Shaid360বাঙালী

Shaid360বাঙালী আমরা সবাই এমন একটি সময় বাস করছি যেখানে টেকনলজি ব্যতীত আপনি,কল্পনাও করতে পারবেন না।

আমি কোথায়?উত্তর: বাংলাদেশে।বাংলাদেশ কোথায়?উত্তর: এশিয়াতে।এশিয়া কোথায়?উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমি...
01/06/2025

আমি কোথায়?
উত্তর: বাংলাদেশে।

বাংলাদেশ কোথায়?
উত্তর: এশিয়াতে।

এশিয়া কোথায়?
উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমিটার (৭,৯২৬ মাইল)।

পৃথিবী কোথায়?
উত্তর: ৪.৬ বিলিয়ন বছর পুরনো সৌরজগতের তৃতীয় গ্রহ।

সৌরজগত কোথায়?
উত্তর: এটি অবস্থিত মিল্কিওয়ে (Milky Way) গ্যালাক্সির এক প্রান্তে, 'Orion Arm' নামক অঞ্চলে। মিল্কিওয়ে গ্যালাক্সিতে আনুমানিক ১০০ থেকে ৪০০ বিলিয়ন তারা রয়েছে।

মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়?
উত্তর: এটি "লোকাল গ্রুপ" নামে পরিচিত একটি গ্যালাক্সি গুচ্ছে (galaxy group) অবস্থিত, যেখানে আরও ৫০টির মতো গ্যালাক্সি আছে।

লোকাল গ্রুপ কোথায়?
উত্তর: এটি অবস্থিত "ভিরগো সুপারক্লাস্টার"-এর একটি অংশ হিসেবে, যা হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত।

ভিরগো সুপারক্লাস্টার কোথায়?
উত্তর: এটি "লেনিয়া কিয়া সুপারক্লাস্টার" (Laniakea Supercluster)-এর একটি শাখা, যার ব্যাস প্রায় ৫২০ মিলিয়ন আলোকবর্ষ!

তাহলে এই সুবিশাল গ্যালাক্সি, ক্লাস্টার, সুপারক্লাস্টার—সবই কি মহাবিশ্ব?
উত্তর: মোটেই না। এগুলো মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ। আধুনিক বিজ্ঞান বলছে, আমরা পুরো মহাবিশ্বের মাত্র ৪-৫% বুঝতে পেরেছি। বাকি ৯৫% হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি—যা এখনো রহস্যের অন্ধকারে আচ্ছন্ন।

ভাবুন তো!
আমি, একটি মানুষ, একটি দেশ, একটি মহাদেশ, একটি গ্রহ, একটি তারামণ্ডল, একটি গ্যালাক্সি, একটি ক্লাস্টার, একটি সুপারক্লাস্টার... এভাবে একের পর এক মহাবিশ্বের স্তরের মধ্যে এক বিন্দু!

এই অসীম বিস্তারের মাঝে আমার অস্তিত্ব কতটুকু ক্ষুদ্র, আর সেই ক্ষুদ্র আমি যদি চিন্তা করি কে এই সব কিছুর স্রষ্টা—তবে বলা চলে:

> “যিনি এই অনন্ত মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি কতই না মহান।
আমাদের আল্লাহ তা'আলা” 🌌✨

মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে, ফিলিপাইনের ম্যানিলা থেকে প্রায় ২,৫০০ কিলো...
20/05/2025

মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। এটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে, ফিলিপাইনের ম্যানিলা থেকে প্রায় ২,৫০০ কিলোমিটার দূরে এবং গুয়ামের কাছাকাছি অবস্থিত।

এর সবচেয়ে গভীর অংশ চ্যালেঞ্জার ডিপ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,৯১৬ মিটার (প্রায় ৩৫,৭৬০ ফুট) নিচে।

চরম গভীরতা ও চাপের কারণে এখানে গবেষণা কঠিন, তবে বিজ্ঞানীরা মনে করেন এটি পৃথিবীর ভূগঠন এবং অজানা প্রাণীর খোঁজে গুরুত্বপূর্ণ।

এই ট্রেঞ্চ তৈরি হয়েছে প্রশান্ত মহাসাগরের প্লেট মারিয়ানা প্লেটের নিচে সরে যাওয়ার ফলে, যাকে বলা হয় সাবডাকশন। এটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির জন্য পরিচিত রিং অফ ফায়ারের অংশ।

