
29/09/2025
কিছু কথা🎤
যারা ট্রাভেল করেন অনেককেই দেখি সমুদ্র, পাহাড় এবং প্রকৃতির বর্ণনা দিতে গিয়ে রূপক উদাহরণ দিয়ে থাকেন।
“এটি মালদীপ নয়, এটা আমাদের সেইন্টমার্টিন”
“এটা সুইজারল্যান্ড নয়, এটা আমাদের বান্দরবান।
এমন আরো বেশ কিছু। কিন্তু বিষয় টা কে এভাবে না লিখে যদি এভাবে লিখি-
“নীলের জলে আর সাদা বালিতে মিলেমিশে সূর্যস্নান হোক এবারে সেইন্টমার্টিনে ”
“সবুজ গিরিরাজ আর নীল আকাশের মিলন রেখায় মেঘের রাজ্য আপনাকে স্বাগতম। - বান্দরবান, বাংলাদেশ”
সৃষ্টিকর্তা তার প্রতিটা সৃষ্টির ভীতর পার্থক্য রেখেছেন। একটির সাথে আরেকটি হুবহু কখনো মিলবে না। তাই নিজের দেশকে একক ভাবে প্রেজেন্ট করি। রূপক ব্যবহার না করি।