Sohel islam piyas

Sohel islam piyas জীবনের গতি মন্থর নয়। মন্থরতা, যেকোন জীবনেরই গতিবিধি হতে পারে না। না চাইলেও চলমান, এটা। Personal Blog and Photographs

10/08/2024

ইয়ামেতে কুদাসাই সাউন্ড!!😁

#

ওহে চাটকার জাতি, কোনো ওলি আউলিয়া আর চাটুকার এই মানুষটাকে নিয়ে মন্তব্য করার আগে ইতিহাস না পড়লেও এই ৮ মিনিটের কথা শুনে এসে...
08/08/2024

ওহে চাটকার জাতি, কোনো ওলি আউলিয়া আর চাটুকার এই মানুষটাকে নিয়ে মন্তব্য করার আগে ইতিহাস না পড়লেও এই ৮ মিনিটের কথা শুনে এসে তারপরে মন্তব্য করার অনুরোধ করতেছি। কি পরিমাণ আশা ভরসার নাম তা বুঝতে পারবেন ।
দেশ নেত্রী, জননেতা, নায়ক, এসব উপাধী ছাড়াই একজন মানুষ যার নাম প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস , এই নামেই পুরা বিশ্ব তাকককে চেনে।

দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ: ড. ইউনূস | Dr Yunus | Channel 24Welcome to the Official YouTube Channel of Channel24 »» One-Cl...

কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।ওইটুকু নিয়ে তুমি বড় হও,বড় হতে হতে কিছু নত হওনত ...
10/05/2024

কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়,
আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

ওইটুকু নিয়ে তুমি বড় হও,
বড় হতে হতে কিছু নত হও
নত হতে হতে হবে পৃথক পাহাড়,
মাটি ও মানুষ পাবে, পেয়ে যাবে ধ্রুপদী আকাশ।

পৃথক পাহাড়-- হেলাল হাফিজ l

চারের মধ্যে তিন শেষ!All Good for Almighty Allah.
17/12/2023

চারের মধ্যে তিন শেষ!
All Good for Almighty Allah.

মেঘ বিক্রেতা।
10/06/2023

মেঘ বিক্রেতা।

19/05/2023
🖤
17/05/2023

🖤

গাছ কাটো বানাও বিল্ডিং গরমের সাথে মার  ফিল্ডিং ।
24/04/2023

গাছ কাটো বানাও বিল্ডিং গরমের সাথে মার ফিল্ডিং ।

বেঁচে থাকাটাই আশ্চর্য! সকালে ঘুম থেকে উঠে কোলগেট পেস্ট নিলাম- তার মধ্যে ক্যান্সারের উপাদান!তারপর নাস্তায় পরোটা খাইলাম- ...
24/04/2023

বেঁচে থাকাটাই আশ্চর্য!
সকালে ঘুম থেকে উঠে কোলগেট পেস্ট নিলাম- তার মধ্যে ক্যান্সারের উপাদান!
তারপর নাস্তায় পরোটা খাইলাম- তার মধ্যে অ্যামোনিয়ার তৈরি সল্টু মিশানো!
তারপর কলা খাইলাম- কার্বাইড দিয়ে পাকানো!
তারপর কফি নিলাম- এতে তেঁতুলের বিচির গুড়া মিশানো!
তারপর বাজারে গেলাম টাটকা শাক সবজি কিনলাম-
কপার সালফেট ছিটায়ে সতেজ করা, হাইব্রিড সার দিয়ে ফলানো!
মসলা আর হলুদের গুড়া নিলাম - লেড এবং ক্রোমাইট ক্যামিকেল মিশানো!
গরমের দিন বাসায় এসে তরমুজ খাইলাম- পটাশিয়াম পারম্যাংগানেট দিয়ে লাল করা!
আম এবং লিচু বাচ্চাকে দিলাম খেতে- কার্বাইড দিয়ে পাকানো এবং ফরমালিন দিয়ে সংরক্ষিত!
দুপুরে ভাত খাবো- ইউরিয়া দিয়ে সাদা করা!
মুরগী নিলাম প্লেটে- ক্রমাগত এন্টিবায়োটিক দিয়ে বড় করা!
সয়াবিন তেলে রান্না সব- ভিতরে অর্ধেক পাম অয়েল মেশানো!
খাওয়ার পর মিষ্টি জিলাপি নিলাম- পোড়া মবিল দিয়ে মচমচে করা!
রোজা থাকলে সন্ধ্যায় রুহ আফযা নিলাম- ক্যামিকেল আর রং ছাড়া কোন পুষ্টি উপাদান পাওয়া যায়নি পরীক্ষায়!
খেজুর খাইলাম- বছরের পর বছর স্টোরেজে ফরমালিন দিয়ে রেখেছিলো!
সরিষার তেল দিয়ে মুড়ি মাখানো খাইলাম- মুড়ি ইউরিয়া দিয়ে ফুলানো আর সাদা করা এবং সরিষার তেলে ঝাঁঝালো ক্যামিকাল মিশানো!
রাতে আবার একই বিষ ডবল খাইলাম!
ঘুমানোর আগেও বাদ যাবেনা। গরম দুধ আর হরলিক্স খাইলাম- গাভীর পিটুইটারি গ্রন্থিতে ইঞ্জেকশন দেওয়ার পর অতিরিক্ত দুধ দোওয়ানো হয়, এরপর ইউরিয়া মেরে সাদা করা হয়।আর হরলিক্সে পরীক্ষা করে ক্যামিকাল ছাড়া কোন পুষ্টি উপাদান পাওয়া যায়নি!
এত ভেজাল খেয়ে দু-একটা ঔষধ না খেলে তো শরীর টিকবে না। ৭০ ভাগ ঔষধ কোম্পানি দেশে মান সম্মত ঔষধ তৈরি করে না।
এইসব খাওয়ার পর ভাবতেছি, কেমনে বেঁচে আছি! মানুষের ঈমান তো নাই নাই, দুর্নীতির ভিতরেও এরা দুর্নীতি করে। আসলে আমরা কেউই বেঁচে নাই। আফসোস।

[ সংগৃহীত ]

23/04/2023
08/02/2023

বৃষ্টি বর্ষিত হয় মুষলধারে—
উঁচু-নিঁচু ও সমতল ভূমি নিজেদের সক্ষমতা অনুযায়ী
তা ধারণ করে;
তারা আকাশের কাছে জানতে চায় না এর ব্যাখ্যা কী।

- সাদাত সাদি

Address

JHENAIDAH
Jhenaidah
7320

Alerts

Be the first to know and let us send you an email when Sohel islam piyas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohel islam piyas:

Share