Daily Jhenaidah

Daily Jhenaidah News all the time

বিএনপির সমাবেশে যোগদান করায় হামলাও বাড়ি ভাংচুরের অভিযোগস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃবিএনপির সমাবেশে যোগদান করায় কালীগঞ্জের ব...
30/12/2021

বিএনপির সমাবেশে যোগদান করায় হামলা
ও বাড়ি ভাংচুরের অভিযোগ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
বিএনপির সমাবেশে যোগদান করায় কালীগঞ্জের বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের উপর হামলা ও বাড়ি ভাংচুরের অভিযোগ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির বিশাল সমাবেশ থেকে বাড়ি ফেরার পর থেকেই কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি হামলা ও ভাংচুর করে। জেলা বিএনপি এ ঘটনার প্রতিকার দাবী করে অবিলম্বে হামলা বন্ধের দাবী জানিয়েছেন। বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকা কালীগঞ্জের বরোবাজার এলাকার সুবর্ণাসরা গ্রামের জিয়াউর রহমান, রবিউল ইসলাম, আশিক, মঈন আলী, জহুরুল ইসলাম, জগন্নাথপুর গ্রামের আব্দুল মান্না, লুচিয়া গ্রামের ওয়াজেদ গাজি, ইশারত আলী, বারফা গ্রামের হযরত আলী ও খামারমুন্দিয়া গ্রামের শরিফুল ইসলামকে মারধর ও হুমকী দেওয়া হয়। এ সময় সরকারী দলের নেতা কর্মীরা বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। বিএনপির সমাবেশে যোগ দেওয়ায় জেলার বিভিন্ন গ্রামে এ রকম হুমকী দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তবে এ বিষয়ে কালীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তাদের কাছে এখনো কেও অভিযোগ করেনি।

অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় আটক ৩মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাজা জব্দস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহ...
30/12/2021

অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় আটক ৩
মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে
ফেনসিডিল ও গাজা জব্দ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে ২৭০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯০০ গ্রাম গাজা ও অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক এক ই-মেইল বার্তায় এ খবর জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মহেশপুর ৫৮ বিজিবি’র অধিনস্ত খোসালপুর বিওপির সদস্যরা টহল দেওয়া সময় মাদক চোরাকারবারী মোঃ তরিকুল ইসলাম (২০) কে গাজাসহ আটক করা হয়। তিনি মহেশপুরের শ্রঅপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। এদিকে রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা মহেশপুর উপজেলার সিংনগর গ্রামের একটি আমবাগান মালিকবিহীন ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। একই দিন মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে মালিকবিহীন আরো ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের মাঠ থেকে তিন বাংলাদেশী নাগরিক অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। আটককৃতরা হলেন, পিরোজপুর জেলার জিয়ানগর থানার কলারন গ্রামের মৃত সাত্তার গাজীর ছেলে মোঃ জসিম গাজী (৩২), মাদারীপুর জেলার রাজৈর থানার চাদপট্টি গ্রামের মৃত রহিম মাতব্বরের ছেলে আচ মোহাম্মদ (২৯) এবং চাদপুর জেলার মতলব উত্তর থানার পাচানী গ্রামের মৃত রমনী চন্দ্র দাসের ছেলে নারায়ন চন্দ্র দাস (৩০)।

খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের সমাবেশে শতবর্ষী বৃদ্ধ কেসমতহৃদয় আহম্মেদ পিকুল/ নায়েব আলী নবাবঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশে ...
29/12/2021

খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের
সমাবেশে শতবর্ষী বৃদ্ধ কেসমত

