Sonia's Dream

Sonia's Dream Assalamu-Alaikum. This is Sonia Sharjina Setu (Bidhu's mom). In this page I share my- lifestyle, traveling, cooking vlog.
(2)

সমুদ্রের অথৈ পানিতে একটি শিশুর জুতা হারিয়ে গেল। জুতা হারানোর কষ্টে সে সমুদ্রপাড়ে লিখে রাখল,"এই সমুদ্রটি চোর"!অনতিদূরে এক...
13/08/2025

সমুদ্রের অথৈ পানিতে একটি শিশুর জুতা হারিয়ে গেল। জুতা হারানোর কষ্টে সে সমুদ্রপাড়ে লিখে রাখল,
"এই সমুদ্রটি চোর"!

অনতিদূরে একজন জেলে মাছ শিকার করছিল। সে বেশ কিছু মাছ শিকার করে আনন্দে আটখানা হয়ে যাবারকালে সমুদ্র পাড়ে লিখে রাখল,
"এই সাগর খুবই দয়ালু"!

এ সমুদ্রেরই উত্তাল ঢেউয়ে একজন টগবগে যুবকের সলীল সমাধি ঘটল। সন্তানহারা মা ব্যথায় কাতর হয়ে সমুদ্রপাড়ে লিখে রাখল,
"এই সমুদ্রটি খুনি"!

আবার এ সমুদ্র থেকেই একজন অশীতিপর বৃদ্ধ কিছু মুক্তা কুড়িয়ে পেল। খুশির আতিশয্যে সে সমুদ্রপাড়ে লিখে রাখল,
"এই সাগরটি কতোইনা দানশীল"!

একটু পর সমুদ্র থেকে ভয়ানক গর্জন করে দৈত্যের মতো ধেয়ে আসলো কতগুলো ঊর্মিমালা। সমুদ্রপাড়ে যা কিছু লেখা ছিল, সব ধুয়ে মুছে নিয়ে চলে গেল! এরপর সমুদ্র খুবই শান্তকন্ঠে বলল

"তুমি অন্যের কথায় কান দিওনা যদি সমুদ্র হতে চাও"!

-সংগৃহীত

মাজলুমের অবস্থা কতই না সুন্দর—যখন সে কাঁদে, আসমান কাঁপে! যখন সে চুপ থাকে, তার নীরবতা দু'আ হয়ে আকাশে ওঠে।তার পক্ষে লড়েন স...
05/08/2025

মাজলুমের অবস্থা কতই না সুন্দর—
যখন সে কাঁদে, আসমান কাঁপে!
যখন সে চুপ থাকে, তার নীরবতা দু'আ হয়ে আকাশে ওঠে।
তার পক্ষে লড়েন স্বয়ং আল্লাহ।
বাহিরে সে হয়তো একা, দুর্বল, অবহেলিত—
কিন্তু স্বয়ং আরশের মালিক যখন তার পাশে থাকেন-
তখন তার চোখের পানি হয়ে ওঠে বিজয়ের পূর্বাভাস ইনশাআল্লাহ।

-সংগৃহীত

যখন কেউ ঠান্ডা মাথায় নিষ্ঠুরতা করতে আসে... তখন বিশ্বাসই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়...🖤
04/08/2025

যখন কেউ ঠান্ডা মাথায় নিষ্ঠুরতা করতে আসে... তখন বিশ্বাসই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়...🖤

গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে -প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলো অনেক ভালো!
02/08/2025

গোপনে ক্ষতি করে পাশে
থাকার চেয়ে -
প্রকাশ্যে বিরোধিতা করে দূরে
থাকা মানুষগুলো অনেক ভালো!

