Cà Phê Mâm Xôi - Cam Kết Giảm 8-12kg sau 1 Liệu Trình

Cà Phê Mâm Xôi - Cam Kết Giảm 8-12kg sau 1 Liệu Trình কলম চলবে সত্যের সন্ধানে!

শৈলকুপা পৌর এলাকার ফাজিলপুর ও সাতগাছি গ্রামে নৌকার বিজয়  পথসভা অনুষ্ঠিত।
03/01/2024

শৈলকুপা পৌর এলাকার ফাজিলপুর ও সাতগাছি গ্রামে নৌকার বিজয় পথসভা অনুষ্ঠিত।

৭৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প।আটককৃতরা হলো,  এলিচ(৪০), পিতা-মৃত আবুল ক...
01/01/2024

৭৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প।

আটককৃতরা হলো, এলিচ(৪০), পিতা-মৃত আবুল কালাম, সাং-আবালপুর (১নং ওয়ার্ড), থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা ও শওকত আলী(৩০), পিতা- পীর মোহাম্মদ, সাং-পীরপুরকুল্লা, ইউপি-কার্পাসডাঙ্গা, থানা-দামুরহুদা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করে।

01/01/2024

শৈলকূপায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম দুলালের গাড়িতে হামলা ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ। এই সময় গাড়িতে ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম দুলালের সহধর্মিণী মুনিয়া আফরিন। ঘটনাটি ঘটে উপজেলার বড়দা ব্রীজ এলাকায়।

ঝিনাইদহের শৈলকুপা থেকে মো. জিয়াউদ্দিন বিপ্লব (৩৯) নামের এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) এর সদ...
31/12/2023

ঝিনাইদহের শৈলকুপা থেকে মো. জিয়াউদ্দিন বিপ্লব (৩৯) নামের এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) এর সদস্যরা। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার হুদা মাইলমারী এলাকা থেকে একটি দেশীয় তৈরী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ তাঁকে আটক করা হয়।

জিয়াউদ্দিন বিপ্লব উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মধ্যপাড়া গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে। র‍্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

রাতভর আম মার্কায় নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত ন্যাশনাল পিপুলস পার্টির মনোনীত প্রার্থী আনিচুর রহমান আনিচ।
27/12/2023

রাতভর আম মার্কায় নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত ন্যাশনাল পিপুলস পার্টির মনোনীত প্রার্থী আনিচুর রহমান আনিচ।

শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে ট্রাক প্রতিকের (স্বতন্ত্র) প্রচার মাইক ভাংচুর ওমনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্...
26/12/2023

শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে ট্রাক প্রতিকের (স্বতন্ত্র) প্রচার মাইক ভাংচুর ও
মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে রফিকুল ইসলাম নামের এক বৃদ্ধ হামলার শিকার হয়েছে।

ঝোপ বুঝে কোপ!স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃএকেই বলে ঝোপ বুছে কোপ! পরিবারের সবাই যখন নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত তখন ফাঁকা বাড়...
24/12/2023

ঝোপ বুঝে কোপ!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
একেই বলে ঝোপ বুছে কোপ! পরিবারের সবাই যখন নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত তখন ফাঁকা বাড়িতে ঢুকে চোরের একটি পরিবারের সব কিছু নিয়ে গেছে। খোয়া গেছে নগদ ৯ লাখ টাকা ও ১০ ভরি সোনার গহনা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে। এই গ্রামের প্রবাসী আব্দুর রশিদ মোল্লার বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। প্রবাসী আব্দুর রশিদের ভাই জাহিদুল ইসলাম জানান, তিনি শনিবার রাতে বলরামপুর বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের সমর্থকদের মাঝে খাবার বিতরণ করছিলেন। এ সময় প্রতিবেশীরা ফোন করে জানায় তার বাড়িতে কে বা কারা ঢুকে সব নিয়ে গেছে। বাড়িতে এসে দেখেন ঘরের তালা ভাঙ্গা ও আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করা। জাহিদুল অভিযোগ করেন, তিনি দীর্ঘ ১৭ বছর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার কারণে তার বাড়িতে পরিকল্পিত ভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছে। প্রবাসী আব্দুর রশিদের মেয়ে মিম খাতুন জানান, মা, চাচীসহ তারা তিনজন বলরামপুর বাজারে গিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ খোকনের নির্বাচনী প্রচারনায়। যাওয়ার সময় তারা বাড়ি তালাবদ্ধ করে রেখে যান। ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙ্গা। তিনি আরো জানান, আলমারির ড্রয়ার ভেঙ্গে বিদেশ থেকে তার পিতার পাঠানো প্রায় ১০ ভরি সোনার গহনা ও নগদ ৯ লাখ নিয়ে গেছে চোরেরা। এ ঘটনা পরিকল্পিতভাবে কেউ ঘটিয়েছে বলেও জানান তিনি। প্রবাসীর স্ত্রী বিউটি বেগম বলেন, ঘরে তার ভাসুরের হালখাতার সাড়ে ৪ লাখ টাকা ও স্বামীর পাঠানোসহ নগদ ৯ লাখ টাকা ছিল। আরো ছিল সোনার গহনা। সবই চোরে নিয়ে গেছে। কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, চুরির খবর শুনে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শৈলকুপায় ট্রাকচাপায় মটরসাইকেল চালক নিহতস্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ জামতলা নামক স্থানে বুধবা...
20/12/2023