হৃদয় আহম্মেদ পিকুল/ নায়েব আলী নবাব
ঝিনাইদহ জেলা বিএনপির সমাবেশে সবার দৃষ্টি কাড়ে শতবর্ষী বৃদ্ধ কেসমত আলী। হাতে একটি পুটিলি। গায়ে ময়লা জাপা কাপড়। গায়ের চামড়া কুঁকড়ে গেছে। মুখে একটি দাঁতও অবশিষ্ট নেই। তাই কথাগুলো শুনতে অস্পষ্ট। নিজে লাঠি ভর দিয়ে কোন রকম চলাফেরা করতে পারেন। তিনি জানালেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তিনি প্রচন্ড ভালোবাসেন। লোক মারফত কেসমত আলী জানতে পারেন ২৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকৎসার দাবীতে ঝিনাইদহ শহরের উজির আলী মাঠে জেলা বিএনপি সমাবেশ ডেকেছে। তিনি আর বাড়িতে থাকতে পারেননি। তাই লাঠি ভর দিয়ে সমাবেশে হাজির হন। কেসমত আলী ঝিনাইদহ শহরতলী এলাকার গোয়ালবাড়ি কাষ্টসাগরা গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে। তিনি নিজেই জানান তার বয়স এক’শ বছর। গনমাধ্যম কর্মীদের বসার স্থানে তিনি লাঠি ভর দিয়ে বসে ছিলেন। মাথায় “খালেদা জিয়া মুক্তি আন্দোলন” লেখা কাপড় বাধা। সমাবেশ স্থল থেকে মাঝে মধ্যে শ্লোগান ভেসে আসলে তিনিও উত্তর দিতে থাকেন। সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন, এই বৃদ্ধ বয়সে মাজুর শরীর নিয়ে কেন এখানে এসেছেন। কানের কাছে মুখ নিয়ে কেসমত আলী বলে ওঠেন, “আমি কড়া বিএনপি, খালেদা জিয়ার মুক্তির জন্য এসেছি”। সমাবেশ শেষে ছাত্রদল ও বিএনপি নেতারা বৃদ্ধ কেসমত আলীকে বাড়ির উদ্দেশ্যে একটি গাড়িতে উঠিয়ে দেন।

ঝিনাইদহে পথে পথে জনতার ঢলস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃবাড়ি বাড়ি তল্লাসী ও পথে পথে পুলিশী বাঁধা কোনটাই ঠেকাতে পারেনি বিএনপি ন...
29/12/2021

ঝিনাইদহে পথে পথে জনতার ঢল

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
বাড়ি বাড়ি তল্লাসী ও পথে পথে পুলিশী বাঁধা কোনটাই ঠেকাতে পারেনি বিএনপি নেতাকর্মীদের। প্রশাসনের এই বাধা উপেক্ষা করে বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে আয়োজিত বিশাল সমাবেশে উপস্থিত হন নেতাকর্মীরা। পথে পথে জনশ্রোত ছিল চোখে পড়ার মতো। রাস্তাঘাট বন্ধ ও যানবাহন আটকিয়েও বিএনপি নেতাকর্মীদের দমাতে পারেনি। ফলে দুপুর ১২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার পর থেকে জনসভাস্থলে গ্রাম থেকে মানুষ সমবেত হতে থাকেন। দুপুর হওয়ার আগেই উজির আলী স্কুলের বিশাল ময়দান কানায় কানায় পুর্ণ হয়ে যায়। মাঠে কোন তিল ধারণের স্থান ছিল না। মাঠ ভর্তি হয়ে জনতার শ্রোত পথে প্রান্তরে আছড়ে পড়ে। ঝিনাইদহের ৬ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং গ্রাম থেকে মানুষ ব্যানার, ফেষ্টুন ও প্লাকার্ড নিয়ে সমাবেশে সমবেত হতে থাকেন। নেতাকর্মীদের মুর্হুমুর্হ করতালীর মধ্য দিয়ে কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতৃবুন্দ বক্তব্য রাখেন। সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মসিউর রহমান অভিযোগ করেন, পুলিশ খালেদা মুক্তি আন্দোলনের এই সমাবেশ ঠেকাতে এহেন কোন পন্থা নেই যা প্রয়োগ করেনি। পথে পথে বাধা দেওয়া হয়েছে। বিএনপি নেতাদের গাড়ি কেড়ে নিয়ে মামলা দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি পুলিশ পাঠিয়ে সমাবেশে আসতে নিষেধ করা হয়েছে। নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু জনতার বাধভাঙ্গা জোয়ারের কাছে তারা হেরে গেছেন। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, যে কাজ আওয়ামীলীগের নেতাকর্মীরা করবেন, সেই কাজ পুলিশ করেছে যা একটি ঘৃন্য উদাহরণ হয়ে থাকবে। বিএনপির এই সমাবেশকে ঘিরে জেলা শহরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। সমাবেশ স্থলেও নেওয়া হয় বাড়তি নিরাপত্তা।

“হাসিনার বিরুদ্ধে জনতার সাগরে ঢেও জেগেছে এই উত্তাল ঢেওয়ে তারা ভেসে যাবে”আসিফ কাজল, ঝিনাইদহ থেকেসাবেক মন্ত্রী ও বিএনপির ভ...
29/12/2021

