে নতুন আলোর সকাল নিয়ে এল পুরাতন বছরের মলিনতা মুছিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা।
শুভ নববর্ষ।

09/04/2025

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে যশোরে ইসরাইল বিরোধী প্রচারণা




07/04/2025
আগামীকাল আসছেনতো সবাই আমাদের ভাই বোনদের জন্য
06/04/2025

আগামীকাল আসছেনতো সবাই
আমাদের ভাই বোনদের জন্য

ফিলিস্তিনের গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের সঙ্গে সংহতি প্রকাশ করেছে দে...
06/04/2025

ফিলিস্তিনের গাজায় ক্রমবর্ধমান ইসরায়েলি হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের সঙ্গে সংহতি প্রকাশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রোববার (৬ এপ্রিল) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

পশুরও বেঁচে থাকার অধিকার আছে! অথচ ছিন্ন-ভিন্ন মানুষ উড়ছে তুলোর মতন!উড়তে থাকো জান্নাতের পাখি হয়ে, আমরা ডুবি অভিশাপে!ঘু...
06/04/2025

পশুরও বেঁচে থাকার অধিকার আছে!
অথচ ছিন্ন-ভিন্ন মানুষ উড়ছে তুলোর মতন!

উড়তে থাকো জান্নাতের পাখি হয়ে, আমরা ডুবি অভিশাপে!
ঘুমাও মুসলিম বিশ্ব, ঘুমাও!
ফি*লিস্তিনিদের অসহায় আর্তনাদ, তোমাদের ঘুম ভাঙাতে পারেনি।
দূরে বসে তোমরা করেছো শুধুই আফসোস, কিন্তু তাদের প্রয়োজন ছিল তোমাদের সাহায্য।
তোমাদের মৌনতা জা*লিম হাতকে করেছে আরও নির্মম, আরও র*ক্তপিপাসু।
ভুলে যেও না, আজ ফি*লিস্তিনিদের র*ক্ত ঝরছে— কাল তা তোমাদের দুয়ারেও কড়া নাড়বে!

Argentina destroyed brazil 4-1 and qualified for the worldcup 2026  🇦🇷☠️    Highlight   ゚
26/03/2025

Argentina destroyed brazil 4-1 and qualified for the worldcup 2026 🇦🇷☠️


Highlight ゚

ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম ইকবাল! সাভারের বিকেএসপি-তে মোহামেডান বনাম শাইনপুকুরের ম্যাচ...
24/03/2025

ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম ইকবাল! সাভারের বিকেএসপি-তে মোহামেডান বনাম শাইনপুকুরের ম্যাচ চলাকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তামিম। বিকেএসপিতেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের একটি হাসপাতালে।
১. খুব অল্প সময়ের ব্যবধানে দুটো হার্ট অ্যাটাক হয়েছে। একটা ম্যাসিভ।
২. লাইফ সাপোর্টে আছেন। চেষ্টা করা হচ্ছে এনজিওগ্রাম করে দ্রুত ব্লক/ব্লাড কোট অপসারণ করার। এটা খুব খুব অনিশ্চিত একটা প্রোসেস। বড় হাসপাতাল হলে বেটার হতো।
৩. হেলিকপ্টার প্রায় শুরু থেকে রেডি রাখা হয়েছে। কিন্তু তামিমের শরীর ফ্লাই করার অবস্থায় নেই।
©

আল্লাহ তায়ালার কাছে দ্রুত সুস্থতা কামনা করছি।

নান্দনিক স্ট্রিট লাইটে সেজেছে যশোরের মুজিব সড়ক!অভিনন্দন ও ধন‍্যবাদ জানাই কর্তৃপক্ষকে..
22/03/2025

নান্দনিক স্ট্রিট লাইটে সেজেছে যশোরের মুজিব সড়ক!
অভিনন্দন ও ধন‍্যবাদ জানাই কর্তৃপক্ষকে..

যশোর শহরের রেল রোড এলাকার পঙ্গু হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন সাদি (৩৫) নামে এক যুবক। সোমবার রাত ...
18/03/2025

যশোর শহরের রেল রোড এলাকার পঙ্গু হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন সাদি (৩৫) নামে এক যুবক। সোমবার রাত বারোটার দিকে রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে। নিহত সাদি রেলরোড এলাকার শওকত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে রেল স্টেশন এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেন্সেল বাহিনীর সদস্য ট্যাটু সুমন, আসিফ মেহেদিসহ কয়েকজন সাদিকে লক্ষ্য করে ৭-৮ রাউন্ড গুলি করে। এতে দুটি গুলি তার শরীরে লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, সাদির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে, অ্যাম্বুলেন্সে রওনা দেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম সাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, তার বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে।

