The Mentors Tutorial

The Mentors Tutorial The Mentors is a modernised English learning & research institute. IELTS, Spoken English, Phonetics

IELTS, Spoken English, Phonetics & Writing courses are run here in easy way.

16/07/2025

✅ Basic Spoken English এবং Kids English কোর্সে নতুন ব্যাচে ভর্তি চলছে The Mentors Tutorial যশোর ক্যাম্পাসে।
আত্নবিশ্বাসের সাথে সাবলীল ভাবে ইংলিশ এ কথা বলুন।
✅ আমাদের এই কোর্সে আপনি যা যা পাচ্ছেন:
✡️ Vocabulary.
✡️ Sentence Making.
✡️ Fundamental Grammar.
✡️ Speaking (Individual /Group/Situational).
✡️Phonetics (British/American Accent).
✡️ Presentation.
✡️ Interview Session.
✡️ Language club facilities
✡️ Course Completion Certificate.
✅ (আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনলাইন এবং অফলাইনে আমাদের কোর্সটি করে লক্ষ লক্ষ শিক্ষার্থী সফল হয়েছে, পরবর্তী সফল ব্যাক্তিদের তালিকায় আপনিও থাকতে পারেন)
# আমাদের প্রতিষ্ঠানে একাধিক skilled teachers এর ক্লাস পাবেন।
✅ দারুন অফার: সম্পুর্ন নতুন ব্যাচে ভর্তি চলছে।
✡️ বিস্তারিত জানতে নক করুন:
অফিস:01818271111
Wtsp : 01922331111
✡️ Our facebook page: The Mentors Tutorial
✡️ Visit our YouTube Channel :
Link:https://youtube.com/playlist...
✅ (আমাদের Basic Spoken কোর্সটি স্টুডেন্ট, গৃহিনী, চাকুরিজীবি, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, শিক্ষক শিক্ষিকাসহ সকলের জন্য উন্মুক্ত)
✡️ We are here:
Mentors Tutorial
(Jashore Campus), সরকারি মহিলা কলেজ রোড, পানি উন্নয়ন বোর্ডের সামনে, যশোর।
Feel free to call us : 01818-271111

16/07/2025

✅ Basic Spoken English এবং Kids English কোর্সে নতুন ব্যাচে ভর্তি চলছে The Mentors Tutorial যশোর ক্যাম্পাসে।
আত্নবিশ্বাসের সাথে সাবলীল ভাবে ইংলিশ এ কথা বলুন।
✅ আমাদের এই কোর্সে আপনি যা যা পাচ্ছেন:
✡️ Vocabulary.
✡️ Sentence Making.
✡️ Fundamental Grammar.
✡️ Speaking (Individual /Group/Situational).
✡️Phonetics (British/American Accent).
✡️ Presentation.
✡️ Interview Session.
✡️ Language club facilities
✡️ Course Completion Certificate.
✅ (আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনলাইন এবং অফলাইনে আমাদের কোর্সটি করে লক্ষ লক্ষ শিক্ষার্থী সফল হয়েছে, পরবর্তী সফল ব্যাক্তিদের তালিকায় আপনিও থাকতে পারেন)
# আমাদের প্রতিষ্ঠানে একাধিক skilled teachers এর ক্লাস পাবেন।
✅ দারুন অফার: সম্পুর্ন নতুন ব্যাচে ভর্তি চলছে।
✡️ বিস্তারিত জানতে নক করুন:
অফিস:01818271111
Wtsp : 01922331111
✡️ Our facebook page: The Mentors Tutorial
✡️ Visit our YouTube Channel :
Link:https://youtube.com/playlist...
✅ (আমাদের Basic Spoken কোর্সটি স্টুডেন্ট, গৃহিনী, চাকুরিজীবি, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার, শিক্ষক শিক্ষিকাসহ সকলের জন্য উন্মুক্ত)
✡️ We are here:
Mentors Tutorial
(Jashore Campus), সরকারি মহিলা কলেজ রোড, পানি উন্নয়ন বোর্ডের সামনে, যশোর।
Feel free to call us : 01818-271111

