Daily jhenaidah

Daily jhenaidah ঝিনাইদহের তাঁজা সংবাদ দেখতে এই পেজে লাইক দিয়ে রাখুন, নিউজ গুলো শেয়ার করুন
-পাঠকই আমাদের সাংবাদিক- News

কোটচাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যুস্টাফ রিপোর্টারঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ ...
01/11/2022

কোটচাঁদপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার চুলকানি বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মহেশপুর উপজেলার মালাধারপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে শাহপরান ( ১৮) ও একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে আল মাহমুদ (১৭)। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।

নিহত শাহ পরানের মামা জসীম উদ্দিন জানান- সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে শাহ পরান ও আল মাহমুদ ঝিনাইদহে আত্মীয় বাড়ি যাচ্ছিল। যাওয়ার পথে চুলকানি বাজারের অদূরে পৌঁছলেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে শাহ পরাণ নিহত হয়। এ ঘটনায় আশঙ্কাজনক আল মাহমুদকে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে আল মাহমুদ মারা যান।

কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, ঘটনাটি শোনার পর তিনি হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন।

কালীগঞ্জে একই পরিবারের অদম্য মেধাবী তিন ভাইবোনের দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগরে অধ্যয়নস্টাফ রিপোর্টার, ঝিনাইদহ...
03/10/2022

কালীগঞ্জে একই পরিবারের অদম্য মেধাবী তিন ভাইবোনের দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগরে অধ্যয়ন

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহ কালীগঞ্জের একই পরিবারের অদম্য মেধাবী তিন ভাইবোন অধ্যয়ন করছেন দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তারা হলেন কালীগঞ্জ শহরের বলিদাপাড়া গ্রামের তরিকুল ইসলাম ও জুলেখা বেগমের বড় মেয়ে আয়েশা খাতুন শিলা, ছোট মেয়ে অন্তরা খাতুন লাকি এবং ছোট ছেলে অন্তর ইসলাম শিহাব।

তাদের বাবা বলেন বড় মেয়ে আবুবকর বিশ্বাস মকছেদ আলি আলিম মাদ্রাসা থেকে এস এস সি (দাখিল) বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। এইচএসসিতে আলহাজ ফাইজুর রহমান মহিলা কলেজ হতে মানবিক শাখা থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পান জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ৪০তম ব্যাচে ২০১০-১১ সেশনে ভূগোল ও পরিবেশে। সেখান থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে বিসিএস ও প্রইমারি বিদ্যালয়ের চাকরি প্রত্যাশি রয়েছেন।

ছোট মেয়ে সুলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে এসএসসি বিজ্ঞান বিভাগ হতে জিপিএ ৪.৭২ পেয়ে উর্ত্তীণ হয়ে আলহাজ্ব আমজাদ আলী ফাইজুর রহমান মহিলা কলেজ থেকে মানবিক শাখা থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন এবং বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ে ২০১৯-২০ সেশনে ৪৯ ব্যাচে বাংলাতে অধ্যয়নরত রয়েছেন।

ছোট ছেলে সরকারি নলডাঙা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে ও সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন এবং ২০২১ - ২২ সেশনে গণিত বিভাগে পড়ার সুযোগ পান।

তাদের এই সফলতায় পরিবারে সকল সদস্য দারুন খুশি। এলাকার লোকজন বলেন দর্জির কাজ করে অনেক কষ্টে তরিকুল ইসলাম তার ৪ সন্তান কে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। একই বিশ্ববিদ্যালয়ে পিঠাপিঠি ৩ ভাইবোনের অধ্যয়ন একটি নজির বিহীন ঘটনা।

তাদের স্কুল কলেজ এর শিক্ষকরা বলেন তারা ৩ ভাই বোন খুবই মেধার অধিকারী। তাদের সাফল্য কামনা করি। শিক্ষার্থীরা বলেন আমরা তিন ভাই বোন একই ইউনিভার্সিটিতে পড়তে পেরে আনন্দিত। তারা বলেন আমারা পড়ালেখা শিখে মেধা যাচাইয়ের মাধ্যমে চাকুরি করে আমার দরিদ্র বাবার মুখ আলোকিত করবো।

তিনি আমাদের অনেক কষ্ট করে আজ এই পর্যন্ত এনেছেন, আমরা সৎ থেকে আমাদের পড়াশোনার মনোবল আর সুষ্ঠু পরিবেশ তৈরি করেছি জীবনে অনেক বাধা বিপত্তি সামনে আসছে তার পরও আমরা পড়াশোনা বন্ধ করিনি। আপনারা সকলে আমারদের জন্য,দোয়া করবেন এই আশা রাখি।

১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা পেল নতুন পরিষদ...আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র হিজল,...
03/10/2022

১১ বছর পর ঝিনাইদহ পৌরসভা পেল নতুন পরিষদ...

আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র হিজল, আমজনতার শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহ পৌরসভার নব-নির্বাচিত মেয়র কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৩ই অক্টোবর সোমবার দুপুরে পৌর মিলনাতায়নে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম সকল দায়িত্ব বুঝে দেন। এসময় নব-নির্বাচিত মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। গতকাল খুলনা বিভাগীয় কমিশনারে কার্যালয়ে নব-নির্বাচিত প্রতনিধিরা শপথ গ্রহন করেন। উল্লেখ্য-মামলা জটিলতায় স্থগিত থাকা ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ সেপ্টেম্বর। এরআগে চলতি বছরের ১৫ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে ৪ মাস নির্বাচন বন্ধ থাকার পর আপিল বিভাগের রায়ে সব আইনী জটিলতার অবসান হয় এবং আদালতের আদেশ মোতাবেক নতুন করে গত ১১ সেপ্টেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। এনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল মেয়র নির্বাচিত হন।

মহেশপুরে ভুল করে স্বর্ন গলানো পানি খেয়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যুস্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-টেবিলের পাশে রাখা বোতলে রাখা পান...
03/10/2022

মহেশপুরে ভুল করে স্বর্ন গলানো পানি খেয়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
টেবিলের পাশে রাখা বোতলে রাখা পানি ভেবে স্বর্ন গলানো পানি (পটাশিয়াম মিশ্রিত পানি) খেয়ে অকালেই পৃথীবি ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিলেন শুভজিৎ গাঙ্গুলী (৩০)। এ ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে ঝিনাইদহের মহেশপুর বাজারের নিজ দোকানে জানা গেছে, শুভজিৎ গাঙ্গুলী এক পুত্র সন্তানের জনক ও ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বারুইপাড়া এলাকার সন্তোষ গাঙ্গুলীর ছেলে। জুয়েলারী মালিক সমিতির সভাপতি বনোমালী কর্মকার জানান, নিজ দোকানে বসে বালার নকশার কাজ করা অবস্থায় টেবিলের পাশে পানির বোতল ও স্বর্ন গলানো পানির (পটাশিয়াম) বোতল ছিল পাশাপাশি। কিন্তু সে ভুলে পানির বোতল মনে করে স্বর্ন গলানো পানি খেয়ে ফেলে। তিনি আরো জানান, সাথে সাথে তাকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভজিৎ গাঙ্গুলীকে মৃত ঘোষনা করেন। এঘটনায় মহেশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

হরিণাকুণ্ডুতে শিশু ধর্ষণের চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতারস্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় প্রথম শ্রেণী...
03/10/2022

হরিণাকুণ্ডুতে শিশু ধর্ষণের চেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় প্রথম শ্রেণীতে পড়ুয়া দশ (১০) বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় মামলা করেছে ভুক্তভোগীর অভিভাবক। হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার বিবরণে জানা গেছে হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের শীতলি গ্রামের আক্কাস আলী মন্ডলের ছেলে নায়েব আলী মন্ডল (৬০) রবিবার দুপুর আনুমানিক ১২টায় প্রতিবেশী (স্কুল পাড়ার) প্রথম শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যাকে ফুসলিয়ে পার্শবর্তী মতিয়ার রহমানের নির্মানাধীন বাড়ীতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালিয়ে ধর্ষণ করে। দুপুরের পরপরই বিষয়টি ভুক্তভোগী কন্যা প্রথমে খেলার সাথিদের পরে বাড়ীতে এসে অভিভাবকদের জানলে তারা ধর্ষক নায়েব আলীর খোজনেয় এবং পুলিশে খবরদিলে ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে এসআই মহাসিন অভিজান পরিচালোনা করে আসামী নায়েব আলীকে আটক করে। এঘটনায় ভুক্তভোগীর অভিভাবক থানয় নায়েব আলীকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করে।যার নং ০২ তারিখ ০২/১০/২০২২ইং পেরে বিকালে শুিশুকন্যার ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সুত্র জানিয়েছে।

