Mahabub Hasan Nadim

Mahabub Hasan Nadim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahabub Hasan Nadim, Digital creator, mahabubhasannadim. info@gmail. com, Jhenida.

02/01/2023

কথা কম বলবেন......
রাগ কম করবেন......
কানে কম শুনবেন.....
ঝামেলা হলে ছেড়ে দিবেন....
অপমানিত হলে মুচকি হেসে চলে আসবেন....
দু'দিনের দুনিয়ায় চালাক হয়ে লাভ কী
বোকা মানুষ হবেন ভালো থাকবেন

ইনশা আল্লাহ.....

এই ছবিটার কোথাও কিন্তু একজন 'মায়ের' উপস্থিতি নেই, কিন্তু সবকিছু ছাপিয়ে এই ছবিতে যেটা সবচেয়ে বেশি মুখ্য আ সৌন্দর্যের বিষয়...
02/01/2023

এই ছবিটার কোথাও কিন্তু একজন 'মায়ের' উপস্থিতি নেই, কিন্তু সবকিছু ছাপিয়ে এই ছবিতে যেটা সবচেয়ে বেশি মুখ্য আ সৌন্দর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে তা হলো— দ্বীন পালন এবং সন্তান লালনে একজন মায়ের একনিষ্ঠতা।

মা 💚

সংগৃহীত - আরিফ আজাদ

সংগ্রহীত - আরিফ আজাদ

ভোরের পাখি আর ভোরের সূর্য, দুটোই যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন৷ কারণ— জীবনের সত্যিকার গতি ...
18/12/2022

ভোরের পাখি আর ভোরের সূর্য, দুটোই যদি আপনার আগে জেগে যায় তাহলে জীবন নিয়ে জরুরিভাবে ভাবতে বসুন৷ কারণ— জীবনের সত্যিকার গতি থেকে আপনি ইতোমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন।

আমাদের কারো কারো বাচ্চা খুব দুষ্টু প্রকৃতির— পুরো ঘর মাতিয়ে রাখে। ঘরকে অগোছালো করে রাখার অঘোষিত দায়িত্ব পালনে তারা বদ্ধপ...
11/12/2022

আমাদের কারো কারো বাচ্চা খুব দুষ্টু প্রকৃতির— পুরো ঘর মাতিয়ে রাখে। ঘরকে অগোছালো করে রাখার অঘোষিত দায়িত্ব পালনে তারা বদ্ধপরিকর। সারাদিন প্রশ্ন করে বেড়াবে— এটা কী, ওটা কী, এটা এমন কেনো, ওটা এরকম নয় কেনো। আমরা বিরক্ত হই আর বলি— বাবা! একটু তো শান্তি দিবা, তাই না? সারাটাদিন জ্বালিয়ে মারা লাগবে?
আবার, আমাদের কারো কারো বাচ্চা একেবারে কথাই বলে না। বেড়ে উঠার স্বাভাবিক যে গতি, সেটা তার মাঝে অনুপস্থিত। খেতে চায় না, কোনোকিছুতেই তার কোন রা থাকে না। আমরা খুব করে চাই— ও সারাদিন কথা বলুক, ঘর মাতিয়ে রাখুক, জিনিসপত্র উলোটপালোট করে পুরো ঘরদোর নাস্তানাবুদ করে রাখুক, প্রশ্ন করতে করতে আমাদের ক্লান্ত করে দিক। কিন্তু ও কোন কথাই বলে না৷ বাড়িতে আস্ত একটা বাচ্চা আছে তা বোঝার কোন উপায়-ই থাকে না!
আমাদের বাবা-মা'রা কেনো দিনের মধ্যে আমাদের এতোবার ফোন দেয় তা নিয়ে আমাদের অনেকের বিরক্তির সীমা থাকে না। কতোবার বাবা-মা'র ফোন কেটে দিই দিনের মধ্যে তার কোন ইয়ত্তা নেই। ফোন রিসিভ করে বলি, 'এতোবার ফোন দেওয়া লাগবে কেনো?'
আবার, আমাদের অনেকের হয়তো বাবা নেই, কারো নেই মা। কারো আবার দুজনের একজনও বেঁচে নেই। আমরা চাতক পাখির মতো তাকিয়ে থাকি ফোনের দিকে— বাবা-মা'র নাম্বার থেকে একটা ফোন যদি আসতো! ফোনের ও'প্রান্ত থেকে স্নেহমাখা গলায় যদি আরেকবার কেউ বলতো, 'খেয়েছিস কিছু, বাবা?'
ভাইদের সাথে আমাদের অনেকের দা-কুমড়ো সম্পর্ক— কেউ কারো মুখ না দেখতে পারলেই বাঁচি।
অন্যদিকে, এমন কতোক আছি যারা একটা আপন ভাই নেই বলে কী যে এক শূন্যতা অনুভব করি হৃদয়ে!
বোনদেরকে আমরা অনেকেই বোঝা মনে করি। কেউ কেউ বলি— আপদ!
আবার, একটা বোনের জন্য আমাদের কতোকের কতো হাহাকার! ইশ, যদি আমার একটা বোন থাকতো দুনিয়ায়!
দুনিয়া কেমন অদ্ভুত যেন! যার থাকে সে বোঝে না মর্ম, যার নেই বা কোনোদিন থাকবে না— তার হৃদয়-ভর্তি হাহাকার!
আপনার যা আছে তা মহান রবের দেওয়া নিয়ামত। বাস্তবতা হচ্ছে— সেই নিয়ামত একদিন অতি-অবশ্যই হারিয়ে যাবে কিংবা ফুরিয়ে যাবে। হারিয়ে যাওয়ার আগে কিংবা ফুরিয়ে যাওয়ার আগে সেগুলোকে যত্নের কোন ত্রুটি রাখবেন না। বিশ্বাস করুন— সম্পর্কের চাইতে মজবুত বাঁধন দুনিয়ায় আর কিচ্ছু নেই।