💥নিচের প্রত্যেকটি বাক্যের গঠন মন দিয়ে দেখুন, বুঝুন এবং একই ভাবে নতুন বাক্য তৈরি করে কমেন্টে লিখুন....* I say- আমি বলি* I...
12/07/2025

💥নিচের প্রত্যেকটি বাক্যের গঠন মন দিয়ে দেখুন, বুঝুন এবং একই ভাবে নতুন বাক্য তৈরি করে কমেন্টে লিখুন....
* I say- আমি বলি
* I said- আমি বললাম
* I have said- আমি বলেছি
* I had said-আমি বলেছিলাম
* I will say- আমি বলব
* I can say- আমি বলতে পারি
* I should say- আমার বলা উচিত
* I could say-আমি বলতে পারতাম
* I must say-আমি অবশ্যই বলব
* I would like to say- আমি বলতে চাই
* I am to say-আমাকে বলতে হয়
* I have to say-আমাকে বলতে হবে
* I must have to say- আমাকে বলতেই হবে
* I had to say-আমাকে বলতে হয়েছিল
* I must had to say- আমাকে বলতেই হয়েছিল
* I dare to say-আমি বলতে সাহস করি
* I need to say-আমার বলা প্রয়োজন
* I should have said- আমার বলা উচিত ছিল
* I feel like saying- আমার বলতে ইচ্ছা করছে
* I am having problem saying- আমার বলতে সমস্যা হচ্ছে
* What if I don't say?- কি হবে যদি আমি না বলি?
* I am proud - আমি গর্বিত
* I am fit - আমি উপযুক্ত
* I am thirsty- আমি তৃষ্ণার্ত
* I am optimistic- আমি আশাবাদী
* I am exited- আমি উত্তেজিত
* I am so so- আমি মোটামুটি ভাল
* I am ashamed - আমি লজ্জিত
* I am sorry- আমি দুঃখিত
* I am talking - আমি কথা বলছি
* I feel - আমি অনুভব করি/করছি
* I am concerned - আমি উদ্বিগ্ন
* I am devoted- আমি অনুগত

 # Change yourself....নিজেকে না বদলালে ক্যারিয়ার বদলাবে না! আমরা সবাই চাই উন্নতি, চাই সফলতা। চাই চাকরির প্রমোশন, ব্যবসায়...
11/07/2025

# Change yourself....
নিজেকে না বদলালে ক্যারিয়ার বদলাবে না! আমরা সবাই চাই উন্নতি, চাই সফলতা। চাই চাকরির প্রমোশন, ব্যবসায় গ্রোথ, জীবনে মর্যাদা।
# কিন্তু সত্যি কথাটা হলো—যদি আপনি আগের মতোই থাকেন, তাহলে আগের ফলই বারবার ফিরে আসবে। নিজেকে না পাল্টালে, পরিস্থিতি পাল্টাবে না। নিজের স্কিল বাড়ানো মানে খরচ নয়—এটা হলো নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ।
আজ আপনি যেটা শিখছেন, আগামীকাল সেটাই আপনাকে আলাদা করে দেবে।
🚫 “সময় নেই”, “টাকা নষ্ট হবে”—এই ভাবনাগুলোই আপনাকে আটকে রাখে।আর ঠিক তখনই আপনার পাশের মানুষটা হয়তো শেখা শুরু করে দেয়,আর কিছুদিন পর আপনি তাকিয়ে থাকেন—“সে কিভাবে এতদূর চলে গেল!”

👉 স্মরণ রাখুন:
“সাফল্য চাওয়া সহজ, নিজেকে প্রস্তুত করা কঠিন।
আর যিনি কঠিনটাকে বেছে নেন, একদিন তিনিই সবাইকে চমকে দেন।”
তাই আজই একটা সিদ্ধান্ত নিন—নিজেকে গড়ুন, নিজের স্কিল বাড়ান, নিজের ভিতরে বিনিয়োগ করুন।আপনার উন্নতি, আপনার হাতেই।



The Mentors Tutorial (Think different to access the best)✅ রেজাল্ট মনের মত হয়নি?, তাতে কি? এটা তো কেবল নতুন করে শুরু করা...
10/07/2025