আধুনিক স্কুবা ডাইভিংয়ের যুগে দাঁড়িয়ে আমরা ভাবি, পানির নিচে নিঃশ্বাস নেওয়া বুঝি এক নতুন আবিষ্কার। কিন্তু প্রায় ৩,০০০ বছর ...
19/05/2025

আধুনিক স্কুবা ডাইভিংয়ের যুগে দাঁড়িয়ে আমরা ভাবি, পানির নিচে নিঃশ্বাস নেওয়া বুঝি এক নতুন আবিষ্কার। কিন্তু প্রায় ৩,০০০ বছর আগেই প্রাচীন অ্যাসিরীয় সভ্যতার অধিবাসীরা এই কাজ করে ফেলেছিল! সেটাও যুদ্ধজয়ের কৌশল হিসেবে!

ভাইরাল এই মাটির ফলকে দেখা যায় যে একজন অ্যাসিরীয় সৈন্য পানির নিচে ডুবসাঁতার দিচ্ছেন। তার শরীরে বাঁধা ছাগলের চামড়ার তৈরি একটি ফোলানো থলে, যা দিয়ে তিনি পানির নিচে ভেসে থাকতে পারতেন, আর সেই থলের মাধ্যমে নিঃশ্বাসও নিতে পারতেন! বর্তমানে এই ফলক সংরক্ষিত আছে ব্রিটিশ মিউজিয়ামে

এই ফলকটি খ্রিষ্টপূর্ব ৯ম শতকের। তৎকালীন অ্যাসিরীয় সাম্রাজ্য ছিল এক অসাধারণ সামরিক শক্তি। কিন্তু কেবল অস্ত্র বা সেনাবাহিনী দিয়ে নয়, তারা জিতেছিল চাতুর্য ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে। নদী পার হতে গেলে শত্রুর চোখ এড়িয়ে সৈন্যদের পানির নিচ দিয়ে এভাবেই পাঠিয়ে দিত তারা।

-- ইতিহাসের গল্প

শক্তিশালী মিসর পারে না। পরাশক্তি তুরস্ক পারে না। ফাঁকা বুলি দেয়া ছাড়া। সৌদি আরব তো পারেই না। কাতার, কুয়েত, ওমান, আরব আমি...
20/03/2025

শক্তিশালী মিসর পারে না। পরাশক্তি তুরস্ক পারে না। ফাঁকা বুলি দেয়া ছাড়া। সৌদি আরব তো পারেই না। কাতার, কুয়েত, ওমান, আরব আমিরাত পারেনা। জর্ডান, বাহরাইন, মরক্কো তারাও পারে না। আরব লীগ সম্মিলিতভাবেও পারে না।

এদিকে ইরাক, সিরিয়া, লিবিয়া, তিউনিসিয়া বাদ দিলাম। এরা নিজেরাই তো শেষ!

অথচ দূর্বল হুতি পারে। হিজবুল্লাহ পারে। বলুন তো কিসের কথা বললাম? হুতি বিদ্রোহী কারা জানেন তো? আরবের সবচেয়ে গরীব দেশ ইয়েমেনের শিয়া ইসলামপন্থী সামরিক সংগঠন। ১৯৯০-এর দশকে ইয়েমেনে উদ্ভূত হয়েছিল। এটি প্রধানত যায়দি শিয়াদের নিয়ে গঠিত। সংগঠনটির নাম মূলত নেতৃত্বদানকারী হুতি (হুসি) গোত্রদের থেকে এসেছে। হুতি বা হুসি আন্দোলনের জন্ম উত্তর ইয়েমেনের সাদা শহরে।

হিজবুল্লাহ চিনেন তো? আক্ষরিক অর্থে "আল্লাহর দল" অথবা "স্রষ্টার দল")। লেবানন ভিত্তিক ইসলামপন্থী একটি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন। এরাও শিয়া। তারাই লড়ে যাচ্ছে সুন্নী ফিলিস্তিনি মুসলিমদের জন্য।

অথচ কয়দিন আগেও ব্রুটাল সুন্নী সংগঠন আইএস দিয়ে শিয়া হত্যার উৎসব চলে। এইগুলা প্লানের অংশ। পশ্চিমা প্লান। জায়নিষ্ট ইহুদিদের প্লান। আরব বিশ্ব বুঝেও না বুঝার ভান করে।