আসসালামু আলাইকুম। আজ শনিবার। ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ৭ সফর ১৪৪৭ হিজরী।সবাইকে সকালের শুভেচ্ছা🌻🌻   ...
02/08/2025

আসসালামু আলাইকুম।
আজ শনিবার।
১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
৭ সফর ১৪৪৭ হিজরী।
সবাইকে সকালের শুভেচ্ছা🌻🌻

আসসালামু আলাইকুম। আজ শুক্রবার- পবিত্র জুম্মার দিন ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ৬ সফর ১৪৪৭ হিজরী।সবাইকে...
01/08/2025

আসসালামু আলাইকুম।
আজ শুক্রবার- পবিত্র জুম্মার দিন
১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
৬ সফর ১৪৪৭ হিজরী।
সবাইকে জুম্মা মুবারাক ও সকালের শুভেচ্ছা🌻🌻

একাকিত্ব বোধ তখনই ছেড়ে চলে গিয়েছে, যখন থেকে অনুভব করেছি মহান রব`ই আমার একমাত্র আপন সঙ্গী। আলহামদুলিল্লাহ🤍🌸
31/07/2025

একাকিত্ব বোধ তখনই ছেড়ে চলে গিয়েছে, যখন থেকে অনুভব করেছি মহান রব`ই আমার একমাত্র আপন সঙ্গী। আলহামদুলিল্লাহ🤍🌸

এক সময় তর্কে জিতে নিজেকে প্রমাণ করতে চাইতাম... এখন শুধু নিজেকে শান্ত রাখতে চাই।এক সময় সবার ভালোবাসা পেতে চাইতাম... এখন ব...
29/07/2025

এক সময় তর্কে জিতে নিজেকে প্রমাণ করতে চাইতাম... এখন শুধু নিজেকে শান্ত রাখতে চাই।
এক সময় সবার ভালোবাসা পেতে চাইতাম... এখন বুঝি –কার ভালোবাসা সত্যি দরকার।
এক সময় অল্প কথায় ভেঙে পড়তাম... এখন নিরব থাকাতেই শক্তি খুঁজি।
কাউকে নিয়ে অবাক হই না, আবেগ আর প্রত্যাশা – দুটোই কম।

এখন আর প্রতিটা সম্পর্ক বাঁচাতে যাই না,
প্রতিটা কষ্ট মনে রাখতে পারি না!

শান্তি এখন প্রমাণের চেয়েও গুরুত্বপূর্ণ।

-সংগৃহীত

যেখানে সবাই বিদায় নেয়, সেখান থেকেই ফিরে আসে জীবনের নতুন অধ্যায় ইনশাআল্লাহ!
28/07/2025

যেখানে সবাই বিদায় নেয়, সেখান থেকেই ফিরে আসে জীবনের নতুন অধ্যায় ইনশাআল্লাহ!

আসসালামু আলাইকুম। আজ শনিবার। ২৬ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ,১১ শ্রাবণ  ১৪৩২ বঙ্গাব্দ,৩০মুহররম ১৪৪৭ হিজরি।   সবাইকে বৃষ্টিভেজা...
26/07/2025

আসসালামু আলাইকুম।
আজ শনিবার।
২৬ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ,
১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ,
৩০মুহররম ১৪৪৭ হিজরি।
সবাইকে বৃষ্টিভেজা সকালের শুভেচ্ছা 🌻

যে হারায় একমাত্র সে ছাড়া দুনিয়ার আর কেউ সে হারানোর কষ্ট বুঝবেনা -এটাই বাস্তবতা!!
25/07/2025

যে হারায় একমাত্র সে ছাড়া দুনিয়ার আর কেউ সে হারানোর কষ্ট বুঝবেনা -এটাই বাস্তবতা!!

কিছু মানুষের ঋণ আমি কখনোই শোধ করতে পারবোনা-  কারণ তারা যে পরিমাণ দুঃখ আমাকে দিয়েছে,তা ফেরত দেওয়ার মত সামর্থ্য আমার নেই...
24/07/2025

কিছু মানুষের ঋণ আমি কখনোই শোধ করতে পারবোনা- কারণ তারা যে পরিমাণ দুঃখ আমাকে দিয়েছে,তা ফেরত দেওয়ার মত সামর্থ্য আমার নেই!

Address

Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonia's Dream posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share