BCS,Bank & other job best preparation.

BCS,Bank & other job best preparation. বি,সি,এস ব্যাংক এবং যে কোন চাকুরির প্র?

15/06/2025

➤➤➤ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক:

১) বর্তমান মাথাপিছু আয়- ২৮২০ মার্কিন ডলার।

২) ৫৪তম বাজেটের আকার- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

৩) বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে- ৫.৫%

৪) মূল্যস্ফীতিঃ ৬.৫%।

৫) সাম্প্রতিক ড. মুহাম্মদ ইউনুস ডক্টরেট ডিগ্রি পান- জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে।

৬) সাম্প্রতিক "কিং চার্লস হারমনি পুরষ্কার"২০২৫ পান- ড.মুহাম্মদ ইউনুস।।

৭) দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে- চট্টগ্রামে।

৮) মনোরেলের দৈর্ঘ্য- ৫৪ কি.মি.

৯) বর্তমানে গ্যাসক্ষেত্র- ৩০টি

১০) সর্বশেষ ৩০-তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে- মাদারগঞ্জ, জামালপুরে।

১১) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্হান- ১৩০তম।

১২) মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্হান- ১৪৯তম।

১৩) ৫১ তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে- আলবার্টা, কানাড়ায়।

১৪) কপ-৩০ সম্মেলন অনুষ্ঠিত হবে- ব্রাজিলে।

১৫) সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন- ইকরামুল হাসান বিজয়।

১৬) হিমালয় পর্বতের "অন্নপূর্ণা চূড়ায়" আহরণকারী ১ম বাংলাদেশি- বাবর আলী।

১৭) সি টু সামিট একটি- পর্বত অভিযানের নাম।

১৮) ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম - দ্য আমেরিকা পার্টি।

১৯) দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে- সোনাগাজী, ফেনী।

২০) থ্রি-জিরো তত্ত্বের উদ্ভাবক- ড. মুহাম্মদ ইউনুস।

(সংগৃহীত পোস্ট)

08/11/2024

সংখ্যাতত্ত্বে মার্কিন নির্বাচন

• ০১ - যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন

• ০২ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে ২ মেয়াদের বেশি কেউ নির্বাচিত হতে পারেন না

• ০৪ - আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদকাল চার বছর। ৪ মেয়াদে নির্বাচিত একমাত্র প্রেসিডেন্ট ফাঙ্কলিন ডি রুজবেল্ট

• ১৩ - যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের সময় স্টেটের সংখ্যা ছিল মাত্র ১৩ টি

• ১৯ - যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৯তম সংশোধনের মাধ্যমে সে দেশের নারীরা ভোটাধিকার লাভ করে 1920 সালে

• ২৫ - যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদের সদস্য হতে হলে প্রার্থীকে ন্যূনতম ২৫ বছর বয়স্ক হতে হয়

• ৩৫ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ন্যূনতম বয়স ৩৫ বছর

• ৪২ - ৪২ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হন থিওডোর রুজবেল্ট

• ৪৫ - মার্কিন যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত ৪৫ জন ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন

• ৪৬ - যুক্তরাষ্ট্রের ৪৬ তম বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন

• ৫০ - যুক্তরাষ্ট্রের বর্তমানে মোট অঙ্গরাজ্য ৫০ টি

• ৫৫ - ক্যালিফোর্নিয়া রাজ্যে সর্বোচ্চ ৫৫টি ইলেকট্রোরাল কলেজ বা ভোট রয়েছে

• ৭৮ - ৭৮ বছর বয়সী সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন

• ১০০ - মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষের সিলেট সদস্য ১০০ জন

• ২৭০ - কোন প্রেসিডেন্ট প্রার্থীকে নির্বাচনে জয় হতে হলে নূন্যতম 270 টি ইলেক্টোরাল ভোট পেতে হয়

• ৪৩৫ - মার্কিন আইনসভা কংগ্রেসের নিম্ন কক্ষের সদস্য সংখ্যা ৪৩৫ জন

• ৫৩৮ - মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ বা ভোট মোট ৫৩৮

শেয়ার দিয়ে নিজের ওয়ালে রেখে দিন।

জেনে রাখুন।
30/10/2024

জেনে রাখুন।

NRBC ব্যাংকের TAO পদের পরীক্ষার ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান -২০২৪ পরীক্ষার তারিখঃ ২৬ অক্টোবর ২০২৪
26/10/2024

