༎মাহমুদ বিন নওশেরシ︎༎ Mahmud bin Nousherꨄ︎༎

  • Home
  • Bangladesh
  • Jhenida
  • ༎মাহমুদ বিন নওশেরシ︎༎ Mahmud bin Nousherꨄ︎༎

༎মাহমুদ বিন নওশেরシ︎༎ Mahmud bin Nousherꨄ︎༎ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ༎মাহমুদ বিন নওশেরシ︎༎ Mahmud bin Nousherꨄ︎༎, Jhenida.

29/09/2025

আমি উদাসি নিশির সাত রঙা পাখি
কখনো কখনো জানালা খুলে দেখেছো কি?
তোমার অপেক্ষিত চাঁদ,তারা,ঝিঝি পোকা,
কত জোনাকি এসে ভিড় করেছে তোমার বাড়ির উঠোনে
কই কখনো তো ছোটনি তাদের পেছনে।

তাদরিব মাহমুদ

 #ভয়ানক_একটি_গবেষনা'ইউনিভার্স ২৫' বিজ্ঞানের ইতিহাসে অন্যতম ভয়ানক একটি গবেষনা, যেখানে ইদুঁরের কলোনির উপর পরীক্ষানিরীক্ষার...
31/10/2024

#ভয়ানক_একটি_গবেষনা
'ইউনিভার্স ২৫' বিজ্ঞানের ইতিহাসে অন্যতম ভয়ানক একটি গবেষনা, যেখানে ইদুঁরের কলোনির উপর পরীক্ষানিরীক্ষার উপর ভিত্তি করে মানব সভ্যতাকে বোঝার চেষ্টা করেন বিজ্ঞানীরা।
এই 'ইউনিভার্স ২৫' এর চিন্তাটি আসে মার্কিন বিজ্ঞানী জন ক্যালহোনের কাছ থেকে। তিনি একটি 'আদর্শ দুনিয়া' নির্মাণ করেন যেখানে ইঁদুরেরা থাকবে এবং বংশবৃদ্ধি করবে। আরও ভালোভাবে বলতে, ক্যালহোন ইদুরের স্বর্গ নামের একটা বিশেষ পরিবেশ তৈরি করেন, যেখানে অঢেল খাবার, পানি ও থাকার জন্য প্রয়োজনের চেয়ে বেশি জায়গা ছিলো। শুরুতে সেখানে তিনি চার জোড়া ইঁদুর রাখেন, যেগুলা উপযুক্ত পরিবেশে অল্প সময়ের মধ্যে বংশবৃদ্ধি শুরু করে এবং সেটাও বেশ দ্রুত গতিতে।
অবাক করা ব্যাপার হল, ইঁদুরদের সেই স্বর্গে রাখার মাত্র ৩১৫ দিন পরেই বংশবৃদ্ধির হার কমে যায়। যখন ইঁদুরের সংখ্যা ৬০০ তে পৌছালো তখন সেখানে দুটি জাত তৈরি হয় ভালো ও 'বিকৃত' ইঁদুরের। এর পর থেকে দূর্বল ইঁদুর গুলো আক্রমণের শিকার হয় এবং অনেক পুরুষ ইঁদুর 'মানষিকভাবে ভেঙে পড়ে'।
ইঁদুরের স্বর্গে থাকার ফল নারীদের ভেতরে পড়েছিল অন্যভাবে। নারীরা নিজেদের আত্মরক্ষা থেকে সরে আসে এবং তাদের সন্তানদের প্রতি আক্রমনাত্মক হয়ে উঠে। নারী ইদুরদের মাঝে এই আক্রমনাত্মক মনোভাব ক্রমে ক্রমে বৃদ্ধি পায়। এর ফলে শিশু জন্মহার ক্রমেই কমতে শুরু করে এবং বিপরীতে শিশু মৃত্যুহার বেড়ে যায়।
পুরুষদের মাঝে একটি নতুন জাতের ইঁদুরের উৎপত্তি হয় যারা কিনা 'সুন্দরী ইঁদুর'। তারা নারীদের সাথে বংশবৃদ্ধি ও জায়গার জন্য 'লড়াই' কর‍তে অস্বীকৃতি জানায়। তারা স্রেফ খাদ্য ও ঘুম নিয়ে চিন্তিত হয়। একসময় যেয়ে সুন্দরী পুরুষ ও আক্রমণাত্মক নারীরাই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