“হাসিনার বিরুদ্ধে জনতার সাগরে ঢেও জেগেছে
এই উত্তাল ঢেওয়ে তারা ভেসে যাবে”

আসিফ কাজল, ঝিনাইদহ থেকে
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী বলেছেন, হাসিনার বিরুদ্ধে জনতার সাগরে ঢেও জেগেছে। এই উত্তাল ঢেওয়ে হাসিনা ও তার দুর্নীতিবাজ সরকার বঙ্গপোসাগরে ভেসে যাবে। তিনি বলেন শেখ হাসিনা জোয়ার দেখেছে, কিন্তু ভাটা দেখেনি। ভাটার টান শুরু হয়েছে। এই টানে হাসিনা সগরে নিক্ষিপ্তি হবে। নিতাই রায় চৌধুরী বুধবার ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত এক বিরাট সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দানকালে এ কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকৎসার দাবীতে ঝিনাইদহ শহরের উজির আলী মাঠে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এড এস এম মশিয়ূর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ও সংসদ সদস্য মসিউর রহমান, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এড আসাদুজ্জামান, কেন্দ্রীয় নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, আব্দুল ওহাব, সাইফুল ইসলাম ফিরোজ, এড এম এ মজিদ, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল আলীম ও আব্দুল মজিদ বিশ্বাস প্রমুখ। এছাড়া আশপাশ জেলা থেকে বিএনপির অর্ধশত নেতা সমাবেশে বক্তব্য রাখেন। প্রধান অতিথি নিতাই রায় চৌধুরী বলেন, দেশে আজ কোন কিছুই অবশিষ্ট নেই। গনতন্ত্র, শিক্ষা, মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার ব্যবস্থা, পুলিশ, র‌্যাব, সেনা বাহিনী সব কিছুই হাসিনা ধ্বংস করে দিয়েছে। প্রশাসন দিয়ে গুম খুন করিয়ে মানবাতা বিরোধী অপরাধ করেছে। বাংলার মাটিতে হাসিনার বিচার হবে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের দল নয়। তারা ভারতের ট্রেনিং ক্যাম্পে বসে বসে রেশন খেয়েছে আর নারী নিয়ে ফুর্তি মেরেছে। শেখ মুজিব মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা ঘোষনা তো দুরের কথা সেচ্ছায় পাকিস্থানীদের হাতে ধরা দিয়ে আরাম আয়েশে দিন কাটিয়েছেন। অথচ শেখ মুজিবকে আজ মুক্তিযুদ্ধের বড় ফেরিওয়ালা বানিয়েছে হাসিনা। নিতাই রায় চৌধুরী বলেন শেখ হাসিনা ও তার পিতা কোনদিন গনতন্ত্রে বিশ্বাস করেনি। তাদের শাসন আমল তার প্রমান বহন করে। সিরাজ শিকদার বিভন্ন মতের হলেও তার দেশপ্রেম ছিল অতুলনীয়। অথচ শেখ মুজিব তাকে হত্যা করে সংসদে দম্ভক্তি প্রকাশ করে বলেছিল “কোথায় আজ সিরাজ শিকদার”? অত এই দলটির নেতারা আজ মানুষকে গনতন্ত্র ও মানবাধিকার রক্ষার সবক দেয়। যারা অসুস্থ খালেদা জিয়াকে ভয়ে ভীত তারা সুস্থ বিএনপি লাখো নেতা কর্মীকে কি ভাবে সামলাবেন। সবাবেশে মসিউর রহমান বলেন রক্তের অপর নাম কিন্তু মুক্তি। ১৯৭১ সালে রক্ত দিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। শেখ হাসিনার এ কথা মনে রাখা দরকার। মসিউর বলেন, ভারতের মদি সরকারের সঙ্গে অনেক পিরিত করেছিলেন, এখন কিন্তু সেই মোদি সরকার বাইডেনের সঙ্গে। হাসিনাকে ছুড়ে ফেলেছে। তিনি বলেন হাসিননার জন্য পৃথিবী ছোট হয়ে আসছে। মসিউর বলেন, ওবাইদুল কাদের ও হাসান মাহমুদকে দিয়ে অর্নগল মিথ্যা বলিয়েও হাসিনার শেষ রক্ষা হবে না। মানুষ জেগেছে। পালানোর সব পথ বন্ধ করে দেবে দেশের জনগন। অধ্যক্ষ সোহরাব উদ্দীন সমাবেশে বলেন, পতনের ডাক কি পুলিশ ও হাসিনা সরকার শুনতে পাচ্ছে না ? সময় ঘনিয়ে এসেছে। আকাশে কালোমেঘ। হাসিনা ও তার দোসররা পালানোর জন্য পথ খুজছে। বিএনপির মানবাধিকার সম্পাদক এড আসাদুজ্জামান পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আপনারা তো ডাম্পিং পোস্টিং নিয়ে ঝিনাইদহে এসেছেন। এখানে কেন আপনারা দলীয় ক্যাডারদের মতো আচরণ করেন ? আপনাদের দিয়ে ৬০১ জনকে গুম করেছে। তিন হাজার মানুষ বিনা বিচারে হত্যা করেছে। ৩৬ লাখ বিএনপি নেতাকমর্েিদর নামে মামলা করিয়েছে। এখানেই থামুন, নইলে পস্তাবেন। খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত আইনমন্ত্রীর সমালোচনা করে বলেন, বিনা ভোটের সরকারের আইনী যুক্তি দেখতে দেখতে মানুষ আজ বিরক্ত। তিনি প্রশ্ন করে বলেন, কুইক রেন্টালে হাজার হাজার কোটি লুট হয়, কাঁটাতারে ফেলানীর লাশে ঝুলে থাকে, ব্যাংক ঋনের নামে দেশের হাজার হাজার কোটি টাকা লুট হয় সেদিন কোথায় থাকে আপনাদের আইন ? তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, এটা ঊনবিংশ বা বিংশ শতাব্দী নয়, এটা একাবিংশ শতাব্দি। তরুনদের সাথে প্রবিনরা যুক্ত হয়ে যদি প্রতিবাদের বিস্ফারণ ঘটায় তখন আপনারা পালানো পথ পাবেন না। তিনি বলেন, সরকার যদি আইন দিয়ে দেশ চালাতো, তবে বেগম খালেদা জিয়া মুক্তি পেতেন। যেমন জিয়ার স্বাধীনতা ঘোষনার সময় কোন আইন লাগেনি। তিনি বলেন সরকারের লোজন ও দলীয় নেতাকর্মী পালানোর পথ খুজছেন। আমেরকিা, কানাডা ও অস্ট্রেলিয়া বন্ধ হয়ে গেছে। এখন মালদ্বীপের সঙ্গে চুক্তি করা হচ্ছে। আসলে এই চুক্তি হচ্ছে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লে তারা মালদ্বীপে পালিয়ে যেতে চাই। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপিকে এখন কোন বাধায় আর ঠেকাতে পারবে না। জেলা উপজেলা থেকে যে আন্দোলন শুরু হয়ে অচিরেই তার ঢেও আছড়ে পড়বে রাজধানী ঢাকায়।