মোবাইলে ফেসবুক পেজ খোলার নিয়মঃ💥ফেসবুক অ্যাপে প্রবেশ করুনডানদিকে থাকা সর্বশেষ সেকশন অর্থাৎ হ্যামবার্গার আইকনযুক্ত মেন্যু...
11/12/2022

মোবাইলে ফেসবুক পেজ খোলার নিয়মঃ

💥ফেসবুক অ্যাপে প্রবেশ করুন
ডানদিকে থাকা সর্বশেষ সেকশন অর্থাৎ হ্যামবার্গার আইকনযুক্ত মেন্যুতে প্রবেশ করুন।Pages অপশনটি খুঁজে বের করে প্রবেশ করুন।Create চাপুন।Get Started চাপুন

💫যে নামে পেজ খুলতে চান, সেটি Page Name বক্সে লিখুন ও Next চাপুন।পেজ এর ধরন অনুযায়ী একটি ক্যাটাগরি সিলেক্ট করে Next চাপুন।এরপর আপনি যদি কোনো ব্যবসার পেজ খুলেন, সেক্ষেত্রে ঠিকানা যোগ করুন ও Next চাপুন।

💥ঠিকানা না থাকলে Skip চাপুন

এরপর আপনার ফেসবুক পেজের জন্য একটি প্রোফাইল পিকচার ও কভার ফটো চাওয়া হবে। কভার ফটো ও প্রোফাইল পিকচার সিলেক্ট করে Done চাপুন

👉উপরে উল্লিখিত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার কাঙ্ক্ষিত ফেসবুক পেজ খুলে যাবে।

ফ্রিল্যান্সিং করুন, নিজের ক্যারিয়ার গড়ুন। #)আপনি কি বেকার  ...?আপনি চাচ্ছেন বেকারত্ব থেকে মুক্তি পেতে কিন্তু কোনো পথ খু...
11/12/2022