ক্যালহোনের মতে, মৃত্যুর দুটি ধাপ ছিলো। 'প্রথম মৃত্যু' ও 'দ্বিতীয় মৃত্যু'। শেষটি হচ্ছে জীবনের অর্থহীন হয়ে পড়া! অর্থাৎ বংশবৃদ্ধির ইচ্ছার অভাব তৈরি, সন্তান জন্মদান ও সন্তান প্রতিপালনের প্রতি অনিহা এবং সমাজে নিজের অবস্থান তৈরি করতে এগিয়ে না যাওয়া। সময়ের সাথে সাথে শিশু ইঁদুরদের মাঝে মৃত্যুর হার ১০০% ছুয়ে যায় এবং বংশবৃদ্ধি শূণ্যতে গিয়ে ঠেকে।
ঝুকিপূর্ণ অবস্থায় থাকা ইঁদুর গুলোর মাঝে সমকামী তৈরি হয়, এবং তারা নিজেরাই নিজেদের খেতে শুরু করে (Homosexuality, Cannibalism)। এই বিকৃত মস্তিষ্কদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে, যদিও সেখানে খাবারের কোনো অভাব ছিলো না, ছিল না বিপরীত লিঙ্গের প্রাণীদের অভাব।
এই গবেষণা শুরুর দুই বছর পর শেষ ইঁদুরটি জন্ম নেয়৷ ১৯৭৩ সালের মধ্যে 'ইউনিভার্স ২৫' প্রজেক্টের শেষ ইঁদুরটি মারা যায়।
জন ক্যালহোন এই পরীক্ষাটি আরো পঁচিশবার করেন, এবং সবগুলো পরীক্ষাতেই একই ফলাফল আসে৷ ক্যালহোনের এই বৈজ্ঞানিক কাজের মাধ্যমে নাগরিক সমাজ ও সভ্যতার অবক্ষয় টের পাওয়া যায় এবং শহুরে জীবন সম্বন্ধে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায়।
আমরা আজকের দুনিয়ায় এই একই জিনিসটা দেখছি...।
❝একদিকে দূর্বল, মেয়েলী পুরুষের ছড়াছড়ি– যাদের কোনো উল্লেখযোগ্য ব্যক্তিগত দক্ষতা কিংবা আত্মরক্ষার সামর্থ্য নেই; আর অন্যদিকে আক্রমনাত্মক পুরুষালী নারী– যারা অতিরিক্ত বদ মেজাজি এবং প্রাকৃতিক মাতৃত্ব-নারীত্ব থেকে দূরে।❞ ❝একদিকে বিশ্বব্যাপী এলজিবিটি, ফ্রি-সেক্স মুভমেন্ট, ভোগবাদের তীব্র উত্থান; অন্যদিকে বিয়ে-পরিবারগঠন, জন্মদান ও সন্তান প্রতিপালনে অনাগ্রহী মানুষের বৃদ্ধি।❞
অর্থাৎ, পৃথিবীব্যাপী Antinatalism, LGBTQ Movement, Free S*x Movement, Feminism, Liberalism, Gender Fluidity Concept ইত্যাদি ওয়েস্টার্ন আইডিওলজি বা পশ্চিমা দর্শনের উত্থান যে বর্তমান ভগ্নপ্রায় বিশ্বব্যবস্থার কফিনে শেষ পেরেক— সেটা বুঝতে আর সুস্থ মস্তিস্কের কারো বেগ পাওয়ার কথা নয়।
~•~
Reference : Universe 25: The Mouse "Utopia" Experiment That Turned Into An Apocalypse,

গাজায় চলছে মানুষ হত্যার মহোৎসব 😭
28/10/2024

গাজায় চলছে মানুষ হত্যার মহোৎসব 😭

আলহামদুলিল্লাহ!!~নিজের কবিতার বই প্রকাশের আনন্দই অন্য রকম।২১ শে বইমেলা ২০২৫ উপলক্ষে যৌথভাবে প্রকাশিত হয়েছে উদীয়মান কবি...
26/10/2024