ঝিনাইদহে ২০২১ সালের আলোচিত ঘটনাআসিফ কাজলঃকরোনা মহামারি ধাক্কা কিছুটা সামলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশের সীমান্তবর্ত...
28/12/2021

ঝিনাইদহে ২০২১ সালের আলোচিত ঘটনা

আসিফ কাজলঃ
করোনা মহামারি ধাক্কা কিছুটা সামলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশের সীমান্তবর্তী জেলা ঝিনাইদহ। করোনা মহামারির পর ঝিনাইদহের সব চেয়ে আলোচনার বিষয় ছিল সীমান্ত পারাপার, সড়ক দুর্ঘটনা আর নির্বাচন। ছিল হত্যা, হামলা, মামলা, ভাঙচুরের মতো ঘটনা। যার কেন্দ্রবিন্দু ছিল শৈলকুপা উপজেলা। এছাড়াও বছরের শেষের দিকে আলোচনায় আসে কালীগঞ্জ ও সদর উপজেলায় ইউপি নির্বাচন। বছরজুড়ে ঝিনাইদহের ঘটে যাওয়া ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো। ঝিনাইদহে বছরের প্রথম আলোচিত ঘটনা ঘটে চলতি বছরের ১৩ জানুয়ারি। জেলার শৈলকুপার মদনডাঙ্গা এলাকায় ট্রাকের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর (থ্রি-হুইলার) ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ছয়জন নির্মাণ শ্রমিক। একই সময় চলছিল শৈলকুপা পৌরসভা নির্বাচন। সেদিন রাতে ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় নিহত হন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই। দিনগত রাত ২টার দিকে প্রতিপক্ষ আলমগীর খান বাবুর মরদেহ শৈলকুপার কুমার নদ থেকে উদ্ধার করা হয়। ১০ ফেব্রয়ারি কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কে বারবাজার তেলপাম্প এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ১২ জন। নিহতদের মধ্যে বেশির ভাগ মাষ্টার্সের শিক্ষার্থী। মার্চ মাসজুড়ে বড় কোনো আলোচিত ঘটনা না ঘটলেও ছিল হত্যা, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর। ছিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার ঘটনা। এপ্রিলের শুরুতেই আলোচনায় ছিল শৈলকুপার আউশিয়া প্রামের ক্ষীর্ণকায় এক নারী ও পুরুষের বিয়ের খবর। ৩০ বছর বয়সী ৪০ ইঞ্চি উচ্চতার ছেলে আর ১৮ বছর বয়সী ৪২ ইঞ্চি উচ্চতার দু’জনের বিয়ের ঘটনা ছিল বেশ আলোচিত। আবার তাদের বিচ্ছেদের খবরটিও দেশে ভাইরাল হয়। ওই মাসেই শৈলকুপায় ঘটে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা। ধর্ষণের শিকার হয় এক প্রতিবন্ধী নারী। আর দুর্ঘটনায় প্রাণ হারায় বেশ কয়েকজন। মে মাসে আলোচনায় ছিল সড়ক দুর্ঘটনা আর ভারত সীমান্ত থেকে অবৈধ পারাপারের ঘটনা। সড়ক দুর্ঘটনায় নিহত হন কলেজ ছাত্রসহ চারজন, আহত হন সংসদ সদস্যও। হত্যার ঘটনাও ঘটে কয়েকটা। জুলাই মাসে আবারও চোখ রাঙাতে শুরু করে মহামারি করোনা। ১৫ দিনে করোনায় মৃত্যুবরণ করে অর্ধশত মানুষ। মাসজুড়ে ছিল হত্যা, সড়ক দুর্ঘটনায় নিহতের মতো ঘটনাও। অক্টোবরের শুরুতেই আলোচনায় ছিল ঝিনাইদহ আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা। মালখানায় বিস্ফোরণে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে যায় এক নির্মাণ শ্রমিকের দেহ। ওই ঘটনায় আহত হন আরও তিনজন। এছাড়াও শৈলকুপাতে ঘটে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ। শৈলকুপা