The Mentors Tutorial
(Think different to access the best)
✅ রেজাল্ট মনের মত হয়নি?, তাতে কি? এটা তো কেবল নতুন করে শুরু করার একটা সুযোগ!
✅ আজ যারা হেরেছে, কাল তারাই জিতবে—শুধু হাল ছাড়বে না।
✅ একটা রেজাল্ট তোমার জীবন নির্ধারণ করে না, কিন্তু তোমার সাহস বৃদ্ধি করে!
✅ তুমি পারো—এবার একটু ভিন্নভাবে চেষ্টা করো!
✅ সফলরা একদিনে সফল হয়নি—তারা বারবার হেরেও থেমে যায়নি।
✅ হতাশা নয়, আত্মবিশ্বাসই বদলে দিতে পারে জীবনের গতিপথ।
✅ এসএসসি একটা ধাপ, জীবন অনেক বড়—এগিয়ে যাও, সাহস রেখো।
✅ তোমার মূল্য কোনো সার্টিফিকেটে নয়, তোমার চেষ্টা ও মনোভাবে।
✅ যদি এবার না পারো, পরেরবার আরও ভালো করে জিতবে—এটাই হলো সত্যিকারের সাহস।
✅ নিজেকে ছোট ভাবো না—তোমার ভেতরেই লুকিয়ে আছে অসাধারণ কিছু।

10/07/2025



✅ নিজের পারসোনালিটি নিজেকে ধরে রাখতে হবে... দুইটা জিনিস মনে রাখবেন!!!!! (১) স্ট্রং পারসোনালিটি :👉 কোন ব্যক্তির কথায় থেমে...
10/07/2025

✅ নিজের পারসোনালিটি নিজেকে ধরে রাখতে হবে...
দুইটা জিনিস মনে রাখবেন!!!!!

(১) স্ট্রং পারসোনালিটি :

👉 কোন ব্যক্তির কথায় থেমে যাওয়া জীবন না! কারন শক্ত পারসোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবেনা কারো কথায়!!

👉 একবার ব্যর্থ হলে বসে যাওয়া লাইফ না। অপশন থাকলে দেখিয়ে দেয়াই লাইফ!!

👉 মানুষের কথায় কান্না করে নয়! চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানোই জীবন, যা দেখে মানুষের চোখে তাক লেগে যাবে!!!

(২) সেল্ফ রেস্পেক্টঃ

👉 কেউ আপনাকে একবার ignore করলে তাকে পাঁচবার ingore করবেন এটাই self respect। মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে এক পিস!!

👉 কেউ আপনার পজিশন নিয়ে খোটা দিলে, আপনি টপ পজিশনে গিয়ে তাকে দেখিয়ে দিবেন এটাই জীবন !!

👉 কেউ তোমার জীবন থেকে চলে গেলে তাকে দরজা অবধি এগিয়ে দিয়ে এসো! এমন ভাবে দরজাটা আটকিয়ে দিয়ে, নিজেকে সফলতার চূড়ায় নিয়ে যাবে যেন সে তোমার সাফল্য দেখে আফসোস করে !!
ওখানেই স্বার্থকতা !!

কে কি বলল এই জিনিস থেকে বের হয়ে আসেন, মুখ বুঝে সহ্য করুন, আর মনে মনে শপথ করুন, যে বা যারা আপনাকে নিয়ে ঠাট্ট-বিদ্রুপ করছে, তাদের উচিত জবাব দিন, আপনার সফলতা কে কাজে লাগিয়ে, ইনশাআল্লাহ আপনি পারবেন!