NRBC ব্যাংকের TAO পদের পরীক্ষার ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান -২০২৪
পরীক্ষার তারিখঃ ২৬ অক্টোবর ২০২৪

14/10/2024

✅নোবেল বিজয়ী-২০২৪

১]চিকিৎসা:-
(মাইক্রো আরএনএ আবিষ্কার ও জিন নিয়ন্ত্রণে ট্রান্সক্রিপশন পরবর্তী ভূমিকা বিষয়ক গবেষণা)

🔹ভিক্টর অ্যাম্ব্রোস(যুক্তরাষ্ট্র)
🔹গ্যারি রুভকুন(যুক্তরাষ্ট্র)
সময়:৮ অক্টোবর, ২০২৪

২]পদার্থ:-
(কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক এর সাহায্যে 'মেশিন লার্নিং' কে সক্ষম করা)
🔹জন হোপফিল্ড(যুক্তরাষ্ট্র)
🔹জিওফ্রে হিন্টন(কানাডা)
সময়:৯ অক্টোবর,২০২৪

৩]রসায়ন:-
(কম্পিটেশনাল প্রোটিন ডিজাইন ও প্রোটিনের গঠন অনুমান)

🔹ডেভিড বেকার(আমেরিকা)
🔹ডেমিস হ্যাসাবিস(ব্রিটিশ)
🔹জন এম জাম্পার (আমেরিকা)
সময়: ১০ অক্টোবর, ২০২৪

৪]বিষয়:-সাহিত্য
(গভীর কাব্যিক গদ্যে ভূমিকা রাখায়)

🔹হান কাং(দক্ষিণ কোরিয়া)
সময়:১০ অক্টোবর,২০২৪

৫. নোবেল শান্তি পুরস্কার পেয়েছে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের লক্ষ্যে কাজ করে যাওয়া জাপানি সংগঠন নিহন হিডানকিও।
সময় : ১১ অক্টোবর, ২০২৪

13/10/2024

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিঃ বাংলা ব্যাকরণ- ধ্বনি(১)

অভিজিৎ বসাক
বিসিএস(প্রশাসন)
৩৩তম বিসিএস

বাংলা ব্যাকরণ নিয়ে এর আগে বেশ কয়েটি পোস্টে সন্ধি, সমাস, কারক, বিভক্তি, বাক্য ইত্যাদি আলোচনা করেছি। তবে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হলেও ধ্বনি ও ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়নি। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব বেশ বিস্তৃত একটি অধ্যায়। তেমনি এটি বেশ গুরুত্বপূর্ণ অধ্যায়ও। আপনারা লক্ষ্য করলে দেখবেন ধ্বনিতত্ত্ব থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বেশ কয়েকটি প্রশ্ন আসে।
আমি এখানে ধ্বনিতত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে দিচ্ছি। তবে এখানে একটি বিষয় দেওয়া নেই। সেটি হলো কোন ধ্বনি কোন স্থানে উচ্চারিত হয়। এটি একটি চার্ট আকারে শিখলে ভালভাবে মনে রাখা যায়। কিন্তু ফেইসবুক পোস্টে চার্ট দেবার সুবিধা নেই বলে এখানে দিলাম না। আমি এটা ব্লগে পোস্ট দিলে সেখানে চার্ট দিয়ে দেব। আপনারা চাইলে এই বিষয়গুলো পাঠ্য বই থেকেও শিখতে পারবেন। আমি শুধু এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলো তুলে দিলাম। ধ্বনিতত্ত্ব নিয়ে পরবর্তী পোস্টে আমি বাকি জিনিসগুলো দেব।
বাংলাভাষার বর্ণ প্রকরণ
বর্ণ : ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ/ Letter । বর্ণ দুই প্রকার। যেমন : স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ
স্বরবর্ণ : স্বরধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় স্বরবর্ণ। যেমন : অ, আ, ই, ঈ, উ, উ ইত্যাদি।
ব্যঞ্জনবর্ণ : ব্যঞ্জনধ্বনি দ্যোতক লিখিত সাংকেতিক চিহ্নকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। যেমন : ক, খ, গ, ঘ ইত্যাদি।
বর্ণমালা : যে কোনো ভাষায় ব্যবহৃত লিখিত বর্ণসমষ্টিকে সেই ভাষার বর্ণমালা / Alphabet বলা হয়।
বঙ্গলিপি : যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত হয় তাকে বলা হয় বঙ্গলিপি।
বিশেষ দ্রষ্টব্য বা জ্ঞাতব্য : উচ্চারণের সুবিধার জন্য বাংলা ব্যঞ্জনবর্ণে দ্যোতিত ধ্বনি ‘অ’ স্বরধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয়ে থাকে। যেমন : ক্+অ=ক। স্বরধ্বনি সংযুক্ত না হলে অর্থাৎ উচ্চারিত ব্যঞ্জনধ্বনির প্রতীক বা বর্ণের নিচে ‘হস’ বা ‘হল’ চিহ্ন ( ্) দিয়ে লিখিত হয়। এরূপ বর্ণকে বলা হয় হসন্ত বা হসন্ত বর্ণ।
বাংলা বর্ণমালা
বাংলা র্বণমালায় মোট ৫০টি র্বণ রয়েছে। তার মধ্যে স্বরর্বণ ১১ টি এবং ব্যঞ্জনর্বণ ৩৯ টি
স্বরর্বণ : অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ১১টি
ব্যঞ্জনর্বণ : ক খ গ ঘ ঙ (ক-র্বগ) ৫টি
চ ছ জ ঝ ঞ (চ-র্বগ) ৫টি
ট ঠ ড ঢ ণ (ট-র্বগ) ৫টি
ত থ দ ধ ন (ত-র্বগ) ৫টি
প ফ ব ভ ম (প-র