03/10/2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে ২০২১ ইং সনে নিবন্ধনের জন্য যথা যত পক্রিয়ায় আবেদনকৃত।

03/10/2022

আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,আমজনতার শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ

তারেক জাহিদ, ঝিনাইদহ-
আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এসময় পৌর কাউন্সিলর ও শহরের আমজনতা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সেই সাথে পৌরবাসির সকল আশা ভরসা, প্রত্যাশা ও নির্বাচনী ইশতেহার পুরণ করবেন বলে উপস্থিত সাধারন জনগন দাবী করেছেন।

আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,আমজনতার শুভেচ্ছা ও ...
03/10/2022

আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল,আমজনতার শুভেচ্ছা ও অভিনন্দন প্রকাশ

তারেক জাহিদ, ঝিনাইদহ-
আনুষ্ঠানিকভাবে পৌরসভার দায়িত্বভার গ্রহন করলেন ঝিনাইদহ পৌরসভার নবাগত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এসময় পৌর কাউন্সিলর ও শহরের আমজনতা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সেই সাথে পৌরবাসির সকল আশা ভরসা, প্রত্যাশা ও নির্বাচনী ইশতেহার পুরণ করবেন বলে উপস্থিত সাধারন জনগন দাবী করেছেন।

02/10/2022

কোটচাঁদপুরে মাদক সেবনকারী সন্দেহে যুবককে আটক করে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশের অস্বীকার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
মাদক সেবনকারী সন্দেহে এক যুবককে আটক করে টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস সাত্তারের বিরুদ্ধে। তবে আব্দুস সাত্তার বলছেন, আমি কোন লেনদেন করিনায়। শনিবার সন্ধ্যা রাতে এ ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর মাছ বাজারে।

ভুক্তভোগী জীবন হোসেন বলেন, আমি শাহিন ও জুয়েল ভাইয়ের মুরগির দোকানে কাজ করি। আমি কোন মাদকদ্রব্য খায়নি। আমি মাছ বাজারে নিচে গোডাউনে মুরগী নিতে গিয়েছিলাম। এ সময় বাজারের সভাপতি আমিরুল ইসলাম, সিজুসহ কয়েক জন মিলে আমাকে মারধর করতে থাকে।

এরপর পুলিশে খবর দেন তারা। পরে দারোগা সাত্তার আসেন। বলেন, তুই মাদক বিক্রি করিস, মাদক খাস। তোকে আজ মাদক মামলায় চালান দিব। এরপর তারা আমার কাছে ৫ হাজার টাকা দাবি করেন।
আমি গরীব মানুষ টাকা কোথায় পাব,তখন জুয়েল ভাইকে বিষয়টি বললে,তিনি আমাকে ৪ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান।

মুরগী ব্যবসায়ী জুয়েল হোসেন বলেন,জীবন আমার দোকানের কর্মচারি। শনিবার সন্ধ্যায় সে নিচের গোডাইনে মুরগী আনতে যান। এ সময় তারা তাকে মারধর করে আটকে রেখে আমাকে ফোন করে ডাক দেন। বলেন তাঁর আঠা খাওয়ার কথা। এরপর ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস সাত্তার আসেন। ওই সময় সাদা কাগজে সবার স্বাকর নেওয়া হয়।

পরে মাছ বাজারের সভাপতি আমিরুল ইসলাম আসেন আমার কাছে। দাবী করেন ৫ হাজার টাকা। আমার কাছে ৫ হাজার টাকা না থাকায়, তাকে ৪ হাজার টাকা দিয়ে জীবন কে ছাড়িয়ে আনি।

প্রত্যক্ষদর্শী রাসেল হোসেন বলেন, শনিবার তখন সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে ৮ বাজে। জীবন মাছ বাজারের নিচে মুরগী আনতে যায়। এ সময় মাছ বাজারে সভাপতি সহ কয়েক জন তাকে মারধর করে আটকে রাখে। এরপর পুলিশে খবর দেন। পুলিশ এসে সাদা কাগজে স্বাক্ষর নেন। টাকা চান ৫ মাছ বাজারের সভাপতি। পরে তাদেরকে ৪ হাজার টাকা দেয়া হয়।

