কাব্য ও গল্প কথা-Poem&Fictions

কাব্য ও গল্প কথা-Poem&Fictions Find joy in the little thing, they add up to a beautiful life. 🖤😊

☺️💝
19/08/2025

☺️💝

💔😅
18/08/2025

💔😅

সকাল হয়ে গেছে মুখোশটা পরে নাও, সারাদিন প্রচুর ভালো থাকার অভিনয় করে যেতে হবে.!💔😅

- রাগের পর যে প্রথম সরি বলতে আসে, সে নি'র্ল'জ্জ না! তার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি!🖤🌸
17/08/2025

- রাগের পর যে প্রথম সরি বলতে আসে, সে নি'র্ল'জ্জ না! তার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি!🖤🌸

ইনশাআল্লাহ 😌❤️‍🩹
17/08/2025

ইনশাআল্লাহ 😌❤️‍🩹

😅❤️‍🩹
17/08/2025

😅❤️‍🩹

Look like a >>>✨🖤Aunto&Joy Amir 😌🤍
02/08/2025

Look like a >>>✨🖤
Aunto&Joy Amir 😌🤍

_এই দুইজনকে যদি না চেনেন তাহলে আপনার বাসায় টিভি ছিলো না! 🙂🙃
30/07/2025

_এই দুইজনকে যদি না চেনেন তাহলে আপনার বাসায় টিভি ছিলো না! 🙂🙃

28/07/2025

"
"খুব সুন্দরী মেয়েরা জীবনে সব সময় নিঃসঙ্গ থাকে —"

বাহ্যিক সৌন্দর্য আমাদের সমাজে যতটা প্রশংসিত, ততটাই ভুল বোঝার শিকার হয় ‘খুব সুন্দর’ মেয়েরা। চারপাশ থেকে অসংখ্য চোখ তাদের দিকে তাকায়, কিন্তু খুব কম মানুষই তাদের মনটাকে বোঝার চেষ্টা করে। মানুষ ধরে নেয়, তারা সুন্দর মানেই নিশ্চয়ই তাদের জীবনে প্রেম আছে, সঙ্গ আছে, আনন্দ আছে। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো।

খুব সুন্দর মেয়েরা অনেক সময় সম্পর্কের ক্ষেত্রে অবিশ্বাসের শিকার হয়। কেউ কেউ ভাবে, “এত সুন্দর মেয়ে, সে নিশ্চয়ই আমাকে সিরিয়াসলি নেবে না।” আবার কেউ কেউ শুধুই বাহ্যিক আকর্ষণে কাছে আসে—ভালোবাসার নামে ভোগ করতে চায়, বোঝে না অন্তরের গভীরতা।

তাদের কষ্টগুলোও কেউ শুনতে চায় না। কারণ সমাজ ভাবে, “তাকে কষ্ট কিসের? সে তো সুন্দর, তার জীবন নিশ্চয়ই পরিপূর্ণ।” অথচ এই মেয়েগুলো অনেক রাতে একা কাঁদে, প্রশ্ন করে—"আমি কি শুধু রূপের জন্যই পছন্দের যোগ্য?"
তারা চায় এমন কাউকে, যে তাদের চোখের জল না দেখে অনুভব করতে পারবে… এমন কাউকে, যে তাদের হৃদয়ের গল্প শুনবে, মুখের নয়।

সুন্দর হওয়া একটি আশীর্বাদ, কিন্তু এই সমাজে সেটাই হয়ে দাঁড়ায় নিঃসঙ্গতার অভিশাপ।

---ইতিহাস ও বর্তমান বিশ্বের অনেক বিখ্যাত ও চরম সুন্দরী নারী ছিলেন, যারা ছিলেন বা এখনো আছেন নিঃসঙ্গ, হতাশ, এমনকি ডিপ্রেশনের শিকার — যদিও বাইরে থেকে তাদের জীবনকে পরিপূর্ণ ও জাঁকজমকপূর্ণ মনে হয়। নিচে কয়েকজনের উদাহরণ দিচ্ছি:

