01/07/2024
আমাদের মনে রাখতে হবে রিজিকের ফয়সালা একমাত্র আল্লাহর।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই।
যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। ’ (সুরা আত ত্বালাক, আয়াত ৩)।
রসুল (সা.) বলেন, ‘যদি তোমরা আল্লাহর ওপর যথাযথ ভরসা করতে, তবে আল্লাহতায়ালা তোমাদের পাখির ন্যায় রিজিক দান করতেন। পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উদরপূর্তি করে ফিরে আসে। ’ (মুসনাদে আহমদ, ১/৩০, তিরমিজি, ২৩৪৪)।
ছাগলের দুধ দোহন প্রক্রিয়া...