কেন না বুঝার ভান করে? কারণ কি জানেন? এদের সবার গদি সরে যাওয়ার ভয়! ইরান একা লড়ে যাচ্ছে। কাউকে কাছে পাচ্ছে না। শিয়া বলে তাদের এমনিতেই কোনঠাসা করে দেয়া হচ্ছে।

শিয়া-সুন্নী পুরনো বিভেদ। ওইটাকেই কাজে লাগানো হচ্ছে। মুসলিম বিশ্ব ইংরেজদের ডিভাইড এন্ড রুল পলিসির ফাঁদে পড়েছে। বিগত কয়েক বছরে কত লাখ নিরীহ মুসলমানের জীবন শেষ হয়েছে ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন সহ বেশ কিছু দেশে? কেন হয়েছে? ইন দ্যা নেম অব ইসলাম। আসল খেলা তো অন্য জায়গায়।

তবে জবাবদিহি করতে হবে মুসলিম বিশ্বের শাসকদের। এই জবাবদিহিতার গ্যারান্টি আছে। অবশ্যই জবাবদিহি করতে হবে। নো ডাউট! হয়তো এপারে। নয় ঐপারে।

সেদিন রক্তমাখা মৃত শিশুর করুন চাহনির জবাব দিতে হবে। আল্লাহর কসম করে বলছি। জবাব কিন্তু দিতেই হবে!

~ ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর।

💥খুবই ধামাকা অফার💥💥চলছে CANVA PRO Offer.💥💥 ৬ মাস ৪৯ টাকা 💥💥 ১ বছর ৯৯ টাকা 💥💥 ২ বছর ১৪৯ টাকা 💥💥আপনি কেন আমাদের থেকে এটি ক...
18/12/2024

💥খুবই ধামাকা অফার💥

💥চলছে CANVA PRO Offer.💥

💥 ৬ মাস ৪৯ টাকা 💥
💥 ১ বছর ৯৯ টাকা 💥
💥 ২ বছর ১৪৯ টাকা 💥

💥আপনি কেন আমাদের থেকে এটি কিনবেন⁉️
★আমাদের থেকে পাচ্ছেন প্রডাক্ট।
★কোন কিছু বুঝতে না পারলে পাবেন সার্পট।
★আইডি গ্যারান্টি। ( সময় এর আগে আইডির যে কোন সমস্যা ঠিক করে দেওয়া হবে।
★প্রতিটা প্যাকেজে পাবেন এই একই সুবিধা।
★সময় শেষে রিনিউ করার সুযোগ তো থাকছেই।
★আরো অন্যান্য সুযোগ তো থাকছেই।
💥তাহলে আর দেরি কেন। এখনি SMS করুন আর ক্রয় করুন।

11/04/2024

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ ‏

ইবন ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:

তিনি বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি।
১. আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর রসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা।
২. সলাত কায়িম করা।
৩. যাকাত আদায় করা।
৪. হাজ্জ সম্পাদন করা এবং
৫. রমযানের সিয়ামব্রত পালন করা (রোজা রাখা)।

(৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯) (আধুনিক প্রকাশনীঃ ৭, ইসলামী ফাউন্ডেশনঃ ৭)

ফুটনোটঃ
[১] কোন কোন ফকীহদের নিকট ঈমান বাড়েও না কমেও না। বরং সমান থাকে। তাদের নিকট একজন নবীর ঈমান ও ইবলিসের ঈমান এক সমান। তাদের এই ‘আকীদাহ কুরআন ও সুন্নাহ বিরোধী। এটা মুরজি’আহ সম্প্রদায়ের ভ্রান্ত ‘আকীদাহর অন্তর্ভুক্ত।

সহিহ বুখারী, হাদিস নং ৮
হাদিসের মান: সহিহ হাদিস

জামার রঙ আর ডিজাইন নিয়েআমাদের সন্তানেরা যখন ব্যস্ত,তখন ঠিক একই বয়সের এক কিশোরঅথবা, ধুলো ধূসরিত চেহারারএক ফি/লি/স্তি/নি ক...
09/04/2024

জামার রঙ আর ডিজাইন নিয়ে
আমাদের সন্তানেরা যখন ব্যস্ত,
তখন ঠিক একই বয়সের এক কিশোর
অথবা, ধুলো ধূসরিত চেহারার
এক ফি/লি/স্তি/নি কিশোরি আকাশের
দিকে অপলক তাকিয়ে ভাবছে—আজ কি পাওয়া যাবে একটুকরো রুটি?

