The Mentors Tutorial

The Mentors Tutorial The Mentors is a modernised English learning & research institute. IELTS, Spoken English, Phonetics

IELTS, Spoken English, Phonetics & Writing courses are run here in easy way.

05/09/2025

🎯 এবার ইংরেজি শেখা হবে নিশ্চিত, ধাপে ধাপে!
স্পোকেন ইংলিশ শুরু করবেন, কিন্তু কোথা থেকে বুঝতে পারছেন না?
📖 এই বইতেই পাবেন
✅ ধাপে ধাপে শেখার গাইড
✅ প্রতিটি অধ্যায়ের সাথে ভিডিও ক্লাস
✅ মাত্র ১২টি বাক্যে Tense শেখার টেকনিক
✅ সহজ ভাষায় প্র্যাকটিসের নিয়ম

💡 চাকরি, পড়াশোনা কিংবা উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইংরেজি শেখা জরুরি?
তাহলে এই বই হতে পারে আপনার টার্নিং পয়েন্ট!

📦 এখনই অর্ডার করতে thementorstutorial.com লিংকে ক্লিক করুন
📞 বিস্তারিত জানতে কল করুন: imo/whatsapp: 01922331111

Spoken English book | Spoken English bd | The Mentors Tutorial

19/08/2025

✅ ইংরেজি শিখতে কেন এই বইটি আপনার Best choice হতে পারে?

✅ আমাদের ফুল ইংলিশ কোর্সের বইটির বর্তমান মুল্য - 690/- (ফুল কোর্স)
কুরিয়ার চার্জ - 100/- (সারা বাংলাদেশ)
(বই ও ভিডিও ক্লাস লিংক পাবেন এবং whatsapp এ সাপোর্ট পাবেন )
বইটি অর্ডার করার জন্য - যিনি রিসিভ করবেন তার নাম, ফোন নম্বর এবং সম্পুর্ন ঠিকানা মেসেজ করুন।
আর ডেলিভারি (কুরিয়ার) চার্জ 100/- টাকা 01922331111 (personal bkash) নম্বরে পাঠিয়ে মেসেজ দিন।
আর বাকি বইয়ের মুল্য ৬৯০/- টাকা, বইটি রিসিভ করার সময় ডেলিভারি ম্যান কে দিতে হবে।
Thank you. (Asaduzzaman sir).

11/08/2025

🎯 এবার ইংরেজি শেখা হবে নিশ্চিত, ধাপে ধাপে!
স্পোকেন ইংলিশ শুরু করবেন, কিন্তু কোথা থেকে বুঝতে পারছেন না?
📖 এই বইতেই পাবেন
✅ ধাপে ধাপে শেখার গাইড
✅ প্রতিটি অধ্যায়ের সাথে ভিডিও ক্লাস
✅ মাত্র ১২টি বাক্যে Tense শেখার টেকনিক
✅ সহজ ভাষায় প্র্যাকটিসের নিয়ম

💡 চাকরি, পড়াশোনা কিংবা উজ্জ্বল ভবিষ্যতের জন্য ইংরেজি শেখা জরুরি?
তাহলে এই বই হতে পারে আপনার টার্নিং পয়েন্ট!

📦 এখনই অর্ডার করতে thementorstutorial.com লিংকে ক্লিক করুন
📞 বিস্তারিত জানতে কল করুন: imo/whatsapp: 01922331111

10/08/2025

Online & Offline Spoken English কোর্সে ভর্তি চলছে....
Call now :
imo/wtsp 01922331111
The Mentors Tutorial

07/08/2025

ইংলিশ শেখার জন্য The Mentors Tutorial কেন অন্যতম সেরা প্রতিষ্ঠান...?
কারন, আমাদের নিজস্ব ইউনিক টেকনিকে আমরাই আপনাকে ইংরেজি বলাব?
না বলে যাবেন কোথায়....?
TMT unique easy technique - ই আপনাকে নিয়ে যাবে আপনার কাঙ্খিত সাফল্যের গন্তব্যে ইনশাআল্লাহ।
নতুন ব্যাচে ভর্তি চলছে!!
আজই নক করুন।