11/10/2024

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টার জন্য শান্তিতে নোবেল পুরস্কার ২০২৪ পেয়েছে জাপানি সংস্থা "নিহন হিডানকি"

06/05/2023

🔖 পরীক্ষার হলে মারাত্মক বিভ্রান্তি সৃষ্টিকারী কিছু প্রশ্ন।

প্রশ্ন ১. সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
◾সঠিক উত্তর:
সাংবিধানিক পদ ৯টি, সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি।

প্রশ্ন ২. মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে করে?
দীনেশচন্দ্র সেন/ চন্দ্রকুমার দে?
◾সঠিক উত্তর:
সংগ্রহ করেন — চন্দ্রকুমার দে।
আর সম্পাদনা করেন — দীনেশচন্দ্র সেন।

প্রশ্ন ৩: সমুদ্রের পানি নীল দেখায় আপতিত সূর্যের আলোর–
বিক্ষেপন/প্রতিসরণ?
◾সঠিক উত্তর:
বিক্ষেপন।

প্রশ্ন ৪: বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
কৃষি/শিল্প/সেবা?
◾সঠিক উত্তর:
সেবা।

প্রশ্ন ৫: বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
EU / WTO
◾সঠিক উত্তর: EU
ব্যাখ্যা : সবচেয়ে বড় অর্থনৈতিক জোট — ইইউ।
সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী — WTO.

প্রশ্ন ৬: বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
রবীন্দ্রনাথ ঠাকুর/বিষ্ণু দে
◾সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা : বিষ্ণু দে'র অনুবাদটা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।

প্রশ্ন ৭: ‘গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’ – পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?
সাম্যবাদী/জীবন- বন্দনা
◾সঠিক উত্তর:
জীবন – বন্দনা।
ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, “গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!”

প্রশ্ন ৮: মোট সেক্টর কমান্ডার কতজন?
১৬ জন/১৯ জন।
◾সঠিক উত্তর:
১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)

প্রশ্ন ৯: বৃহত্তম অর্থনীতির দেশ??
China / USA
◾সঠিক উত্তর : USA
ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ — USA আবার অন্যদিকে পিপিপিতে শীর্ষ — China.
বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।

প্রশ্ন ১০ : মুসলিম নারী জাগরণের কবি কে?
বেগম রোকেয়া/শামসুন্নাহার
◾সঠিক উত্তর: শামসুন্নাহার।
ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
॥॥॥
Collected

05/05/2023

Primary Teachers Exam -2023
সাধারণ জ্ঞান মডেল টেস্ট -০৩

1. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?

বাংলাদেশ
পাকিস্তান
সৌদি আরব
ইন্দোনেশিয়া✔

2. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের কবর এই জেলায় -----

নাটোর
চাঁপাইনবাবগঞ্জ✔
জয়পুরহাট
নওগাঁ

3. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?