জামা, জুতো, সেমাই আর
বাজারের তালিকা করতে করতে
আমরা যখন ভীষণ হাঁপিয়ে উঠছি,
ঠিক তখন—
আমাদের মতোই এক মধ্যবয়স্ক লোক,
খচখচ করে লিখে চলেছেন একটি
ছেঁড়া কাগজের টুকরোয়—কতো তম আত্মীয়টা তার শহিদ হলো আজ।

ট্রেন অথবা গাড়ির হর্ণ শুনে
যখন চমকে উঠছে আমাদের কোলের শিশু
ঠিক একই সময়ে ফি/লি/স্তি/নে/র একটা বাচ্চা
বারুদের শব্দ শুনেও নির্বিকার হয়ে আছে।

পৃথিবীর সব জায়গায় ঈদের চাঁদ দেখা যাবে।
শুধু ফিলিস্তিনের আকাশে দেখা যাবে
শত শত বো/মা/রু বিমান।

- আরিফ আজাদ

দীর্ঘ আট বছর,, প্রবাসে কাটিয়ে যখন কাউ কে না জানিয়ে বাড়িতে আসি সবাই কে সারপ্রাইজ দিবো বলে। বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ...
08/04/2024

দীর্ঘ আট বছর,, প্রবাসে কাটিয়ে যখন কাউ কে না জানিয়ে বাড়িতে আসি সবাই কে সারপ্রাইজ দিবো বলে। বাড়িতে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাই। কারণ আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে অথচ আমাকে কেউ একবার বলেনি। আমি বাড়িতে আসায় কেউ খুশি হতে পাড়েনি। আমি ভালো ভাবে বুঝতে পারছিলাম। কারণ তাদের চেহারায় খুশির চেয়ে বিরক্ত ভাব টা বেশি ছিলো। সবার সাথে কোশল বিনিময় করে ঘরে যাই।তখন বাবা আমার পিছন পিছন পিছন আসে।

বাবা :কিরে নিলয় হঠাৎ বাড়িতে চলে আসলি যে কোন সমস্যা হইছে।
— না বাবা সমস্যা হয় নাই তোমাদের দেখতে মন চাইলো তাই চলে আসলাম।
বাবা : ওওও তা আবার কখন যাবি

(বাবার কথা শুনে কিছু টা অনেক টা অবাক হলাম এই মাএ বাড়ি আসলে আর এখন জিজ্ঞেস করছে কখন যাবি। একটা মুচকি দিয়ে বললাম)

– কিছু দিন পর চলে যাবো বাবা,,
বাবা : ওহ্ এখন না এসে কিছু দিন পর আসতি।এখনো অনেক লেনাদেনা বাকি আছে আমাদের।

বাবার কথা শুনে কিছু বললাম না,, তখন মা বললো

মা : কিরে বাবা চলে আসলি কেন কোন সমস্যা হইছে
— না মা সমস্যা হয় নাই। এমনি আসলাম তোমাদের দেখতে।
মা : ওও আচ্ছা ফ্রেশ হয়ে আর,, আজকে আবার রাকিবের বিয়ে তুই যাবি নাহ্ তোর ভাইয়ের সাথে।
— নাহ্ মা আমি আমি ক্লান্ত,, তাই যাবো নাহ্

আমি আমার মা বাবার কথা শুনে অনেক টা অবাক হলাম। বড় ছেলে বিয়ে করে নাই। তাকে জিজ্ঞেস করে ছোট ভাইয়ের বিয়েতে যাবে কি নাহ্।সবাই ছোট ভাইয়ের সাথে চলে গেলো শুধু মা ছাড়া। সারা দিনের জার্নি করে আমি অনেক টা ক্লান্ত।তাই কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙ্গে মানুষের হইচই শুনে। বুঝতে পারলাম বউ নিয়ে চলে আসছে এর মধ্যে ছোট ভাইয়ের সাথে কথা বা দেখা হয় নাই। ওই ভাবে শুয়ে আছি আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি কিছু খেয়েছি কি না। একটু পর ছোট বোন আসলো।