Office: 01818-271111
Whatsapp: 01922331111
Address :
সরকারি মহিলা কলেজ রোড, পানি উন্নয়ন বোর্ডের সামনে, যশোর।
✅ আমাদের ক্লাস সিস্টেম এবং টিচিং রিভিউ পেতে নিচের লিংকের ভিডিও দেখতে পারেন..
https://youtu.be/mL8aFBsw7DE?si=lghB316zPJA6cAnd

✡️ নেলসন ম্যান্ডেলার কিছু কথা:যিনি ২৭ বছর জেল খাটার পরে নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন (ভাল কাজে আসলেই সময় লাগ...
06/08/2025

✡️ নেলসন ম্যান্ডেলার কিছু কথা:
যিনি ২৭ বছর জেল খাটার পরে নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন (ভাল কাজে আসলেই সময় লাগে).....
✡️ বদলে দিতে চাও? আগে নিজে বদলাও।
অনেককিছুই বদলে দিতে ইচ্ছে করে, তাই না? তাহলে আগে নিজেকে বদলাও। আত্মশুদ্ধি ছাড়া অন্যকে শুদ্ধ করা যায় না। একজন মাতাল আরেকজন মাতালকে উপদেশ দিতে পারে না। দিস ইজ অ্যাবসার্ড।

✡️ তাদের ভুল প্রমাণ করো।
যারা বলে তুমি পারবে না, তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তাদের ভুল প্রমাণ করা। এর জন্য শুধু জেদ থাকলেই চলবে, আর কিছু লাগবে না।

✡️ সময়কে ভালোবাসো।
জীবনটা খুব দীর্ঘ নয় যে শুয়েবসে কাটাবে। চোখের পাতা পড়ছে, এক ভগ্নাংশ সেকেন্ড চলে যাচ্ছে। তাই সময়টা ব্যবহার করো। প্রতিটি মানুষ মৃত্যুশয্যায় সময় নিয়ে আফসোস করে। এর ব্যতিক্রম কখনো হয়নি, হবেও না।

✡️ বিড়ালটি কি সাদা না কালো তা আমার জানার দরকার নেই, শুধু সেটা ইঁদুর মারতে পারলেই হলো। তবে দুষ্ট বিড়াল হলে চলবে না, মানে, অসৎ পথ হলে চলবে না।

✡️ নিজের মতে শক্ত থাকো,
অটল থাকো। সুপারি গাছের মতো বাতাস যেদিকে দোলে সেদিকে দুলবে না, মড়াৎ করে কোমর ভেঙে যাবে।
✡️ আবেগ নয়, মগজ খাটাও।
বেশিরভাগ ইমোশনাল সিদ্ধান্তের পরিণতি খারাপ হয়। তাই সিদ্ধান্ত নিতে হবে মাথা খাটিয়ে, তাহলেই পথের নিশানা পাবে। মাঝে মাঝে আবেগকে মগজের নিচে কবর দিতে হয়।
✡️ নিঃশ্বাসের সাথে বিশ্বাস বদলিও না। তোমার বিশ্বাস হতে হবে অটল বিশ্বাস। যখন যার কোলে তাকে চুমু খেয়ে নিজের বিশ্বাস বদলে ফেলা মানে আত্মার মরণ।
এটা করলে তুমি আর মানুষ থাকো না, মানুষের ছায়া হয়ে বেঁচে থাকো মাত্র।