তিনি বলেন,জীবনকে কোন দিন মাদক বা আঠা খেতে দেখিনি। কাল তারা তাঁর বিরুদ্ধে আঠা খাওয়ার অভিযোগে মারধর করলো কেন বুঝতে পারলাম না।
কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস সাত্তার বলেন, আমি ধরলাম কখন? ওই ছেলেটা মাছ বাজারের চেয়ারম্যান আমিরুল ইসলাম ধরে রেখে ছিল। পরে আমি গেলাম। তবে খাই টাই কিনা আমি জানিনা।

বিষয়টি আমি ওসি স্যারকে জানাই। তিনি বলেন,যদি কিছু না পাওয়া যায়। তাহলে চেয়ারম্যানকে বলে ছেড়ে দেন। টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি কোন লেনদেনে থাকিনা। যদি থাকতাম তাহলে আপনাদের সঙ্গে ও দুই একটা লেনদেন করতাম। আর ওখানে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

কোটচাঁদপুর মাছ বাজার সমিতির সভাপতি আমিরুল ইসলাম বলেন, তেমন কিছুই ঘটেনি। আর তার কাছে কিছুই পাওয়া যায়নি। পরে দুই তিন চড় থাপ্পড় মেরে সই স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার অফিসে আসেন কথা বলছি ।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, আমার অফিসার ধরার পর আমাকে জানিয়েছিল। জানতে পারলাম ছেলেটি কম বয়সি। আর তার কাছে কিছু পায়নি। এ কারনে তাকে ছেড়ে দিতে বলেছিলাম। তবে টাকার লেনদেন হয়েছে, কিনা আমি জানিনা।

তিনি আরো বলেন, যার কাছ থেকে টাকা নিয়েছেন, তাকে আমার কাছে পাঠান। আমি শুনে দেখি কখন কিভাবে টাকা নিয়েছেন। এরপর আমি সাত্তারকে আমি ধরছি।

কোটচাঁদপুরে মাদক সেবনকারী সন্দেহে যুবককে আটক করে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশের অস্বীকার স্টাফ র...
02/10/2022

কোটচাঁদপুরে মাদক সেবনকারী সন্দেহে যুবককে আটক করে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশের অস্বীকার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
মাদক সেবনকারী সন্দেহে এক যুবককে আটক করে টাকা নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস সাত্তারের বিরুদ্ধে। তবে আব্দুস সাত্তার বলছেন, আমি কোন লেনদেন করিনায়। শনিবার সন্ধ্যা রাতে এ ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর মাছ বাজারে।

ভুক্তভোগী জীবন হোসেন বলেন, আমি শাহিন ও জুয়েল ভাইয়ের মুরগির দোকানে কাজ করি। আমি কোন মাদকদ্রব্য খায়নি। আমি মাছ বাজারে নিচে গোডাউনে মুরগী নিতে গিয়েছিলাম। এ সময় বাজারের সভাপতি আমিরুল ইসলাম, সিজুসহ কয়েক জন মিলে আমাকে মারধর করতে থাকে।

এরপর পুলিশে খবর দেন তারা। পরে দারোগা সাত্তার আসেন। বলেন, তুই মাদক বিক্রি করিস, মাদক খাস। তোকে আজ মাদক মামলায় চালান দিব। এরপর তারা আমার কাছে ৫ হাজার টাকা দাবি করেন। আমি গরীব মানুষ টাকা কোথায় পাব,তখন জুয়েল ভাইকে বিষয়টি বললে,তিনি আমাকে ৪ হাজার টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান।

মুরগী ব্যবসায়ী জুয়েল হোসেন বলেন,জীবন আমার দোকানের কর্মচারি। শনিবার সন্ধ্যায় সে নিচের গোডাইনে মুরগী আনতে যান। এ সময় তারা তাকে মারধর করে আটকে রেখে আমাকে ফোন করে ডাক দেন। বলেন তাঁর আঠা খাওয়ার কথা। এরপর ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস সাত্তার আসেন। ওই সময় সাদা কাগজে সবার স্বাকর নেওয়া হয়।

