21/07/2025
রান্নার সামান্য গরম তেল ছিটকে পড়লেই আমাদের কতো কষ্ট হয়।ঠান্ডা পানি,বরফ,মলম কতো কিছু করি একটু আরামের জন্য। আর এই ছোট ছোট বাচ্চাদের পুরো শরীর পুড়ে ঝলসে গেছে। আমরা চোখে দেখেই সহ্য করতে পারছি না।ওরা সহ্য করবে কিভাবে?
হে আল্লাহ তুমি ওদের উপর রহমত নাজিল করো আল্লাহ।ওদের কষ্ট করিয়ে দাও আল্লাহ।