উপজেলার কামান্না ও বারইহুদা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হন। সেসময় ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি বাড়িঘর। পরের মাসে নির্বাচন শুরু হলে আলোচনায় আসে জেলার মহেশপুর ও কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। বিশেষ করে আলোচনার জন্ম দেয় কালীগঞ্জের ত্রিলোচনপুর ইউনিয়নে তৃতীয় লিঙ্গের প্রার্থী নজরুল ইসলাম ঋতুর নির্বাচনী প্রচারণা। নির্বাচনী আমেজের মাঝেও বাড়তি আমেজ ছিল ওই ইউনিয়নে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানাকে দ্বিগুণ ভোটে হারিয়ে দেশে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এছাড়াও আলোচনায় ছিল ডায়রিয়ার প্রকোপ। শহরের ৩ নম্বর ওয়ার্ড তিন দিনের ব্যবধানে প্রায় ৩০০ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হন। কয়েকদিনের ব্যবধানে তা ছড়িয়ে পড়ে সদর উপজেলার বিভিন্ন গ্রামে। ১৫ দিনে আক্রান্ত হয় দেড় হাজারের বেশি মানুষ। চতুর্থ ও পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হলে আবারো আলোচনায় আসে শৈলকুপা। এ উপজেলার সারুটিয়া, হাকিমপুর, দিগনগর ইউনিয়নের শুরু হয় হামলা, পাল্টা হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট। একইসঙ্গে জেলা সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের টিকারী বাজারে ঘটে সংঘর্ষের ঘটনা। সংঘর্ষের দৃশ্য দেখে হৃদরোগে আক্রন্ত হয়ে এক মেম্বর প্রার্থীর মৃত্যু ঘটে। আহত হন এক পুলিশ কর্মকর্তা। শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় পুড়িয়ে দেওয়া হয় ১০টি মোটরসাইকেল, ভাঙচুর ও লুটপাট করা হয় অন্তত ৪৫টি বাড়িঘর। পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা থেকে আনা হয় পুলিশ সদস্যদের। অসময়ে বৃষ্টিপাত জেলা জুড়ে কৃষকদের দুর্ভোগে ফেলে। মাঠের ধান নিয়ে কৃষককুল হাফিয়ে ওঠে। তাছাড়া অনেক ফসল ক্ষতিগ্রস্থ হয়। ২৬ ডিসম্বের ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নের নির্বাচনে নৌকার ভরাডুবির ঘটনা আলোচনার মাত্রা যোগ করে। নির্বাচনে ১০টিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করে। নৌকা প্রতিক নিয়ে পাশ করেন ৫ জন। তাছাড়া বছরজুড়ে ছিল সংর্ঘষ, হত্যা, ধর্ষণ, সড়ক দুর্ঘটনার মাঝেও ঘটেছে ভালো কিছু ঘটনা। ভালো খবরের মধ্যে জেলা জুড়ে ইউনিয়ন পরিষদের সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন। ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার নির্বাচনকে শান্তিপুর্ন ও নিরপেক্ষ করতে ব্যাপক উদ্যোগ গ্রহন করেন। তাছাড়া ১২৩ ফুট উচ্চতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করে ভালোবাসার অনন্য উদাহরণ সৃষ্টি করে কালীগঞ্জের ডা. রাশেদ শমসের। বছরের মাঝামাঝিতে করোনায় সর্বোচ্চ মৃত্যু দেখার পরও শেষ সময়ে মৃত্যু শূন্য ছিল এ জেলায়। কৃষিতেও গত বছরের চেয়ে এগিয়ে সীমান্তবর্তী এ জেলাটি। গত বছরের তুলনায় প্রায় ৫০০ হেক্টর জমিতে বেশি আমন ধানের আবাদ করা হয়েছিল। ছিল ধান, পাট ও পেঁয়াজের বাম্পার ফলন।

