
27/03/2025
সম্রাট শাহজাহান তার মমতাজের জন্য তাজমহল গড়েছিল। পৃথিবীর কোন ইতিহাসে এখনো জানা যায়নি ।একটা মেয়ে একটা ছেলের জন্য তাজমহল গড়েছে। অনেক ছেলেকে দেখেছি প্রিয় মানুষটাকে না পাওয়ার বেদনায় চিরকুমার রয়েছে। আমি আজ পর্যন্ত দেখিনি কোন মেয়েকে কোন ছেলের জন্য চির কুমারী হয়ে আছে। আমার জীবনে গুলিস্থানে এবং বিভিন্ন রাস্তাঘাটে অনেক পুরাতন জুতা বিক্রি করতে দেখেছি। এসব জুতা শুধু ছেলেদের। মেয়েদের পুরাতন জুতা বিক্রি হতে দেখিনি। আমি দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম। এখানে মেয়েদের পুরাতন জুতা বিক্রি হয় না। দোকানদার বলেছিল কোন কাস্টমার মেয়েদের পুরাতন জুতা কিনতে আসেনা। তখন আমি গভীর ভাবে ভাবলাম । আসলে ছেলেরা দিতে জানে নিতে জানে না। একটা কথা মনে রাখবেন ছেলেরা অন্যের জন্য পরিশ্রম করে নিজের জন্য না। সবাইকে বলব ছেলেদের মনে কখনো কষ্ট দিবেন না।
কথাগুলো ভালো লাগলে কমেন্টে জানাবেন।
ধন্যবাদ।