Shohag blog

Shohag blog ঝিনাইদাহ

31/08/2025

রাসূলুল্লাহ ﷺ এক অমূল্য হাদীসে বলেন:

"নিয়তের উপরই সমস্ত কাজ নির্ভর করে। এবং প্রত্যেক মানুষ তার সেই নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে।"
— (সহীহ বুখারী, সহীহ মুসলিম)

28/08/2025

“ধৈর্যই হলো সব জয়ের গোপন রহস্য।” — Victor Hugo
তাই ধৈর্য ধারণ কর ধৈর্য ধারণ করা কে আল্লাহ পছন্দ করে

28/08/2025

“নিশ্চয়ই, কষ্টের সাথে রয়েছে স্বস্তি।” — Qur’an (সূরা ইনশিরাহ, আয়াত ৫)

27/08/2025

এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় কাঁটাদার গাছের একটি ডাল রাস্তায় পেল। তখন সেটাকে রাস্তা হতে অপসারণ করল। আল্লাহ তার এ কাজকে কবূল করলেন এবং তাকে মাফ করে দিলেন।

22/08/2025

পরিবারের অংশ বানান
সন্তান যদি নতুন কোনো দোআ শিখে আসে, সেটা শুধু তাকে বলাতে বসাবেন না। বরং খাওয়ার টেবিলে সবাই মিলে সেই দোআ পড়ুন। এতে শিশু মনে করবে, “আমি যা শিখেছি, সেটি সবাই করছে!”

With আছমা আক্তার – I just got recognized as one of their top fans! 🎉
18/08/2025

With আছমা আক্তার – I just got recognized as one of their top fans! 🎉

09/08/2025

নিশ্চয়ই মহান আল্লাহ কোমল, তিনি কোমলতা পছন্দ করেন। তিনি কোমল আচরণের জন্য এত বিনিময় দান করেন যা কঠিন আচরণের ওপর দান করেন না।

08/08/2025

প্রত্যেক মুছলমানের জন্য কর্তব্য হলো জুমু‘আর দিনে গোছল করা, সুগন্ধি (যদি থাকে) ব্যবহার করা এবং মিছওয়াক করা।

30/12/2024

আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

“বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সবচাইতে নিকটবর্তী হয়। কাজেই তোমরা (সিজদায় গিয়ে) বেশি করে দু’আ কর।”

- [মুসলিম, রিয়াদুস সালেহীন- ১৪৯৮]

30/12/2024

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

"প্রত্যেহ যখন সূর্য উঠে মানুষের (শরীরের) প্রত্যেক গ্রন্থির সাদকাহ্ দেয়া অবশ্য কর্তব্য। দু'জন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদকাহ্, কোন আরোহীকে তার বাহনের উপর আরোহন করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকাহ্, ভাল কথা হচ্ছে সাদকাহ্, সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকাহ্ এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকাহ্।"

- [বুখারী: ২৯৮৯, মুসলিম: ১০০৯]

Address

Jhenaidah
Jhenaidah
7300

Telephone

+8801770320798

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shohag blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shohag blog:

Share