
20/10/2024
A.M এবংP.M ইতিহাস
সময় আমাদের অতি পরিচিত একটি নাম। বর্তমান সময়ে হাত ঘড়ি, মোবাইল, দেয়াল ঘড়ি ও কম্পিউটার টাইম ডিস্পেলেতে সময় ভেদে আমরা AM ও PM দেখতে পাই। এই দুটি আমাদের কি বুঝায়? AM ও PM এর রহস্য কি? দুপুর ১২টা বোঝানোর জন্য সময়ের পরে PM শব্দটি ব্যবহার করা হয়। এবং রাত ১২টা বাজলেই সময়ের পরে AM ব্যবহার করা হয়।
অর্থাৎ রাত ১২টা থেকে পর দিন সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত AM এবং দুপুর ১২টা থেকে ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত PM বলা হয়।
AM এর পুরো ইংরেজি হলো Ante meridiem (এন্টি মেরিডিয়েম) Ante (A.) অর্থ পূর্বে বা আগে আর meridiem (M.) অর্থ মধ্যাহ্ন বা দ্রাঘিমা বুঝায়। এক্ষেত্রে Ante meridiem দ্বারা যা বুঝানো হয় তা হলো (AM.)দ্বারা মধ্যরাত ১২ টার পর থেকে মধ্যাঞ্চ (দুপুর) ১২ টার আগ পর্যন্ত সময়কে বুঝায়।
PM এর পুরো ইংরেজি হলো post meridiem। Post (p.)অর্থ পরে আর meridiem (M.)অর্থ মধ্যাহ্ন বা দ্রাঘিমা বুঝায়। এক্ষেত্রে meridiem দ্বারা মধ্য দ্বারা যা বুঝানো হয়। অর্থাৎ post meridiem দ্বারা মধ্যাহ্ন দুপুর ১২ টার পর থেকে মধ্যরাত বা ১২ টার আগ পর্যন্ত সময়কে বুঝায় ।
AM= Anti Meridian ( রাত ১২:০০ থেকে দিন ১১:৫৯)
PM= Post Meridian (দুপুর ১২:০০ থেকে রাত ১১:৫৯ পর্যন্ত)