আলহামদুলিল্লাহ!!
~নিজের কবিতার বই প্রকাশের আনন্দই অন্য রকম।

২১ শে বইমেলা ২০২৫ উপলক্ষে যৌথভাবে প্রকাশিত হয়েছে উদীয়মান কবিদের নিয়ে নির্বাচিত ১০১কবিতার বই। যেখানে আমিও থাকছি আপনাদের সাথে।

আমার একটা মধ্যবিত্ত জীবন হবে।লম্বা মতো ঘর থাকবে, বেশ বইয়ের স্তুপ থাকবে।রংচটা দেয়ালে কিছু ছবি ঝুলবে। থাকবে বসার একটা খো...
22/09/2024

আমার একটা মধ্যবিত্ত জীবন হবে।
লম্বা মতো ঘর থাকবে, বেশ বইয়ের স্তুপ থাকবে।
রংচটা দেয়ালে কিছু ছবি ঝুলবে।
থাকবে বসার একটা খোলামেলা জায়গা।
চা খাওয়ার কাপ, গল্প করার আপনি
খোলা বারান্দা, গাছ, ফুল, পাতা
বেতের বুকসেলফ, পুরনো কিছু বই, চিঠিপত্র।
ঘরে আসবে দক্ষিণের হাওয়া, বৃষ্টির দিনে মাটির ঘ্রাণ,
জানালা দিয়ে চাঁদ আর এক ঘর রোদ্দুর!

ফোন যখন তারে বাঁধা ছিল মানুষ তখন মুক্ত ছিল।
18/09/2024

ফোন যখন তারে বাঁধা ছিল মানুষ তখন মুক্ত ছিল।

পৃথিবীর সমস্ত সুখ বুঝি এখানেই।
17/09/2024

পৃথিবীর সমস্ত সুখ বুঝি এখানেই।

🐝 মৌমাছির Stomach এবং মধু তৈরির রহস্যমৌমাছির শরীরে দুটি বিশেষ ধরনের stomach থাকে। এর মধ্যে একটি নিজে খাবার হজমের জন্য, আ...
15/09/2024

🐝 মৌমাছির Stomach এবং মধু তৈরির রহস্য

মৌমাছির শরীরে দুটি বিশেষ ধরনের stomach থাকে। এর মধ্যে একটি নিজে খাবার হজমের জন্য, আর অন্যটি ফুল থেকে সংগৃহীত নেকটার সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়, যেটি honey stomach নামে পরিচিত। এই মধু সংরক্ষণের থলিতে মৌমাছি নেকটার জমা করে এবং hive-এ নিয়ে এসে অন্য মৌমাছিদের সাথে শেয়ার করে। এরপর এই নেকটারকে তারা মধুতে রূপান্তরিত করে।

একটি মৌমাছি তার জীবদ্দশায় মাত্র এক চামচেরও কম মধু তৈরি করতে সক্ষম হয়। হাজারেরও বেশি ফুল পরিদর্শন করে সংগ্রহ করা নেকটারই শেষ পর্যন্ত আমাদের মিষ্টি মধু হয়ে ওঠে। আমাদের জন্য এটি একটি চামচ মধু হলেও, মৌমাছির জন্য এটি তার গোটা জীবনের কঠোর পরিশ্রমের ফল।

প্রকৃতির এই বিস্ময়কর কাজের জন্য মৌমাছিদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ প্রতিটি ফোঁটা মধুতে লুকিয়ে আছে তাদের জীবনের গল্প।

আল্লাহর শপথ  হে কুদস!শীঘ্রই আমরা প্রস্তুতি নিয়ে তোমার পানে বেড়িয়ে পড়বো!তখন তোমার আকাঁশে উচ্চকিত হবেবিলালের আযান।—ইং শা-আ...
15/09/2024

আল্লাহর শপথ হে কুদস!
শীঘ্রই আমরা প্রস্তুতি নিয়ে
তোমার পানে বেড়িয়ে পড়বো!
তখন তোমার আকাঁশে উচ্চকিত হবে
বিলালের আযান।
—ইং শা-আল্লাহ।

Address

Jhenida
7320

Website

Alerts

Be the first to know and let us send you an email when ༎মাহমুদ বিন নওশেরシ︎༎ Mahmud bin Nousherꨄ︎༎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share