OSTV Papon Chowdhoury ( CEO )

18/08/2025

রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক ক....

ঝিনাইদহ-যশোর মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা।সজল মৌলিকঝিনাইদহ প্রতিনিধিঝিনাইদহ- কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় ওভারটেক করতে গ...
13/08/2025

ঝিনাইদহ-যশোর মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা।

সজল মৌলিক
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ- কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় ওভারটেক করতে গিয়ে যাত্রী সহ গড়াই পরিবহনের একটি বাস পুকুরে উল্টে যায়।
এতে অন্তত ১০ জন নারীপুরুষ আ/হ/ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, সামনে থাকা একটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেকের চেষ্টা করতে গিয়ে সড়কের বড় গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারায় গড়াই বাস। মুহূর্তের মধ্যে বাসটি পুকুরে উল্টে গিয়ে যাত্রী সহ পানির নিচে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও গ্রামবাসীর চেষ্টায় অন্তত ১০ জন আ/হ/ত যাত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চালকের অদক্ষতা ও বেপরোয়া গতিই এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী বলে জানান যাত্রীরা। এর আগেও গড়াই গাড়ির চালকের বিরুদ্ধে এমন অভিযোগ এসেছে কিন্তু এব্যাপারে কর্তৃ
পক্ষের কোনো পদক্ষেপ চোখে পড়েনি । আর কত দুর্ঘটনা ঘটলে এটা প্রশাসন সহ উপর মহলের দৃষ্টিগোচর হবে তা আমার বোধগম্য নয় ।

#ঝিনাইদহ #কালিগঞ্জ
#সড়ক #দুর্ঘটনা

তোমার সুরে রনিত হয় শহস্রকোটি বীণার তার, সব সুরের একই কথা _তুমি আমার।।
05/08/2025

তোমার সুরে রনিত হয় শহস্রকোটি বীণার তার, সব সুরের একই কথা _তুমি আমার।।

কালীগঞ্জে সরকার পতনের এক বছর পূর্তিতে বিএনপির বিজয় র‌্যালিপাপন চৌধুরী ঝিনাইদহ  প্রতিনিধি। স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনে...
05/08/2025

কালীগঞ্জে সরকার পতনের এক বছর পূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি

পাপন চৌধুরী
ঝিনাইদহ প্রতিনিধি।

স্বৈরাচার আওয়ামীলীগ সরকার পতনের এক বছর পূর্তিতে বিজয় শোভাযাত্রা করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, সাবেক উপজেলা ছাত্রদল সভাপিত ও ঝিনাইদহ-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্য্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। র‌্য্যালিটি শহর প্রদক্ষিণ করে একই জাগায় এসে শেষ হয়। র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি হামিদুল ইসলাম হামিদ, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুবুর রহমান মিলন, আব্দুল আলিম, বাবুল আক্তার ও আশরাফুজ্জামান লাল প্রমুখ।
সেসময় বক্তারা বলেন, "জনগণের ভোটাধিকার হরণকারী স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনে দেশের মানুষ আবার গণতন্ত্র ফিরে পেয়েছে। এটি বিএনপি এবং গণতন্ত্রপ্রিয় জনগণের যৌথ বিজয়।" তারা আরও বলেন, "বর্তমান সরকার জনগণের মতামত ও অধিকারকে পায়ে দলে ক্ষমতায় ছিল। তাদের পতনের মধ্য দিয়ে দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।" বক্তারা আগামীতেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

পাপন চৌধুরী
তারিখ ০৫/০৮/২০২৫ ইং
মোবাইল ০১৯৫৩ ৮৬৪৭৩০

Address

H # 007, R # 08, Modan
Jhenaidah
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when OSTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share