শৈলকুপায় ট্রাকচাপায় মটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ জামতলা নামক স্থানে বুধবার সন্ধ্যায় ট্রাক চাপায় রণি (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। পেশায় কৃষক রণি শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামের জিয়ারত আলীর ছেলে। শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল জানান, সন্ধ্যার দিকে রণি মটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় রণির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। তার মটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে পড়ে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। তবে ট্রাকটি পুলিশ আটক করতে পারেনি।

হরিণাকুন্ডুর শাখারীদহ বাজারে নির্বাচনী অফিসে হামলা ভাংচুর আহত ৪স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শা...
19/12/2023

হরিণাকুন্ডুর শাখারীদহ বাজারে নির্বাচনী
অফিসে হামলা ভাংচুর আহত ৪

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ বাজারে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়া জাহেদী মহুলের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রতিপক্ষ নৌকার সমর্থক শাখারীদহ গ্রামের বদর উদ্দীনের ছেলে মওলা খোড়ার নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধি কামরুল জোয়ারদার অভিযোগ করেন। তিনি বলেন, শাখারীদহ বাজারে রাত ৯.১৫টার দিকে তারা বসে চা পান করছিলেন। এ সময় প্রতিপক্ষ নৌকার সমর্থকরা আকস্মিক ভাবে হামলা চালিয়ে তাদের বেধড়ক পিটিয়ে আহত করেন। এতে অফিসে রাখা চেয়ার টেবিল ভাংচুর করা হয়। হামলায় শাখারীদহ গ্রামের মুকুল, শিখা মেম্বর, কারুল ও ভোলা নামে তিনজন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হরিণাকুন্ডু থানার ওসি মাহবুবুর রহমান খবর নিশ্চত করে জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় মামলার পক্রিয়া চলছে। এদিকে সদর উপজেলার সাগান্না গ্রামে ঈগল প্রতিকের পোস্টার ছেড়া হয়েছে বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধি ইউনুস আলী।

স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধির উপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতারস্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের...
19/12/2023

স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধির উপর হামলার
ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ইব্রাহীম খলিল রাজা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার বাসুদেবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের প্রচারণা কাজ চালানের সময় হামলা চালিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণের গাড়ি ভাংচুর করে। এই মামলায় যুবলীগ নেতা ইব্রাীম খলিল রাজা ও আজাদ নামে দুইজনকে গ্রেফতার করা হয়। খবর নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিদ উদ্দীন জানান, বাসুদেবপুর গ্রামে অভিযান চালিয়ে রাজাকে গ্রেফতার করা হয়। এই মামলায় আরো আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

মহেশপুরে ২২১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটকস্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:ঝিনাইদহের মহেশপুর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আ...
19/12/2023

মহেশপুরে ২২১ বোতল ফেন্সিডিলসহ
মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আবু সাঈদ নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সােমবার রাতে উপজেলার মান্দারবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে পিকআপসহ ২২১ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত আবু সাঈদ যশোরের চৌঁগাছা উপজেলার বাজে খড়িঞ্চা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। জানা গেছে, সোমবার রাতে উপজেলার মান্দারবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে একটা নীল রঙের পিকআপ বেপরোয়া গতিতে যাচ্ছিল। সেসময় পাশ্ববর্তী চেক পোস্টের দায়িত্বরত পুলিশ সদস্যরা থামতে বললে পিকআপটি আরো গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ পিছু নিয়ে পিকআপ ভ্যানের গতিরোধ করে। ওই সময় তল্লাশি চালিয়ে পিকআপের ভিতর থেকে ২২১ বোতল ফেন্সিডিলসহ পিকআপটি জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাহাবুবুর রহমান জানান,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।

হরিণাকুণ্ডুতে গাঁজা গাছ সহ আটক দুইজন স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে চারটি গাঁজার গাছসহ দুই চাষিকে আট...
19/12/2023

হরিণাকুণ্ডুতে গাঁজা গাছ সহ আটক দুইজন

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে চারটি গাঁজার গাছসহ দুই চাষিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের পার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পারমথুরাপুর গ্রামের মৃত হারেজ মুন্সির ছেলে আব্দুল আজিজ ও রাজিব হোসেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পারমথুরাপুর এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় চারটি গাঁজার গাছসহ দুই জনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Address

Jhenaidah
Jhenaidah

Telephone

+8801811238070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cà Phê Mâm Xôi - Cam Kết Giảm 8-12kg sau 1 Liệu Trình posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share