এক যুগ পর বুধবার ঝিনাইদহে বিএনপির সমাবেশস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃএক যুগ পর ঝিনাইদহে প্রকাশ্যে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি।...
28/12/2021

এক যুগ পর বুধবার ঝিনাইদহে
বিএনপির সমাবেশ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
এক যুগ পর ঝিনাইদহে প্রকাশ্যে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকৎসার দাবীতে আগামীকাল বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপি সমাবেশ সফল ও বিপুল জনসমাগম করতে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত সমাবেশে শরীক হতে দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক হুইপ ও সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও বিএনপির কেন্দ্রীয় নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহবায়ক এড মশিয়ূর রহমান। ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব এড এম এ মজিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি এড মুন্সি কামাল আজাদ পান্নু মঙ্গলবার বিকালে জানান, সমাবেশ সফল ও শান্তিপুর্ন করতে আমরা প্রশাসন ও গনমাধ্যমকর্মীদের সহায়তা চেয়েছি। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে বলেও বিএনপি নেতারা জানান।

ঝিনাইদহের কালুহাটী গ্রামে যুবককে পিটিয়ে জখমস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী গ্রামে সাইফুল ইসলাম সবু...
28/12/2021

ঝিনাইদহের কালুহাটী গ্রামে
যুবককে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটী গ্রামে সাইফুল ইসলাম সবুজ (২২) নামে এক যুবককে পিটিয়ে জখম করা হয়েছে। তিনি একই গ্রামের কাশেম মন্ডলের ছেলে। আহত যুবকের ভাবি রাশিদা বেগম অভিযোগ করেন, সোমবার রাত ১০টার দিকে বাড়ির কাছে গ্রামের ছেলেরা পিকনিক করছিল। এ সময় সবুজ সেখানে উপস্থিত হলে কালুহাটী গ্রামের মতিয়ার রহমানের ছেলে পিকুল ওরফে বিকুল গালিগালাজ করে। এ সময় সবুজ প্রতিবাদ করলে কাঠের চলা দিয়ে তার মুখমন্ডলে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হন সবুজ। তাকে উদ্ধার করে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রাম্য মাতুব্বরদের ন্যায্য বিচারের আশ্বাসে পরিবারটি মামলা করেনি বলে জানান।

ঝিনাইদহে মেম্বর প্রার্থীর সমর্থকদেরমধ্যে সংঘর্ষ গ্রেফতার ৫স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন...
28/12/2021