বারাং
পাড়া
পুঞ্জি✔
মৌজা


4. শাপলা চত্তরের স্থপতি কে?

মৃণাল হক
মাসুদ আহমেদ
আবুল হোসেন
আজিজুল জলিল পাশা✔

5. সর্বাপেক্ষা বেশি চা উৎপাদনকারী দেশ কোনটি?
জাপান
ভারত
চীন✔
বাংলাদেশ


6. কবে থেকে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়?

১ জানুয়ারি ১৯৯০
১ জানুয়ারি ১৯৯১
১ জানুয়ারি ১৯৯২✔
১ জানুয়ারি ১৯৯৩


7. প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদ -এর জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম--

মাটির ময়না
রানওয়ে✔
মুক্তির গান
নরসুন্দর
ব্যাখ্যা

8. 'রুটির ঝুড়ি' বলা হয়-

সাইবেরিয়া অঞ্চলকে
ভ্যাংকুভারের অঞ্চলকে
প্রেইরি অঞ্চলকে✔
কোনটিই নয়

9. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?

মেঘনা✔
যমুনা
পদ্মা
কর্ণফুলী

10. মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার করেন ---

গ্যালিলিও
নিউটন✔
আইনস্টাইন
মার্কনী

11. মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্রের নাম ---

ওডোমিটার✔
গ্রাভিমিটার
ম্যানোমিটার
ক্রনমিটার

12. ওলন্দাজরা কখন ভারতে আসেন?

১৬০২ সালে✔
১৫০২ সালে
১৬০৫ সালে
১৫৮০ সালে

13. SAARC -এর সদর দপ্তর অবস্থিত--

ঢাকা
কাঠমান্ডুতে✔
কলম্বোতে
কাবুলে
ব্যাখ্যা

14. কোনটি এনামুল হকের রচনা?

ভাষার ইতিবৃত্ত
আধুনিক ভাষাতত্ত্ব
মনীষা মনজুসা✔
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান

15. ”বনফুল” কার ছদ্মনাম?

বলাইচাঁদ মুখোপাধ্যায়✔
যতিন্দ্র মোহন বাগচী
প্রমথ চৌধুরী
মোহিতলাল মজুমদার

16. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা কয়টি?

১৫২টি
১৫৩টি✔
১৫৪টি
১৫৫টি

17. তেভাগা আন্দোলন কোন জেলায় সংঘটিত হয়?

নওগাঁ
চাঁপাইনবাবগঞ্জ
নাটোর
রাজশাহী✔

18. নিচের কোন ব্যাংকটি সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাভুক্ত?

সোনালী ব্যাংক
রুপালী ব্যাংক✔
কৃষি ব্যাংক
শাহজালাল ব্যাংক

19. সমন্বয় জাবেদা লেখা হয়

নগদান বইতে
জাবেদায়
প্রকৃত জাবেদায়✔
খতিয়ানে

20. সেনাবাহিনীর কতজন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীর উত্তম’ পদক প্রাপ্ত হয়েছেন?

৬৮ জন
৫০ জন
৬৯ জন✔
৫১ জন

21. Which of the following countries has recorded the fastest GDP growth rates during the last 10 years?

India
USA
China✔
Bangladesh

22. 'তমুদ্দুন মজলিস ' সংগঠনটি কিসের সাথে সম্পৃক্ত ছিল?

স্বাধীনতা সংগ্রাম
ভাষা আন্দোলন✔
গণতন্ত্র প্রতিষ্ঠা
শোষণহীন সমাজ প্রতিষ্ঠা

23. পিকচার ইলিমেন্টের সংক্ষিপ্ত রূপ-

পিকমেন্ট
আইকন
পিক্সেল✔
কার্সর

24. “জেনেটিকস” শব্দের প্রথম প্রয়োগ করেন কে?
মেন্ডেল
বেটসন✔
মর্ঘান
ডারউইন

25. বঙ্গুবন্ধু ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করেন কোথায়?

ঢাকায়
দিল্লিতে
লাহোরে✔
করাচিতে

26. WHO ( World Health Organization) এর সদর দপ্তর কোনটি?

জেনেভা✔
প্যারিস
নিউইয়র্ক
লন্ডন

27. জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে?