পৃথিবীটা যেন এক বিশাল বাজার, আর আমরা সবাই এখানে একেকটা পণ্য। যতদিন মানুষের প্রয়োজন আছে, ততদিনই আমাদের মূল্যও থাকে। প্রয়ো...
10/07/2025

পৃথিবীটা যেন এক বিশাল বাজার, আর আমরা সবাই এখানে একেকটা পণ্য। যতদিন মানুষের প্রয়োজন আছে, ততদিনই আমাদের মূল্যও থাকে। প্রয়োজন ফুরালেই মূল্য হারিয়ে যায়—উপেক্ষা আর অবহেলা তখন স্বাভাবিক হয়ে ওঠে। এটা এক কঠিন বাস্তবতা, কিন্তু তাতে হতাশ না হয়ে বরং আমাদের উচিত নিজেকে এমনভাবে গড়ে তোলা, যাতে শুধু প্রয়োজনীয় নই, বরং অপরিহার্য হয়ে উঠি। মানুষ যখন পণ্য কেনে, তখন সে চায় সুবিধা; কিন্তু মানুষকে মনে রাখে তার প্রভাবের জন্য। তাই এমন একটি ছাপ রেখে যাওয়াই লক্ষ্য হওয়া উচিত, যা সময়ের সঙ্গে মুছে যায় না।

✡️ Let's learn about corporate ins & outs..অফিসে মেধা থাকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো — কেবল মেধা দিয়ে...
02/07/2025

✡️ Let's learn about corporate ins & outs..
অফিসে মেধা থাকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো — কেবল মেধা দিয়ে সবকিছু জয় করা যায় না। অফিসের রাজনীতিতে, সম্পর্কের জটিল জালে, এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের খেলায় অনেক সময় মেধা ছায়ায় পড়ে যায়।

তুমি যতই দক্ষ হও না কেন, যদি ‘ঠিক’ মানুষের নজরে না পড়ো, যদি প্রভাবশালী কারো পছন্দের তালিকায় না থাকতে পারো — তবে তোমার মেধা অনেক সময়ই মূল্যায়িত হয় না। অফিসে টিকে থাকতে, এগিয়ে যেতে হলে শুধু কাজ জানলেই চলে না, মানুষ চিনতেও জানতে হয়। কখন, কাকে, কতটা বোঝাতে হবে — এটাও এক ধরনের বুদ্ধিমত্তা।

তাই কেবল কাজ করো না — কাজটা কার জন্য, কার দৃষ্টিতে সেটা গুরুত্বপূর্ণ, সেটাও বুঝে চলা শেখো।মেধা যেন সম্পর্কের ছায়ায় বিলীন না হয়, বরং তা যেন সঠিক মানুষের দৃষ্টি আকর্ষণ করে — এইটাই আসল খেলা।

✡️ মেধা + প্রজ্ঞা + সম্পর্ক = স্বীকৃতি
শুধু মেধা, অনেক সময় যথেষ্ট নয়!

✡️ ঝটপট সবজি গুলির নাম মুখস্থ করে ফেলুন...* শাক সবজি (Vegetables)* গোল আলু – Potato (পটেটো)* টমেটো – Tomato (টম্যাটো)* গ...
01/07/2025

✡️ ঝটপট সবজি গুলির নাম মুখস্থ করে ফেলুন...
* শাক সবজি (Vegetables)
* গোল আলু – Potato (পটেটো)
* টমেটো – Tomato (টম্যাটো)
* গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
* লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
* করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
* পটল – Parble/ Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
* লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
* মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
* কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
* কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
* শসা – Cucumber (কিউকাম্বার)
* গাঁজর – Carrot (ক্যারট)
* ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
* মুলা – Radish (র‍্যাডিস)
* ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
* চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
* মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
* সজনে – Drum Stick (ড্রাম স্টিক)
* বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
✡️ পড়া শেষে সবাই কমেন্টে লিখুন 'কচু' ইংরেজি কী?

👉 কর্পোরেট এ যত সমস্যা:যখন অফিস হয় বিষাক্ত: যোগ্য ব্যাক্তির যোগ্য সম্মান থাকে না।মাথায় ঘুরতে থাকে শুধুই ব্যাক্তি স্বার্থ...
30/06/2025

👉 কর্পোরেট এ যত সমস্যা:
যখন অফিস হয় বিষাক্ত: যোগ্য ব্যাক্তির যোগ্য সম্মান থাকে না।
মাথায় ঘুরতে থাকে শুধুই ব্যাক্তি স্বার্থ।
Toxic Culture- আসুন, এর কিছু লক্ষণ বলি ও সমাধান শেয়ার করি।