এ ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সাদিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, রেল স্টেশন, রেলবাজার, রেলগেট, শংকরপুরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মেন্সেল বাহিনী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর আগে, রেলবাজার এলাকার হাজার হাজার ব্যবসায়ী এই সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং তাদের আটকের দাবি জানান। তবে, প্রশাসন এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।

সেখ জুয়েল এখন বিধান মল্লিকহাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্বপতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহ...
15/03/2025

সেখ জুয়েল এখন বিধান মল্লিক
হাসিনার চাচাতো ভাই নিয়েছেন ভারতের নাগরিকত্ব
পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ওরফে সেখ জুয়েল এখন বিধান মল্লিক। ভারতীয় আধার কার্ডে তিনি বনে গেছেন বিধান মল্লিক হিসেবে। তার বাবার নাম শেখ আবু নাছের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মুদিন্দ্রনাথ মল্লিক। নতুন পরিচয়ে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে ওপাশ।
বাংলাদেশের সাবেক প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমতো কপালে চোখ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের। রীতিমতো বিব্রতবোধ করছে দেশের সচেতন মহল। বলছে, শেখ পরিবারের এমন প্রভাবশালী সদস্যের এমন কাজ করাটা কোনোভাবেই মানায়নি। তবে শুধু সেখ জুয়েল নন।
একাধিক সূত্র জানিয়েছে, দেশের অন্যতম প্রভাবশালী শেখ পরিবারের অনেক সদস্যই বর্তমানে ভারতীয় আধার কার্ড গ্রহণ করেছেন। সেখ জুয়েলের ভারতীয় আধার কার্ডের একটি কপি ইতোমধ্যে বাংলাদেশ প্রতিদিনের কাছে এসে পৌঁছেছে। ২০১৮ সালে খুলনা-২ সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন সেখ সালাহউদ্দিন। ২০২৪ সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।কাগজপত্রে তিনি সেখ সালাহউদ্দিন হলেও সর্বত্র তিনি সেখ জুয়েল নামেই বেশি পরিচিত। গত ৫ আগস্টে গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পরপরই সেখ জুয়েলসহ শেখ পরিবারের প্রায় সবাই ভারতে আশ্রয় নেন। এর আগে শেখ পরিবারের অনেকেই ৬২৬ জনের মধ্যে ছিলেন সেনাবাহিনীর হেফাজতে। জীবনের নিরাপত্তা চেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তী সময়ে সময় সুুযোগমতো ক্যান্টনমেন্টের নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান।
একাধিক সূত্র বলছে, সেখ জুয়েলের মতো শেখ পরিবারের অনেক সদস্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বিশেষ প্রক্রিয়ায়। আধার কার্ডে শুধু নিজের নাম নয়, পাল্টে ফেলেছেন বাবার নামও। ওই কার্ড দিয়ে তারা ভারতে চলাফেরা করে আসছেন স্বাধীনভাবে। আবার ভারতে আশ্রয় নেওয়া অনেককে আবার ট্রাভেল কার্ডও দেওয়া হয়েছে। সেই কার্ড ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারছেন। তবে সেখ জুয়েল কলকাতাতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন। তার বড় ভাই শেখ হেলাল, শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও পশ্চিমবঙ্গের কলকাতাতেই অবস্থান করছেন। সেখ জুয়েলের আধার কার্ড ঘেঁটে দেখা গেছে, তাতে সেখ সালাহউদ্দিন জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক। বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৫৯। আধার কার্ড নম্বর ৮৪৪২০৫৬৭৫৭২৬। ঠিকানা, শাড়াপুল শাড়াপুল, ডাকবাংলো স্বরূপনগর, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ ৭৪৩২৮৬। এদিকে সেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম হলো- সেখ সালাহউদ্দিন (SHAIKH SALAUDDIN)। বাবা সেখ আবু নাছের। মাতা- রাজিয়া খাতুন। জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৬৭। পরিচয়পত্রের নম্বর ১৯৬৭২৬৯২৬১৯০০০০৩৩। ঠিকানা বাসা-৩৬৩, গ্রাম/রাস্তা- শেরেবাংলা রোড, ডাকঘর-সোনাডাঙ্গা-৯১০০। সোনাডাঙ্গা, খুলনা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

মাহমুদউল্লাহ রিয়াদ আমাদের দেশের অহংকার এদেশের মানুষ তোমাকে সারাজীবন ভালোবেসে যাবে ইনশাআল্লাহ 🤲একটি অধ্যায়ের    পরিসমাপ্...
13/03/2025

মাহমুদউল্লাহ রিয়াদ আমাদের দেশের অহংকার
এদেশের মানুষ তোমাকে সারাজীবন ভালোবেসে যাবে ইনশাআল্লাহ 🤲
একটি অধ্যায়ের পরিসমাপ্তি—ধন্যবাদ পঞ্চপাণ্ডব ! ♥️

