15/06/2025
হিন্দু ধর্মাবলম্বীরা ঢাকায় বিভিন্ন মন্দিরের হোস্টেলে কম খরচে থাকার জন্য নিম্নলিখিত ফোন নাম্বারে যোগাযোগ করবেন....
হিন্দু ধর্মালম্বী যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ধরনের কাজে ঢাকাতে আসেন তাদের থাকার জায়গা না থাকলে তাদের জন্য স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে থাকার ব্যবস্থা আছে।
প্রতিদিন এর জন্য খরচ ??
জেনারেল সিট (ফ্লোর) ১৫০ টাকা,
জেনারেল সিট (খাট)২০০ টাকা,
তিন সিটের রুম (পরিবার) ৬০০ টাকা,
চার সিটের রুম (পরিবার) ৮০০ টাকা,
তাছাড়া প্রতিদিন দুই বেলা বাবা লোকনাথের ভোগরাগ হয় মহাপ্রসাদ নিতে পারবেন।
লোকেশন: শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির
৮৪ / ১ স্বামীবাগ রোড, ঢাকা - ১১০০,........................................................
আপনাদের মধ্যে অনেকেই আছেন যে চাকরি পরীক্ষা জন্য একদিন ঢাকা থাকতে হয় অথবা চিকিৎসার জন্য দুই বা তিন ঢাকা থাকতে হয়। ঢাকায় তিনটি মন্দিরে খুব কম খরচে সনাতন ধর্মাবলম্বীদের থাকার ব্যবস্থা আছে। অনুগ্রহ করে নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ রাখুন।
১। শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির, বুয়েট ক্যাম্পাসের পাশে
যোগাযোগ: 01845929489
২। শ্রী শ্রী মাধ্ধ গৌড়ীর মঠ
ওয়ারী, সায়েদাবাদ বা গুলিস্তানের কাছেই
যোগাযোগ: 01942507886
৩। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, স্বামীবাগ,
সায়েদাবাদ বা গুলিস্তানের কাছেই
যোগাযোগ: 01311933999
বিশেষ দ্রষ্টব্যঃ এখানে আপনারা স্বাচ্ছন্দে এবং নিশ্চিদ্র নিরাপত্তায় থাকতে পারবেন। তবে অকারণে মন্দির কর্তৃপক্ষকে বিরক্ত করবেন না। প্রয়োজনে কল করবেন। copy