ঝিনাইদহে মেম্বর প্রার্থীর সমর্থকদের
মধ্যে সংঘর্ষ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বড়কামারকুন্ডু গ্রামে বিজয়ী ও পরাজিত মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে ৫ জনকে। পুলিশ জানায়, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে কালীচরণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর পদে নির্বাচিত হন শাহীদুল ইসলাম। মঙ্গলবার সকালে বড়কামারকুন্ডু গ্রামে শাহীদুলের সমর্থক লিটন হোসেনকে মারধর করে পরাজিত মেম্বর প্রার্থী ইকবালের লোকজন। এ ঘটনার জের ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। কোন পক্ষ থেকে অভিযোগ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিশু সন্তানকে জিম্মি করে টাকা ছিনতাই ও চেক ছিড়ে ফেলার অভিযোগজমি বিক্রির টাকা আনতে গিয়ে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের শিকার এ...
28/12/2021

শিশু সন্তানকে জিম্মি করে টাকা ছিনতাই ও চেক ছিড়ে ফেলার অভিযোগ
জমি বিক্রির টাকা আনতে গিয়ে প্রতারণা
ও বিশ্বাস ভঙ্গের শিকার এক দম্পত্তি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
জমি বিক্রির পাওয়ানা টাকা চাইতে গিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন এক দম্পত্তি। টাকা দেওয়ার কথা বলে বাড়িতে জিম্মি করে ওই দম্পত্তিকে হত্যার ষড়যন্ত্র করে মজনুর রহমান ও তার পুলিশ ছেলে মিজান। এ ঘটনায় মর্মাহত ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ করেছেন শাহানুর নেছা নামে এক নারী। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পূর্বপুরন্দপুর গ্রামের জিয়া উদ্দীন খানের ছেলে কে.এম সালাহ উদ্দীন। তিনি উল্লেখ করেন, তার শাশুড়ি শাহানুর নেছাসহ অন্যান্যরা কালিগঞ্জ উপজেলার ত্রীলোচনপুর ইউনিয়নের দাদপুর মৌজার ২৪০ আর এস খতিয়ানভূক্ত ২১১ শতক জমি বিক্রি করেন। পঁচিশ লাখ সাতান্ন হাজার পাঁচ’শ টাকার মধ্য একই গ্রামের আফসার আলীর ছেলে মজনুর রহমান, মহর শেখের ছেলে জহির শেখ এবং যশোরের চৌগাছা উপজেলার সরূপপুর গ্রামের নূর আলীর ছেলে আব্দুর রাজ্জাক ১৩ লাখ ৭০ হাজার টাকা দেন। বাকি টাকা ১১ লাখ ৮৫ হাজার টাকার জন্য চেক প্রদাণ করেন। যার চেক নং ৬৯০৬১২৬, হিসাব নং-১২২৮৪ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কোটচাঁদপুর শাখা-ঝিনাইদহ। বিশ্বাসের কারণে শাহানুর নেছা টাকা বাকী রেখেই জমি রেজিষ্ট্রি করে দেন। এদিকে জমি রেজিষ্ট্রি হওয়ার পর চেক ফেরৎ দিয়ে বাকী টাকা নিয়ে যেতে বলেন মজনুর রহমান। সে মোতাবেক গত ৫ অক্টোবর চেক ফেরত দিয়ে টাকা নেওয়ার জন্য জমি বিক্রেতাদের বাড়িতে ডাকেন প্রতারক মজনু। দাদাপুর গ্রামে উপস্থিত হলে জমি বিক্রেতাদের হাতে নগদ সাড়ে ৩ লাখ টাকা দিয়ে চেক ফেরৎ নেন এবং সঙ্গে সঙ্গে চেকটি ছিড়ে ফেলেন। চমর বিশ্বাস ভঙ্গের এ ঘটনায় হতবাক হয়ে পড়েন জমি বিক্রেতারা। এরপর তাদের বলা হয় চেক বইতে কোন পাতা নেই। ব্যাংক হতে চেক তুলে আমাদের পরে দিবেন। টাকা ও চেক না দিলে তারা ঘটনাস্থল ত্যাগ করতে না চাইলে প্রতারক মোঃ মজনুর রহমান ও তার পুলিশ ছেলে মিজান মিলে তাদের ঘরের মধ্যে আটকিয়ে মজনুর দেওয়া সাড়ে তিন লাখ টাকাও জোরপুর্বক ছিনিয়ে নেন এবং পূর্ব পরিকল্পনা মতে অভিযোগকারীর শিশু সন্তানকে জিম্মি করে ফেলে। এরপর বিবাদীর স্ত্রী, কন্যা ও পুত্রবধু আমাদের শিশু সন্তান সাফায়েতকে খুন করার হুমকি দিয়ে বলে, বেশি চেচামেচি করলে খুন করে ফলবো। শিশু সন্তানকে খুনের ভয়ে তারা এক সময় চুপ হয়ে যান। কিছু সময় পরে বিবাদীরা ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ বিষয়ে সালাহউদ্দিন ঝিনাইদহ পুলিশ সুপারের কাছে ও কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার পর থেকে মিজান ও তার লোকজন মোবাইলে বিভিন্ন প্রকার হুমকি দিচ্ছেন। এতে তারা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভূক্তভোগী শাহানুর নেছা, ইদ্রিস আলী, মেহেনুর নেছা, সুমাইয়া ইসলাম ও তমা খাতুন প্রমূখ। এ বিষয়ে মজনুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