08/03/2025

গোসল কী? গোসল ফরজ হওয়ার কারণগুলো কী? আর ফরজ গোসলে করণীয় ও সর্বোত্তম নিয়মই বা কী? ৩টি কাজ করার মাধ্যমে ফরজ গোসল করতে হয়। আবার ৪ কাজ থেকে অব্যহতির পর গোসল ফরজ হয়।
গোসল কি?
গোসল আরবি শব্দ। অঞ্চলভেদে একে অনেকে গোসল করা বললেও কেউ স্নান করা, নাইতে যাওয়াও বলে থাকে। তবে আরবি গোসল শব্দের অর্থ হচ্ছে পুরো শরীর ধোয়া। আর ইসলামি শরিয়তের পরিভাষায় পবিত্রতা ও আল্লাহর নৈকট্য পাওয়ার উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা পুরো শরীর ধোয়াকে ‘গোসল’ বলা হয়।
গোসল ফরজ হওয়ার কারণ
সুনির্দিষ্ট চার কারণের যে কোনে একটি সংঘটিত হলেই গোসল ফরজ হয়। তাহলো-
১. জানাবাত থেকে অপবিত্রতা থেকে পবিত্রতা হওয়ার গোসল। এটি নারী-পুরুষের যৌন মিলন, স্বপ্নদোষ বা যে কোনো উপায়ে বীর্যপাত হলে। আল্লাহ তাআলা নির্দেশ দেন-
وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ
‘আর যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও।’ (সুরা : মায়েদা, আয়াত : ৬)
২. মাসিক বন্ধ হওয়ার পর নারীদের পবিত্র হওয়ার জন্য গোসল করা ফরজ।
৩. সন্তান প্রসবের পর নেফাসের রক্ত বন্ধ হলে পবিত্র হওয়ার জন্য নারীদের গোসল করা ফরজ।
৪. আর জীবতদের জন্য মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ।
গোসলের ফরজ কাজ
উল্লেখিত অপবিত্রতা থেকে পবিত্র হতে ৩টি কাজ করা ফরজ। যথাযথভাবে এ ৩ কাজ আদায় না করলে গোসলের ফরজ আদায় হবে না। কাজ তিনটি হলো-
১. কুলি করা । (বুখারি, ইবনে মাজাহ)
২. নাকে পানি দেওয়া। (বুখারি, ইবনে মাজাহ)
৩. সারা শরীর পানি দিয়ে এমনভাবে ধোয়া যাতে দেহের চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে। (আবু দাউদ)
তবে ফরজ গোসল সম্পন্ন করার সর্বোত্তম নিয়ম হলো-
১. বিসমিল্লাহ বলে শুরু করা। বিসমিল্লাহির রাহমানির রাহিম (بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيْم) বলে গোসল শুরু করা। তবে গোসলখানা ও টয়লেট একসঙ্গে থাকলে বিসমিল্লাহ মুখে উচ্চারণ করে বলা যাবে না।
২. হাত ধোয়া। অর্থাৎ উভয় হাতের কব্জি পর্যন্ত ধোয়া।
৩. লজ্জাস্থান ধোয়া। বাম হাতে পানি দ্বারা লজ্জাস্থান পরিস্কার করা। সম্ভব হলে ইস্তিঞ্জা তথা পেশাব করে নেওয়া। এতে নাকাপি সম্পূর্ণরূপে বের হয়ে যাবে।
৪. নাপাকি ধোয়া। কাপড়ে বা শরীরের কোনো অংশে নাপাকি লেগে থাকলে তা ধুয়ে নেওয়া।
৫. ওজু করা। পা ধোয়া ছাড়া নামাজের অজুর ন্যয় অজু করে নেওয়া।
৬. অতঃপর ফরজ গোসলের তিন কাজ- কুলি করা, নাকে পানি দেওয়া এবং পুরো শরীর ভালোভাবে ধুয়ে নেওয়া। যাতে শরীরের একটি লোমকুপও শুকনো না থাকে।
৭. পা ধোয়া। সবশেষে গোসলের স্থান থেকে একটু সরে এসে উভয় পা ভালোভাবে ধোয়া।

02/03/2025

সাহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

তারিখ: ৩ মার্চ
রমজান: ২
সাহরির শেষ সময়: ৫ টা ০৪ মিনিট
ইফতারের সময়: ৬ টা ১১ মিনিট

বি.দ্র.: এটি যশোর জেলার জন্য প্রযোজ্য।

20/02/2025

সবুজ বাংলা।


Address

মশিউর রহমান সড়ক, পুলিশ লাইন টালিখোলা
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when যশোরের রুপ জানাতে আমরা তৎপর "যশোর ফ্রেন্ডস ক্লাব - আমরাই যশোরের" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category