---

🌺 ১. মেরিলিন মনরো (Marilyn Monroe) –

বিশ্বসেরা গ্ল্যামার আইকন, যাকে সবাই ঈর্ষা করত।
কিন্তু তার জীবন ছিল গভীর দুঃখ, নিঃসঙ্গতা আর ভাঙা সম্পর্কের গল্পে ভরা।
ডিপ্রেশনের কারণে ওষুধের ওভারডোজে মৃত্যুবরণ করেন।

📌 বিখ্যাত উক্তি:
"I don't want to make money, I just want to be wonderful."
কিন্তু কেউই তার আসল কষ্ট বুঝতে চায়নি।

---

🌸 ২. প্রিন্সেস ডায়ানা (Princess Diana) –

অসাধারণ সৌন্দর্য ও করুণ হৃদয়ের প্রতীক,
কিন্তু রাজপ্রাসাদের জীবন তাকে ভীষণ নিঃসঙ্গ করেছিল।
তার বিবাহিত জীবন ছিল ভাঙা, স্বামী চার্লসের ভালোবাসা পাননি।

📌 বিখ্যাত উক্তি:
"There were three of us in this marriage, so it was a bit crowded."

---

🌼 ৩. সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী –

রিয়ার সৌন্দর্য নিয়ে কারও সন্দেহ নেই।
কিন্তু প্রেমিকের মৃত্যুর পর পুরো দেশ তার বিরুদ্ধে দাঁড়ায়,
তার বন্ধুবান্ধব, সমাজ — কেউ পাশে ছিল না।
অত্যন্ত একা হয়ে গিয়েছিলেন সেই সময়ে।

---

🌹 ৪. ঐশ্বরিয়া রাই বচ্চন –

বিশ্বসুন্দরী, বলিউড তারকা — বাইরের দুনিয়ায় সব আছে।
কিন্তু গুঞ্জন আছে, তিনি তার শ্বশুরবাড়ির মধ্যেও অনেকটা নিঃসঙ্গ।
গ্ল্যামার, খ্যাতি, পরিবার — সব থাকলেও অনেক সময় মানসিক সমর্থন না থাকায় নারীরা নিঃসঙ্গ বোধ করেন।

---

🌻 ৫. ব্রিটনি স্পিয়ার্স (Britney Spears) –

একসময় বিশ্ব কাঁপানো পপ তারকা।
দারুণ সুন্দরী, সবার স্বপ্নের নারী —
কিন্তু মানসিক চাপ, অবরুদ্ধ জীবন, অপব্যবহার — সব মিলিয়ে ভীষণ নিঃসঙ্গ হয়ে পড়েন।
সম্প্রতি নিজের কনজারভেটরশিপ ফিরে পেয়ে আবার স্বাধীনতা পেয়েছেন।

---

🌷 ৬. দীপিকা পাড়ুকোন –

একাধিকবার সাক্ষাৎকারে বলেছেন,
সৌন্দর্য, খ্যাতি, প্রেম থাকা সত্ত্বেও তিনি দীর্ঘ সময় ডিপ্রেশনে ছিলেন।
ভেতরে ছিলেন একদম একা।
আজও তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন।

---

🌸 এই তালিকা দেখায়—

> "সৌন্দর্য মানেই সুখ নয়।
বাহ্যিক সৌন্দর্য অনেক সময় এক নারীর ভেতরের কষ্টগুলো ঢেকে ফেলে।
সবাই তাকায়… কিন্তু খুব কম মানুষ বোঝে।"



#নারীরমন
#চোখে_না_দেখা_কষ্ট"

Collected

27/07/2025

Where is my R??🙂🤦‍♀️

26/07/2025

ভালো মেয়েরাই কেন সবসময় বেশি কষ্ট পায়?.. প্রত্যেকটা মেয়ের অবশ্যই একবার হলেও জানা উচিত !