নৌকার পক্ষে ভোট করায় নারী মেম্বরকে পিটিয়ে জখমস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নে তিনবারের নির্বাচিত সংর...
27/12/2021

নৌকার পক্ষে ভোট করায় নারী
মেম্বরকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীচরণপুর ইউনিয়নে তিনবারের নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউনিয়ন পরিষদ সদস্য রহিমা বেগমকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনার জন্য স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরের সমর্থকরা দায়ী বলে রহিমা অভিযোগ করেন। এ সময় হামলাকারীরা তার গলার চেইন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। জানা গেছে, রহিমা বেগম একজন অসহায় ও হতদরিদ্র মানুষ হিসেবে পরিচিত। তিনি ইউপি সদস্য হয়েও ঝিনাইদহ সদর হাসপাতালে আয়ার কাজ করেন। তার উপর এই হামলায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। রহিমা বেগম অভিযোগ করেন, তার বোন পুবালী ব্যাংক থেকে সোমবাদ দুপুরে ৫০ হাজার টাকা তুলে দেন। ঝিনাইদহের ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে তিনি বড়কামারকুন্ডু গ্রামের আলীমুদ্দীর মুদির দোকানে যান। এ সময় বড়কামারকুন্ডু গ্রামের আক্তার ডেকে নিয়ে অনুউচ্চরণযোগ্য অশালীন কথা বলেন। রহিমা এ কথার তীব্র প্রতিবাদ করলে আক্তার ও ঝন্টু তাকে কিল ঘুষি মেরে আহত করেন। তাদের আঘাতে রহিমা বেগম মাটিতে পড়ে গেলে আক্তার তার বুকের উপর পা উঠিয়ে দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আশপাশের দোকানদাররা ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির পর রহিমা দুইবার বমি করেন বলে তিনি নিজে জানান। অবস্থা বেগতিক দেখে চিকৎসকরা তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন, তবে তিনি অর্থের অভাবে যাননি। এ বিষয়ে আক্তার ও ঝন্টু অভিযোগ করেন ওই নারী মেম্বরই প্রথমে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। তাকে কোন রকম মারধর করা হয়নি।

বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী আর নেইঅনলাইন ডেস্কঃবাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সা...
27/12/2021

বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী আর নেই

অনলাইন ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী আর নেই। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ফেনী- ২ আসনের বর্তমান সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বিষয়টি নিশ্চিত করেছেন। জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফেনী-২ (সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০১ সালের ১৭ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান জয়নাল হাজারী। সংসদ সদস্য হিসেবে তার শেষ মেয়াদে নানা বিতর্কে জড়ান জয়নাল হাজারী। এ কারণে ২০০৪ সালে দল থেকে বহিষ্কৃত হন। এরপর দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন তিনি। ফেনী থেকে হাজারিকা নামে প্রকাশিত একটি দৈনিকের সম্পাদকও তিনি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে দেশে ফিরেন তিনি। পাঁচটি মামলায় ৬০ বছরের সাজা হয় তার। এরপর ওই বছরের ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে আত্মসমর্পণ করলে আট সপ্তাহের জামিন পান হাজারী। পরে ১৫ এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে পাঠানো হয় কারাগারে। চার মাস কারাভোগের পরে ২০০৯ সালের ২ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি।

Address

Jhenaidah
Jhenaidah

Alerts

Be the first to know and let us send you an email when Daily Jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Jhenaidah:

Share