মোন্তাহা : ভাইয়া কেমন আছো তুমি
— ভালো তুই কেমন আচ্ছিস
মোন্তাহা : ভালো ভাইয়া তুমি মনে হয় সকাল থেকে কিছু খাওনি
— আরে তেমন কিছু না খাওয়া হইছে আমার
মোন্তাহা : ভাইয়া তুমি মিথ্যা টা ও ভালো ভাবে বলতে পারো নাহ্। তুমি বসো আমি খাবার নিয়ে আসি।

মানুষ বলে মা নাকি মুখ দেখে সন্তানের দুঃখ বোঝে কিন্তু আমার বেলা উল্টো। আমার আম্মুর মনে নাই আমি বাড়িতে আসছি।এতো খন যার সাথে কথা বললাম। সে হলো আমার ছোট বোন। এক মাএ আমার ছোট বোন আমার চেহারা দেখে বলতে পারে আমি কি চাই। তাই তো বুঝতে পারছে আমি কিছু খাই নাই।কিছু খন পর খাবার নিয়ে আসলো

মোন্তাহা : ভাইয়া খাবার টা খেয়ে নাও।
— হুম।
মোন্তাহা : ভাইয়া একটা কথা বলি।
— হুম বল কি বলবি।
মোন্তাহা : আমার হাতে খাইয়ে দিবো তোমাকে।
— হুম দে অনেক দিন হলো কারো হাতে খাবার খাই না।

তার পর ছোট বোন।খাবার খাইয়ে চলে গেলো।রাতের বেলা সবাই আমার ঘরে আসলো। সাথে ছোট ভাই ও ছিলো আম্মু বললো।

মা : নিলয় কি নিয়ে আসলি আসার সময়। আমাদের একটু দেখা
— এনে ছিলাম অনেক কিছু। কিন্তু কা কে দিবো বুঝতে পারছি না।

তখন বাবা বললো।

বাবা : কা কে দিবি মানে আমরা তোর পরিবার আমাদের কে দিবি।

একটা মুচকি হাসি দিয়ে বললাম।

– তোমরা আমার পরিবার

বাবা : কেনো
— নাহ্ এমনিম আমি এখন কিছু খুলতে পারবো নাহ্। দুই দিন পড়ে খোলবো।

তারপর সবাই চলে গেলো কি আজব দুনিয়া। আমার থেকে তাদের কাছে জিনিসের দাম টা বেশি। দেখতে দেখতে দুই দিন কেটে গেলো দুই দিন পর,,,, 😢😢

আমরা সবাইকে ভালো রাখতে দিনের পর দিন কষ্ট করি,,,,।
না খেয়ে থাকি,,,, রাতে ঘুম পড়ি না।
ওষুধ হলে সেবা নেই না,,,, সেই অসুস্থ শরীর নিয়ে ডিউটি করি,,,,।
মাস শেষ হলে নিজে খালি পকেটে থাকি,,, বাড়ি সব টাকা পাঠিয়ে দেয়,,,।

এই হলো- প্রতিটা প্রবাসীদের জীবনের বাস্তব গল্প ও কাহিনী।

এর কোন পরিবর্তন কারো জীবনে নাই
আর হবে ও না।
মা বাবা তার সন্তানের ভালো চায়,,,, সব করে মা বাবা সন্তানের জন্য।
তাদের রূণ শোধ করা যাবে না। সব সময় দোয়া করে মা বাবাই সন্তানের জন্য। মা বাবার কোন দোষ নেই। তারা যা করে সঠিক ও ভালো টাই করে। তবে ২-১জন ভিন্ন থাকে ও হয়।

আল্লাহর কাছে মন থেকে চাই ও বলি,,,,
আল্লাহ আপনি তো প্রবাসীর মনের কথা জানেন।

আমাদের মাফ করে দিবেন,,, সব কিছু উজাড় করে দিয়ে ও পরিবারের আপন হতে পারি না..!😔😔

ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাই প্রবাসীর কষ্ট বুঝে না যখন প্রবাসী হবে তখন বুঝবে। 😔😔

🚫❌🇮🇱🇮🇱🚫❌
08/04/2024

🚫❌🇮🇱🇮🇱🚫❌

অণুবীক্ষণ যন্ত্র দিয়ে স্ট্রবেরি দেখে আঁতকে উঠলেন সবাই (ভিডিও)dhaka-postআন্তর্জাতিক ডেস্ক৩ এপ্রিল ২০২৪, ২০:৩৮অণুবীক্ষণ যন...
07/04/2024

অণুবীক্ষণ যন্ত্র দিয়ে স্ট্রবেরি দেখে আঁতকে উঠলেন সবাই (ভিডিও)
dhaka-post
আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৪, ২০:৩৮
অণুবীক্ষণ যন্ত্র দিয়ে স্ট্রবেরি দেখে আঁতকে উঠলেন সবাই (ভিডিও)
স্ট্রবেরি সুস্বাদু একটি ফল। এটি খেতে যেমন মজা দেখতেও তেমন সুন্দর। তবে অনুবীক্ষণ দিয়ে ফলটি দেখলে অনেকে হয়ত আর এটি খেতেও চাইবেন না!