🚨লক্ষণ (Symptoms) যে অফিসে কালো মেঘ জমেছে:

1.ভয়ভীতি ও দোষারোপের পরিবেশ:
ভুল হলে সমাধান নয়, বরং দোষ চাপানোর খেলায় মেতে ওঠে সবাই।
কারো ভেতরে থাকে আবার চাপা আতংক, মুখে কৃত্তিম হাসি।
2.কুরুচিপূর্ণ রাজনীতি (Office Politics):
যোগ্যতা নয়, প্রিয়তা আর তেলবাজি দিয়ে পদোন্নতি হয়।
3.মাইক্রোম্যানেজমেন্ট:
কোনো বিশ্বাস নেই প্রতিটি কাজের ওপর, থাকে শুধু অকারণে নজরদারি।

✅ সমাধান (Solutions) অফিসকে ফিরিয়ে আনুন সুস্থতায়:
যোগ্য ব্যাক্তিকে যোগ্য সম্মান দিন।
ক্ষণিক এর উন্নতিতে ভুলে যাবেন না, আপনার সামনে ব্যাক্তিটি কে..

🚫 টক্সিক অফিস কালচার: এক নীরব খুনের নাম
➤ যেখানে স্বীকৃতি পায় চাটুকারিতা, আর অবহেলায় হারিয়ে যায় মেধা।
➤ যেখানে যোগ্যতা নয়, প্রিয়তা হয় উন্নতির মাপকাঠি।
➤ আর দিনশেষে, প্রতিভারা একদিন চুপসে যায় নিঃশব্দে।

কিন্তু ভালো নেতৃত্ব মানে কী?
🔹 পরিচালনা পরিষদ ধৈর্যশীল হয়।
🔹 যেখানে সিনিয়র অনুপ্রেরণা দেয়, অপমান নয়।
🔹 যেখানে সফলতা মানে টিমওয়ার্ক, একক গৌরব নয়।
🔹 যেখানে সবাই জানে যোগ্যতাই আসল পরিচয়, শুধু সম্পর্ক নয়।

✡️ আমার শেষ কথা:
একটা টক্সিক অফিসে যোগ্য লোকেরা একে একে হারিয়ে যায়। আর সুস্থ সংস্কৃতিতে গড়ে ওঠে এমন একটি টিম যারা শুধু কাজই নয়, প্রতিষ্ঠানকে স্বপ্ন দেখায়।
শুভকামনা সবাইকে।

♦ নিয়োগ বিজ্ঞপ্তি ♦The Mentors Tutorial (Language School) (যশোর) শাখায় Executive & Trainer পদে ১ জন (female officer) কে ...
30/06/2025

♦ নিয়োগ বিজ্ঞপ্তি ♦
The Mentors Tutorial (Language School) (যশোর) শাখায় Executive & Trainer পদে ১ জন (female officer) কে নিয়োগ দেয়া হবে।
✡️যোগ্যতা:
✅ নূন্যতম স্নাতক ডিগ্রীধারী/অনার্স চলমান।
✅ প্রার্থীকে বাংলা কথাবার্তায় (ইংরেজিতে মুটামুটি) স্মার্ট হতে হবে।
✅ কম্পিউটার অফিস এপ্লিকেশন এবং কমিউনিকেশনে পারদর্শী হলে অগ্রাধিকার।
♦বেতন: আলোচনা সাপেক্ষে
👉 আগ্রহী প্রার্থীগণকে নিজের সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিযুক্ত CV (বায়োডাটা) অফিস চলাকালীন সময়ে (9 am - 6 pm) এর মধ্যে অফিসে জমা দেয়ার আহবান জানানো হচ্ছে।
✡️ Office Address : সরকারি মহিলা কলেজ রোড, ওয়াপদা পানি উন্নয়ন বোর্ড গেটের সামনে, যশোর।
♦প্রয়োজনে কল করুন : 01922-331111(Asaduzzaman Sir).

Address

Jessore

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801722331111

Alerts

Be the first to know and let us send you an email when The Mentors Tutorial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Mentors Tutorial:

Share