04/10/2025
🚀 ভারতের রকেট সায়েন্স অগ্রগতির টাইমলাইন
১৯৬২ – INCOSPAR (Indian National Committee for Space Research) গঠিত হয়, নেতৃত্বে ড. বিক্রম সারাভাই।
১৯৬৩ – কেরালার থুম্বা (Thumba)-তে প্রথম রকেট উৎক্ষেপণ।
১৯৬৯ – ISRO (Indian Space Research Organisation) প্রতিষ্ঠিত।
১৯৭৫ – ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট (Aryabhata) সোভিয়েত সাহায্যে মহাকাশে যায়।
১৯৮০ – ভারত নিজস্ব রকেট SLV-3 দিয়ে স্যাটেলাইট কক্ষপথে পাঠায় (রোহিণী স্যাটেলাইট)।
১৯৯৪ – PSLV (Polar Satellite Launch Vehicle) প্রথম সফল উৎক্ষেপণ।
২০০১ – GSLV (Geosynchronous Satellite Launch Vehicle) সফল উৎক্ষেপণ।
২০০৮ – চন্দ্রযান-১ (Chandrayaan-1) উৎক্ষেপণ, চাঁদে পানি থাকার প্রমাণ পায়।
২০১৩ – মঙ্গলযান / Mangalyaan (Mars Orbiter Mission - MOM) উৎক্ষেপণ। ভারত প্রথম প্রচেষ্টায় মঙ্গল গ্রহে পৌঁছায়।
২০১৭ – একসাথে ১০৪টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে বিশ্বরেকর্ড।
২০১৯ – চন্দ্রযান-২ উৎক্ষেপণ (ল্যান্ডার সফলভাবে অবতরণ করতে পারেনি, তবে অরবিটার এখনো কাজ করছে)।
২০২২ – মানব মহাকাশ কর্মসূচি "গগনযান"-এর প্রস্তুতি শুরু।
২০২৩ – চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে দক্ষিণ মেরুতে অবতরণ (ভারত প্রথম দেশ)।
২০২৩ – আদিত্য-L1 (সূর্য গবেষণা উপগ্রহ) উৎক্ষেপণ।
👉 এগুলো সম্ভব হয়েছে মূলত বিক্রম সারাভাই, সতীশ ধাওয়ান, এ. পি. জে. আবদুল কালাম, এবং পরবর্তীতে শিবন ও সোমনাথের মতো বিজ্ঞানীদের নেতৃত্বে।