03/08/2025

The Mentors Tutorial, যশোরে কেন ইংরেজি শিখবেন?
কারন,
TMT, সব সময়ই আপনাকে শেখানোর ব্যাপারে সিরিয়াস।
আপনার সমস্যাগুলির প্রতি চিন্তাশীল, কারন সমাধান দিতে গেলে ভাবতে হবে গভীর ভাবে।
গতানুগতিক ভাবে সবাইকে এক রকম ভাবলে চলে না।
তাই ব্যাক্তিভেদে TMT নতুন strategy apply করে থাকে।
একই ওষুধ সবার রোগ সারাতে পারে না, কারন সমস্যার মধ্যে সাদৃশ্যের পাশাপাশি ভিন্নতা থাকে।
So, TMT is always up to date.
Anybody can take TMT as one of the trusted platforms with a view to drawing the best consequences ultimately.
তাই, TMT তে আসুন এবং শুরু করুন আপনার ইংলিশ শেখার নতুন জার্নি।
নতুন ব্যাচে ভর্তি চলছে।
Contact us:
Office : 01818-271111
Imo/wtsp: 01922-331111
Address: সরকারি মহিলা কলেজ রোড, পানি উন্নয়ন বোর্ডের সামনে, যশোর।

কর্পোরেট বিশ্বাসঘাতকতা:  টেবিলের হাসির আড়ালের গল্প : কর্পোরেট বিশ্বাসঘাতকতা শত্রুদের কাছ থেকে আসে না — আসে  টেবিলের হাসি...
03/08/2025

কর্পোরেট বিশ্বাসঘাতকতা: টেবিলের হাসির আড়ালের গল্প :
কর্পোরেট বিশ্বাসঘাতকতা শত্রুদের কাছ থেকে আসে না — আসে টেবিলের হাসিমাখা সহকর্মীর কাছ থেকে।"

কর্পোরেট জগৎ মানেই কঠোর পরিশ্রম, লক্ষ্যপূরণ, আর অনিশ্চয়তা। কিন্তু সবচেয়ে বড় বিপদটা আসে তখন, যখন আপনি মনে করেন — আপনি নিরাপদ। শত্রু তো চিনে রাখা যায়, কিন্তু যারা প্রতিদিন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, একসাথে চা/কফি ব্রেকে গল্প করে, সফলতায় বাহবা দেয় — তারাই যদি বিশ্বাসঘাতক হয়, তবে সেই আঘাতটাই সবচেয়ে ভয়ঙ্কর।
সবচেয়ে ভয়ংকর আঘাতটা শত্রুর ছোড়া নয় —
ওটা হয়ত তুমি সামলাতে পারো, কারণ তুমি প্রস্তুত থাকো।
কিন্তু যে সহকর্মীর সঙ্গে প্রতিদিন চা খাও, একসঙ্গে হেসে মিটিং রুমে বসো, যার সামনে তুমি নিজের হতাশা পর্যন্ত প্রকাশ করো —
যখন সেই মানুষটাই পেছন থেকে ছুরি মারে, তখন শুধু ক্যারিয়ার নয়, মনটাও থমকে যায়। তবে আত্নবিশ্বাসী দের এতে কোন যায় আসে না।
আসলে কর্পোরেট জগতে প্রতিযোগিতা স্বাভাবিক। কিন্তু মুখে হাসি আর মনে ছুরি— এই দ্বিচারিতা ধ্বংস করে দেয় বিশ্বাস, টিম স্পিরিট আর ন্যায়ের ভিত। সবাই সফল হতে চায় — কিন্তু কেউ কেউ অন্যকে ধাক্কা দিয়ে উপরে উঠতে চায়। আর এই উঠাটা-ই যে একধরনের পতন, তা ধাক্কাদানকারী বুঝতে পারে না।
সে নিজেকে অনেক চালাক মনে করে, তার ধারনাই নাই, যে তার সামনের ব্যক্তি হয়ত তার চেয়েও দ্বিগুন চালাক।
আজকাল প্রেজেন্টেশনের চেয়ে পলিটিকস বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। পারফরম্যান্স নয়, পারসেপশন দিয়ে ক্যারিয়ার তৈরি হয়। আর সবচেয়ে বেশি ক্ষতি করে সেই ‘বন্ধু’ —যে তোমার ওপর ভরসা করে তোমারই চেয়ারে বসার স্বপ্ন দেখে এবং নিজের অবস্থান কে ভুলে যায়।
তবুও, হতাশ হইও না। প্রত্যেকটা কষ্ট তোমার ভেতর শক্তির একটা নতুন স্তর তৈরি করছে।
আসলে, অন্ধকার যত গভীরই হোক, সূর্য উঠবেই।
সময় সব কিছু দেখে, ন্যায় নিজেই নিজের পথ খুঁজে নেয়।
অতএব, কর্পোরেট দুনিয়ায় চোখ খোলা রাখাটা শুধু বুদ্ধিমানের কাজ নয়, বেঁচে থাকার কৌশল।
সবাইকে বন্ধু ভাববেন না — কারণ প্রতিযোগিতার মুখে বন্ধুত্ব মুখোশ পরে আসে।
বিশ্বাস করুন, কিন্তু হিসেব রেখে। চা/কফি টেবিলের হাসির আড়ালে অনেক গল্প লুকিয়ে থাকে — সব গল্প সুখের হয় না।
মনে রাখবা - একদিন সত্য চুপচাপ হাসবে — তখন অসৎ/ মিথ্যাবাদীরা
মুখ দেখানোর সাহস পাবে না অথবা চলে যাবে পরিচিত জনের চোখের অন্তরালে।
আর এভাবেই অসত্যের ধ্বংস হয়, আর সততা নিজ গতিতে সামনে এগিয়ে যায়।