ফ্রিল্যান্সিং করুন, নিজের ক্যারিয়ার গড়ুন।
#)আপনি কি বেকার ...?
আপনি চাচ্ছেন বেকারত্ব থেকে মুক্তি পেতে কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছেন না
তাহলে আমি আপনাকে বলবো ডিজিটাল মার্কেটিং করুন । কারণ ফ্রিল্যান্সিং করতে যারা নতুন তাদের জন্য ডিজিটাল মার্কেটিং সহজ একটি পথ!
#)এখন বলতে পারেন আমার তো ল্যাপটপ, কম্পিউটার নেই তাহলে কেমনে...?
আমি বলবো, এসব কিছুর প্রয়োজন নেই শুধু একটি স্মার্টফোন হলেই চলবে 🙂
#)একটা বিষয় লক্ষ করেন আপনি,
আপনার বাড়িতে যদি ওয়াইফাই না থাকে তাহলে আপনি প্রতি মাসে ৩০০-৫০০ টাকার MB কিনেন
কিন্তু এই MB কিনে কি আপনার কোনো লাভ হচ্ছে..?
ওয়াইফাই থাকলেও সেটার বিল পে করতে হচ্ছে..!
👉(একটু বিনোদন নিচ্ছেন কিন্তু এতে করে কোনো লাভ হচ্ছে না, বিনোদন আপনার ভবিষ্যত উজ্জ্বল করতে সক্ষম নয়..!
আমিও নিজের অনেক সময় নষ্ট করে এখন ডিজিটাল মার্কেটিং করছি, চাইলে আপনিও করতে পারেন...*
সব রকম সাহায্য করার চেষ্টা করবো।)

বর্তমান সময়ে আমাদের দেশে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হচ্ছে ❤️ফ্রিল্যান্সিং । ❤️ 🌻🌻💁‍♀️পড়ালেখা শেষে বা পড়ালেখা...
11/12/2022

বর্তমান সময়ে আমাদের দেশে তরুণদের কাছে সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হচ্ছে ❤️ফ্রিল্যান্সিং । ❤️ 🌻🌻
💁‍♀️পড়ালেখা শেষে বা পড়ালেখার সাথে সাথে ফ্রিল্যান্সিং এ গড়ে নিতে পারেন আপনার ভবিষ্যৎ প্রফেশনাল ক্যারিয়ার । 🤷‍♀️
❤️ফ্রিল্যান্সিং হচ্ছে মাল্টি বিলিয়ন ডলারের একটি বিশাল বাজার । 💗💗
👉ইন্টারনেটের কল্যানে এখন আপনি খুব সহজেই একজন 🚩ফ্রিল্যান্সার 📌হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন । 📌📌
👉বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন। 👈

অনেকে মনে করে Mobile দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না  Mobile  দিয়ে  ফ্রিল্যান্সিংয়ের  যেই কাজ গুলো করা  যায় 😌😌💥💥PROFESS...
27/11/2022

অনেকে মনে করে Mobile দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না
Mobile দিয়ে ফ্রিল্যান্সিংয়ের যেই কাজ গুলো করা যায় 😌😌
💥💥PROFESSIONAL WRITING
✅ Content Writing
✅ Post Caption Writing
✅ Product Review Writing
✅ Copywriting for landing pages
✅ Professional Biography Writing
✅ Content Proofreading
💥 SEARCH ENGINE OPTIMIZATION
✅ On Page SEO on Website Content/Posts
✅ Local SEO
✅ Local Citations
✅ Guest Post Reach out
✅ Google My Business Posts & SEO
💥💥 SOCIAL MEDIA MANAGEMENT
✅ Social Media Ads
✅ Customer Service
✅ Content Scheduling
✅ Monthly Content Planning
💥💥GRAPHICS & MEDIA
✅Basic Video Editing
✅ Photo Editing
✅ Canva Based Graphic Design
✅ Flyer & Brochure Design
✅ Presentation Slides Design
💥💥 VIRTUAL ASSISTANCE
✅ E-commerce Order Fulfilment
✅ Accounts & Book-keeping
✅ Monthly Social Media Management
✅Reputation Management
✅ Personal Assistant of a professional
মোবাইল থেকে প্রায় অনেক কাজই করা যায়। 🙂🙂

My new canva design
04/11/2022

My new canva design

Address

Mahabubhasannadim. Info@gmail. Com
Jhenida
JHE

Telephone

+8801851812057

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahabub Hasan Nadim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share