সম্প্রতি অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে ক্যামরা বসিয়ে ধারণ করা স্ট্রবেরির একটি ভিডিওতে দেখা গেছে, ফলটির ভেতর পোকা সদৃশ্য কত ছোট ছোট অণুজীব রয়েছে।

এক মিনিটের এ ভিডিওটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করেছে ফ্রেড ডাইবাইয়াস নামের একটি অ্যাকাউন্ট। ভিডিওটির শুরুতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে স্ট্রবেরি পরীক্ষা করছেন। এরপর যন্ত্রটি দিয়ে জুম করার পর দেখা যাচ্ছে স্ট্রেবেরির ভেতর অনেক ছোট ছোট পোকা হাঁটাহাটি করছে। এছাড়া কিছু পোকা ফলটির ভেতর থেকে বেরিয়ে আসছে।

ভিডিওটির এক্সে প্রকাশের পর এখন পর্যন্ত এক কোটি বার দেখা হয়েছে। এছাড়া এতে লাইক দিয়েছেন ১৪ হাজার মানুষ।

ভিডিওটির নিচে এক এক্স ব্যবহারকারী লিখেছেন, “স্ট্রবেরির ভেতর পোকা আছে এটি সবার জানা। ভিনেগার অথবা বেকিং সোডা দেওয়া পানিতে এগুলো ২০ মিনিটের বেশি সময় চুবিয়ে রাখুন।” আরেকজন লিখেছেন, “ফলে থাকা পোকায় প্রোটিন আছে।” অপর একজন লিখেছেন, “আমি অনেক পোকা খেয়েছি।”

ছোট ছোট যে পোকাগুলো দেখা যাচ্ছে এগুলো এক ধরনের ফলের মাছি। এসব মাছি স্ট্রবেরির মতো ফলে বাসা বাধে এবং সেখানে ডিম পাড়ে।

তবে ফলে থাকা এসব পোকা খেলে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এ ধরনের কোনো প্রমাণ নেই।

এমটিআই

ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলীর পেপার দোকানের সামান্...
07/04/2024

ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলীর পেপার দোকানের সামান্য কর্মচারী। হোক সামান্য কর্মী কিন্তু ছেলের কাছে তো বাবা রাজা। মহাপুরুষ।

ঈদের বাড়তি পরিশ্রম, বোনাস আর হয়তো কিছু সঞ্চয় মিলিয়ে ছেলের জন্য কিনেছিলেন এই গোলাপী সাইকেল। তার রাজপুত্র যখন এই সাইকেলে চড়ে সারা বাড়ি দাপিয়ে বেড়াবে বাবার কাছে এরচেয়ে সুন্দর দৃশ্য আর কী হতে পারে! চালাতে চালাতে রাজপুত্র বেল বাজাবে, বাবা সরে গিয়ে হাসতে হাসতে জায়গা করে দেবে। মা বিরক্ত হয়ে কপট রাগ করবে হয়তো। সন্তান হাসবে। পৃথিবীর শ্রেষ্ঠ সেই হাসিমুখ।

বাবা মা দুজনেরই একসঙ্গে দেখার কথা ছিলো প্রিয় সন্তানের সেই হাসিমুখ।

কিন্তু মহান সৃষ্টিকর্তা সেটা চাননি বোধহয়। গতকাল ইফতার করে বাসায় ফেরার পর বুকে ব্যাথা ওঠে বাবার। তারপর স্ট্রোক। না ফেরার দেশে চলে যান বাবা।

আজ ভোর রাতের দিকে অ্যাম্বুলেন্সে ঠিকই বাসায় ফেরেন বাবা। গোলাপী সাইকেলটাও সঙ্গে। কিন্তু বাবার আর কখনোই দেখা হবে না সন্তান তার কিনে দিয়ে আসা সাইকেলে চড়ে কিভাবে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে।