02/08/2025

Spoken এবং Kid's English এর জন্য The Mentors Tutorial (যশোর ক্যাম্পাসে) আপনাকে স্বাগত।
✅ Vocabulary
✅ Sentence making
✅ Speaking
✅ Writing
✅ Presentation
✅ Individual care
✅ Round table discussion
✅ Phonics (Bri/Ame)
✅ Best opportunity to learn & practice with Asaduzzaman Asad sir.
So,don't miss & grab the opportunity soon !!

Get in touch:
01818-271111
সরকারি মহিলা কলেজ রোড, পানি উন্নয়ন বোর্ডের সামনে, যশোর।

1. I want to buy some fresh vegetables.আমি কিছু তাজা সবজি কিনতে চাই।2. How much is the price of potatoes per kilo?আলুর ক...
31/07/2025

1. I want to buy some fresh vegetables.
আমি কিছু তাজা সবজি কিনতে চাই।
2. How much is the price of potatoes per kilo?
আলুর কেজি কত?
3. Are the tomatoes fresh today?
আজ টমেটোগুলো কি তাজা?
4. Please give me half a kilo of carrots.
আমাকে আধা কেজি গাজর দিন।
5. Can you reduce the price a little?
আপনি কি একটু দাম কমাতে পারবেন?
6. It seems too expensive.
এটা তো অনেক বেশি দাম।
7. I’ll take one kilo of onions.
আমি এক কেজি পেঁয়াজ নেব।
8. Do you have spinach today?
আজ কি পালং শাক আছে?
9. No plastic bag, I have my own.
প্লাস্টিক ব্যাগ লাগবে না, আমার নিজের ব্যাগ আছে।
10. Thank you! I’ll come again.
ধন্যবাদ! আমি আবার আসবো।

30/07/2025

Let's learn English for better career.

28/07/2025

Daily Spoken English এর দারুন একটি প্রাকটিক্যাল ক্লাস....
Admission open:
যশোর ক্যাম্পাস এ...
Online/Offline Spoken, IELTS & Kid's English কোর্স।
Call us : 01818271111
Wtsp : 01922-331111

Address

সরকারি মহিলা কলেজ রোড, পানি উন্নয়ন বোর্ডের সামনে, যশোর।
Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801722331111

Alerts

Be the first to know and let us send you an email when The Mentors Tutorial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Mentors Tutorial:

Share