একটা জিনিস ভীষণ ভাল করে বুঝতেই পেরেছি। বহু মেয়ে অবহেলিত শুধুমাত্র চাহিদা কম থাকার কারণে। কীরকম চাহিদা? মাছ ছাড়াও দিব্যি ভাত খেতে পারে। অর্থাৎ ওর মাছের প্রয়োজন নেই। ও তো চায়নি, তার মানে এটাই স্বাভাবিক। ওর সাজের জিনিসের প্রয়োজন নেই। কোনও দিন মুখ ফুটে বলে না তো, তাহলে ওর লাগে না।

কখনও কোনও অসুখে ও মাগো বাবাগো বলে শুয়ে না পড়া মেয়েদের যন্ত্রণা যে হতে পারে বা সত্যিই সে অসুস্থ বোধ করতে পারে সেটা তার কাছের মানুষের কাছে বিশ্বাসযোগ্যই নয়। ওই যে চাহিদা কম!
যে মেয়ে বাপের জন্মে হাত খরচ চায়নি আমি হলফ করে বলতে পারি তাকে কেউ হাতে তুলে দুটো টাকা হাত খরচ দেয়নি।

এক্ষেত্রে মেয়েদের বহু কাঙ্খিত জিনিসের চাহিদাই দাম পায় না। কারণ তারা চায় না দামি লিপস্টিক, সখের ফোন, প্রিয় চকলেট, দু দিনের উইকেন্ড, ব্র্যান্ডেড ফেসিয়াল, দামি হেয়ার কাট। এর জন্য কী হয় যখন সত্যিই কিছুর ভীষণ প্রয়োজন হয় ওটাও বাকিগুলোর মতো কদর পায় না। কারণ মেয়েটার তো কোনও ডিম্যান্ডই নেই।

এইসব মেয়েরা সবচেয়ে বেশি সাফার করে যারা বাবা ও স্বামীর কাছে নিজেকে দামি বলে প্রমাণ করেনি। এর ফলে এরা সকলের কাছেই মারাত্মক সহজলভ্য হয়ে পড়ে। এদের সখের জামা লাগে না, প্রয়োজনের জুতো লাগে না, অসুস্থতা হলে কেয়ার লাগে না, এমনকী যন্ত্রণা হলেও সেটা ভীষণ মেকি কারণ এরাই একটা সময় বুঝিয়েছে আমাদের যন্ত্রণা পর্যন্ত হয় না সহ্য করতে পারি।

যে মেয়েদের ডিম্যান্ড কম তাদের সময় দেওয়াটাও গুরুত্বহীন হয়ে পড়ে কারণ সঙ্গী ভাবে ও তো এমনিতেই থাকবে। আর আজকালকার যুগে ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের কথা আর বললামই না বেশিরভাগই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে গিয়ে প্রাপ্তির খাতায় শূন্য থেকে যাচ্ছে, এদের জিনিসপত্র দেওয়া বা আবদার মেটানো তো দূর কি বাত এদের সামান্য কষ্টটাও পর্যন্ত মানতে নারাজ হচ্ছে সমাজ। কারণ এরা কষ্ট হজম করতে পারে।

অন্যদিকে বাড়ির লালুনি পুষুনি মেয়েটা গদগদ হয়ে বাবা বা স্বামীর কাছে দামি আইফোন চাইলে নির্বিঘ্নে তা জুটে যায়। মাসের শেষে পার্লার খরচা কসমেটিক্স খরচা, জামা কাপড়ের খরচা বেশ মিলে যায়। এদের সখ মেটাতে আপত্তি হয় না কারও ওটা প্রয়োজনের মধ্যেই পড়ে। কারণ তাঁরা নিজেদের দাম বোঝাতে পেরেছে.... অন্যদিকে যে এইসব না চেয়ে সামান্য মানসিক শান্তি চেয়েছিল তাতেও জোটে শুধু তিরস্কার আর অপমান। হায় রে সমাজ! ত্যাগকে এরা সহজলভ্য বানিয়ে দিল !
__________________

Collected

,

Address

Meherpur
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাব্য ও গল্প কথা-Poem&Fictions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share