ছবি ও তথ্যঃ প্রিয় পুলিশ কর্মকর্তা পলাশ দাসের।

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!২. ম্য...
04/04/2024

১.ভাবী! আপনি দুই বাচ্চার মা! আপনাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না, দেখে মনে হয় মাত্র মাধ্যমিক পাশ করছেন! সিরিয়াসলি!
২. ম্যাডাম, একটা কথা বলবো? অনেকদিন থেকে ভাবছি! কিন্তু বলবো বলবো করে বলা হচ্ছে না। আপনি এমনিতেই সুন্দর। কিন্তু নাকের পাশের তিলটা আপনাকে একদম পরী বানিয়েছে। এত্ত সুন্দর। জাস্ট অসাধারণ লাগে!
৩. মন খারাপ কেন ভাবী? ঝগড়া টগড়া করলো নাকি? আপনার মতো এ রকম একটা মানুষের সাথেও ঝগড়া করা যায়? বিশ্বাসই হচ্ছে না!
৪. একটা কথা বলি আপু! কিছু মনে করবেন না তো? আপনার কণ্ঠটা এত্ত সুন্দর! কোনো প্রিয় গান বারবার শুনলেও যেমন বিরক্তি লাগে না, আপনার কথাবার্তার স্টাইলও এরকম। টানা ২৪ ঘন্টা শুনলেও বোরিং লাগবে না!
৫. আপনি যা ইচ্ছা মনে করতে পারেন, আজ থেকে আপনাকে আর আন্টি ডাকবো না, বলে দিচ্ছি। হুঁ! দেখলে মনে হয় আবার বিয়ে দেওয়া যাবে, আর আপনাকে ডাকবো আন্টি? না, আর না!
৬. একটা কথা বলবো? নীল শাড়ীতে আপনাকে দারুণ মানিয়েছে! না না, তেল দিচ্ছি না, সত্যি বলছি! সত্যি অনেকটা কোয়েল মল্লিকের মতো লাগে আপনাকে!
৭. জন্মদিনে এবার কি কি করলেন আপনারা?
আপনার ভাই অফিসের কাজে ব্যস্ত!!!!
কি যে বলেন! আমি এরকম একটা বউ পেলে জন্মদিন উপলক্ষ্যে এক সপ্তাহের ছুটি নিতাম! হাসবেন না, সিরিয়াসলি!

-----------------------------------------------

বিঃ দ্রঃ - অবিশ্বাস্য হলেও সত্য, কিছু কিছু মানুষ আছে, নিজের অফিসের কলিগ,পাশের বাসার ভাবী, কিংবা বন্ধুর বউ,পরিচিত আপু ম্যাডামদের সাথে এভাবেই কথা বলে। আপাতদৃষ্টিতে এগুলো "জাস্ট প্রশংসাবাক্য"। এর গভীরে যে কত বড় লাম্পট্য, আর অসৎ কামনা লুকিয়ে আছে, খেয়াল না করলে বুঝার উপায় নেই। যারা এগুলো করে, এরা কিন্তু ফাঁদে ফেলবার জন্যেই করে! এদের স্বভাবই হলো ফ্লার্ট করে নিজের বশে আনা!
খুব স্মার্ট সুদর্শন পুরুষ দেখলে কিছু কিছু ক্ষেত্রে মহিলারাও এরকম ফ্লার্ট করে। সে সংখ্যাটাও কম না!! যে মহিলা জীবনে কোনোদিন স্বামীর বিকল্প স্বপ্নেও কল্পনাও করেন নি। মাঝে মাঝে ঝগড়া হয়, কিন্তুু স্বামীকে অনেক ভালোবাসেন। পর পুরুষের মুখে নিজের এত্ত সুন্দর প্রশংসা শুনে, "আমি হলে পায়ের কাছে পড়ে থাকতাম" কথাটা শুনে সেই মহিলাও ভাবেন, এই স্বামী আমাকে বঞ্চিত করছে, নিশ্চয়ই আমি আরও ভালো কিছু আশা করি!
যে মহিলা একটা সুখের সংসারে আছেন, সবকিছু নিয়ে সুখে আছে সেও পরকীয়ার পথ বেছে নিচ্ছে।

Address

Jhenaidah
Jhenaidah

Alerts

Be the first to know and let us send you an email when Shaid360বাঙালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shaid360বাঙালী:

Share