২৭তম
২৮তম
২৯তম✔
৩০তম

28.
হাসপাতাল সমাজসেবা কার্যক্রম কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
সমাজ কল্যাণ মন্ত্রণালয়✔

29.
মুজিবনগর দিবস কত তারিখে?

১০ এপ্রিল
১৫ এপ্রিল
১৭ এপ্রিল✔
২০ এপ্রিল

30.
পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

আফ্রিকা
ইউরোশিয়া
এশিয়া✔
উত্তর আমেরিকা









#প্রাইমারি_শিক্ষক_পরীক্ষা_২০২৩


05/05/2023

সাম্প্রতিক তথ্য
*দেশের বর্তমান রাষ্ট্রপতি
মো.শাহাবুদ্দিন। (২২ তম)
* বর্তমানে নদীবন্দরের সংখ্যা ৪৩ টি।
সর্বশেষ -নাজিরগঞ্জ নদীবন্দর, পাবনা।
* বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১১১ টি। সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয়: তিস্তা ইউনিভার্সিটি।
* বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান
৩৬ টি। সর্বশেষ নগদ ফাইন্যান্স পিএলসি।
* ন্যাটোর বর্তমান সদস্য ৩১ টি। সর্বশেষ সদস্য ফিনল্যান্ড।
* NDB এর বর্তমান সদস্য দেশ ৮ টি।
অষ্টম সদস্য দেশ মিশর।
* NDB এর বর্তমান ১ম নারী প্রেসিডেন্ট
দিলমা রুসেফ(ব্রাজিল)
* ফোর্বস ম্যাগাজিন ২০২৩ অনুযায়ী, বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্ন্টল।
* ২০২৩ ফিফার র‍্যাংকিং এ শীর্ষ দেশ আর্জেন্টিনা। বাংলাদেশ ১৯২ তম।
* ২০২৩ সালে ১৩ তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে। মোট ১০ টি দেশ ১২ টি ভেন্যুতে ৪৮ টি ম্যাচ খেলবে।
✍️✍️✍️
সূত্রঃকারেন্ট অ্যাফেয়ার্স।।

04/05/2023

Primary Teachers Exam -2023
English Model Test - 02

1.
What is the correct translation of 'তুমি তোমার ভাই-এর মত লম্বা নও’

You are not as tall as your brother.✔
Your brother is not as tall as you.
Your brother is less tall than you.
You are taller than your brother.

2.
All at once" means-



Slowly
Gradually
Suddenly✔
Rarely

3.
It is our duty to (obey) our parents.

obey✔
obeying
obeyed
be obeyed

4.
The journey was pleasant, here ‘pleasant’ is -

Noun
Pronoun
Adjective✔
Adverb

5.
The Noun form of "lose" is-

losing
loose
lost
loss✔
6.
He is __ MA.

the
a
an✔
for

7.
He has been ill __ Friday.

from
since✔
for
under

8.
I got up___ six o'clock.

in
at✔
during
on

9.
I saw you ___ Thursday.

on✔
in
over
at

10.
'Let us write a letter' বাক্যটির passive form হচ্ছে -

Let us write a letter to write by us.
Let a letter be wrote by us
Let a letter be written by us.
Let a letter be written by us.✔

11.
কোনটি শুদ্ধ বানান ?

Posesion
Possession✔
Posession
Possission

12.
Do or die is a -

Compound sentence✔

Complex sentence

phrase

13.
Look after means-

to take care✔
to look at
to follow
to look similar

14.
What is the verb for ‘short’ ?

'shortly
shorten✔
shorter
shortness

15.
What is the correct antonym of ‘forbid’ ?

Restrict
Allow✔
worn
constrict
16.
The past participle of the verb 'shut' is-

shut✔
shuted
shooted
shoot

17.
I caught him---the ear.

in
with
of
by✔

18.
What is the masculine form of 'Bee'?

stage
C**t
Drone✔
hart

19.
He walks as if he - lame.

was
were✔
is
had

20.
Wolf এর Plural form কোনটি?

Wolfs
Wolfes
Wolves✔
Wolvs








#প্রাইমারি_শিক্ষক_পরীক্ষা_২০২৩


Address

Jessore
Khulna

Telephone

+8801958241327

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS,Bank & other job best preparation. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BCS,Bank & other job best preparation.:

Share

Category