
20/04/2025
- একই দিনে, তিনটি মায়ের গল্প।
একজন মা — নিজের দুই সন্তানের গলা কে-টে ফেলে, তারপর শোকের অভিনয় করেন, ভাসেন কান্নায়।
আরেকজন — ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেন নিজ সন্তান-কে, আর সেই অর্থে কেনেন ফোন, নুপুর, নাকফুল… ধরা খেয়ে করেন কান্না।
অন্যদিকে চট্টগ্রামের এক মা — ড্রেনে হারিয়ে ফেলেন নিজের ৬ মাসের শিশু সন্তানকে। পাগলের মতো খুঁজে বেড়ান সন্তানকে। ১৪ ঘন্টা পর উদ্ধার নিথর দেহ। সেই কান্নায় কোনো অভিনয় নেই, শুধু বুকফাটা আর্তনা'দ।
একদিনে তিনটা কান্না।
তিনটা গল্প।
এই পৃথিবীতে ‘মা’ শব্দটা আজও পবিত্র।
তবু কখনো কখনো কিছু ঘটনা সেই পবিত্রতাকে রক্তে, লোভে, আর নৃশংস'তায় কালিমা লেপে দেয়।
কখনো মা আঁচলে ঢেকে বাঁচান সন্তানকে,
আবার কখনো সেই আঁচলেই হয় মৃ'ত্যুর ফাঁ'স।
©