পরে মাছ বাজারের সভাপতি আমিরুল ইসলাম আসেন আমার কাছে। দাবী করেন ৫ হাজার টাকা। আমার কাছে ৫ হাজার টাকা না থাকায়, তাকে ৪ হাজার টাকা দিয়ে জীবন কে ছাড়িয়ে আনি। প্রত্যক্ষদর্শী রাসেল হোসেন বলেন, শনিবার তখন সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে ৮ বাজে। জীবন মাছ বাজারের নিচে মুরগী আনতে যায়।

এ সময় মাছ বাজারে সভাপতি সহ কয়েক জন তাকে মারধর করে আটকে রাখে। এরপর পুলিশে খবর দেন। পুলিশ এসে সাদা কাগজে স্বাক্ষর নেন। টাকা চান ৫ মাছ বাজারের সভাপতি। পরে তাদেরকে ৪ হাজার টাকা দেয়া হয়।

তিনি বলেন,জীবনকে কোন দিন মাদক বা আঠা খেতে দেখিনি। কাল তারা তাঁর বিরুদ্ধে আঠা খাওয়ার অভিযোগে মারধর করলো কেন বুঝতে পারলাম না।

কোটচাঁদপুর পৌর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুস সাত্তার বলেন, আমি ধরলাম কখন? ওই ছেলেটা মাছ বাজারের চেয়ারম্যান আমিরুল ইসলাম ধরে রেখে ছিল। পরে আমি গেলাম। তবে খাই টাই কিনা আমি জানিনা।
বিষয়টি আমি ওসি স্যারকে জানাই। তিনি বলেন,যদি কিছু না পাওয়া যায়। তাহলে চেয়ারম্যানকে বলে ছেড়ে দেন। টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি কোন লেনদেনে থাকিনা। যদি থাকতাম তাহলে আপনাদের সঙ্গে ও দুই একটা লেনদেন করতাম। আর ওখানে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

কোটচাঁদপুর মাছ বাজার সমিতির সভাপতি আমিরুল ইসলাম বলেন, তেমন কিছুই ঘটেনি। আর তার কাছে কিছুই পাওয়া যায়নি। পরে দুই তিন চড় থাপ্পড় মেরে সই স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। টাকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার অফিসে আসেন কথা বলছি ।

বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, আমার অফিসার ধরার পর আমাকে জানিয়েছিল। জানতে পারলাম ছেলেটি কম বয়সি। আর তার কাছে কিছু পায়নি। এ কারনে তাকে ছেড়ে দিতে বলেছিলাম। তবে টাকার লেনদেন হয়েছে, কিনা আমি জানিনা।

তিনি আরো বলেন, যার কাছ থেকে টাকা নিয়েছেন, তাকে আমার কাছে পাঠান। আমি শুনে দেখি কখন কিভাবে টাকা নিয়েছেন। এরপর আমি সাত্তারকে আমি ধরছি।

মাদকসহ র‌্যাবের হাতে আটক ব্যক্তি হলেন কৃষক দলের সদস্য সচিব, শহরজুড়ে চলছে তোলপাড়স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের কালীগঞ...
02/10/2022

মাদকসহ র‌্যাবের হাতে আটক ব্যক্তি হলেন কৃষক দলের সদস্য সচিব, শহরজুড়ে চলছে তোলপাড়

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহের কালীগঞ্জে সদ্য ঘোষিত পৌর কৃষক দলের কমিটিতে ইয়ানুর হোসেন নামে র‌্যাবের হাতে আটক এক মাদক ব্যবসায়ীকে সদস্য সচিব করা হয়েছে। এ নিয়ে শহরজুড়ে চলছে সমালোচনা। শনিবার রাতে ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা ও সদস্য সচিব লাভলুর রহমান বাবলুর স্বাক্ষরিত দলীয় প্যাডে কালীগঞ্জ উপজেলা ও পৌর কৃষক দলের পৃথক দুটি কমিটি ঘোষণা করেন। কমিটিতে টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ী ও দলের কোন কর্মসূচিতে অংশগ্রহণ না করা ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ত্যাগী নেতাকর্মীরা। চরম ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। জানা গেছে, ২০২০ সালের ১৮ অক্টোবর কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকের আটক করে র‌্যাব-৬। এরমধ্যে কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের মৃত ফকির আহমেদের ছেলে ইয়ানুর হোসেন ও জীবননগর এলাকার মৃত নওশের আলীর ছেলে মিকাইল হোসেন। এ সময় তাদের কাছ থেকে ৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। কৃষকদলের একাধিক নেতাকর্মীরা জানায়, উপজেলা কৃষকদের কমিটিতে আহবায়ক করা হয়েছে ৭০ বছর বয়সী আনছার আলীকে। এছাড়াও পৌর কৃষকদের আহবায়ক তারিকুল ইসলাম তারিক এর আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। এছাড়াও কমিটিতে স্থান পাওয়া অধিকাংশ ব্যক্তিদের চিনতে পারছেন না নেতাকর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে কালীগঞ্জ উপজেলা বিএনপির এক যুগ্ম আহবায়ক জানান, শনিবার রাতে উপজেলা ও পৌর কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। দুটি কমিটিতে র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িতরা স্থান পে্েয়ছে। এছাড়াও পদ পাওয়া অধিকাংশ ব্যক্তিদের তিনি চিনতে পারছেন না। এ ব্যাপারে ইয়ানুর হোসেন জানান, তিনি ঘোষিত কালীগঞ্জ পৌর কৃষকদলের নতুন কমিটির সদস্য সচিব। ২০২০ সালের ১৮ অক্টোবর র‌্যাবের হাতে ফেনসিডিলসহ আটকের বিষয়ে তিনি বলেন, ওটা মিথ্যা অভিযোগ। ঝিনাইদহ জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা জানান, কালীগঞ্জ পৌর কৃষকদলের সদস্য সচিব ইয়ানুর যে মাদক ব্যবসায়ী সেটি তিনি জানতেন না।

পাবনায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী ঝিনাইদহের মহেশপুরে গ্রেফতারস্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-নতুন বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা...
02/10/2022

পাবনায় স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী ঝিনাইদহের মহেশপুরে গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
নতুন বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গৃহবধূ সোনিয়া খাতুন (২২) খুন হন। এ ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে পলাতক স্বামী রুবেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনার ঈশ্বরদী পৌর এলাকার বাবুপাড়ার এক বাসা থেকে গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সোনিয়া ফরিদপুর জেলার বিলবাড়ি গ্রামের মজিবর রহমানের মেয়ে। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর গ্রামের মো. রুবেল হোসেনের স্ত্রী। তারা ঈশ্বরদীর বাবুপাড়ার একটি বাসা ভাড়া নেন। নিহত সোনিয়া ঈশ্বরদী ইপিজেডে চাকরি করতেন। হত্যাকাণ্ডের পর ঝিনাইদহ জেলার মহেশপুর রুবেলের গ্রামের বাড়ি থেকে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বাড়ির মালিক একরাম আলী বুদু বলেন, বুধবার দুপুরে স্বামী-স্ত্রীসহ স্বজনরা এসে দ্বিতীয় তলার একটি ফ্লাট ভাড়া নেয়। রাতে রান্না করে খাওয়া দাওয়া করেছে তারা। সকাল ৮টার দিকে বাসার দরজা খোলা দেখে ভিতরে ঢুকে দেখতে পাই সোনিয়ার মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ সময় তার পরনে বোরকা ছিল। গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের খালাতো বোন নারগিস খাতুন জানান, সোনিয়া তাকে ফোনে জানিয়েছে তার স্বামী রুবেল সৌদি আরব থেকে এসেছে। রুবেল আসার পর বুধবার দুপুরে তারা বাবুপাড়ায় বাসা ভাড়া নেন। বৃহস্পতিবার সকাল ৯টায় একজন ফোনে সোনিয়ার মৃত্যুর খবর জানায়। রুবেল-সোনিয়া দম্পতির হামিম নামে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তাকে নিয়ে রুবেল পলাতক হয়েছিল। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, অভিযুক্ত রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাবনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান সরকার জানান, সোনিয়া খাতুনের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সিআইডি ও পিবিআই আলামত সংগ্রহ করেছে।

Address

Jhenaidah
Jhenaidah
7300

Alerts

Be the first to know and let us send you an email when Daily jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily jhenaidah:

Share

Category